Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
बंगाल में तापमान बढ़ने के संकेत, शीत की वापसी अभी मुश्किल
AGAyan Ghosal
Nov 18, 2025 03:06:53
Kolkata, West Bengal
১) শনিবার রাতের পারদ ১৭.৭ ডিগ্রি। রবিবার রাতের পারদ ১৮.৫ ডিগ্রি। সোমবার রাতের পারদ ১৮.৬ ডিগ্রি। বৃহস্পতিবারের মধ্যে যা পৌঁছাতে পারে ২১ বা ২২ ডিগ্রির ঘরে। ফলে সাময়িক বিরতি ভোরের শীতল বাতাসের। বাংলায় হাওয়ার অভিমুখ বদল। কমছে কনকনে ঠাণ্ডা উত্তুরে হাওয়ার দাপট। বাড়ছে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র পূবালী হাওয়ার প্রভাব। ২) পশ্চিম ভারতের কনকনে ঠান্ডা হওয়ার গতিপথ রুদ্ধ করল বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত। দক্ষিণ পূর্বের উষ্ণ বাতাস অর্থাৎ পূবালী হওয়ার দাপট আগামী ৬ দিন। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভোরের দিকে কুয়াশা। বেলা বাড়লে প্রায় ৯০ শতাংশ জলীয় বাষ্পের হাত ধরে কিছুটা প্যাচপ্যাচে অস্বস্তি। শীতের আমেজ আপাতত গায়েব। ২) বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দিন ও রাতের পারদ আরো অন্তত ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। কার্যত মাটি হতে পারে শীতের হিমেল পরশ। শনিবারের পর মেঘলা আকাশ। মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরেকটি ঘূর্ণাবর্ত। পরবর্তী ৭২ ঘণ্টায় শক্তি বাড়িয়ে যেটি নিম্নচাপে পরিণত হতে পারে বলে মনে করা হচ্ছে। ৩) ১৯ ২০ এবং ২১ নভেম্বর রাজ্যের প্রায় প্রতিটি জেলায় বাড়তে চলেছে কুয়াশার দাপট। কমতে পারে দৃশ্যমানতা। বিশেষত উপকূল এবং লাগোয়া কিছু জেলার দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসতে পারে। উত্তরবঙ্গের পার্বত্য জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে কুয়াশার প্রকোপ বেশি থাকার সম্ভাবনা। ৪) দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। এটি শ্রীলঙ্কা উপকূলে প্রভাব বিস্তার করেছে। আরো একটি ঘূর্ণাবর্ত রয়েছে কোমোরিন এলাকায় সমুদ্রে। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে একটি আপার এয়ার সার্কুলেশান বা ঘূর্ণাবর্ত। আরো একটি ঘূর্ণাবর্ত জন্ম নিতে পারে শনিবার। ফলে নভেম্বরে আর জাঁকিয়ে শীতের আশা নেই বলেই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। ৫) বঙ্গে বাতাসের গতিপথ পরিবর্তন। বৃহস্পতিবার পর্যন্ত উত্তুরে হওয়ার দাপট কমবে। প্রাধান্য পাবে দক্ষিণ পূর্বের উষ্ণ হাওয়া। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে জেলায় জেলায় যে তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গিয়েছিল তা ফের স্বাভাবিকের ঘরে পৌঁছাতে পারে। পশ্চিমী শুষ্ক ও শীতল হওয়ার প্রভাব কমবে। বঙ্গোপসাগর থেকে পূবালী বাতাস ঢুকবে জলীয়বাষ্প ও গরম হওয়া নিয়ে। এর সংমিশ্রনে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এবং তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। কুয়াশার সম্ভাবনা বাড়বে। ৬) উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। আগামী ৬/৭ দিন হালকা শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড় কোনো পরিবর্তন নেই। ৭) উত্তরবঙ্গের নিচের দিকের কিছু জেলায় হওয়া বদল। তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে। কুয়াশার সম্ভাবনা বাড়বে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের সব জেলাতেই। বেশ কিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটার নেমে আসতে পারে। পার্বত্য জেলাগুলিতে কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে। ৮) বুধবারের মধ্যে কলকাতায় রাতের পারদ ২১ বা ২২ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে। আজ মঙ্গলবার রাত থেকে বাড়বে কুয়াশার সম্ভাবনা। রাতে ও ভোরে শীতের আমেজ কমবে। দিনের বেলায় উষ্ণ পরিস্থিতি। শীতের আমেজ সম্পূর্ণ গায়েব হতে চলেছে এই সপ্তাহে। বৃষ্টিের কোনো সম্ভাবনা আগামী ৬ দিন নেই। ৯) শৈত্য প্রবাহের পরিস্থিতি ছত্রিশগড় রাজস্থান ঝাড়খন্ড উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশে শৈত্য প্রবাহের পরিস্থিতি। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা তামিলনাডু পন্ডিচেরি করাই কালে। কেরালা লাক্ষাদ্বীপ ও কোমোরিন এলাকায় সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ঝোড়ো হাওয়ার গতিবেগ ৪৫ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে। তামিলনাডু উপকূলের সমুদ্র উত্তাল থাকবে।
133
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BMBiswajit Mitra
Nov 18, 2025 03:47:51
Ranaghat, West Bengal:হরিপুরে ১২ বিঘা সরকারি জলাশয় অবহেলিত: সাপ–মশার দাপটে নাজেহাল গ্রামবাসী, দখলদারির অভিযোগে তপ্ত রাজনৈতিক মহল নদীয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর কলোনি এলাকার প্রায় ১২ বিঘা সরকারি জলাশয় এক দশকেরও বেশি সময় ধরে অবহেলিত। দীর্ঘদিন কোনো রকম সংস্কার না হওয়ায় জলাশয়টি আজ জঙ্গলাকীর্ণ ও নোংরা অবস্থায় পড়ে রয়েছে। এর জারে বাড়ছে সাপ ও মশার প্রকোপ, বিপাকে স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ— বছরের পর বছর প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে দরবার করেও কোনো সুরাহা মেলেনি। ভোটের সময় বড় বড় প্রতিশ্রুতি মিললেও ভোট মিটে গেলেই ‘ভুলে যান’ রাজনৈতিক নেতারা। আরো অভিযোগ, এলাকার কিছু মানুষ ধানের ছাই ও আবর্জনা ফেলে জলাশয়টি ভরাট করে ধীরে ধীরে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছে। এই বিষয়টি ঘিরে সরগরম রাজনৈতিক মহল। তৃণমূলের দাবি: গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল সদস্যের অভিযোগ— “এখানে বিজেপি–তৃণমূল নির্বিশেষে কিছু অসাধু মানুষ প্রমোটিংয়ের স্বার্থে জলাশয়টি বুজিয়ে ফেলার পরিকল্পনা করছে। তাই ইচ্ছাকৃতভাবেই সংস্কারের কাজ আটকে রাখা হয়েছে।” পঞ্চায়েত প্রধান জানান— “ধানের ছাই ফেলে যদি কেউ দখল করে থাকে, সেটা যেই হোক না কেন, আমাদের দলের হলেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।” গভীরতা না থাকায় প্রতি বছর বর্ষার সময় জলাশয়ের জল উপচে পড়ে আশপাশের বাড়িঘরে ঢুকে যায়। এর সঙ্গে যোগ হয়েছে প্রতিদিন বাড়িতে বিষাক্ত সাপ ঢুকে পড়ার আতঙ্ক。 সংস্কার না হওয়ায় মশার উপদ্রবও আগামী দিনগুলোতে আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। অবিলম্বে পুকুরটি খনন করে গভীরতা বাড়ানো হোক শান্তিপুর ব্লক প্রশাসনের বক্তব্য— “দীর্ঘদিন ধরে MGNREGA প্রকল্প বন্ধ থাকায় অনেক এলাকায় কাজ থমকে আছে। খুব শীঘ্রই প্রকল্প চালু হলে জলাশয় সংস্কারের কাজও শুরু করা হবে।” এদিকে বহুদিনের অবহেলায় чরম ক্ষোভ জমে উঠেছে এলাকাবাসীর মধ্যে। জলাশয়ের দখল ও সংস্কার প্রসঙ্গে প্রশাসন কবে পদক্ষেপ নেবে—সেদিকেই তাকিয়ে সবাই। 1. শিবু দাস স্থানীয় বাসিন্দা 2. কালিপদ পাত্র স্থানীয় বাসিন্দা 3. বিশ্বজিৎ সরকার স্থানীয় বাসিন্দা 4. বীরেন মাহাতো হরিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান 5. রূপম মান্না পঞ্চায়েত সদস্য তৃণমূল 6. বিডিও সন্দীপ ঘোষ 7. সদানন্দ হালদার বিরোধী দলনেতা পঞ্চায়েত বিজেপি
130
comment0
Report
AGAyan Ghosal
Nov 18, 2025 03:07:04
119
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 18, 2025 03:06:35
Baruipur, West Bengal:शिशु चोरी के मामले में पुलिस के अनुसार महिला ने अस्पताल से शिशु चोरी कर लाया था। इस महिला का नाम श्यामली मंडल है। उसका घर भांगर के काशिपुर थाना क्षेत्र में है। पुलिस ने जांच शुरू की तो श्यामली मंडल के घर से शिशु को बरामद किया गया। थाना में पूछताछ के बाद रात में इस आरोपी श्यामली मंडल को गिरफ्तार कर लिया गया। सवाल उठ रहे हैं कि आरोपी का घर और काशिपुर थाना क्षेत्र आसपास होने के साथ शिशु उसकी माँ के भी घर के क्षेत्र में है? क्यों शिशु को अस्पताल से लेकर गया? पुलिस पूरी तरह से मामले की जाँच कर रही है। रात में शिशु को उसकी माँ को सौंप दिया गया। पूरी घटना काशिपुर थाना और फूलबागान थाना के पुलिस जांच कर रही है। बीसी राय अस्पताल से चोरी गए शिशु को उत्तर काशिपुर थाना पुलिस ने बरामद किया। आज सुबह बीसी राय अस्पताल से नवजात चुराने की शिकायत आई। शिकायत के आधार पर त्वरित जांच की गई। कुछ घंटों में योजना का पर्दाफाश कर भांगर के उत्तर काशिपुर थाना की पुलिस ने शिशु को बरामद किया। पुलिस के अनुसार आज सुबह उसे चिकित्सा के लिए अस्पताल में लाया गया था। वहीं से बच्चे को चोरी कर ले जाया गया।
110
comment0
Report
BMBiswajit Mitra
Nov 18, 2025 03:05:16
Ranaghat, West Bengal:*নবদ্বীপের গৌরাঙ্গ সেতু সংস্কারের কারণে বন্ধ, তার প্রভাব পড়ছে শান্তিপুরের গুপ্তিপাড়া ও কালনা ফেরিঘাটে* নদিয়ার নবদ্বীপে গৌরাঙ্গ সেতুর জরুরি সংস্কারকাজের জন্য টানা ৪৫ দিন সেতু সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পরিবহন দপ্তর। এই গুরুত্বপূর্ণ সেতু বন্ধ হওয়ার সরাসরি প্রভাব পড়েছে শান্তিপুরের দুই প্রধান ফেরিঘাট কালনা ও গুপ্তিপাড়ায়। 15 ই নভেম্বরে পর থেকে ছোট থেকে বড় নানা ধরনের যানবাহনের লম্বা লাইন দেখা যাচ্ছে এই ঘাটগুলিতে। বিশেষত পণ্যবোঝাই লরিগুলিকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে ভাগীরথী নদী পারাপারের অপেক্ষায়। গৌরাঙ্গ সেতু নবদ্বীপ শহরকে নদিয়ার অন্যান্য অংশের পাশাপাশি হুগলি ও পূর্ব বর্ধমান জেলার সঙ্গে যুক্ত করার অন্যতম গুরুত্বপূর্ণ পথ। সেতুটি বন্ধ থাকায় এই দুই জেলার সঙ্গে যোগাযোগের অন্যতম ভরসা হয়ে দাঁড়িয়েছে শান্তিপুরের নদীপথ। ফলে গাড়ির চাপ বেড়েছে কয়েকগুণ। কিন্তু গাড়িচালকদের অভিযোগ, যাত্রী ও পণ্য পরিবহনে সময় ও খরচ দুই ই বেড়ে গেলেও নদি পারাপারের জন্য ভাড়া বৃদ্ধি করা হয়নি। সেই কারণে আর্থিক ক্ষতির পাশাপাশি যাত্রীদেরও ভогান্তি বাড়ছে। স্থানীয় মানুষজন ও পরিবহণকর্মীদের দাবি, যদি শান্তিপুরে ভাগীরথী নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হয়, তাহলে এই ধরনের সাময়িক সমস্যাগুলি আর থাকবে না। উল্লেখযোগ্যভাবে, শান্তিপুরের কালনা ঘাটের কাছে ভাগীরথী নদীর উপর একটি ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। মাটি পরীক্ষার কাজ সম্পূর্ণ হলেও ঠিক কবে সেতুর নির্মাণকাজ শুরু হবে, তা এখনও পরিষ্কার নয়। ফলে এই অঞ্চলের মানুষজনের মধ্যে ক্ষোভ ও অনিশ্চয়তা বাড়ছে। বর্তমানে বর্ধমান ও হুগলি জেলার সঙ্গে যাতায়াতের অন্যতম সহজ পথ হলো এই নদী পারাপার। গৌরাঙ্গ সেতু বন্ধ থাকায় সেই চাপ বহুগুণে বেড়েছে। তাই দ্রুত নতুন সেতুর নির্মাণ শুরু করার দাবি ওঠে গাড়ি চালকদের। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং ভবিষ্যতের জন্য স্থায়ী সমাধানে পৌঁছাতে ভাগীরথীর উপর নতুন ব্রিজ নির্মাণই জরুরি বলে মত স্থানীয়দের। এখন দেখার বিষয়, পরিবহন দপ্তর কত দ্রুত এই সেতু নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়。
219
comment0
Report
PCPartha Chowdhury
Nov 17, 2025 18:20:39
Bardhaman, West Bengal:গভীর রাতে ঘুমিয়ে আছে পাড়া। সেই সুযোগে দুয়ারে চোর। সরকারি প্রকল্পের কল আর মিটার চুরি করে নিল চোরেরা।এক দুটো নয়,গোটা পাড়ার দশের বেশি বাড়িতে এই হাতসাফাই করে গেল চোরেরা। সোমবার একাধিক বাড়ি থেকে পানীয় জলের কল ও কলের যন্ত্রাংশ চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহরের ২৬ নং ওয়ার্ডের লাকুর্ডি খ্রিস্টান পাড়া এলাকায়। স্থানীয়দের অভিযোগ,বেশ কয়েকদিন ধরে area's একটি এলাকায় চুরি গেছে অম্রুত প্রকল্পের কল ও মিটার।প্রথমে বৃহস্পতিবার রাত্রে এলাকায় বেশ কয়েকটি বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। পরের দিন সকালে উঠে তারা দেখেন কল ও মিটার চুরি হয়ে গেছে। শুধু মিটারের বাক্সটি পড়ে রয়েছে।এরপর গত রাতে আবারও পরপর বেশ কয়েকটি বাড়িতে একই ঘটনা ঘটে।এইভাবে একের পর এক কল চুরির বিহিত চান এলাকার বাসিন্দারা। এদিকে পরপর চুরির ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।
181
comment0
Report
SCSandip Chowdhury
Nov 17, 2025 18:20:28
Katwa, West Bengal:অন্যান্যবারের মত এবারও কাটোয়াবासী কার্তিক পুজোয় মেতে উঠেছে। বাংলার অন্যতম লোকউৎসব কার্তিক পুজোর শোভাযাত্রা কাটোয়ার বাসিন্দাদের কাছে “কার্তিক লড়াই” নামে পরিচিত । কাটোয়ার কার্তিকের শোভাযাত্রাকে লড়াই বলা হয়।কার্তিক পুজো কাটোয়ার নিজস্ব উৎসব। কাটোয়ার কার্তিক লড়াই দেখতে বীরভূম, মুর্শিদাবাদ , নদিয়া ও পূর্ব বর্ধমানের একাংশ থেকে কয়েক লক্ষ দর্শনার্থী শহরে আসে। আলোর বন্যায় ভাসছে কৃষি প্রধান প্রান্তিক শহর কাটোয়া। লক্ষ লক্ষ টাকা খরচ করে নান্দনিক প্যান্ডেল, শহরের প্রবেশ পথে সুউচ্চ দাঁড়িয়ে থাকা আলোর তোরণ আপনাকে স্বাগত জানাবে। নজর কাড়া আলোকসজ্জায় কৃষি শহরের পথ-ঘাটের চেহারার আমুল পরিবর্তন ঘটেছে। কোথাও বাঁশ দিয়ে লুপ্তপ্রায় বাংলার ডোকরা শিল্পকে তুলে ধরা হয়েছে আবার কোথাও বেত ও ফাইবারের সুচারু কাজের সুদৃশ্য প্যান্ডেল। কোথাও প্লাস্টিক বোতল দিয়ে মণ্ডপ তৈরি করা হয়েছে। থাইল্যাণ্ডের মিউজিয়ামের আদলে মণ্ডপ, দক্ষিণ ভারতের মন্দিরের আদলে সুদৃশ্য প্যাণ্ডেল কাটোয়া শহরের গর্ব বাড়িয়েছে।উদ্যোক্তারা কার্তিকের মূর্তিকে শোলার কাজ দিয়ে সাজিয়েছে। কোথাও প্যারিসের ডিজনিল্যান্ড আদলে মন্ডপ, কাঠশিল্পকে সমৃদ্ধ করে তুলেছে। উত্তররদেশের কাল্পনিক মন্দিরের আদলে নান্দনিক প্যান্ডেলে শিল্পকর্মের ছবি রেখে দর্শনার্থীদের নজর কেড়েছে পুজো উদ্যোক্তারা।পাশাপাশি প্রাচীন কার্তিকের 'থাকা' ঐতিহ্যবহন করছে।দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবে শহরে ১০টি পুলিশি সহায়তা কেন্দ্র করা হয়েছে।পার্শ্ববর্তী জেলা থেকে পুলিশ কর্মী আনা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার সায়ক দাস। মোতায়েন করা হয়েছে এক হাজার পুলিশ কর্মী। কার্তিকের শোভাযাত্রা রুটে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে বলে জানালেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার সায়ক দাস।
172
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 17, 2025 18:20:05
Baruipur, West Bengal:আবাক কাণ্ড একসঙ্গে তিনটি বাঘ। সুন্দরবনের জঙ্গলে ধরা পড়ল এক অভূতপূর্ব দৃশ্য। আসাম থেকে আসা অভিনন্দন রয়, কলকাতার ফটোগ্রাফার ফ্রান্সিস নায়েক এবং ঝড়খালীর তন্ময় মণ্ডল—এই তিন সদস্যের একটি টিম ঝড়খালি ফেরিঘাট থেকে লঞ্চে করে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন। ঠিক দেউল ভাড়ানির কাছাকাছি পৌঁছতেই তাঁদের চোখে পড়ে এক বিরল মুহূর্ত—একসঙ্গে তিনটি রয়েল বেঙ্গল টাইগার। কিন্তু দৃশ্যটি শুধু বিরলই নয়, ছিল মনমুগ্ধকরও। তিনটি বাঘ আপনমনে খেলাধুলার মেজাজে খাড়া‌ির ভিতর দিয়ে সাঁতার কাটতে কাটতে দেয় পাড় পার হচ্ছিল। জলের উপর ভাসমান রোদ, ঢেউয়ের মৃদু শব্দ আর বাঘেদের স্বাভাবিক আচরণ—সব মিলিয়ে পুরো পরিবেশ রোমাঞ্চে ভরে ওঠে। অভিনন্দন, ফ্রান্সিস এবং তন্ময়ের ক্যামেরায় বন্দি হয় সেই জলের রাজ্যে বাঘেদের অনবদ্য মুহূর্ত। পর্যটকদের সামনে একসঙ্গে তিনটি বাঘকে সাঁতরাতে দেখা অত্যন্ত বিরল ঘটনা। তাঁদের মতে, এটি শুধু একটি দৃশ্য নয়—সুন্দরবনের বন্যপ্রাণের শক্তি, স্বাধীনতা ও সৌন্দর্যের এক জীবন্ত প্রমাণ। সুন্দরবনের জলে–জঙ্গলে এমনই বিস্ময় অপেক্ষা করে থাকে প্রতিটি দুঃসাহসী অভিযাত্রীর জন্য।
227
comment0
Report
TCTathagata Chakraborty
Nov 17, 2025 17:00:16
Rajpur Sonarpur, West Bengal:বাঘের আক্রমণে নিহত মৎসজীবী, শোকের ছায়া কুলতলিতে** বারুইপুর: নদীতে মাছ–কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে প্রাণ গেল এক মৎসজীবীর। মৃতের নাম শম্ভু সরদার (৩০)। সোমবার সকালে সুন্দরবনের চামটা জঙ্গল সংলগ্ন এলাকায় ঘটে মর্মান্তিক এই ঘটনা। শম্ভুর অন্য দুই সঙ্গী এখনও তাঁর খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। খবর গ্রামে পৌঁতেই শোকের ছায়া নেমে এসেছে কুলতলির কাঁটামারি বটতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, কাঁটামারি বটতলার বাসিন্দা শম্ভু সরদার শুক্রবার সকালে অমৃত প্রামাণিকের নৌকায় করে আরও দুই মৎসজীবীকে সঙ্গে নিয়ে সুন্দরবনের নদীপথে মাছ ও কাঁকড়া ধরতে বের হন। এদিন সকালে নৌকায় বসে থাকার সময় হঠাৎই জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি বাঘ। পিছন দিক থেকে আক্রমণ করে শম্ভুকে টেনে নিতে শুরু করে জঙ্গললের দিকে। অন্য সঙ্গীরা প্রাণপণে বাধা দেওয়ার চেষ্টা করলেও তিনি আর রক্ষা পাননি। পরিবার সূত্রে জানা যায়, বহু বছর আগে শম্ভুর স্ত্রী মারা গিয়েছেন। বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা-মা ও তাঁর দুই ছোট সন্তান। হঠাৎ এই মৃত্যুকে ঘটনায় ভেঙে পড়েছে পরিবার।
239
comment0
Report
ALArup Laha
Nov 17, 2025 16:49:41
Belna, West Bengal:ভারতীয় ক্রীড়া মন্ত্রক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে একতা যাত্রা হলো বর্ধমান শহরে। সোমবার শহরের ডিভিসি মোড় থেকে মিছিল শুরু হয়ে কার্জনগেট চত্ত্বরে শেষ হয়। হাতে জাতীয় পতাকা ও সাদা পোশাক পরে বিজেপি কর্মীরা এই একতা যাত্রায় অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুরেন্দ্র সিং নগর। একতা যাত্রার মিছিল শেষে কার্জনগেট চত্ত্বরে পথসভা করা হয় আয়োজকদের পক্ষ থেকে। এদিন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুরেন্দ্র সিং নগর বলেন, গোটা দেশে পনেরশোর বেশি একতা যাত্রা ও আত্মনির্ভর ভারত যাত্রার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, যে কোন মাল্টিন্যাশনাল কোম্পানি আমাদের দেশে কোন প্রোডাক্ট তৈরি করলে তাতে আমাদের দেশের শ্রমিকদের শ্রম থাকে। সেই প্রোডাক্ট আমাদের জীবনে উপযোগী করার আজ শপথ নেওয়া হলো। আগামী ২০৪৭ সালের মধ্যে আত্মনির্ভর ভারত গড়াই লক্ষ। দেশে সন্ত্রাসবাদী হামলা প্রসঙ্গে তিনি বলেন, এখনো অপারেশন সিঁদুর বন্ধ হয়নি। কেউ সন্রাসবাদী কার্যকলাপ করলে মোদিজির নেতৃত্বে ভারত সরকার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
124
comment0
Report
KMKIRAN MANNA
Nov 17, 2025 16:49:11
146
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 17, 2025 16:48:57
Baruipur, West Bengal:ফুলবাগান হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশুকে উদ্ধার করল উত্তর কাশিপুর থানার পুলিশ。 আজ সকালে ফুলবাগান হাসপাতাল থেকে এক নবজাতক চুরি হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করে পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যেই ঘটনাটি উদ্ঘাটন করে ভাঙড়ের উত্তর কাশিপুর থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে চিকিৎসার জন্য তাকে ফুলবাগান হাসপাতালে আনা হয়েছিল। সেখান থেকেই শিশুটিকে চুরি করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। তদন্তে নেমে উত্তর কাশিপুর থানার পুলিশ শিশুটিকে থানা এলাকা থেকে উদ্ধার করে। খবর পেয়ে ফুলবागন থানার পুলিশ উত্তর কাশিপুর থানায় এসে শিশুটিকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে。 ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে。
112
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 17, 2025 16:48:40
Baruipur, West Bengal:ফুলবাগান হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশুকে উদ্ধার করল উত্তর কাশিপুর থানার পুলিশ। আজ সকালে ফুলবাগান হাসপাতাল থেকে এক নবজাতক চুরি হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করে পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যে ঘটনার উদ্‌ঘাটন করে ভাঙঢ়ের উত্তর কাশিপুর থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে চিকিৎসার জন্য তাকে ফুলবাগান হাসপাতালে আনা হয়েছিল। সেখান থেকে শিশুটিকে চুরি করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। তদন্তে নেমে উত্তর কাশিপুর থানার পুলিশ শিশুটিকে থানা এলাকা থেকে উদ্ধার করে। খবর পেয়ে ফুলবাগান থানার পুলিশ উত্তর কাশিপুর থানায় এসে শিশুটিকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে。
144
comment0
Report
Advertisement
Back to top