Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Medinipur721430

रामनगर में सर्दार पटेल के 150वें जन्मदिन पर एकता पदयात्रा

KMKIRAN MANNA
Nov 17, 2025 16:49:11
Dihierench, West Bengal
সর্দਾਰ প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তীতে রামনগরে একতা পদযাত্রা। বর্ণাঢ্য এই পদযাত্রায় অংশ নেন বহু মানুষ। ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে রামনগর বিধানসভায় যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে একতা পদযাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি লোকসভার সাংসদ সৌমендু অধিকারী, জেলা সভাপতি সোমনাথ রায়, প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী, বিধায়ক অরূপ দাস ও শান্তনু প্রামানিকসহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মীরা।
146
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PCPartha Chowdhury
Nov 17, 2025 18:20:39
Bardhaman, West Bengal:গভীর রাতে ঘুমিয়ে আছে পাড়া। সেই সুযোগে দুয়ারে চোর। সরকারি প্রকল্পের কল আর মিটার চুরি করে নিল চোরেরা।এক দুটো নয়,গোটা পাড়ার দশের বেশি বাড়িতে এই হাতসাফাই করে গেল চোরেরা। সোমবার একাধিক বাড়ি থেকে পানীয় জলের কল ও কলের যন্ত্রাংশ চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহরের ২৬ নং ওয়ার্ডের লাকুর্ডি খ্রিস্টান পাড়া এলাকায়। স্থানীয়দের অভিযোগ,বেশ কয়েকদিন ধরে area's একটি এলাকায় চুরি গেছে অম্রুত প্রকল্পের কল ও মিটার।প্রথমে বৃহস্পতিবার রাত্রে এলাকায় বেশ কয়েকটি বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। পরের দিন সকালে উঠে তারা দেখেন কল ও মিটার চুরি হয়ে গেছে। শুধু মিটারের বাক্সটি পড়ে রয়েছে।এরপর গত রাতে আবারও পরপর বেশ কয়েকটি বাড়িতে একই ঘটনা ঘটে।এইভাবে একের পর এক কল চুরির বিহিত চান এলাকার বাসিন্দারা। এদিকে পরপর চুরির ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।
181
comment0
Report
SCSandip Chowdhury
Nov 17, 2025 18:20:28
Katwa, West Bengal:অন্যান্যবারের মত এবারও কাটোয়াবासী কার্তিক পুজোয় মেতে উঠেছে। বাংলার অন্যতম লোকউৎসব কার্তিক পুজোর শোভাযাত্রা কাটোয়ার বাসিন্দাদের কাছে “কার্তিক লড়াই” নামে পরিচিত । কাটোয়ার কার্তিকের শোভাযাত্রাকে লড়াই বলা হয়।কার্তিক পুজো কাটোয়ার নিজস্ব উৎসব। কাটোয়ার কার্তিক লড়াই দেখতে বীরভূম, মুর্শিদাবাদ , নদিয়া ও পূর্ব বর্ধমানের একাংশ থেকে কয়েক লক্ষ দর্শনার্থী শহরে আসে। আলোর বন্যায় ভাসছে কৃষি প্রধান প্রান্তিক শহর কাটোয়া। লক্ষ লক্ষ টাকা খরচ করে নান্দনিক প্যান্ডেল, শহরের প্রবেশ পথে সুউচ্চ দাঁড়িয়ে থাকা আলোর তোরণ আপনাকে স্বাগত জানাবে। নজর কাড়া আলোকসজ্জায় কৃষি শহরের পথ-ঘাটের চেহারার আমুল পরিবর্তন ঘটেছে। কোথাও বাঁশ দিয়ে লুপ্তপ্রায় বাংলার ডোকরা শিল্পকে তুলে ধরা হয়েছে আবার কোথাও বেত ও ফাইবারের সুচারু কাজের সুদৃশ্য প্যান্ডেল। কোথাও প্লাস্টিক বোতল দিয়ে মণ্ডপ তৈরি করা হয়েছে। থাইল্যাণ্ডের মিউজিয়ামের আদলে মণ্ডপ, দক্ষিণ ভারতের মন্দিরের আদলে সুদৃশ্য প্যাণ্ডেল কাটোয়া শহরের গর্ব বাড়িয়েছে।উদ্যোক্তারা কার্তিকের মূর্তিকে শোলার কাজ দিয়ে সাজিয়েছে। কোথাও প্যারিসের ডিজনিল্যান্ড আদলে মন্ডপ, কাঠশিল্পকে সমৃদ্ধ করে তুলেছে। উত্তররদেশের কাল্পনিক মন্দিরের আদলে নান্দনিক প্যান্ডেলে শিল্পকর্মের ছবি রেখে দর্শনার্থীদের নজর কেড়েছে পুজো উদ্যোক্তারা।পাশাপাশি প্রাচীন কার্তিকের 'থাকা' ঐতিহ্যবহন করছে।দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবে শহরে ১০টি পুলিশি সহায়তা কেন্দ্র করা হয়েছে।পার্শ্ববর্তী জেলা থেকে পুলিশ কর্মী আনা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার সায়ক দাস। মোতায়েন করা হয়েছে এক হাজার পুলিশ কর্মী। কার্তিকের শোভাযাত্রা রুটে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে বলে জানালেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার সায়ক দাস।
172
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 17, 2025 18:20:05
Baruipur, West Bengal:আবাক কাণ্ড একসঙ্গে তিনটি বাঘ। সুন্দরবনের জঙ্গলে ধরা পড়ল এক অভূতপূর্ব দৃশ্য। আসাম থেকে আসা অভিনন্দন রয়, কলকাতার ফটোগ্রাফার ফ্রান্সিস নায়েক এবং ঝড়খালীর তন্ময় মণ্ডল—এই তিন সদস্যের একটি টিম ঝড়খালি ফেরিঘাট থেকে লঞ্চে করে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন। ঠিক দেউল ভাড়ানির কাছাকাছি পৌঁছতেই তাঁদের চোখে পড়ে এক বিরল মুহূর্ত—একসঙ্গে তিনটি রয়েল বেঙ্গল টাইগার। কিন্তু দৃশ্যটি শুধু বিরলই নয়, ছিল মনমুগ্ধকরও। তিনটি বাঘ আপনমনে খেলাধুলার মেজাজে খাড়া‌ির ভিতর দিয়ে সাঁতার কাটতে কাটতে দেয় পাড় পার হচ্ছিল। জলের উপর ভাসমান রোদ, ঢেউয়ের মৃদু শব্দ আর বাঘেদের স্বাভাবিক আচরণ—সব মিলিয়ে পুরো পরিবেশ রোমাঞ্চে ভরে ওঠে। অভিনন্দন, ফ্রান্সিস এবং তন্ময়ের ক্যামেরায় বন্দি হয় সেই জলের রাজ্যে বাঘেদের অনবদ্য মুহূর্ত। পর্যটকদের সামনে একসঙ্গে তিনটি বাঘকে সাঁতরাতে দেখা অত্যন্ত বিরল ঘটনা। তাঁদের মতে, এটি শুধু একটি দৃশ্য নয়—সুন্দরবনের বন্যপ্রাণের শক্তি, স্বাধীনতা ও সৌন্দর্যের এক জীবন্ত প্রমাণ। সুন্দরবনের জলে–জঙ্গলে এমনই বিস্ময় অপেক্ষা করে থাকে প্রতিটি দুঃসাহসী অভিযাত্রীর জন্য।
198
comment0
Report
TCTathagata Chakraborty
Nov 17, 2025 17:00:16
Rajpur Sonarpur, West Bengal:বাঘের আক্রমণে নিহত মৎসজীবী, শোকের ছায়া কুলতলিতে** বারুইপুর: নদীতে মাছ–কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে প্রাণ গেল এক মৎসজীবীর। মৃতের নাম শম্ভু সরদার (৩০)। সোমবার সকালে সুন্দরবনের চামটা জঙ্গল সংলগ্ন এলাকায় ঘটে মর্মান্তিক এই ঘটনা। শম্ভুর অন্য দুই সঙ্গী এখনও তাঁর খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। খবর গ্রামে পৌঁতেই শোকের ছায়া নেমে এসেছে কুলতলির কাঁটামারি বটতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, কাঁটামারি বটতলার বাসিন্দা শম্ভু সরদার শুক্রবার সকালে অমৃত প্রামাণিকের নৌকায় করে আরও দুই মৎসজীবীকে সঙ্গে নিয়ে সুন্দরবনের নদীপথে মাছ ও কাঁকড়া ধরতে বের হন। এদিন সকালে নৌকায় বসে থাকার সময় হঠাৎই জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি বাঘ। পিছন দিক থেকে আক্রমণ করে শম্ভুকে টেনে নিতে শুরু করে জঙ্গললের দিকে। অন্য সঙ্গীরা প্রাণপণে বাধা দেওয়ার চেষ্টা করলেও তিনি আর রক্ষা পাননি। পরিবার সূত্রে জানা যায়, বহু বছর আগে শম্ভুর স্ত্রী মারা গিয়েছেন। বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা-মা ও তাঁর দুই ছোট সন্তান। হঠাৎ এই মৃত্যুকে ঘটনায় ভেঙে পড়েছে পরিবার।
239
comment0
Report
ALArup Laha
Nov 17, 2025 16:49:41
Belna, West Bengal:ভারতীয় ক্রীড়া মন্ত্রক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে একতা যাত্রা হলো বর্ধমান শহরে। সোমবার শহরের ডিভিসি মোড় থেকে মিছিল শুরু হয়ে কার্জনগেট চত্ত্বরে শেষ হয়। হাতে জাতীয় পতাকা ও সাদা পোশাক পরে বিজেপি কর্মীরা এই একতা যাত্রায় অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুরেন্দ্র সিং নগর। একতা যাত্রার মিছিল শেষে কার্জনগেট চত্ত্বরে পথসভা করা হয় আয়োজকদের পক্ষ থেকে। এদিন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুরেন্দ্র সিং নগর বলেন, গোটা দেশে পনেরশোর বেশি একতা যাত্রা ও আত্মনির্ভর ভারত যাত্রার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, যে কোন মাল্টিন্যাশনাল কোম্পানি আমাদের দেশে কোন প্রোডাক্ট তৈরি করলে তাতে আমাদের দেশের শ্রমিকদের শ্রম থাকে। সেই প্রোডাক্ট আমাদের জীবনে উপযোগী করার আজ শপথ নেওয়া হলো। আগামী ২০৪৭ সালের মধ্যে আত্মনির্ভর ভারত গড়াই লক্ষ। দেশে সন্ত্রাসবাদী হামলা প্রসঙ্গে তিনি বলেন, এখনো অপারেশন সিঁদুর বন্ধ হয়নি। কেউ সন্রাসবাদী কার্যকলাপ করলে মোদিজির নেতৃত্বে ভারত সরকার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
124
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 17, 2025 16:48:57
Baruipur, West Bengal:ফুলবাগান হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশুকে উদ্ধার করল উত্তর কাশিপুর থানার পুলিশ。 আজ সকালে ফুলবাগান হাসপাতাল থেকে এক নবজাতক চুরি হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করে পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যেই ঘটনাটি উদ্ঘাটন করে ভাঙড়ের উত্তর কাশিপুর থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে চিকিৎসার জন্য তাকে ফুলবাগান হাসপাতালে আনা হয়েছিল। সেখান থেকেই শিশুটিকে চুরি করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। তদন্তে নেমে উত্তর কাশিপুর থানার পুলিশ শিশুটিকে থানা এলাকা থেকে উদ্ধার করে। খবর পেয়ে ফুলবागন থানার পুলিশ উত্তর কাশিপুর থানায় এসে শিশুটিকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে。 ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে。
112
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 17, 2025 16:48:40
Baruipur, West Bengal:ফুলবাগান হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশুকে উদ্ধার করল উত্তর কাশিপুর থানার পুলিশ। আজ সকালে ফুলবাগান হাসপাতাল থেকে এক নবজাতক চুরি হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করে পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যে ঘটনার উদ্‌ঘাটন করে ভাঙঢ়ের উত্তর কাশিপুর থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে চিকিৎসার জন্য তাকে ফুলবাগান হাসপাতালে আনা হয়েছিল। সেখান থেকে শিশুটিকে চুরি করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। তদন্তে নেমে উত্তর কাশিপুর থানার পুলিশ শিশুটিকে থানা এলাকা থেকে উদ্ধার করে। খবর পেয়ে ফুলবাগান থানার পুলিশ উত্তর কাশিপুর থানায় এসে শিশুটিকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে。
144
comment0
Report
AMAshok Manna
Nov 17, 2025 16:48:24
Kolkata, West Bengal:লজেন্সের লোভ দেখিয়ে নিজের জ্যাঠার ছোট্ট মেয়েকে ধর্ষণ করে খুন। অভিযোগ কাকার ছেলে গ্রেফতার । সম্পর্কে ভাই বোন, ছোট্ট মেয়েটি খেলা করছিল মাঠে। তাকে লজেন্সের লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে আসে। ওই নাবালিকার উপর নারকীয় অত্যাচার চালায় হবিবুল্লাহ লস্কর নামে জ্যাটতুতো দাদা । ছোট্ট শিশুকে ধর্ষণের পর তোমার লোফার এর জন্য তাকে খুন করে মাঠে ফেলে আসে হাবিবুল্লাহ। ওই শিশুটির বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেন উস্থি থানার পুলিশ। অভিযুক্ত হাবিবুল্লাহ লস্কর কে গ্রেফতার করেন। এই মর্মান্তিক হার হিম করা ঘটনায় যাতে দোষী দৃষ্টান্তমূলক শাস্তি পায় তার প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে。
157
comment0
Report
KAKAYESH ANSARI
Nov 17, 2025 16:47:36
Darjeeling, West Bengal:Last Day Of Darjeeling Saras Mela Business Was More Than Last Year Near To 8 Crore First Prize Taken By Birbhum Highest Seller All Stall Happy From last 19 days Darjeeling 2nd Edition Saras Mela was going on in Mall ( Chowrastha) and today is the last day of the Mela foe which it seen crowed out there. And like every year on last day the distribution of Prize done and this year also the prize was given those who don't the best and highest Business. Every year the Prize is given to Stall and Food Stall and this year the First Prize is given to the Birbhum Stall and In food stall it was given to Darjeeling Food Stall. The Birbhum Stall had sell the hugest sell that is 60 Lakh within 19 days for which they got the first prize. In food stall the Darjeeling Food Stall got the First Prize as they had sell highest. From last year the Darjeeling Saras was started and last year the sell was 7.5 Crore. Where as this year it had been reach more than that near by 8.5 ( till time not calculate). This year the shop was 136 more than last year and food stall was also pleas more. The Mela is started from 10 am till 8pm and every day the Musical Program was done by local artice which was enjoy by the Tourist and local. This year 6 other State had also kept their traditional Stall . And in Small place Mall ( Chowrastha) whole Bengal Gather and even 6 other state. And Darjeeling Public enjoy and said we hope every year Saras Mela Will be organized out here. The District stall also happy by the Business and they all said that Darjeeling Saras Mela give better business than other Mela as this is the tourist place for which the sell is better and even the Local also buy. This year we done better than last year and we hope we had done business more than last year where as all the stall had done the business very good and they had brough the Product second and third time. This is the first time in Darjeeling Saras Mela and we found that out here the business is very much nice and we brough the Product twice and mostly all product had bee sell. As this is the tourist area and local also buyed the product.
174
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Nov 17, 2025 14:23:19
Kolkata, West Bengal:সোমবার ১৭ই নভেম্বর বিকেলে বেহালা ১৪ Nomber bus stand থেকে সর্দার বল্লভ ভাই প্যাটেলের দেড়শ বছর জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় পতাকা সহযোগে "একতা যাত্রা"- য় হাঁটলেন বিজেপি নেতা এবং বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুষ্ঠানে শুরুতে ভাষণ দিতে গিয়ে শুভেন্দু বলেন, সরদার বল্লভ ভাই প্যাটেলের দেড়শ বছরের জন্মজয়ন্তী পালন করার পাশাপাশি ভারতকে বিশ্বগুরু করার জন্য জাতীয়তাবাদী সব মানুষকে এগিয়ে আসতে হবে। একইসঙ্গে ভারতবর্ষের জনজাতি সমাজের অন্যতম নায়ক বিরসা মুন্ডার দেড়শ বছর উদযাপন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। দেশব্যাপী এই কর্মসূচি আয়োজন করা হয়েছে ১৭ ১৮ ও ১৯ নভেম্বর পশ্চিমবঙ্গের ১২১ টি জায়গায় বল্লভ ভাই প্যাটেলের দেড়শ বছর পূর্তি সাড়ম্বরে পালিত হবে। ১৮ নভেম্বর বীরভূমের কীর্নাহারে, ১৯ নভেম্বর শিবপুরে এই অনুষ্ঠানে সামিল হবেন শুভেন্দু বাবু। শুভेंदু অধিকারী (সিঙ্গল বুম বাইট) প্রশ্ন: তেরো দিনের মাথায় ফলের রস খেয়ে অনশন ভাঙলেন মমতাবালা ঠাকুর। তার পরেই অসুস্থ। ভর্তি করা হয়েছে বনগাঁ মহকুমা হাসপাতালে। শুভেন্দু: আমি মন্তব্য করতে চাই না । ওনারা যে ইসুতে এটা করছেন সেটা ঠিক নয়। শান্তনু ঠাকুর এটা বলেছেন। ভোটার তালিকা থেকে কোন হিন্দু শরণার্থীর নাম বাদ যাবে না। যারা ভারতবর্ষে এসেছেন। তৃণমূলের মদতে উনি এগুলো করছেন। আসলে এগুলো জামাত এবং রাজাকারদের সমস্ত কর্মসূচি। যারা আজকে হাসিনা ওয়াজিদকে ফাঁসির আদেশ শুনিয়েছেন। তাদের নির্দেশেই এই সমস্ত কর্মসূচি পালন হচ্ছে। প্রশ্ন: SSC---সিট বাড়ানো নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। যোগ্য চাকরি হারাদের নিয়েই মূলত কথা হয়েছে।। মন্ত্রিসভা বিবেচনা করে দেখবে----ব্রাত্য বসু শুভেন্দু: দুর্নীতি এই মুখ্যমন্ত্রী চাকরি দেবেন না। তিনি ভাতাতে বিশ্বাস করেন। হাজার দেন। হয়তো দুদিন পরে 1200 করবেন। ইনি চাকরি দেওয়ার লোক নন। একে সরাতে হবে। সব শিক্ষিত বেকার যুবক যুবতী বলতে থাকুন নো ভোট টু মমতা।
139
comment0
Report
PDPradyut Das
Nov 17, 2025 14:23:03
184
comment0
Report
Advertisement
Back to top