Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Bardhaman713409
पूर्वस्थली-नादनघाट टीम की संयुक्त कार्रवाई: 82 किग्रा गांजा के साथ दो गिरफ्तार
SRSanjoy Rajbanshi
Dec 06, 2025 07:26:45
Kalna, West Bengal
পূর্বস্থলী ও নাদনঘাট থানার যৌথ অভিযানে বড় সাফল্য এসটিকেকে রোড দিয়ে গাঁজা পাচারের খবর পেয়ে নড়েচড়ে বসে নাদনঘাট থানার পুলিশ। নসরতপুর মোড় থেকে নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজের নেতৃত্বে একটি দল সন্দেহভাজন গাড়িটিকে লক্ষ্য করে পিছু ধাওয়া শুরু করে। পরবর্তী সময়ে গাড়িটি পূর্বস্থলী থানার এলাকায় ঢুকে পড়লে, পূর্বস্থলী থানার আইসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আরেকটি পুলিশ দল পারুলিয়া বাজারে গাড়িটিকে আটকাতে সফল হয়। গাড়িটির পিছনের সিটের পিছন থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা—ওজন প্রায় ৮২ কেজিরও বেশি। ঘটনাস্থল থেকেই গাড়িসহ দু’জনকে গ্রেপ্তার করে পূর্বস্থলী থানার পুলিশ। ধৃতদের আজ বর্ধমানের বিশেষ আদালতে পেশ করার জন্য পাঠিয়েছে পূর্বস্থলী থানার পুলিশ。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
KAKAYESH ANSARI
Jan 26, 2026 15:34:37
0
comment0
Report
CDChittaranjan Das
Jan 26, 2026 15:33:45
Durgapur, West Bengal:ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধallan হন এক মহিলা। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে দমকলের কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কাছে একটি তুলোর দোকানে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, প্রতিদিনের মত সোমবার সন্ধ্যায় দোকানে বসে নামাজ পড়ছিলেন প্রায় পঞ্চাশ বছর বয়সী তাবাস্যুম বেগম। দোকানে মশা মারার জন্য ধুপকাঠি জ্বালানো হয়েছিল। সেখান থেকে আগুন লেগে যায় তুলোর বস্তায়। দোকানে বিপুল পরিমাণে তুলোর বস্তা মজুদ থাকায় আগুন ভয়াবহ আকার ধারণ করে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা দোকান। স্থানীয়রা আগুন জ্বলতে দেখে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন নেভাতে ব্যর্থ হওয়ায় দমকল বিভাগে খবর দেওয়া হলে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়। বেশ কিছুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের কর্মীরা। তবে আগুনে শরীরের বেশ কিছুটা অংশ আগুন লেগে অগ্নিদগ্ধ হন তাবস্যুম বেগম नामের ওই মহিলা। স্থানীয়রা তাকে উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। দমকলের আধিকারিকের বক্তব্য, তারা খবর পেয়ে ছুটে আসেন। ঘটনাস্থলে পৌঁছে তারা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আসলেও এক মহিলা অগ্নিদগদ্ধ হয়েছেন বলে তারা জানতে পেরেছে।
0
comment0
Report
SMSubhasis Mandal
Jan 26, 2026 14:03:11
Howrah, West Bengal:হাওড়ার আমতায় নদীতে ভুল করে চলে আসা দুটি বিপন্ন প্রায় 40 কেজি ওজনের অলিভ রিডলে সামুদ্রিক কাছিম কে বন বিভাগের তৎপরতায় ফিরিয়ে দেওয়া হলো সমুদ্রে। ৷ পরপর তিন দিনের ব্যবধানে আমতার ভাটোরা ও কাশমলি থেকে প্রায় 40 কেজির 40 কেজি ওজনের দুইটি বিশালাকার অলিভ রিডলে সামুদ্রিক কচ্ছপ মৎস্যজীবীদের জলে পাওয়া যায় ৷ স্থানীয় পরিবেশ কর্মী চিত্রক প্রামানিকের সহযোগিতায় দুটি কচ্ছপ ই হাওড়া বন বিভাগ উদ্ধার করে গড়চুমুক প্রানী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। যেহেতু এই কাছিম গুলি গভীর সমুদ্রে বসবাস করে, তাই হাওড়া বন বিভাগের বিভাগীয় বন আধিকারিক সুজিত কুমার দাস ও রেঞ্জ অফিসার রাজেশ মুখার্জীর তত্ত্বাবধানে দুটি কাছিম কেই সমুদ্রে মুক্ত করে দেওয়া হলো। বন বিভাগের একটি টিম একটি অলিভ রিডলে কাছিম কে পূর্ব মেদিনীপুরের কাঁথি রেঞ্জের অন্তর্গত একটি নির্জন সমুদ্রতটে মুক্ত কররে। অপর কাছিম টিও পূর্ব মেদিনীপুরের কাঁথি রেঞ্জে বঙ্গোপসাগরে মুক্ত করে দেওয়া হয়। হাওড়া বন বিভাগের টিমের সঙ্গে ছিলেন বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিক। চিত্রক বলেন, অলিভ রিডলে সামুদ্রিক কচ্ছপ। জানুয়ারি থেকে মার্চ মাস এদের ডিম পাড়ার সময়। যেহেতু এরা নোনা জলের প্রানী, মিষ্টি জলে এদের কিছুটা সমস্যা হয়। বন বিভাগ গুরুত্ব সহকারে দুটি কাছিম কেই সমুদ্রে ফিরিয়ে দিলো, এটা অত্যন্ত প্রশংসনীয়。
0
comment0
Report
CDChampak Dutta
Jan 26, 2026 13:31:07
Kaji Chak, West Bengal:*তালাবন্দি ফাঁসিডাঙ্গা উদ্যানে পালিত হল বাম যুব-ছাত্র সংগঠনের ঐতিহ্য যাত্রা। গেট, পাঁচিল টপকে ভিতরে প্রবেশ করে ফাঁসির মঞ্চে শ্রদ্ধা জানালেন সংগঠনের নেতা কর্মীরা। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ২৬ জানুয়ারি সোমবার ৭৭তম প্রজাতন্ত্র দিবসের দিন এসএফআই-ডিওয়াইএফআই পালন করে ঐতিহ্য যাত্রা কর্মসূচী। ঘাটালের বীরসিংহ বিদ্যাসাগরের জন্মভূমি থেকে একটি বাইক র‍্যালি চন্দ্রকোণের ফাঁসিডাঙ্গা উদ্যানে পৌঁছায়। সেখানে আয়োজন করা হয় ঐতিহ্য যাত্রার সভা। উপস্থিত ছিলেন বাম যুব-ছাত্র সংগঠনের জেলা নেতারা। চুয়াড় বিদ্রোহের নায়ক যুগল কিশোর সহ ১৪ জন বিদ্রোহীকে এই ফাঁসিডাঙ্গার ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল তৎকালীন ইংরেজ শাসকরা। চন্দ্রকোণার এই ইতিহাস বিজড়িত ফাঁসিডাঙ্গা উদ্যানে বাম যুব-ছাত্র সংগঠনের ঐতিহ্য যাত্রার কর্মসূচীকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। শুরু হয়েছে তৃণমূল-বাম তরজা। রক্ষণাবেক্ষণের অভাবে জমেছে আগাছা। দুবছর ধরে তালাবন্দি হয়ে পড়ে রয়েছে এই ফাঁসিডাঙ্গা উদ্যান। বন্ধ থাকা ফাঁসিডাঙ্গা উদ্যানের বাইরে গেটের সামনে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয় ফাঁসিডাঙ্গায় ইংরেজ শাসকের হাতে শহীদ হওয়া চুয়াড় বিদ্রোহের নায়কদের। ফাঁসির মঞ্চে ফুল মালা দিতে এসএফআই-ডিওয়াইএফআই নেতা কর্মীরা গেট, পাঁচিল টপকে ফাঁসিডাঙ্গা উদ্যানের ভিতরে প্রবেশ করেন। গেট বন্ধ থাকায় প্রবীণ বাম নেতারাও গেট টপকে ভিতরে প্রবেশ করেন। গেটের বাইরে ঐতিহ্য যাত্রার সভামঞ্চ করা হলেও পাঁচিল টপকে প্রবেশ করে ফাঁসিডাঙ্গা উদ্যানের ভিতরেই করা হয় ঐতিহ্য সভা। ভিতরে ফাঁসির মঞ্চে অর্ধনমিত অবস্থায় ছিল জাতীয় পতাকা। সেটা নামিয়ে তোলা হয় নতুন জাতীয় পতাকা। অবহেলায়, অরক্ষিত অবস্থায় পড়ে থাকা চন্দ্রকোণার এই ঐতিহাসিক স্থানটিতে শ্রদ্ধা জানাতে গিয়ে ক্ষোভ উগরে দেন বাম যুব-ছাত্র সংগঠনের নেতারা। বাম যুব সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি কৌশিক দে বলেন, 'বিদ্যাসাগরের জন্মভিটা থেকে চন্দ্রকোণায় চুয়াড় বিদ্রোহের নায়কদের শ্রদ্ধা জানাতে ঐতিহ্য যাত্রা করে আমরা এসছিলাম ফাঁসিডাঙ্গায়। এখানে এসে দেখি গেট বন্ধ, ভেতরে ফাঁসির মঞ্চে দেশের জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় ছিল। সংগঠনের পক্ষ থেকে আগাম জানানো সত্বেও গেট বন্ধ রাখা হয়েছিল। আমরা পাঁচিল টপকে ভিতরে প্রবেশ করে জাতীয় পতাকা তুলে শ্রদ্ধাজ্ঞাপন করি। প্রজাতন্ত্র দিবসের দিন দেশের জাতীয় পতাকার অবমাননা করেছে তৃণমূল ও তার প্রশাসন।’ ফাঁসিডাঙ্গার মতো একটি ঐতিহাসিক স্থান ও সরকারি জায়গার ভিতরে বাম যুব-ছাত্র সংগঠনের ঐতিহ্য যাত্রার সভা করা এবং ফাঁসির মঞ্চে দলের পতাকা লাগানোর ঘটনার নিয়ে নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস। চন্দ্রকোণা-২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ছায়া দোলই বলেন, 'ঐতিহাসিক স্থানে যেকেউ যেতে পারে তাতে বাধাবিপত্তির কিছু নেই আমাদের। কিন্তু একটি রাজনৈতিক দল তাদের কর্মসূচীর নামে ফাঁসিডাঙ্গার মতো ঐতিহাসিক ফাঁসিমঞ্চে তাদের দলের পতাকা টাঙাবে এটা কিছুতেই মেনে নেওয়া যায়না। এর তীব্র প্রতিবাদ জানাই আমরা। জাতীয় পতাকা অর্ধনমিত ছিল বলা হচ্ছে তা ঠিক নই, ওরা ওদের মতো করে বলছে।' ছবি বাইট 2c তে
0
comment0
Report
KMKIRAN MANNA
Jan 26, 2026 12:05:55
Dihierench, West Bengal:শিক্ষিকা খুনের ঘটনায় হোটেলে ব্যাপক ভাঙচুর উত্তেজনা, জাতীয় সড়ক অবরোধ তমলুকের রাম তাকে। অবৈধ হোটেল লাবণ্যে ভাঙচুর, রামতারকে জাতীয় সড়ক অবরোধ তমলুকের রামতারক এলাকায় অবৈধ হোটেলে শিক্ষিকার দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল। হোটেল লাবণ্যে দিনের পর দিন অবৈধ কাজ চলছিল—এই অভিযোগে উত্তেজিত মহিলা ও জনতা হোটেলে ভাঙচুর চালিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয়। উল্লেখ্য, গতকাল হোটেল লাবণ্য থেকে শ্রাবণী ভূঁইয়া ঘড়া নামের এক শিক্ষিকার দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি শিক্ষিকাকে খুন করেছে। অভিযুক্তকে গ্রেফতার করা হলেও সে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করায় বর্তমানে তমলুক জেলা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। মৃতার বাবা অভয় ভূঁইয়া তমলুক থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে হোটেল মালিক কে গ্রেফতার করা এই হোটেলে দেহ ব্যবসা চলার অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ স্থানীয় মহিলা ও জনতার।
0
comment0
Report
CDChampak Dutta
Jan 26, 2026 12:05:37
0
comment0
Report
CDChittaranjan Das
Jan 26, 2026 11:50:21
Durgapur, West Bengal:টোটোর সাথে ধাক্কা ট্রাক্টরের, গুরুতর আহত টোটো চালক, রণক্ষেত্রের চেহারা পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা থানার পানাগড়ের চৌমাথা মোড়ে, পুরাতন জাতীয় সড়ক অবরোধ। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক টোটো চালক, ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় কাঁকসার পানাগড় বাজারে। সোমবার দুপুরে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে যাত্রী নামিয়ে রাস্তার ধারে টোটো নিয়ে দাঁড়িয়ে ছিল টোটো চালক পঙ্কজ পান্ডে। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক্টর টোটোতে ধাক্কা মারলে রাস্তার উপর ছিটকে পড়ে পঙ্কজ। ট্রাক্টরটি পঙ্কজের ওপর চেপে যায়। গুরুতর আহত হয় ৩০ বছর বয়সী পঙ্কজ। স্থানীয়রা ও সিভিক ভলান্টিয়াররা তাকে উদ্ধার করে দ্রুত পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখান থেকে তাকে কাঁকসার রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মুহূর্তের মধ্যে ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় পানাগড় বাজারে চৌমাথা মোড়ে। ট্রাক্টরের উপর ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। ক্ষতিপূরণের দাবিতে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে পুরাতন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়, কাঁকসা থানা ও কাঁকসা ট্রাফিক গার্ডের বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায়。 শেষমেশ ঘন্টা দুয়েক পরে বিক্ষোভকারীদের বিক্ষোভ উঠাতে লাঠি নিয়ে বিক্ষোভকারীদের তারা করে পুলিশ, আটক করা হয় বেশ কয়েকজনকে।বিক্ষোভকারীদের সরিয়ে পুরাতন জাতীয় সড়কের যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।
0
comment0
Report
BSBidhan Sarkar
Jan 26, 2026 11:20:56
Chinsurah, West Bengal:হুগলিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, বাইকে দূর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের। পিকনিক করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। রবিবার রাতে হুগলি পোলবার রাজহাট মোড় থেকে ব্যান্ডেলের দিকে আসার রাস্তায় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইকে থাকা দুই আরোহীর।তাদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ。 পুলিশ সূত্রে খবর ,মৃতদের নাম রোহিত সিং (২৩) ও রাজা প্রসাদ (২৭)। রোহিত সিং গরিফার বাসিন্দা এবং জুপিটার কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।রাজা প্রসাদ রিষড়ার বাসিন্দা।সেও জুপিটারে কাজ করত。
0
comment0
Report
DGDebabrata Ghosh
Jan 26, 2026 11:20:45
Howrah, West Bengal:হাওড়া টিকিয়াপাড়া এলাকার বোমাবাজি।এলাকায় আতঙ্ক।গ্রেফতার দুজন। হাওড়ার টিকিয়াপাড়া এলাকায় একটি বিরিয়ানির দোকানে ঘটনার সূত্রপাত।গত রাতেও দুজন যুবক বিরিয়ানি কিনতে আসে।অভিযোগ তারা মদ্যপ অবস্থায় ছিলো।তাদের দোকান থেকে তাড়াতাড়ি চলে যেতে বলে কয়েকজন।তখনই দু পক্ষের মধ্যে বচসা শুরু হয়।এরপর তা বড় আকার নেয়।একটি বাড়ির ওপর থেকে বোমাবাজি ও ইটবৃষ্টি শুরু হয়।জখম হয় কয়েকজন।এলাকায় আতঙ্ক ছড়ায়।ঘটনাস্থলে আসে হাওড়া থানার পুলিশ।আজ সকাল থেকে চাপা উত্তেজনা এলাকায়।পুলিশ ও রাফ মোতায়েন করা হয়।এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।সামনেই বিধানসভা নির্বাচন।টিকিয়াপাড়া এলাকা বরাবরই স্পর্শকাতর area।তাই এত বোমা কেন মজুত ছিল সেটাই ভাবাচ্ছে পুলিশকে.
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Jan 26, 2026 11:03:29
Kolkata, West Bengal:ঘড়ির কাটায় রবিবার রাত 2:30 আনন্দপুর এ দুটি গোডাউনে আগুন লাগার খবর যায় দমকলের কাছে ঘটনাস্থলে দমকলের প্রথমে দশটি এবং পরবর্তি সময়ে আরো দুটি ইঞ্জিন এসে পৌঁছায় পুষ্পাঞ্জলি ডেকোরেশন কোম্পানির গোডাউনে প্রথম আগুন আগুন লাগে এরপর আগুন ছড়িয়ে পড়ে মোমো প্রস্তুতকারক সংস্থার গোডাউনের গোডাউন। দমকল সূত্রে খবর মোমো সংস্থার গোডাউনরের গেটে বাইরে থেকে তালা বন্ধ অবস্থায় ছিল তালা ভেঙে ভেতরে প্রবেশ করার পর রীতিমতো বেগ পেতে হয় তাদেরকে। গোডাউনের ভেতরে বিভিন্ন জায়গায় মজুদ করা রয়েছে ঠান্ডা পানীয়র বোতল , তেলর ড্রাম, প্রথমে দমকল এর কাছে খবর যায় 6 জন আটকে রয়েছে, মোমো র গোডাউনে তিনজন ও ডেকোরেশন এর গোডাউনে তিনজন । বেলা বাড়ার সাথে সাথে ছবিটা সম্পূর্ণ পাল্টে যায় পুলিশের কাছে বেশ কয়েকটি পরিবার এসে জানায় তাদের পরিবারের লোকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সংখ্যাটি দাঁড়ায় ১৩.. এরপর দুপুর একটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি দমকলের আধিকারিকদের সাথে কথা বলেন খোঁজ খবর নেন。 গোডাউনের ভেতরে আগুন নিয়ন্ত্রনোতে আসার পর কেএমসি র সহযোগিতা চাওয়া হয় দমকলের পক্ষ থেকে。
0
comment0
Report
BSBidhan Sarkar
Jan 26, 2026 11:02:49
Chinsurah, West Bengal:কল্যাণ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি আক্রান্ত হিন্দুরা। লজিক্যাক ডিসক্রিপেন্সিতে নাম এসেছে সবচেয়ে বেশি হিন্দুরা। পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের চোখে হিন্দু হল উত্তর প্রদেশ গুজরাট বিহারের লোক। যারা জয় শ্রী রাম বলে তাড়াই নাকি হিন্দু। যারা কালী পুজো করে আমরা শিবের পুজো করি জগন্নাথের ভক্ত। সনাতনী ধর্ম তো আমরাই পালন করছি। আবার বিজেপি হিন্দুদের মধ্যে ভাগ করে। ওরা বাঙালী পছন্দ করে না। সিঙ্গুরে মুখ্যমন্ত্রী আসছেন। সেই জামিতে, এ জমি বাংলায় প্রথম পরিবর্তনের ডাক দিয়েছিল। লড়াইটা টাটার বিরুদ্ধে ছিল না। লড়াই ছিল এই সময় সরকারের বিরুদ্ধে যারা জোরকরে জমি কেড়ে নিয়েছিল। বাংলার মানুষ সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের সঙ্গে ছিল। সিঙ্গুর না হলে নন্দীগ্রাম হতনা। মমতা বন্দ্যোপाध্যায় কে দেখে ভরসা পেয়েছিল মানুষ। লড়াই বড় লড়াই ছিল কৃষকদের জন্য। আর যে পরিবর্তন হয়েছে, মমতা বন্দ্যোপধ্যায়ের উপর মানুষ আস্থা রেখেছিল।
0
comment0
Report
Advertisement
Back to top