Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700028
शांतनु ठाकुर दिल्ली-कोलकाता लौटे; आज बाबरी मस्जिद शिलान्यास, मातुआ संकल्प यात्रा
SBSoumen Bhattachrya
Dec 06, 2025 09:19:36
Kolkata, West Bengal
শনিবার দুপোরে বিমানে দিল্লি থেকে কলকাতা ফিরলেন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ১)আজ বাবরি মসজিদের শিলান্যাস ২) মতুয়াদের আজ সংকল্প যাত্রা ৩) মতুয়াদের নিয়ে আতঙ্কর পরিবেশ সৃষ্টি হচ্ছে ঠাকুরনগরে
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
KBKamalakshya Bhattacharjee
Dec 06, 2025 09:19:17
Kolkata, West Bengal:মুখ্যমন্ত্রীর জনসভার পরেই বিজেপির পাল্টা কর্মসূচি, ঠাকুরনগর মতুয়াগড়ে আজ প্রতিবাদ মিছিলে শমীক মিঠুন শান্তনু বনগাঁ ও গাইঘাটায় সদ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ও পদযাত্রার উষ্ণতা কাটতে না কাটতেই রাজনীতির মাঠে নেমে পড়েছে বিজেপি। আজ ঠাকুরনগরে বিজেপির বিশাল প্রতিবাদ মিছিল। এর কেন্দ্রে রয়েছে এসআইআর এবং সিএএ–কে ঘিরে তৃণমূল ও বিজেপির টানাপোড়েন। বিকেল ৩টায় ঠাকুরনগরে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিলে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং অভিনেতা-নেতা মিঠুন চক্রবর্তী। বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রী বনগাঁয় এসে এসআইআর ও সিএএ–র বিরুদ্ধে প্রচার চালিয়েছেন, যা মতুয়া হিন্দু উদ্বাস্তুদের স্বার্থে আঘাত। এসআইআর ও সিএএ–র বিরোধিতা মানে ওপার বাংলা থেকে আসা হিন্দু উদ্বাস্তু, বিশেষ মতুয়া সমাজের বিরুদ্ধে অবস্থান নেওয়া। বিজেপির জেলা সভাপতির দাবি, বনগাঁ সংগঠনিক জেলার সাতটি বিধানসভা জুড়ে ইতিমধ্যেই ১ লক্ষ ২৯ হাজার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এদের মধ্যে অনেকে মৃত ভোটার, কেউ স্থানান্তরিত; আবার কিছু রোহিঙ্গা ও বাংলাদেশি জেহাদির নামও রয়েছে। বিজেপির বক্তব্য—সিএএ কার্যকর হলে প্রকৃত হিন্দু উদ্বাস্তু ও মতুয়ারা নাগরিকত্ব পাবেন ও তাঁদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। বিজেপির এই পাল্টা কর্মসূচিকে কটাক্ষ তৃণমূলের। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রীর জনসভা ও পদযাত্রায় যে জনসমাগম হয়েছিল, তা দেখে বিজেপি ভয় পেয়ে গিয়েছে। বিজেপি বাইরে থেকে লোক আনার চেষ্টা করলেও সেই মিছিল মুখ্যমন্ত্রীর সভার সমতুল্য হতে পারবে না। বিজেপি মতুয়াদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে চাইছে। এখানে কোনও রোহিঙ্গা নেই। মতুয়াদের রোহিঙ্গা দেখিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা করছে বিজেপিই। মতুয়া সমাজ এর জবাব দেবে। মুখ্যমন্ত্রীর সভা ও পদযাত্রা রাজ্য রাজনীতিতে যথেষ্ট গুরুত্ব বহন । মতুয়া অধ্যুষিত ঠাকুরনগর এলাকায় বিজেপির এই প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল।
192
comment0
Report
BSBidhan Sarkar
Dec 06, 2025 09:19:01
Chinsurah, West Bengal:ধর্ম, শান্তি ও সহমর্মিতার পথ দেখায়, রাজনীতির হাতিয়ার নয় মত মাহেশ জগন্নাথ মন্দির ট্রাস্টের সম্পাদক পিয়ালকৃষ্ণ অধিকারীর। মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস প্রসঙ্গে শ্রীরামপুর মাহেশ জগন্নাথ মন্দিরের সম্পাদক পিয়ালকৃষ্ণ অধিকারী বলেন, “আমরা চৈতন্য মহাপ্রভুর আদর্শে অনুপ্রাণিত। মহাপ্রভু যখন হরিনাম সংকীর্তনে বেরিয়েছেন, তখন তিনি কখনও দেখেননি কে চণ্ডাল, কে বৈশ্য, কে ক্ষত্রিয় বা কে ব্রাহ্মণ—সকলকে সমানভাবে আলিঙ্গন করেছিলেন হরিনামের আহ্বানে। এই আদর্শই আমাদের পথপ্রদর্শক。 মন্দিরে যখন আমরা বিশ্বশান্তির যজ্ঞ করি, সেখানে কারা আহুতি দিচ্ছেন তা দেখে কাউকে আলাদা করা হয় না। জাত বা শ্রেণীর পরিচয়ে কাউকে কখনও বাদ দেওয়া হয়নি। আমরা সনাতনী হিন্দু ধর্মে বিশ্বাসী, কিন্তু পাশাপাশি অন্য ধর্মের প্রতিও সমান শ্রদ্ধাশীল।自己 ধর্মকে ভালোবাসার সঙ্গে সঙ্গে অন্য ধর্মকেও সম্মান করাই হওয়া উচিত আমাদের লক্ষ্য。 “ধর্ম কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। ধর্ম এক ধরনের ইম্যাটেরিয়াল বা আত্মিক ধারণা। মানুষ ভুল করতে পারে, কিন্তু ধর্মকে কখনও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানো একেবারেই অনুচিত।” আগামীকাল ব্রিগেডে ‘৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ’ অনুষ্ঠানে আমন্ত্রণ প্রসঙ্গে তিনি জানান, “আমি মাহেশ মন্দিরের সেবাইত পরিবারের সন্তান হিসেবে মূল মঞ্চে অতিথি রূপে আমন্ত্রণ পেয়েছি। গীতা কখনও শেখায় না যে অন্য ধর্মকে ঘৃণা করতে হবে। আমি গীতাকে ভালোবাসি, সেই কারণেই গীতা পাঠ ও অধ্যয়নে অংশগ্রহণ করব।” আগামী ৩১ জানুয়ারি ও ১ লা ফেব্রুয়ারি মাহেশ জগন্নাথ মন্দিরে গীতা বিষয়ক একাধিক অনুষ্ঠান আয়োজিত হবে। ওইসব অনুষ্ঠানে হাজার হাজার ভক্তের সমাগম হবে। পিয়ালের কথায়, “ধর্ম হোক শান্তি, সহমর্মিতা ও ভালোবাসার পথ এই শিক্ষাই আমাদের চিরন্তন উত্তরাধিকার।”
146
comment0
Report
CDChampak Dutta
Dec 06, 2025 09:18:34
Kaji Chak, West Bengal:মেদিনীপুর শহরে সিএএ সহায়তা কেন্দ্র খুললো বিজেপি। সিপাইবাজার এলাকায় বিজেপি পার্টি অফিসে এই সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। শনিবার দুপুরে ফিতা কেটে এই সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্য বিজেপির সহ-সভাপতি শমিত দাস। ২০০২ সালের ভোটার লিস্টে যাদের নাম নেই, যারা ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে এসে এদেশে বসবাস করছে তাদেরকে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার ব্যবস্থা করার জন্যই হয়েছে সিএএ আইন। যারা নাগরিকত্ব পেতে চায় তারা সরাসরি এই সহায়তা কেন্দ্রে এলেই ফর্ম ফিলাপ থেকে শুরু করে জমা দেওয়া পর্যন্ত সব ব্যবস্থাই করে দেবে বিজেপি কর্মীরা এমনটাই জানালেন তারা। মেদিনীপুর সাংগঠনিক জেলায় আপাতত দুটি এধরনের সহায়তা কেন্দ্র খোলা হচ্ছে। একটা মেদিনীপুর আরেকটি খড়গপুর এ। প্রয়োজনে আরো সহায়তা কেন্দ্র বাড়ানো হবে বলেও জানিয়েছেন বিজেপি নেতৃত্বরা।
119
comment0
Report
MDMritunjay Das
Dec 06, 2025 08:30:52
Bankura, West Bengal:স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, বিষয় নজরে আসতেই বাঁকুড়ার জয়পুরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ ধারালো বঁটির আঘাতে স্ত্রীকে খুন করে আত্মঘাতী হলেন স্বামী। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর থানার আশুরালি গ্রামে। আজ সকালে ঘটনাটি নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত দম্পতির নাম অলোক মন্ডল ও মুক্তা মন্ডল। জয়পুর থানার পুলিশ দেহ দুটি উদ্ধারের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে。 স্থানীয় সূত্রে জানা গেছে দুই মেয়ের অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় বাঁকুড়ার জয়পুর থানার আশুরালি গ্রামে নিজেদের অ্যজবেস্টাসের চালার বাড়িতে বসবাস করতেন পেশায় কৃষিজীবী অলোক মন্ডল ও তাঁর স্ত্রী মুক্তা মন্ডল। গত বেশ কিছুদিন ধরে অলোক মন্ডল মানসিকভাবে অসুস্থ থাকায় তাঁর চিকিৎসাও চলছিল। অন্যান্য দিনের মতো গতকাল রাতে ওই দম্পতি নিজেদের ঘরেই ছিলেন। আজ সকালে অনেক বেলা পর্যন্ত স্থানীয় প্রতিবেশীরা দেখেন অলোক মন্ডলের বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ। আর তাতেই সন্দেহ হয় প্রতিবেশীদের। পরে সন্দেহের বশে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে প্রতিবেশীরা দেখেন ঘরের মেঝেতে পড়ে রয়েছেন স্ত্রী মুক্তা মন্ডল। মৃতদেহের অদূরেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ঘরের শাক সবজী কাটার বঁটি। মৃত দেহের কপালে একাধিক আঘাতের চিহ্ন দেখে প্রতিবেশীরা বুঝতে পারেন মুক্তা মण्डলকে খুন করা হয়েছে। এরপরই স্বামী অলোক মন্ডলের খোঁজ শুরু করেন প্রতিবেশীরা। পরে তাঁরা দেখেন ঘরের চিলেকোঠায় যাওয়ার সিঁড়ির কাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় অলোক মন্ডলের দেহ ঝুলছে। তড়িঘড়ি প্রতিবেশীরা জয়পুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধrodu করে। স্থানীয় প্রতিবেশী ও আত্মীয়দের ধারণা, স্বামীকে কাজ করা নিয়ে খোঁটা দিয়েছিলেন স্ত্রী। আর সেই রাগেই মানসিক ভাবে অসুস্থ অলোক মন্ডল বঁটি দিয়ে স্ত্রীকে খুন করে ফেলেন। পরে সম্বিৎ ফিরলে অনুশোচনার কারনে নিজে আত্মঘাতী হন স্বামী। পুলিশ ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। দম্পতির মৃত্যুর সঠিক কারন জানতে দেহদুটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
160
comment0
Report
SRSanjoy Rajbanshi
Dec 06, 2025 08:30:27
Kalna, West Bengal:পূর্বস্থলী ও নাদনঘাট থানার যৌথ অভিযানে বড় সাফল্য এসটিকেকে রোড দিয়ে গাঁজা পাচারের খবর পেয়ে নড়েচড়ে বসে নাদনঘাট থানার পুলিশ। নসরতপুর মোড় থেকে নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজের নেতৃত্বে একটি দল সন্দেহভাজন গাড়িটিকে লক্ষ্য করে পিছু ধাওয়া শুরু করে। পরবর্তী সময়ে গাড়িটি পূর্বস্থলী থানার এলাকায় ঢুকে পড়লে, পূর্বস্থলী থানার আইসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আরেকটি পুলিশ দল পারুলিয়া বাজারে গাড়িটিকে আটকাতে সফল হয়। গাড়িটির পিছনের সিটের পিছন থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা—ওজন প্রায় ৮২ কেজিরও বেশি। ঘটনাস্থল থেকেই গাড়িসহ দু’জনকে গ্রেপ্তার করে পূর্বস্থলী থানার পুলিশ। ধৃতদের আজ বর্ধমানের বিশেষ আদালতে পেশ করার জন্য পাঠিয়েছে পূর্বস্থলী থানার পুলিশ।
103
comment0
Report
PDPradyut Das
Dec 06, 2025 07:36:06
Jalpaiguri, West Bengal:ভোটের মুখে বন্যা দুর্গত এলাকার মানুষজনদের নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ। বানভাসি কিছু মানুষজনদের নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে। বিজেপি পরিচালিত পঞ্চায়েত, প্রধান এর বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলে ধুপগুড়ি ব্লক ডেভলপমেন্ট অফিসে সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দ্বারা মহকুমা শাসক কে ডেপুটেশন প্রদান করল ধূপগুড়ির বানভাষী এলাকার বঞ্চিত বাসিন্দাদের একাংশ। সামনেই ভোট শাসক দলের নেতারা এই মানুষগুলোকে দিয়ে সস্তার রাজনীতি করার চেষ্টা করছে বলে কটাক্ষ বিজেপি জেলা সভাপতি শ্যামল রায়। কেন্দ্রীয় সরকার অর্থ বরাত করেছে। রাজ্য সরকারের উচিত এই সমস্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো। রাজ্য সরকারের বিরুদ্ধে আнгুল তুলছেন বিজেপির সাংসদ জয়ন্ত কুমার রায়। পাল্টা বিজেপিকে তীব্র কটাক্ষ তৃণমূলের। তৃণমূলের জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং ( গুড্ডু) বলেন বন্যার পর শুরু থেকেই এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জেলা পুলিশের ও প্রশাসন এর পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীরা。 গত ৫ই অক্টোবরের সেই ভয়াবহ স্মৃতি এখনো যেন তিলে তিলে কামড়ে খাচ্ছে প্রাকৃতিক দুর্যোগের শিকার মানুষগুলোকে। আচমকা জলঢাকা নদীর জলস্ফীতি বেড়ে গিয়ে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের গোধায়ারকুটি গ্রাম পঞ্চায়েতের হোগলা পাতা, সহ একাধিক গ্রাম একেবারে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে উত্তরবঙ্গের সেই ভয়াবহ বন্যা। তারপর প্রায় দুই দুইটি মাস কেটে গেল। একাধিক প্রতিশ্রুতি। একের পর এক নেতা মন্ত্রীদের পদধূলি। বানভাসি এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর একের পর এক সরকারি সুযোগ সুবিধার কথাগুলো আজ যেন ফিকে হয়ে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া এমনকি জলের তলায় ভেসে যাওয়া ঘরবাড়ি পুনরায় নির্মাণ করে দেওয়ার এক কর্মযজ্ঞ গত সপ্তাহ থেকে শুরু হয়েছে এই ধুপগুড়ি ব্লকের হোগলা পাতা এলাকায়। কিন্তু গ্রামের বেশ কয়েকটি পরিবার পরিবার সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য ক্ষতিপূরণের ঘর পাইয়ে দেওয়ার সার্ভের কাজে নিজেদের দলীয় রঙ দেখে তথ্য তুলে ব্লক অফিসে পাঠিয়েছে বলে অভিযোগ। আর এতেই বঞ্চিত হয়ে পড়েছে বাস্তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। একাধিকবার স্থানীয় প্রধানকে জানিয়ে শুরু হয় না হওয়ায় জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে বন্যা কবলিত এই মানুষগুলো জমায়েত হয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিকের দ্বারা ধূপগুড়ি মহকুমা শাসক কে ডেপুটেশন প্রদান করেন। দ্রুত পদক্ষেপ নেওয়ার আরজি জানানো হয়েছে এই ডেপুটেশনে। গোটা বিষয়ে খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের তরফে।
143
comment0
Report
BSBidhan Sarkar
Dec 06, 2025 07:31:39
Chinsurah, West Bengal:জন্মদিনেই মৃত্যু,ঠিক একবারে বিধান রায়ের মত। সারা জীবন বিধান রায়দের দেখানো পথে জাতীয় কংগ্রেসের আদর্শে জীবন অতিবাহিত করেছেন।তিনি ছিলেন শিক্ষক,রাজনীতিবিদ,প্রাক্তন প্রধান।এলাকায় মাস্টার মশাই নামে পরিচিত ছিলেন অজিত ঘোষ। পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের নারায়ণ পাড়া গ্রামে তার বাড়ি।বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। শুক্রবার সন্ধায় বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অজিত ঘোষ। বয়স হয়েছিল ৯৩ বছর।৫ ডিসেম্বর ছিল তার জন্মদিন আর সেদিনই তার মৃত্যু হল। অজিত ঘোষ দাদপুরের পুইনান হাইস্কুলের শিক্ষক ছিলেন।আবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতে সদস্য থেকে তিন বারের প্রধান ছিলেন। আজ তার মরদেহ পঞ্চায়েত অফিসে নিয়ে যাওয়া হয় মিছিল করে।জাতীয় কংগ্রেসের পতাকায় মুরে দেওয়া হয়।সেখানে মালা দিয়ে শ্রদ্ধা জানান চুঁচুড়ার তৃনমূল বিধায়ক অসিত মজুমদার। বিধায়ক বলেন,অজিত ঘোষ কংগ্রেসেই ছিলেন।পনেরো বছর প্রধান ছিলেন।শিক্ষকতা করতেন।তাকে পঞ্চায়েতের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। হুগলি জেলা কংগ্রেসের নেতা প্রতিম মিত্র বলেন, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মাস্টার মশাই ছিলেন অজিত ঘোষ।তার মত ব্যক্তিত্ব রাজনীতিতে বিরল।সবার সঙ্গে সুসম্পর্ক রাখতেন।বর্ষিয়ান নেতার মৃত্যুতে কংগ্রেসের ক্ষতি হল।সমাজের জন্য একটা শূন্যতা তৈরি হল।
151
comment0
Report
SRSanjoy Rajbanshi
Dec 06, 2025 07:26:45
Kalna, West Bengal:পূর্বস্থলী ও নাদনঘাট থানার যৌথ অভিযানে বড় সাফল্য এসটিকেকে রোড দিয়ে গাঁজা পাচারের খবর পেয়ে নড়েচড়ে বসে নাদনঘাট থানার পুলিশ। নসরতপুর মোড় থেকে নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজের নেতৃত্বে একটি দল সন্দেহভাজন গাড়িটিকে লক্ষ্য করে পিছু ধাওয়া শুরু করে। পরবর্তী সময়ে গাড়িটি পূর্বস্থলী থানার এলাকায় ঢুকে পড়লে, পূর্বস্থলী থানার আইসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আরেকটি পুলিশ দল পারুলিয়া বাজারে গাড়িটিকে আটকাতে সফল হয়। গাড়িটির পিছনের সিটের পিছন থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা—ওজন প্রায় ৮২ কেজিরও বেশি। ঘটনাস্থল থেকেই গাড়িসহ দু’জনকে গ্রেপ্তার করে পূর্বস্থলী থানার পুলিশ। ধৃতদের আজ বর্ধমানের বিশেষ আদালতে পেশ করার জন্য পাঠিয়েছে পূর্বস্থলী থানার পুলিশ。
109
comment0
Report
Advertisement
Back to top