Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Nadia741201

ममता बनर्जी की पहल से रानाघाट नगरपालिका के वार्ड-5 में सहचर उद्यान का उद्घाटन

BMBiswajit Mitra
Dec 06, 2025 07:28:50
Ranaghat, West Bengal
কুড়ি লক্ষ টাকা ব্যয়ে, নদীয়ার রানাঘাটে রানাঘাট পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী মামতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক প্রচেষ্টায় এবং পৌর ও নগর উন্নয়ন দপ্তরের সহয়তায় রানাঘাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বেলতলায় রানাঘাট পৌরসভার উপপৌরপতি আনন্দ দের উদ্যোগে সহচর উদ্যান এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। এলাকার মানুষের খেলাধুলার পাশাপাশি বয়স্ক মানুষদের একটু বিনোদনের জন্য তৈরি এই পার্ক।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MDMritunjay Das
Dec 06, 2025 08:30:52
Bankura, West Bengal:স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, বিষয় নজরে আসতেই বাঁকুড়ার জয়পুরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ ধারালো বঁটির আঘাতে স্ত্রীকে খুন করে আত্মঘাতী হলেন স্বামী। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর থানার আশুরালি গ্রামে। আজ সকালে ঘটনাটি নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত দম্পতির নাম অলোক মন্ডল ও মুক্তা মন্ডল। জয়পুর থানার পুলিশ দেহ দুটি উদ্ধারের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে。 স্থানীয় সূত্রে জানা গেছে দুই মেয়ের অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় বাঁকুড়ার জয়পুর থানার আশুরালি গ্রামে নিজেদের অ্যজবেস্টাসের চালার বাড়িতে বসবাস করতেন পেশায় কৃষিজীবী অলোক মন্ডল ও তাঁর স্ত্রী মুক্তা মন্ডল। গত বেশ কিছুদিন ধরে অলোক মন্ডল মানসিকভাবে অসুস্থ থাকায় তাঁর চিকিৎসাও চলছিল। অন্যান্য দিনের মতো গতকাল রাতে ওই দম্পতি নিজেদের ঘরেই ছিলেন। আজ সকালে অনেক বেলা পর্যন্ত স্থানীয় প্রতিবেশীরা দেখেন অলোক মন্ডলের বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ। আর তাতেই সন্দেহ হয় প্রতিবেশীদের। পরে সন্দেহের বশে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে প্রতিবেশীরা দেখেন ঘরের মেঝেতে পড়ে রয়েছেন স্ত্রী মুক্তা মন্ডল। মৃতদেহের অদূরেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ঘরের শাক সবজী কাটার বঁটি। মৃত দেহের কপালে একাধিক আঘাতের চিহ্ন দেখে প্রতিবেশীরা বুঝতে পারেন মুক্তা মण्डলকে খুন করা হয়েছে। এরপরই স্বামী অলোক মন্ডলের খোঁজ শুরু করেন প্রতিবেশীরা। পরে তাঁরা দেখেন ঘরের চিলেকোঠায় যাওয়ার সিঁড়ির কাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় অলোক মন্ডলের দেহ ঝুলছে। তড়িঘড়ি প্রতিবেশীরা জয়পুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধrodu করে। স্থানীয় প্রতিবেশী ও আত্মীয়দের ধারণা, স্বামীকে কাজ করা নিয়ে খোঁটা দিয়েছিলেন স্ত্রী। আর সেই রাগেই মানসিক ভাবে অসুস্থ অলোক মন্ডল বঁটি দিয়ে স্ত্রীকে খুন করে ফেলেন। পরে সম্বিৎ ফিরলে অনুশোচনার কারনে নিজে আত্মঘাতী হন স্বামী। পুলিশ ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। দম্পতির মৃত্যুর সঠিক কারন জানতে দেহদুটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Dec 06, 2025 08:30:27
Kalna, West Bengal:পূর্বস্থলী ও নাদনঘাট থানার যৌথ অভিযানে বড় সাফল্য এসটিকেকে রোড দিয়ে গাঁজা পাচারের খবর পেয়ে নড়েচড়ে বসে নাদনঘাট থানার পুলিশ। নসরতপুর মোড় থেকে নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজের নেতৃত্বে একটি দল সন্দেহভাজন গাড়িটিকে লক্ষ্য করে পিছু ধাওয়া শুরু করে। পরবর্তী সময়ে গাড়িটি পূর্বস্থলী থানার এলাকায় ঢুকে পড়লে, পূর্বস্থলী থানার আইসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আরেকটি পুলিশ দল পারুলিয়া বাজারে গাড়িটিকে আটকাতে সফল হয়। গাড়িটির পিছনের সিটের পিছন থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা—ওজন প্রায় ৮২ কেজিরও বেশি। ঘটনাস্থল থেকেই গাড়িসহ দু’জনকে গ্রেপ্তার করে পূর্বস্থলী থানার পুলিশ। ধৃতদের আজ বর্ধমানের বিশেষ আদালতে পেশ করার জন্য পাঠিয়েছে পূর্বস্থলী থানার পুলিশ।
0
comment0
Report
PDPradyut Das
Dec 06, 2025 07:36:06
Jalpaiguri, West Bengal:ভোটের মুখে বন্যা দুর্গত এলাকার মানুষজনদের নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ। বানভাসি কিছু মানুষজনদের নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে। বিজেপি পরিচালিত পঞ্চায়েত, প্রধান এর বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলে ধুপগুড়ি ব্লক ডেভলপমেন্ট অফিসে সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দ্বারা মহকুমা শাসক কে ডেপুটেশন প্রদান করল ধূপগুড়ির বানভাষী এলাকার বঞ্চিত বাসিন্দাদের একাংশ। সামনেই ভোট শাসক দলের নেতারা এই মানুষগুলোকে দিয়ে সস্তার রাজনীতি করার চেষ্টা করছে বলে কটাক্ষ বিজেপি জেলা সভাপতি শ্যামল রায়। কেন্দ্রীয় সরকার অর্থ বরাত করেছে। রাজ্য সরকারের উচিত এই সমস্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো। রাজ্য সরকারের বিরুদ্ধে আнгুল তুলছেন বিজেপির সাংসদ জয়ন্ত কুমার রায়। পাল্টা বিজেপিকে তীব্র কটাক্ষ তৃণমূলের। তৃণমূলের জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং ( গুড্ডু) বলেন বন্যার পর শুরু থেকেই এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জেলা পুলিশের ও প্রশাসন এর পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীরা。 গত ৫ই অক্টোবরের সেই ভয়াবহ স্মৃতি এখনো যেন তিলে তিলে কামড়ে খাচ্ছে প্রাকৃতিক দুর্যোগের শিকার মানুষগুলোকে। আচমকা জলঢাকা নদীর জলস্ফীতি বেড়ে গিয়ে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের গোধায়ারকুটি গ্রাম পঞ্চায়েতের হোগলা পাতা, সহ একাধিক গ্রাম একেবারে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে উত্তরবঙ্গের সেই ভয়াবহ বন্যা। তারপর প্রায় দুই দুইটি মাস কেটে গেল। একাধিক প্রতিশ্রুতি। একের পর এক নেতা মন্ত্রীদের পদধূলি। বানভাসি এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর একের পর এক সরকারি সুযোগ সুবিধার কথাগুলো আজ যেন ফিকে হয়ে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া এমনকি জলের তলায় ভেসে যাওয়া ঘরবাড়ি পুনরায় নির্মাণ করে দেওয়ার এক কর্মযজ্ঞ গত সপ্তাহ থেকে শুরু হয়েছে এই ধুপগুড়ি ব্লকের হোগলা পাতা এলাকায়। কিন্তু গ্রামের বেশ কয়েকটি পরিবার পরিবার সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য ক্ষতিপূরণের ঘর পাইয়ে দেওয়ার সার্ভের কাজে নিজেদের দলীয় রঙ দেখে তথ্য তুলে ব্লক অফিসে পাঠিয়েছে বলে অভিযোগ। আর এতেই বঞ্চিত হয়ে পড়েছে বাস্তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। একাধিকবার স্থানীয় প্রধানকে জানিয়ে শুরু হয় না হওয়ায় জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে বন্যা কবলিত এই মানুষগুলো জমায়েত হয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিকের দ্বারা ধূপগুড়ি মহকুমা শাসক কে ডেপুটেশন প্রদান করেন। দ্রুত পদক্ষেপ নেওয়ার আরজি জানানো হয়েছে এই ডেপুটেশনে। গোটা বিষয়ে খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের তরফে।
143
comment0
Report
BSBidhan Sarkar
Dec 06, 2025 07:31:39
Chinsurah, West Bengal:জন্মদিনেই মৃত্যু,ঠিক একবারে বিধান রায়ের মত। সারা জীবন বিধান রায়দের দেখানো পথে জাতীয় কংগ্রেসের আদর্শে জীবন অতিবাহিত করেছেন।তিনি ছিলেন শিক্ষক,রাজনীতিবিদ,প্রাক্তন প্রধান।এলাকায় মাস্টার মশাই নামে পরিচিত ছিলেন অজিত ঘোষ। পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের নারায়ণ পাড়া গ্রামে তার বাড়ি।বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। শুক্রবার সন্ধায় বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অজিত ঘোষ। বয়স হয়েছিল ৯৩ বছর।৫ ডিসেম্বর ছিল তার জন্মদিন আর সেদিনই তার মৃত্যু হল। অজিত ঘোষ দাদপুরের পুইনান হাইস্কুলের শিক্ষক ছিলেন।আবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতে সদস্য থেকে তিন বারের প্রধান ছিলেন। আজ তার মরদেহ পঞ্চায়েত অফিসে নিয়ে যাওয়া হয় মিছিল করে।জাতীয় কংগ্রেসের পতাকায় মুরে দেওয়া হয়।সেখানে মালা দিয়ে শ্রদ্ধা জানান চুঁচুড়ার তৃনমূল বিধায়ক অসিত মজুমদার। বিধায়ক বলেন,অজিত ঘোষ কংগ্রেসেই ছিলেন।পনেরো বছর প্রধান ছিলেন।শিক্ষকতা করতেন।তাকে পঞ্চায়েতের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। হুগলি জেলা কংগ্রেসের নেতা প্রতিম মিত্র বলেন, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মাস্টার মশাই ছিলেন অজিত ঘোষ।তার মত ব্যক্তিত্ব রাজনীতিতে বিরল।সবার সঙ্গে সুসম্পর্ক রাখতেন।বর্ষিয়ান নেতার মৃত্যুতে কংগ্রেসের ক্ষতি হল।সমাজের জন্য একটা শূন্যতা তৈরি হল।
151
comment0
Report
SRSanjoy Rajbanshi
Dec 06, 2025 07:26:45
Kalna, West Bengal:পূর্বস্থলী ও নাদনঘাট থানার যৌথ অভিযানে বড় সাফল্য এসটিকেকে রোড দিয়ে গাঁজা পাচারের খবর পেয়ে নড়েচড়ে বসে নাদনঘাট থানার পুলিশ। নসরতপুর মোড় থেকে নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজের নেতৃত্বে একটি দল সন্দেহভাজন গাড়িটিকে লক্ষ্য করে পিছু ধাওয়া শুরু করে। পরবর্তী সময়ে গাড়িটি পূর্বস্থলী থানার এলাকায় ঢুকে পড়লে, পূর্বস্থলী থানার আইসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আরেকটি পুলিশ দল পারুলিয়া বাজারে গাড়িটিকে আটকাতে সফল হয়। গাড়িটির পিছনের সিটের পিছন থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা—ওজন প্রায় ৮২ কেজিরও বেশি। ঘটনাস্থল থেকেই গাড়িসহ দু’জনকে গ্রেপ্তার করে পূর্বস্থলী থানার পুলিশ। ধৃতদের আজ বর্ধমানের বিশেষ আদালতে পেশ করার জন্য পাঠিয়েছে পূর্বস্থলী থানার পুলিশ。
109
comment0
Report
MDMritunjay Das
Dec 06, 2025 07:25:44
Bankura, West Bengal:বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে মোপেড আরোহী দুধ ব্যবসায়ী কে ধাক্কা মরে প্রায় ৪০ ফুট হিঁচড়ে নিয়ে গেল নীল বাতি গাড়ি, আহতর পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ মোপেড আরোহী দুধ ব্যবসায়ীকে ধাক্কা দিয়ে প্রায় ৪০ ফুট রাস্তা হিঁচড়ে নিয়ে গেল নীল বাতি লাগানো গাড়ি। ঘটনায় গুরুতর আহত হলেন ওই দুধ ব্যবসায়ী। আজ সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের কদমাঘাটি এলাকায়। ঘটনায় আশঙ্কাজনক ভাবে আহত দুধ ব্যবসায়ীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে নীল বাতি লাগানো গাড়ি আটকে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক দীর্ঘক্ষণ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে নীল বাতি লাগানো একটি বোলেরো গাড়ি বেপরোয়া গতিতে বাঁকুড়ার দিক থেকে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক ধরে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। এইসময় কদমাঘাটি এলাকায় রাস্তার ধারে থাকা একটি দোকানে দুধ দিয়ে নিমাই সাইনি নামের স্থানীয় জামকানালি গ্রামের এক দুধ ব্যবসায়ী নিজের মোপেড নিয়ে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে উঠছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে নীল বাতি গাড়িটি প্রথমে ওই দুধ ব্যবসায়ীর মোপেডে ধাক্কা দিলে দুধ ব্যবসায়ী রাস্তায় পড়ে যান। এরপর ওই দুধ Businessman মপেড সহ প্রায় ৪০ ফুট রাস্তা হিঁচড়ে টেনে নিয়ে যায় নীল বাতি লাগানো গাড়িটি। ঘটনায় গুরুতর জখম হন ওই দুধ ব্যবসায়ীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যান স্থানীয়রা। এদিকে ওই রাস্তায় গাড়িতে নীল বাতি লাগিয়ে বেপরোয়া যান চলাচলের প্রতিবাদে এবং আহতর পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর বাঁকুড়া সদর থানা ও ট্রাফিক পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে দাবিপূরণের আস্বাস দিলে অবরোধ ওঠে। এই অবরোধের জেরে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে প্রবল যানজট তৈরী হয়.
123
comment0
Report
BSBidhan Sarkar
Dec 06, 2025 07:25:19
Chinsurah, West Bengal:আবাসনের পার্কিং থেকে চুরি হয়েছে সখের বাইক,পুলিশে অভিযোগের পাশাপাশি বাইক ফিরে পেতে পুরষ্কার ঘোষনা করে সমাজ মাধ্যমে পোস্ট উত্তরপাড়ার যুবকের। উত্তরপাড়া পুরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের একটি আবাসনের বাসিন্দা অমিতাভ চ্যাটার্জির সখের রয়াল এনফিল্ড বাইকটি গত ১ ডিসেম্বর বিকেল সারে পাঁচটা নাগাদ তার দীর্ঘদিনের সফরসঙ্গী প্রিয় কালো রংয়ের এনফিল্ড বাইক টি চুরি হয়। সেদিনই তিনি উত্তরপাড়া থানায় অভিযোগ জানান।পুলিশ তদন্ত শুরু করলেও বাইক উদ্ধার করতে পারেনি। তাই তিনি আবাসনের সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া এক সন্দেহজনক ব্যক্তির ছবি আর বাইকটির ছবি দিয়ে খুঁজে দিলে আর্থিক পুরস্কার ঘোষনা করেন। অমিতাভ জানান,বাইকটি শখের হলেও কাজের।বাইক ছাড়া তার চলে না। বিগত কয়েকদিন ধরে তিনি দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। গত এক তারিখ বিকেল তার বুলেটটি চুরি হওয়ার পর তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন।উত্তরপাড়া থানার পুলিশ পরবর্তী সময়ে তদন্তে নামলেও তার বাইকের কোন সন্ধান এখনও পর্যন্ত পাওয়া যায়নি। সেই কারণে তিনি ফেসবুকসহ একাধিক সমাজ মাধ্যমে বাইক ও সন্দেহ ভাজনের ছবি শেয়ার করেছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে। সত্যি সত্যিই যদি কোন ব্যক্তি খোঁঁজ দিতে পারে তাহলে তিনি তাকে পুরস্কৃত করবেন।সমাজ মাধ্যমে এই পোস্ট দেখার পরেই উত্তরপাড়া পৌরসভার পৌরপ্রধান দিলীপ যাদব তার সাথে যোগাযোগ করেন। গোটা ঘটনা জানতে পারেন। পরবর্তী সময় বাইকটির সন্ধানে পুলিশে তদন্ত কিছুটা হলেও অগ্রগতি হয়েছে বলে তিনি জানান। উত্তরপাড়া থানায় এলাকায় বেশ কয়েক বছর ধরে চোরের উপদ্রব বেড়েছে। ফাঁকা বাড়ি পেলেই চুরি হচ্ছে। বাইক ,স্কুটি চুরির সংখ্যাও ইদানিং কালে বৃদ্ধি পেয়েছে উত্তরপাড়া থানা এলাকায়। বেশ কয়েকবার চোর ধরাও পরেছে। ছাড়া পেয়ে আবারো সক্রিয় হয়ে ওঠে। শীতের শুরুতে উত্তরপাড়া থানা এলাকায় একাধিক বাইক, স্কুটি চুরির ঘটনা ঘটছে। চুরির ঘটনা তে আরও বৃদ্ধি পাওয়ায় মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছে পুলিশের।
141
comment0
Report
PDPradyut Das
Dec 06, 2025 07:15:28
Jalpaiguri, West Bengal:চিতাবাঘের হামলা রুখতে চা বাগান এলাকায় জাল দিয়ে ঘিরছে বনদপ্তর।সুন্দরবনে বাঘের হামলা ঠেকাতে এভাবে জাল দিয়ে ঘেরার কাজ হয়েছে। ওই মডেল অনুসরণ করে আমরাও পরীক্ষামূলকভাবে বানারকাটের কলাবাড়ি চা বাগান এলাকায় নাইলনের ফেন্সিং দেওয়ার কাজ শুরু করেছি। যদি এই মডেল সফল হয়, ভবিষ্যতে অন্যত্র তা কার্যকর করা হবে। জলপাইগুড়ি জেলার বানারহাট থানার অন্তর্গত কলাবাড়ি চা বাগান এলাকায় নাইলনের জাল টাঙানোর কাজ শুরু হয়েছে। এই মডেল সফল হলে চিতাবাঘ উপদ্রুত অন্য এলাকাতেও চা বাগান সংলগ্ন এলাকা জাল দিয়ে ঘেরা হবে বলে জানিয়েছেন গোরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপতিম সেন। গত এক বছরের বেশি সময় ধরে জলপাইগুড়ি জেলার কলাবাড়ি, আংড়াভাসা, খেরকাটা সহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় চা শ্রমিক মহল্লায় বারবার চিতাবাঘের হামলার ঘটনা ঘটেছে। মৃত্যুও হয়েছে চারজন শিশু ও কিশোর-কিশোরীর। এরপরই কলাবাড়ি, আংড়াভাসাকে কেন্দ্র করে প্রায় ১০ কিমি এলাকাকে ‘চিতাবাঘ উপদ্রুত’ এলাকা বলে ঘোষণা করা হয় বনদপ্তরের তরফে। ওই এলাকার চিতাবাঘের গতিবিধির উপর নজর রাখতে বসানো হয় ট্র্যাপ ক্যামেরা। একইসঙ্গে চিতাবাঘ ধরতে চা বাগানে খাঁচা পাতে বনদপ্তর। সবমিলেয়ে ওই এলাকা থেকে এখনও পর্যন্ত সাতটি চিতাবাঘ ধরা হয়েছে। এর মধ্যে কয়েকটি চিতাবাঘকে খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। বাকিগুলোকে ছেড়ে আসা হয়েছে দূরের জঙ্গলে। কিন্তু তারপরও চিতাবাঘের হামলা নিয়ে পুরোপুরি নিশ্চিত হতে পারছে না বনদপ্তর। আর সেকারণে চা বাগান এলাকায় জাল দিয়ে ঘেরার সিদ্ধান্ত নিয়েছে তারা। গোরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন বলেন, ‘সুন্দরবনে বাঘের হামলা ঠেকাতে এভাবে জাল দিয়ে ঘেরার কাজ হয়েছে। ওই মডেল অনুসরণ করে আমরাও পরীক্ষামূলকভাবে বানারকাটের কলাবাড়ি চা বাগান এলাকায় নাইলনের ফেন্সিং দেওয়ার কাজ শুরু করেছি। যদি এই মডেল সফল হয়, ভবিষ্যতে অন্যত্র তা কার্যকর করা হবে।’
150
comment0
Report
BBBimal Basu
Dec 06, 2025 06:34:49
Basirhat, West Bengal:বিজেপিকে স্টেজ থেকে ধাক্কা মেরে বিদ্যাধরি নদীতে ছুড়ে ফেলার নিধান দিলেন হাড়োয়া তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা হাড়োয়ায় এসআইআর নিয়ে প্রতিবাদ সভায় বিজেপির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লার। তিনি বলেন এখানে যদি হিন্দু মুসলমান ভাগ করতে আসে স্টেজ থেকে জামার কলার ধরে ধাক্কা মেরে বিদ্যাধরী নদীতে ছুঁড়ে ফেলা হবে আর উন্নয়ন দেব আমরা মানুষের ফর্ম ফিলাপ করে দেব আমরা আর ভোট বাদ দেবে বিজেপি এদের ঝেটিয়ে পার করতে হবে। উত্তর ২৪ পরগণার হাড়োয়ার কুলটি এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যা বেলায় এস আই আর এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন হাড়োয়ার দাপুটে তৃণমূল নেতা তথা হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আব্দুল খালেক মোল্লা, হাড়োয়া ব্লক তৃণমূলের সভাপতি ফরিদ জমাদার সহ বেশ কিছু তৃণমূলের কর্মীরা। এদিন এই মঞ্চে উপস্থিত হয়ে এস আই আর সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন হাড়োয়ার দাপুটে তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা। এদিন তিনি বলেন, এখানে যদি কোন বিজেপি হিন্দু মুসলমান ভাগ করতে আসে, স্টেজ থেকে জামার কলার ধরে ধাক্কা মেরে বিদ্যাধরী নদীতে ছুঁড়ে ফেলা হবে। এছাড়াও তিনি আরো বলেন, আমরা উন্নয়ন দেবো, সাধারণ মানুষের এস আই আর এর ফর্ম ফিলাপ করে দেব আর ভোট বাদ দেবে বিজেপি, এদের মুড়ো ঝাঁটা ছাড়া আর কিছু দরকার হবে, এদের ঝাঁটিয়ে পার করতে হবে। এস আই আর এর প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে এমনটাই বিস্ফোরক মন্তব্য করেন এই দাপটে তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা। পরে তিনি মঞ্চ থেকে নেমে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন। হ্যাঁ আমি এইসব কথা বলেছি বিজেপি যদি একটা বৈধ ভোটার কেটে বাদ দেয় তাহলে এদের বিরুদ্ধে এমনটাই করা হবে।
80
comment0
Report
Advertisement
Back to top