Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Alipurduar736121

अलिपुरदुआर पार्क में विधायक के 10 लाख से खुला ओपन जिम, शहरवासियों में उत्साह

TDTapan Deb
Nov 18, 2025 03:48:44
Alipurduar, West Bengal
আলিপুরদুয়ার প্যারেডগ্রাউন্ডে প্রায় ১০ লক্ষ টাকা ব্যায়ে তৈরী হল ওপেন জিম। শহরের যে কোন মানুষ যারা শরীর চর্চ্চা করেন তাদের জন্য এই জিম। মাঠের পাশে খোলা আকাশের নিচে শরীর চর্চ্চার এমন সুযোগ পেয়ে খুশি শহরের বাসিন্দারা। বিধায়ক সুমন কাঞ্জিলালের বিধায়ক কোটার ১০ লক্ষ টাকায় তৈরী হল এই জিম। সকাল থেকে রাত পর্যন্ত চার ধাপে শহরের বাসিন্দারা শরীর চর্চ্চা করতে পারবেন כאן। শহরের বাসিন্দাদের দাবি মেনে এমনি উদ্যোগ বিধায়কের।
162
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBarun Sengupta
Nov 18, 2025 05:16:57
Barrackpore, Kolkata, West Bengal:আগ্রপাড়া মহাজাতি নগরে এস আই আর এর কাজ চলাকালীন বি এল ও যায় খোঁজ করতে সেই সময়তেই উদ্ধার হয় এক বয়স্ক ব্যক্তির মৃতদেহ উদ্ধর হয় প্রশান্ত দত্ত ৬৯ বছর বয়স নর্থ স্টেশন রোড বাইলেন আগরপাড়া মহাজাতি গণপতি অ্যাপার্টমেন্ট একতলা থেকে পচা গলা মৃতদেহ উদ্ধার হয় প্রশান্ত দত্ত উনি বাড়িতে একাই থাকতেন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বি এল ও রা ওনার ফ্ল্যাটে ফরম সংগ্রহ করতে গেলে তখন গন্ধ বেড়ায় সেই সময় তারা সকলকে খবর দেয় তাদের জন্যই উনার মৃতদেহ ফ্ল্যাট থেকে উদ্ধার করে খরদা থানার পুলিশ। তদন্তের জন্য ঘটনাস্থলে আসেন ডি সি নথ ইন্দ্র বোধন ঝা সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা এবং বিরাট পুলিশ বাহিনী, পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কি ভাবে মৃত্যু হল তার তদন্ত চলছে। 181125_BKP_KHARDAH 2C TE
0
comment0
Report
BSBarun Sengupta
Nov 18, 2025 05:16:45
Barrackpore, Kolkata, West Bengal:আগরপাড়া মহাজাতি নগরে এস আই আর এর কাজ চলাকালীন বি এল ও যায় খোঁজ করতে সেই সময়তেই উদ্ধার হয় এক বয়স্ক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় প্রশান্ত দত্ত ৬৯ বছর বয়স নর্থ স্টেশন রোড বাইলেন আগরপাড়া মহাজাতি গণপতি অ্যাপার্টমেন্ট একতলা থেকে পচা গলা মৃতদেহ উদ্ধার হয় প্রশান্ত দত্ত উনি বাড়িতে একাই থাকতেন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বি এল ও রা ওনার ফ্ল্যাটে ফরম সংগ্রহ করতে গেলে তখন গন্ধ বেড়ায় সেই সময় তারা সকলকে খবর দেয় তাদের জন্যই উনার মৃত দেহ ফ্ল্যাট থেকে উদ্ধার করে খরদা থানার পুলিশ। তদন্তের জন্য ঘটনাস্থলে আসেন ডি সি নথ ইন্দ্র বোধন ঝা সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা এবং বিরাট পুলিশ বাহিনী, পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কি ভাবে মৃত্যু হল তার তদন্ত চলছে।
0
comment0
Report
AGAyan Ghosal
Nov 18, 2025 05:03:29
Kolkata, West Bengal:জমির বদলে জমি নীতিতে কাটল পার্পল মেট্রোর আরেকটি জট। জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পার্পল লাইনা মেট্রোর কাজে বার বার নানা বাধার সম্মুখীন হতে হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে। যার মধ্যে অন্যতম জমি জট। মাঝে মাঝে আদালত পর্যন্তও গড়িয়েছে সমস্যা। নানাবিধ সমস্যার মধ্যে অন্যতম ছিল মোমিনপুর এবং খিদিরপুরের মধ্যেকার একটি জমি। ওই জমিটি নেপালের কনস্যুলেটের। বাড়িটি জরাজীর্ণ এবং প্রায় পরিত্যক্ত হলেও সেটি ছিল নেপাল সরকারকে প্রদত্ত ৯৯ বছরের লিজের একটি জমি। মেট্রোপথ সম্প্রসারিত করতে ওই জমির প্রয়োজন ছিল কর্তৃপক্ষের। অবশেষে সেই জমি জট কাটল। ওই জমি অধিগ্রহণ নিয়ে নেপাল কনস্যুলেটের সঙ্গে সোমবার মৌ স্বাক্ষর করল কলকাতা মেট্রো এবং নির্মাণের দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড। চুক্তি অনুযায়ী, নেপাল কনস্যুলেটের ওই জমির পরিবর্তে শহরের অন্যত্র রেলের হাতে থাকা ৫২৬.৩৪ বর্গমিটার জমি নেপাল দূতাবাস কে দেবেন মেট্রো কর্তৃপক্ষ। সোমবার ভিক্টোরিয়া স্টেশনে আরভিএনএল মডেল রুমে মৌ স্বাক্ষর হয় দুই পক্ষের মধ্যে। কলকাতার নেপাল কনস্যুল জেনারেল জাক্কাপ্রসাদ আচার্য ছাড়াও ছিলেন মেট্রোর একাধিক উচ্চপদস্থ আধিকারিকেরা। মেট্রো কর্তৃপক্ষ আশাবাদী, জমি জট কাটায় খুব শীঘ্রই ওই লাইনের বাকি কাজ শেষ করা সম্ভব হবে। চালু হয়ে যাবে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পুরোপথে মেট্রো চলাচল।
18
comment0
Report
PDPradyut Das
Nov 18, 2025 05:02:48
41
comment0
Report
EGE GOPI
Nov 18, 2025 05:01:07
Kharagpur, West Bengal:খড়্গপুর শহরে চা চক্র দিলিপ ঘোষের, কিন্তু আজ বোগদা না, এবার জেলা কার্যালয়, খড়্গপুর শহরে বিজেপির তৈরী হয়েছে নতুন জেলা কার্যালয়। সেখানেই পরিদর্শন করেন দিলিপ ঘোষ। এদিন খড়্গপুরে বিজেপির এই নতুন জেলা কার্যালয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হোন দিলীপ ঘোষ। ১।রাতভর অবস্থান নয়, 새로운 চাকরিপ্রার্থীদের তুলেই দিল পুলিশ! আন্দোলনের হুঁশিয়ারি ২। কলকাতা হাই কোর্টে মুকুলের বিধায়কপদ খারিজের রায়কে চ্যালেঞ্জের প্রস্তুতি বিধানসভার সচিবালয়ের, ভাবনা স্পিকারের ৩۔বাংলাদেশের আন্তর্জাতিক আদালতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য কয়েক জন মন্ত্রীকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। ৪। উপেন্দ্র দ্বিবেদীর প্রতি প্রতিক্রিয়া প্রয়োজন* অপারেশন সিন্দুর সম্পর্কে জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর বড় বক্তব্য সিনেমাটি এখনও শুরু হয়নি - উপেন্দ্র দ্বিবেদী এটি কেবল একটি ট্রেলার - উপেন্দ্র দ্বিবেদী যদি পাকিস্তান আমাদের সুযোগ দেয় - উপেন্দ্র দ্বিবেদী "আমরা পাকিস্তানকে কীভাবে আচরণ করতে হয় তা শেখাব" প্রতিবেশীর কীভাবে আচরণ করা উচিত
27
comment0
Report
AGAyan Ghosal
Nov 18, 2025 04:53:28
Kolkata, West Bengal:আমহার্স্ট স্ট্রিট থানার পাশে চিলড্রেনস হ্যাপি হোম স্কুল আজ ৪ দিন ধরে নির্জলা। বন্ধ পঠনপাঠন। স্থগিত পরীক্ষা। মহা সমস্যায় কর্তৃপক্ষ। সুকিয়া স্ট্রিটের কাজ শেষ হওয়ার পর কলকাতা পুরসভার নিকাশি ব্যবস্থার पाइপ লাইন বসানোর কাজ চলছে আমহার্স্ট স্ট্রীটে। সেই কাজ করতে গিয়ে বিপত্তি ঘটে শুক্রবার। দুপুরের দিকে কাজে নিযুক্ত ঠিকাদার সংস্থার এক কর্মীর ভুলে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায় ১০০ বছরের পুরোনো এই স্কুলের পানীয় জল সরবরাহের পাইপ লাইন। সেই থেকে এখনও পর্যন্ত সম্পূর্ণ নির্জলা স্কুল। মধ্যশিক্ষা পর্ষদের অধীন ইংরেজি মাধ্যম এই স্কুলে পড়ুয়ার সংখ্যা ৭৫১। জল সরবরাহ বিহীন স্কুলে ক্লাস বন্ধ। পরীক্ষা স্থগিত। সোমবারের পর মঙ্গলবারও খোলেনি স্কুল। শিক্ষিকা এবং অফিস কর্মীরা এসেছেন। কিন্তু এতগুলো স্কুল পড়ুয়াকে নির্জলা স্কুলে ক্লাস করানো বা পরীক্ষা নেওয়ার ঝুঁকি নেননি স্কুল কর্তৃপক্ষ। বাইট স্কুলের অফিস হিসেব রক্ষক পুরসভার কাজে এর আগে একই ধরনের কয়েক দফা বিপত্তি হয়েছে পাশের সুকিয়া স্ট্রীটে। তবে সেগুলো ছিল বসতবাড়ি বা দোকান। এইবার জল বিপত্তির শিকার আস্ত একটা স্কুল। পুরসভার কাজে গাফিলতির জেরে নিজেদের অসন্তোষ জানিয়েছেন কর্তৃপক্ষ। বাইট প্রতঃ বিভাগের টিচার ইন চার্জ ওয়াক থ্রু
51
comment0
Report
BMBiswajit Mitra
Nov 18, 2025 04:53:16
Ranaghat, West Bengal:সঠিক সময়ে বেতন এবং মৃত কর্মচারীদের পরিবারের চাকরির দাবিতে বিক্ষোভ দেখালো কল্যাণী স্পিনিং মিল এর কারখানা গেটে নদিয়া জেলা আইএনটিটিইউসি সংগঠন। চার দফা দাবি নিয়ে কারখানা গেটের বাইরে সংগঠনের সদস্য এবং কর্মীরা প্রথমে বিক্ষোভ পরে স্মারকলিপি জমা দেন। অভিযোগ দীর্ঘ দিন আগে কল্যাণীর এই স্পিনিং মিল কারখানা উৎপাদন বন্ধ করে দেয়, রাজ্য সরকার অধিকৃত এই কারখানার যে সমস্ত কর্মীরা ছিলেন তাদেরকে সরকারি বিভিন্ন দপ্তরে স্থানান্তরিত করা হয়। বেশ কয়েক মাস ধরে সঠিক সময়ে বেতন পাচ্ছেন না সকলেই। কর্তৃপক্ষকে বারবার বলেও কোন কর্ণপাত না করায় শেষমેષ বিক্ষোভে সামিল হলেন তারা。
61
comment0
Report
BMBiswajit Mitra
Nov 18, 2025 03:47:51
Ranaghat, West Bengal:হরিপুরে ১২ বিঘা সরকারি জলাশয় অবহেলিত: সাপ–মশার দাপটে নাজেহাল গ্রামবাসী, দখলদারির অভিযোগে তপ্ত রাজনৈতিক মহল নদীয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর কলোনি এলাকার প্রায় ১২ বিঘা সরকারি জলাশয় এক দশকেরও বেশি সময় ধরে অবহেলিত। দীর্ঘদিন কোনো রকম সংস্কার না হওয়ায় জলাশয়টি আজ জঙ্গলাকীর্ণ ও নোংরা অবস্থায় পড়ে রয়েছে। এর জারে বাড়ছে সাপ ও মশার প্রকোপ, বিপাকে স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ— বছরের পর বছর প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে দরবার করেও কোনো সুরাহা মেলেনি। ভোটের সময় বড় বড় প্রতিশ্রুতি মিললেও ভোট মিটে গেলেই ‘ভুলে যান’ রাজনৈতিক নেতারা। আরো অভিযোগ, এলাকার কিছু মানুষ ধানের ছাই ও আবর্জনা ফেলে জলাশয়টি ভরাট করে ধীরে ধীরে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছে। এই বিষয়টি ঘিরে সরগরম রাজনৈতিক মহল। তৃণমূলের দাবি: গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল সদস্যের অভিযোগ— “এখানে বিজেপি–তৃণমূল নির্বিশেষে কিছু অসাধু মানুষ প্রমোটিংয়ের স্বার্থে জলাশয়টি বুজিয়ে ফেলার পরিকল্পনা করছে। তাই ইচ্ছাকৃতভাবেই সংস্কারের কাজ আটকে রাখা হয়েছে।” পঞ্চায়েত প্রধান জানান— “ধানের ছাই ফেলে যদি কেউ দখল করে থাকে, সেটা যেই হোক না কেন, আমাদের দলের হলেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।” গভীরতা না থাকায় প্রতি বছর বর্ষার সময় জলাশয়ের জল উপচে পড়ে আশপাশের বাড়িঘরে ঢুকে যায়। এর সঙ্গে যোগ হয়েছে প্রতিদিন বাড়িতে বিষাক্ত সাপ ঢুকে পড়ার আতঙ্ক。 সংস্কার না হওয়ায় মশার উপদ্রবও আগামী দিনগুলোতে আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। অবিলম্বে পুকুরটি খনন করে গভীরতা বাড়ানো হোক শান্তিপুর ব্লক প্রশাসনের বক্তব্য— “দীর্ঘদিন ধরে MGNREGA প্রকল্প বন্ধ থাকায় অনেক এলাকায় কাজ থমকে আছে। খুব শীঘ্রই প্রকল্প চালু হলে জলাশয় সংস্কারের কাজও শুরু করা হবে।” এদিকে বহুদিনের অবহেলায় чরম ক্ষোভ জমে উঠেছে এলাকাবাসীর মধ্যে। জলাশয়ের দখল ও সংস্কার প্রসঙ্গে প্রশাসন কবে পদক্ষেপ নেবে—সেদিকেই তাকিয়ে সবাই। 1. শিবু দাস স্থানীয় বাসিন্দা 2. কালিপদ পাত্র স্থানীয় বাসিন্দা 3. বিশ্বজিৎ সরকার স্থানীয় বাসিন্দা 4. বীরেন মাহাতো হরিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান 5. রূপম মান্না পঞ্চায়েত সদস্য তৃণমূল 6. বিডিও সন্দীপ ঘোষ 7. সদানন্দ হালদার বিরোধী দলনেতা পঞ্চায়েত বিজেপি
140
comment0
Report
AGAyan Ghosal
Nov 18, 2025 03:07:04
119
comment0
Report
AGAyan Ghosal
Nov 18, 2025 03:06:53
Kolkata, West Bengal:১) শনিবার রাতের পারদ ১৭.৭ ডিগ্রি। রবিবার রাতের পারদ ১৮.৫ ডিগ্রি। সোমবার রাতের পারদ ১৮.৬ ডিগ্রি। বৃহস্পতিবারের মধ্যে যা পৌঁছাতে পারে ২১ বা ২২ ডিগ্রির ঘরে। ফলে সাময়িক বিরতি ভোরের শীতল বাতাসের। বাংলায় হাওয়ার অভিমুখ বদল। কমছে কনকনে ঠাণ্ডা উত্তুরে হাওয়ার দাপট। বাড়ছে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র পূবালী হাওয়ার প্রভাব। ২) পশ্চিম ভারতের কনকনে ঠান্ডা হওয়ার গতিপথ রুদ্ধ করল বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত। দক্ষিণ পূর্বের উষ্ণ বাতাস অর্থাৎ পূবালী হওয়ার দাপট আগামী ৬ দিন। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভোরের দিকে কুয়াশা। বেলা বাড়লে প্রায় ৯০ শতাংশ জলীয় বাষ্পের হাত ধরে কিছুটা প্যাচপ্যাচে অস্বস্তি। শীতের আমেজ আপাতত গায়েব। ২) বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দিন ও রাতের পারদ আরো অন্তত ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। কার্যত মাটি হতে পারে শীতের হিমেল পরশ। শনিবারের পর মেঘলা আকাশ। মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরেকটি ঘূর্ণাবর্ত। পরবর্তী ৭২ ঘণ্টায় শক্তি বাড়িয়ে যেটি নিম্নচাপে পরিণত হতে পারে বলে মনে করা হচ্ছে। ৩) ১৯ ২০ এবং ২১ নভেম্বর রাজ্যের প্রায় প্রতিটি জেলায় বাড়তে চলেছে কুয়াশার দাপট। কমতে পারে দৃশ্যমানতা। বিশেষত উপকূল এবং লাগোয়া কিছু জেলার দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসতে পারে। উত্তরবঙ্গের পার্বত্য জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে কুয়াশার প্রকোপ বেশি থাকার সম্ভাবনা। ৪) দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। এটি শ্রীলঙ্কা উপকূলে প্রভাব বিস্তার করেছে। আরো একটি ঘূর্ণাবর্ত রয়েছে কোমোরিন এলাকায় সমুদ্রে। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে একটি আপার এয়ার সার্কুলেশান বা ঘূর্ণাবর্ত। আরো একটি ঘূর্ণাবর্ত জন্ম নিতে পারে শনিবার। ফলে নভেম্বরে আর জাঁকিয়ে শীতের আশা নেই বলেই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। ৫) বঙ্গে বাতাসের গতিপথ পরিবর্তন। বৃহস্পতিবার পর্যন্ত উত্তুরে হওয়ার দাপট কমবে। প্রাধান্য পাবে দক্ষিণ পূর্বের উষ্ণ হাওয়া। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে জেলায় জেলায় যে তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গিয়েছিল তা ফের স্বাভাবিকের ঘরে পৌঁছাতে পারে। পশ্চিমী শুষ্ক ও শীতল হওয়ার প্রভাব কমবে। বঙ্গোপসাগর থেকে পূবালী বাতাস ঢুকবে জলীয়বাষ্প ও গরম হওয়া নিয়ে। এর সংমিশ্রনে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এবং তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। কুয়াশার সম্ভাবনা বাড়বে। ৬) উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। আগামী ৬/৭ দিন হালকা শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড় কোনো পরিবর্তন নেই। ৭) উত্তরবঙ্গের নিচের দিকের কিছু জেলায় হওয়া বদল। তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে। কুয়াশার সম্ভাবনা বাড়বে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের সব জেলাতেই। বেশ কিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটার নেমে আসতে পারে। পার্বত্য জেলাগুলিতে কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে। ৮) বুধবারের মধ্যে কলকাতায় রাতের পারদ ২১ বা ২২ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে। আজ মঙ্গলবার রাত থেকে বাড়বে কুয়াশার সম্ভাবনা। রাতে ও ভোরে শীতের আমেজ কমবে। দিনের বেলায় উষ্ণ পরিস্থিতি। শীতের আমেজ সম্পূর্ণ গায়েব হতে চলেছে এই সপ্তাহে। বৃষ্টিের কোনো সম্ভাবনা আগামী ৬ দিন নেই। ৯) শৈত্য প্রবাহের পরিস্থিতি ছত্রিশগড় রাজস্থান ঝাড়খন্ড উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশে শৈত্য প্রবাহের পরিস্থিতি। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা তামিলনাডু পন্ডিচেরি করাই কালে। কেরালা লাক্ষাদ্বীপ ও কোমোরিন এলাকায় সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ঝোড়ো হাওয়ার গতিবেগ ৪৫ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে। তামিলনাডু উপকূলের সমুদ্র উত্তাল থাকবে।
133
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 18, 2025 03:06:35
Baruipur, West Bengal:शिशु चोरी के मामले में पुलिस के अनुसार महिला ने अस्पताल से शिशु चोरी कर लाया था। इस महिला का नाम श्यामली मंडल है। उसका घर भांगर के काशिपुर थाना क्षेत्र में है। पुलिस ने जांच शुरू की तो श्यामली मंडल के घर से शिशु को बरामद किया गया। थाना में पूछताछ के बाद रात में इस आरोपी श्यामली मंडल को गिरफ्तार कर लिया गया। सवाल उठ रहे हैं कि आरोपी का घर और काशिपुर थाना क्षेत्र आसपास होने के साथ शिशु उसकी माँ के भी घर के क्षेत्र में है? क्यों शिशु को अस्पताल से लेकर गया? पुलिस पूरी तरह से मामले की जाँच कर रही है। रात में शिशु को उसकी माँ को सौंप दिया गया। पूरी घटना काशिपुर थाना और फूलबागान थाना के पुलिस जांच कर रही है। बीसी राय अस्पताल से चोरी गए शिशु को उत्तर काशिपुर थाना पुलिस ने बरामद किया। आज सुबह बीसी राय अस्पताल से नवजात चुराने की शिकायत आई। शिकायत के आधार पर त्वरित जांच की गई। कुछ घंटों में योजना का पर्दाफाश कर भांगर के उत्तर काशिपुर थाना की पुलिस ने शिशु को बरामद किया। पुलिस के अनुसार आज सुबह उसे चिकित्सा के लिए अस्पताल में लाया गया था। वहीं से बच्चे को चोरी कर ले जाया गया।
110
comment0
Report
BMBiswajit Mitra
Nov 18, 2025 03:05:16
Ranaghat, West Bengal:*নবদ্বীপের গৌরাঙ্গ সেতু সংস্কারের কারণে বন্ধ, তার প্রভাব পড়ছে শান্তিপুরের গুপ্তিপাড়া ও কালনা ফেরিঘাটে* নদিয়ার নবদ্বীপে গৌরাঙ্গ সেতুর জরুরি সংস্কারকাজের জন্য টানা ৪৫ দিন সেতু সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পরিবহন দপ্তর। এই গুরুত্বপূর্ণ সেতু বন্ধ হওয়ার সরাসরি প্রভাব পড়েছে শান্তিপুরের দুই প্রধান ফেরিঘাট কালনা ও গুপ্তিপাড়ায়। 15 ই নভেম্বরে পর থেকে ছোট থেকে বড় নানা ধরনের যানবাহনের লম্বা লাইন দেখা যাচ্ছে এই ঘাটগুলিতে। বিশেষত পণ্যবোঝাই লরিগুলিকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে ভাগীরথী নদী পারাপারের অপেক্ষায়। গৌরাঙ্গ সেতু নবদ্বীপ শহরকে নদিয়ার অন্যান্য অংশের পাশাপাশি হুগলি ও পূর্ব বর্ধমান জেলার সঙ্গে যুক্ত করার অন্যতম গুরুত্বপূর্ণ পথ। সেতুটি বন্ধ থাকায় এই দুই জেলার সঙ্গে যোগাযোগের অন্যতম ভরসা হয়ে দাঁড়িয়েছে শান্তিপুরের নদীপথ। ফলে গাড়ির চাপ বেড়েছে কয়েকগুণ। কিন্তু গাড়িচালকদের অভিযোগ, যাত্রী ও পণ্য পরিবহনে সময় ও খরচ দুই ই বেড়ে গেলেও নদি পারাপারের জন্য ভাড়া বৃদ্ধি করা হয়নি। সেই কারণে আর্থিক ক্ষতির পাশাপাশি যাত্রীদেরও ভогান্তি বাড়ছে। স্থানীয় মানুষজন ও পরিবহণকর্মীদের দাবি, যদি শান্তিপুরে ভাগীরথী নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হয়, তাহলে এই ধরনের সাময়িক সমস্যাগুলি আর থাকবে না। উল্লেখযোগ্যভাবে, শান্তিপুরের কালনা ঘাটের কাছে ভাগীরথী নদীর উপর একটি ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। মাটি পরীক্ষার কাজ সম্পূর্ণ হলেও ঠিক কবে সেতুর নির্মাণকাজ শুরু হবে, তা এখনও পরিষ্কার নয়। ফলে এই অঞ্চলের মানুষজনের মধ্যে ক্ষোভ ও অনিশ্চয়তা বাড়ছে। বর্তমানে বর্ধমান ও হুগলি জেলার সঙ্গে যাতায়াতের অন্যতম সহজ পথ হলো এই নদী পারাপার। গৌরাঙ্গ সেতু বন্ধ থাকায় সেই চাপ বহুগুণে বেড়েছে। তাই দ্রুত নতুন সেতুর নির্মাণ শুরু করার দাবি ওঠে গাড়ি চালকদের। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং ভবিষ্যতের জন্য স্থায়ী সমাধানে পৌঁছাতে ভাগীরথীর উপর নতুন ব্রিজ নির্মাণই জরুরি বলে মত স্থানীয়দের। এখন দেখার বিষয়, পরিবহন দপ্তর কত দ্রুত এই সেতু নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়。
219
comment0
Report
PCPartha Chowdhury
Nov 17, 2025 18:20:39
Bardhaman, West Bengal:গভীর রাতে ঘুমিয়ে আছে পাড়া। সেই সুযোগে দুয়ারে চোর। সরকারি প্রকল্পের কল আর মিটার চুরি করে নিল চোরেরা।এক দুটো নয়,গোটা পাড়ার দশের বেশি বাড়িতে এই হাতসাফাই করে গেল চোরেরা। সোমবার একাধিক বাড়ি থেকে পানীয় জলের কল ও কলের যন্ত্রাংশ চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহরের ২৬ নং ওয়ার্ডের লাকুর্ডি খ্রিস্টান পাড়া এলাকায়। স্থানীয়দের অভিযোগ,বেশ কয়েকদিন ধরে area's একটি এলাকায় চুরি গেছে অম্রুত প্রকল্পের কল ও মিটার।প্রথমে বৃহস্পতিবার রাত্রে এলাকায় বেশ কয়েকটি বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। পরের দিন সকালে উঠে তারা দেখেন কল ও মিটার চুরি হয়ে গেছে। শুধু মিটারের বাক্সটি পড়ে রয়েছে।এরপর গত রাতে আবারও পরপর বেশ কয়েকটি বাড়িতে একই ঘটনা ঘটে।এইভাবে একের পর এক কল চুরির বিহিত চান এলাকার বাসিন্দারা। এদিকে পরপর চুরির ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।
181
comment0
Report
SCSandip Chowdhury
Nov 17, 2025 18:20:28
Katwa, West Bengal:অন্যান্যবারের মত এবারও কাটোয়াবासী কার্তিক পুজোয় মেতে উঠেছে। বাংলার অন্যতম লোকউৎসব কার্তিক পুজোর শোভাযাত্রা কাটোয়ার বাসিন্দাদের কাছে “কার্তিক লড়াই” নামে পরিচিত । কাটোয়ার কার্তিকের শোভাযাত্রাকে লড়াই বলা হয়।কার্তিক পুজো কাটোয়ার নিজস্ব উৎসব। কাটোয়ার কার্তিক লড়াই দেখতে বীরভূম, মুর্শিদাবাদ , নদিয়া ও পূর্ব বর্ধমানের একাংশ থেকে কয়েক লক্ষ দর্শনার্থী শহরে আসে। আলোর বন্যায় ভাসছে কৃষি প্রধান প্রান্তিক শহর কাটোয়া। লক্ষ লক্ষ টাকা খরচ করে নান্দনিক প্যান্ডেল, শহরের প্রবেশ পথে সুউচ্চ দাঁড়িয়ে থাকা আলোর তোরণ আপনাকে স্বাগত জানাবে। নজর কাড়া আলোকসজ্জায় কৃষি শহরের পথ-ঘাটের চেহারার আমুল পরিবর্তন ঘটেছে। কোথাও বাঁশ দিয়ে লুপ্তপ্রায় বাংলার ডোকরা শিল্পকে তুলে ধরা হয়েছে আবার কোথাও বেত ও ফাইবারের সুচারু কাজের সুদৃশ্য প্যান্ডেল। কোথাও প্লাস্টিক বোতল দিয়ে মণ্ডপ তৈরি করা হয়েছে। থাইল্যাণ্ডের মিউজিয়ামের আদলে মণ্ডপ, দক্ষিণ ভারতের মন্দিরের আদলে সুদৃশ্য প্যাণ্ডেল কাটোয়া শহরের গর্ব বাড়িয়েছে।উদ্যোক্তারা কার্তিকের মূর্তিকে শোলার কাজ দিয়ে সাজিয়েছে। কোথাও প্যারিসের ডিজনিল্যান্ড আদলে মন্ডপ, কাঠশিল্পকে সমৃদ্ধ করে তুলেছে। উত্তররদেশের কাল্পনিক মন্দিরের আদলে নান্দনিক প্যান্ডেলে শিল্পকর্মের ছবি রেখে দর্শনার্থীদের নজর কেড়েছে পুজো উদ্যোক্তারা।পাশাপাশি প্রাচীন কার্তিকের 'থাকা' ঐতিহ্যবহন করছে।দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবে শহরে ১০টি পুলিশি সহায়তা কেন্দ্র করা হয়েছে।পার্শ্ববর্তী জেলা থেকে পুলিশ কর্মী আনা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার সায়ক দাস। মোতায়েন করা হয়েছে এক হাজার পুলিশ কর্মী। কার্তিকের শোভাযাত্রা রুটে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে বলে জানালেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার সায়ক দাস।
172
comment0
Report
Advertisement
Back to top