Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Nadia741201
टोटो पंजीकरण अनिवार्य: 13 अक्टूबर से शुरू, 30 नवंबर तक आवेदन जरूरी
BMBiswajit Mitra
Oct 15, 2025 08:54:31
Ranaghat, West Bengal
টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল সরকার কলকাতার পাশাপাশি জেলাগুলোতেও দিনের পর দিন টোটোর দূরত্ব বেড়েই চলেছে। বাড়ছে দুর্ঘটনা। এবার থেকে বাস, অটো, ট্যাক্সির মতো টোটোর ক্ষেত্রেও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল রাজ্য সরকার। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী জানিয়েছেন, ১৩ই অক্টোবর থেকে শুরু হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া, যা চলবে ৩০শে নভেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না করলে ১লা ডিসেম্বর থেকে রাস্তায় আর কোনো টোটো চলবে না। রেজিস্ট্রেশনের জন্য চালক বা মালিকদের অনলাইনয়ে আবেদন করতে হবে এবং ফ্রি হিসেবে এক হাজার টাকা জমা দিতে হবে। রেজিস্ট্রেশনের পর টোটো গাড়িগুলিকে একটি অস্থায়ী নম্বর প্লেট দেওয়া হবে, যেখানে একটি 큐আর কোড থাকবে। এটি গাড়ির গায়ে লাগিয়ে রাখতে হবে। এই নির্দেশিকার পর নদিয়া শান্তিপুরের টোটো চালকদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বহুজন রেজিস্ট্রেশনের পক্ষে হলেও এক হাজার টাকার খরচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। শান্তিপুরের অনেক চালক জানিয়েছেন, তাঁত শিল্প বন্ধ হয়ে যাওয়ায় তারা বিকল্প জীবিকা হিসেবে টোটো চালাচ্ছেন, কিন্তু অতিরিক্ত খরচ সামলানো তাদের পক্ষে কঠিন। বিজেপি নেতা সোমনাথ কর একে দরিদ্র মানুষের উপর চাপ হিসেবে দেখেছেন এবং শাসক দলকে কটাক্ষ করে বলেছেন, "লক্ষীর ভাণ্ডারের টাকা কি ঘুরপথে ফেরত নিচ্ছেন মমতা?" অন্যদিকে আইএনটিটিইউসি নেতা সনৎ চক্রবর্তী এই সিদ্ধান্তকে সঠিক বলে সমর্থন করেছেন। তার মতে, রেজিস্ট্রেশনের ফলে টোটো চালকরা যেমন বীমার সুবিধা পাবেন, তেমনি দুর্ঘটনার সময় কিউআর কোড স্ক্যান করে চালকের পরিচয় জানা যাবে, যা নিরাপত্তার দিক থেকেও জরুরি।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Dec 07, 2025 05:49:07
Jalpaiguri, West Bengal:মোবাইলে নয়, বই পড়ার নেশায় ডুবে থাকতে হবে পড়ুয়াদের। শিক্ষিকাদের অভিনব উদ্যোগ। জলপাইগুড়ি জেলা বইমেলায় ছাত্রীদের হাতে উঠল ঠাকুরমার ঝুলি, ছোটদের রামায়ণ কিংবা হাঁদা ভোঁদা। নতুন বইয়ের গন্ধে বুঁদ হল জলপাইগুড়ির দেশবন্ধুনগর আর আর দু’নম্বর প্রাথমিক বিদ্যালয়ের (গার্লস) পড়ুয়ারা। মোবাইলের নেশা ছাড়াতে গাঁটের টাকায় খুদে পড়ুয়াদের বই কিনে দিলেন সরকারি স্কুলের শিক্ষিকারা। এফডিআই স্কুলের মাঠে ৩৭ তম জলপাইগুড়ি জেলা বইমেলায় ছাত্রীদের হাতে উঠল ঠাকুরমার ঝুলি, ছোটদের রামায়ণ কিংবা হাঁদা ভোঁদা। নতুন বইয়ের গন্ধে বুঁদ হল জলপাইগুড়ির দেশবন্ধুনগর আর আর দু’নম্বর প্রাথমিক বিদ্যালয়ের (গার্লস) পড়ুয়ারা। বইমেলার মাঠে দাঁড়িয়ে স্কুলের শিক্ষিকা ও অভিভাবকদের সামনে তারা শপথ নিল, ‘মোবাইল নয়, বন্ধু হিসেবে বইকে সঙ্গী করব আমরা।’ সরকারি স্কুলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বইমেলার উদ্যোক্তারা。 তৃতীয় শ্রেণির ছাত্রী মেয়ে আরাধ্যাকে নিয়ে বইমেলায় এসেছিলেন জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার। স্টলে ঘুরে ঘুরে বাংলা সাহিত্যের লেখক এবং তাঁদের লেখা বইয়ের সঙ্গে মেয়েকে পরিচয় করিয়ে দেন তিনি। বেশকিছু বই কিনে দেন মেয়েকে। প্রত্যেক শিশুর অভিভাবকরা যাতে তাঁদের সন্তানদের নিয়ে বইমেলায় আসেন, বইয়ের সঙ্গে ছেলেমেয়েদের পরিচয় করিয়ে দেন, সেই আহ্বান রাখেন তিনি। বলেন, ‘আমরা ব্লকের সরকারি কর্মীরা মিলে চাঁদা দিয়ে তহবিল গড়েছি। যদি কোনও পড়ুয়া বই পড়ার প্রতি আগ্রহ দেখায়, তাকে বইমেলায় নিয়ে এসে পছন্দমতো বই কিনে দেব আমরা।’ ছাত্রীদের নিয়ে বইমেলার স্টলে ঢুকে কথা হয় দেশবন্ধুনগর আর আর দু’নম্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সঙ্গীতা সান্যালের সঙ্গে। তিনি বলেন, ‘এখনকার নতুন প্রজন্ম মোবাইলের নেশায় বুঁদ হয়ে পড়ছে। আমরা তাদের মোবাইল আসক্তি কমিয়ে বই পড়ার নেশা ধরাতে চাইছি। সেকারণে স্কুল ছুটির পর ৪০ জন ছাত্রীকে বইমেলায় নিয়ে আসা হয়েছে। একসঙ্গে এত বই ওরা আগে কখনও দেখেনি। নিজেরা উল্টে পাল্টে বইপত্র দেখেছে। যার যেমন পছন্দ, তাদের তেমন বই কিনে দেওয়া হয়েছে।’ দেশবন্ধুনগর আর আর দু’নম্বর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী আরাধ্যা চন্দ বলে, ‘বইমেলায় যে এত আনন্দ লুকিয়ে রয়েছে, সত্যিই তা আগে বুঝতে পারিনি। নতুন বইয়ের গন্ধ পেলাম। পছন্দের বইও পেলাম। বাড়ি ফিরে অন্য বন্ধুদের বলব, ওরাও যাতে বইমেলায় আসে।’ মেলায় ছোট থেকে বড় বহু বইপ্রেমী মানুষজনেরা ভিড় জমাতে শুরু করেছেন। সদর বিডিও মিহির কর্মকার বলেন, ছেলেমেয়েদের বেশি করে এ ধরনের বইমেলার পরিবেশে নিয়ে আসা প্রয়োজন। ছোট থেকেই ছেলে-মেয়েরা যদি এধরনের বিভিন্ন বই সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারে তাহলে ভবিষ্যতে অনেক কিছু জানতে পারবে, উপকৃত হবে তারা।
86
comment0
Report
AMAshok Manna
Dec 07, 2025 05:16:30
Kolkata, West Bengal:দক্ষিণ চব্বিশ পরগনার নოდাখালির নodarো অঞ্চলের রানীয়ার বিদিরা এলাকায় গতকাল রাত আটটা নাগাদ একটি মহিলাকে বাড়ির পাশের জঙ্গল থেকে অর্ধলগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এলাকাবাসী খবর দেয়ার পরে নოდাখালি থানার পুলিশ এসেRestore করে আহত অবস্থায় মহিলাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ওই মহিলার নাম গৌরি মন্ডল (৪০)। বাড়ির লোক ও এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, ওকে বাড়ি থেকে ডেকে নিয়ে জঙ্গলে ধর্ষণ করে খুন করা হয়েছে। গ্রামবাসীরা ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আরো অভিযোগ, অভিযুক্তকে আটক করেছে বলে পুলিশের দাবি, তবে এলাকায় এই ঘটনায় সন্দেহ জড়িয়ে রয়েছে এবং গ্রামবাসীরা বলতে চান কর্মে নম্বর— দুজনকে আটক করেছে পুলিশ—কল্যাণ কুলে ও আকাশ দাস।
132
comment0
Report
TCTathagata Chakraborty
Dec 07, 2025 05:16:15
Rajpur Sonarpur, West Bengal:নরেন্দ্রপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু তিন জনের, শোক ছায়া এলাকায় নরেন্দ্রপুর থানা এলাকায় দুটি আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোট তিন জনের। প্রথম দুর্ঘটনাটি ঘটে শনিবার গভীর রাত উচ্ছেপোতা এলাকায়। কসবার বাসিন্দা প্রভাস অধিকারী (৪৩) বাইকে করে যাওয়ার সময় একটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। ধাক্কার ফলে তিনি বাইক থেকে ছিটকে পড়েন। स्थानीयরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, দেহটি রবিবার ময়নাতদন্তে পাঠানো হবে। ইতিমধ্যেই পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে ভোররাতে খেয়াদহ বাজার এলাকায়। স্থানীয় সূত্রে খবর, স্পোর্টস বাইক নিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল দুই যুবক। খেয়াদহ বাজারের কাছে তারা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি দোকানে জোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় দুই যুবক ছিটকে পড়ে গুরুতর জখম হন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃত দুই যুবকের নাম রাকেশ সর্দার এবং সঞ্জীব সরদার। তাঁদের দেহও ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই দুটি দুর্ঘটনায় নরেন্দ্রপুর ও আশপাশ এলাকায় নেমে এসেছে গভীর শোক.
89
comment0
Report
CDChampak Dutta
Dec 07, 2025 05:15:43
Kaji Chak, West Bengal:জন্মের একবছর পরই পোলিও রোগে আক্রান্ত হন শক্তিপদ দাস। Shaktipod Das একজন ব্লক বিডিও (BL0) হিসেবে নন্দনপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জ্যোতিসব প্রাথমিক স্কুলে ৩০০ পার্ট BL0 হিসেবে দায়িত্ব পালন করেন। জন্মের পরে থেকে বাম পায়ে সমস্যা থাকায় ৬৫ শতাংশ প্রতিবন্ধী হলেও ২০১৫ সাল থেকে তিনি ব্লক লেভেল অফিসার হিসেবে কাজ করছেন। এসআইআরের কাজ শুরু হওয়ার আগে থেকেই অসুস্থ ছিলেন; এরপর ৪–৯ নভেম্বর বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করেন, ১০–১২ নভেম্বর অপারেশনের জন্য পূর্ব মেদিনীপুরের একটি হাসপাতালে যান, ১৩ নভেম্বর পোস্ট অপারেশন হয়। ১৫ নভেম্বর বাড়ি ফেরেন, ক্যাথেটার লাগানো অবস্থায় ভোটারদের ফর্ম জমা করে দেন। ২০–২৬ নভেম্বর বারের মধ্যে ৭৭২টি ফর্ম ডিজিটাইজেশনের কাজ শেষ করেন। ওই বুথে ৭৮৬ ভোটারের মধ্যে ১৪ জন মারা ও সিফট হয়েছে, বাকি ৭৭২ জনের তথ্য নির্দিষ্ট নিয়মেdigitize করেন। পরিবারের সহায়তায় তিনি বাড়ি বাড়ি ঘুরে কাজটি সম্পন্ন করেন। ভোটাররা বলেন, শক্তিপদ দাস জন্ম থেকে প্রতিবন্ধী হলেও তাঁর নৈতিকতা ও কাজে পারদর্শিতা প্রশংসনীয়। এসআইআরের কাজে BL0‑দের মাঝে কিছু মানসিক চাপ ছিল, তবে দাসপুরের এই BL0 উদাহরণ সৃষ্টি করেন।
205
comment0
Report
BSBidhan Sarkar
Dec 07, 2025 04:47:30
Chinsurah, West Bengal:পরনে ধুতি পাঞ্জাবি, হাতে "গীতা ", মুখে ভগবৎ গীতার শ্লোক । ইস্কন সিঙ্গুর এর পক্ষ থেকে দলে দলে এ ভাবেই ব্রিগেড মুখী হলেন সনাতনী হিন্দুরা । লক্ষ্য "পাঁচ লক্ষ কন্ঠে গীতা পাঠ" অনুষ্ঠানে হাজির থাকা। গতকালই রেজিনগরে এ বাবরি মসজিদ তৈরীর ভিত্তি প্রস্তর করেছেন সদ্য বহিষ্কৃত তৃনমূল বিধায়ক হুমায়ূন কবীর। ঠিক তারপরের দিন ই আজ কলকাতায় আয়োজিত হচ্ছে লক্ষ কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠান। গত কাল যোগ দিয়েছিলেন হাজার হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষজন । আর আজ কলকাতায় উপস্থিত হবে লক্ষাধিক সনাতনী হিন্দুরা । আর সেই অনুষ্ঠেই যোগ দিতে সিঙ্গুরের ২নং পঞ্চায়েতের রতনপুর মোড় এলাকা থেকে বাসে করে সনাতনী হিন্দুরা রওনা দিলেন বিগ্ৰেডের উদ্দ্যেশে। বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থেকে গীতা পাঠ করাই লক্ষ্য।।তাই গীতা হাতে , শ্লোক উচ্চারন করে রওনা দিলেন ইস্কন সিঙ্গুর এর ভক্তবৃন্দরা।।
182
comment0
Report
BSBidhan Sarkar
Dec 07, 2025 04:46:50
Chinsurah, West Bengal:হিন্দু হিন্দু ভাই ভাই চলো সবে গীতা পাঠে যাই। জেলা শহরতলী থেকে ব্রিগেড মুখি জনতা। চুঁচুড়া স্টেশন থেকে ট্রেনে করে গীতা পাঠে যোগ দিতে চললেন তারা। স্টেশনে বসেই গীতা পাঠ করতেও দেখা গেলো। বিজেপি নেতা সুরেশ সাউ জানান,হুগলি সাংগঠনিক জেলা থেকে হাজার হাজার মানুষ যাচ্ছেন গীতা পাঠে। গেরুয়া ধ্বজা সঙ্গে ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে বন্দে মাতরম এর সঙ্গে,হরে কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে, স্লোগান জানান দিচ্ছে রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনে ধর্মই সবচেয়ে বড় ইসু হতে চলেছে। গতকাল বাবরি মসজিদ শিলান্যাস,আজ গীতা পাঠ আরও আগে জগন্নাথ মন্দির তৈরী তারপর দূর্গাঙ্গন মহাকাল মন্দির তৈরীর ঘোষণায় ইঙ্গিত স্পস্ট।
159
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 07, 2025 04:09:32
Baruipur, West Bengal:তৃনমুল মারলে এবার পাল্টা মারের হুমকি বিজেপি নেতার। দঃ২৪ পরগণা গোসাবা ব্লকের রাঙাবেলিয়ায় ছিল বিজেপির প্রতিবাদ সভা।আর সেই সভা থেকে সরাসরি তৃনমুল কে হুমকি দেয় বিজেপি নেতা সন্দীপ মৃধা। এবার তৃণমুল মারলে আমরাও পাল্টা মার দেব। আর এই বক্তব্যর পর থেকে গোসাবার রাজনীতিতে যথেষ্ট সরগোল শুরু হয়েছে।সন্দীপ তার বক্তব্য তৃনমুলের মধ্যে গোষ্ঠী দন্দের তত্ব ও তুলে ধরেন。 এদিন সভায় কর্মি সমর্থকদের উপস্থিতি তেমন ভাবে চোখে না পড়লেও মঞ্চে উপস্থিত ছিলেন জেলা নেতা সঞ্জয় নায়েক সহ অনান্য ব্লক নেতৃত্ব রা। তৃণমূলের তরফ থেকে পাল্টা বলা হয় বিজেপি নেতা ভুল বলছেন। গোসোবায় গোষ্ঠীদ্বন্দ নেই।তাছাড়া বিজেপির কোন শক্তিশালী ঘটি নেই। তিনি তার ব্যক্তিগত বক্তব্য বলতেই পারেন। কেন বলেছেন তিনি জানেন ।
133
comment0
Report
TCTathagata Chakraborty
Dec 07, 2025 04:09:14
Rajpur Sonarpur, West Bengal:নরেন্দ্রপুরে পশুকেন্দ্রের বিরুদ্ধে পোষ্য কুকুরকে বিষ খাইয়ে মারার অভিযোগ, চাঞ্চল্য এলাকায় নরেন্দ্রপুর থানা এলাকার পুবালী গার্ডেনের একটি পশু কেন্দ্রের বিরুদ্ধে পোষ্য কুকুরকে বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ。 অভিযোগকারীরা কুদঘাট এলাকার বাসিন্দা ইতুপর্ণা পাল। তাদের বাড়ির কাছেই ছিল এই পশু রক্ষণাবেক্ষণ সংস্থাটি, পরে সংস্থাটি কয়েকবার স্থান পরিবর্তন করে। বাড়ির পোষ্যের কোনও সমস্যা হলে এখানেই রাখা হতো বলে জানান তারা। ৪ঠা ডিসেম্বর তারাও তাদের পোষ্যটিকে ওই কেন্দ্রে রাখেন। কিন্তু পরের দিনই পোষ্যের মৃত্যুর খবর পান—তাও আবার সঠিক সময়ে কেন্দ্রের তরফে কোনও বার্তা ছাড়াই। তাদের অভিযোগ, খবর পেয়ে যখন কেন্দ্রটিতে পৌঁছন, তখনই তারা দেখতে পান পোষ্যটি মৃত। পরে একটি পশুচিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক জানান—বিষ প্রয়োগের ফলেই মৃত্যুটি ঘটেছে। এরপরই থানায় অভিযোগ দােরেন ইতুপর্ণা পাল। ঘটনার তদন্তে নেমেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। বাইট - ইতুপর্না পাল, অভিযোগকারী মহুয়া রায়
102
comment0
Report
SCSaurav Chaudhuri
Dec 07, 2025 04:08:27
Jhargram, West Bengal:ঠান্ডায় জুবুথুবু ঝাড়গ্রাম। তাপমাত্রা প্রা ১১°। সাথে হাঁড় কাপানো ঠান্ডা বাতাস। এবার সময়ের আগে থেকেই শীত পরেছে জেলায়। মাঝে তাপ মাতা বারলেও জেলার তাপমাত্রা ছিলো অনেকটাই কম। আর ঝঞ্ঝা কেটে যাওয়ার পর আবার স্বমহিমায় শীত। রোজ ই মনে হচ্ছে বারছে ঠান্ডা। এই ঠান্ডা কে যথেষ্ট উপভোগ করছে সাধারন মানুষ। সকাল বেলা সামান্য কুয়াশা থাকলেও এখনো সেভাবে কুয়াশার অত্যাচার শুরু হয়নি। ফলে পরিষ্কার আকাশে সকসল বেলা প্রাতভ্রমনে বেরিয়ে শীত কে উপভোগ করছে ঝাড়গ্রাম বাসী। তবে ব্যাথা যন্ত্রণা র মানুষ দের শীত বারায় একটু সমস্যায় পরতে হলেও, শীতের হরেক সব্জি গুড় এই সমস্ত জিনিষে মজেছে ঝাড়গ্রাম। এবার শীত আরো বারার পূর্বাভাস।
157
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 07, 2025 04:08:08
Baruipur, West Bengal:তৃনমুল মারলে এবার পাল্টা মারের হুমকি বিজেপি নেতার। দঃ২৪ পরগণা গোসাবা ব্লকের রাঙাবেলিয়ায় ছিল বিজেপির প্রতিবাদ সভা।আর সেই সভা থেকে সরাসরি তৃনমুল কে হুমকি দেয় বিজেপি নেতা সন্দীপ মৃধা। এবার তৃনমূল মারলে আমরাও পাল্টা মার দেব। আর এই বক্তব্যর পর থেকে গোসাবার রাজনীতিতে যথেষ্ট সরগোল শুরু হয়েছে।সন্দীপ তার বক্তব্য তৃনমুলের মধ্যে গোষ্ঠী দন্দের তত্ব ও তুলে ধরেন。 এদিন সভায় কর্মি সমর্থকদের উপস্থিতি তেমন ভাবে চোখে না পড়লেও মঞ্চে উপস্থিত ছিলেন জেলা নেতা সঞ্জয় নায়েক সহ অনান্য ব্লক নেতৃত্ব রা。 তৃণমূলের তরফ থেকে পাল্টা বলা হয় বিজেপি নেতা ভুল বলছেন। গোসোবায় গোষ্ঠীদ্বন্দ নেই।তাছাড়া বিজেপির কোন শক্তিশালী ঘটি নেই। তিনি তার ব্যক্তিগত বক্তব্য বলতেই পারেন। কেন বলেছেন তিনি জানেন ।
134
comment0
Report
Advertisement
Back to top