Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
एक ही परिवार के 9 सदस्यों को नोटिस: नाम बदलाव और वोटर पहचान पर उठे सवाल
PMPiyali Mitra
Dec 27, 2025 08:04:32
Kolkata, West Bengal
একই পরিবারের ৯ জন সদস্য সবাই নোটিশ পেয়েছে । রহিম ওস্তাগর লেনের বাসিন্দা । হেয়ারিং শেষে… ২০০১ সালে নাম ছিল সবার । ( মুসলিম পরিবার) কিন্তু ২০০২ কী ভাবে বাদ জানি না। মা মাধ্যমিক সার্টিফিকেট দিয়েছে কিন্তু বলা হচ্ছে হবে। দাদুর নামের সঙ্গে যোগসূত্র দেখাতে হবে। স্বামীর বক্তব্য ১৩ ট ডকুমেন্টের মধ্যে স্বামীর কোনো নথি নেওয়া হচ্ছে না । চূড়ান্ত হয়রানি হতে হচ্ছে । পরিবার আর সদস্য বক্তব্য এসআইআর খুব ভালো পদক্ষেপ । কিন্তু যাতে বৈধ ভোটার রা হয়রানি স্বীকার নয় হয় সেটা দেখা উচীত
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
CDChittaranjan Das
Dec 27, 2025 09:50:41
Durgapur, West Bengal:বিদ্যুৎপৃষ্ট হয়ে ঝলসে গেল যুবক। ব্যাপক চাঞ্চল্য পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বামুনাড়া এলাকায়। ঘটনাস্থলে কাঁকসার মলানদিঘী ফাঁড়ির পুলিশ। ঝলসে যাওয়া যুবকের নাম প্রভাত অধিকারী। আসানসোলের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ওই এলাকার একটি বহুতল বাড়িতে এসির কাজ করছিল। তখনই বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে। তারপরেই বিদ্যুৎপৃষ্ট হয়ে উপর থেকে নিচে পড়ে যায়। ঝলসে যায় সে। জামাকাপড় জ্বলে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা এবং মলানদিঘী ফাঁড়ির পুলিশ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী দেবাঞ্জন বিশ্বাস বলেন, "আমি দেখেই চমকে গেলাম। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বছর খানেক আগে এই জায়গায় একই ঘটনা ঘটেছে। বারবার এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা।
0
comment0
Report
BSBarun Sengupta
Dec 27, 2025 09:48:28
Barrackpore, Kolkata, West Bengal:SIR सुनवाई कैम्प में तৃनमूल नेता की तदरकी के तस्वीर टीवी9 के कैमरे में कैद हुईं। SIR की सुनवाई में तदरकी में तृणमूल के नैहाटी ब्लॉक के वान अध्यक्ष रोबी नियोगी!! चुप प्रशासन!! बाराकपुर ब्लॉक वान के विदेओ चुप। उलटे BDO के साथ बातचीत CCTV तस्वीरें आयोग को चुनौती दे कर नालिश बीजेपी Barakpur organizational district अध्यक्ष Tapas Ghosh के। उनके आरोप अगर तृणमूल ब्लॉक अध्यक्ष अंदर रहते हैं तो अगर अशांति होती है तो जिम्मेदार प्रशासन। बाइट: Tapas Ghosh (Barakpur जिला अध्यक्ष) हालांकि आरोपी Robi Niyogi की सफाई उनके मतदाताओं की मदद के लिए उनके अंदर आना था। वह सुनवाई देखने आए थे ताकि किसी को परेशानी हो रही है या नहीं। बाइट: Robi Niyogi (तृणमूल ब्लॉक अध्यक्ष) हालांकि Barakpur 1 के वीडियो में दावा कर रहे हैं कि यहाँ किसी को नहीं आया और जो आए थे वे सभी वीडियो ऑफिस के काम के लिए थे।
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 27, 2025 09:37:27
Chinsurah, West Bengal:সাবিত্রী মজুমদার ৮১ বছরের বৃদ্ধা তিনিও ডাক পেয়েছেন এসআইআর শুনানিতে।ডাক পেয়েছেন প়ঁচাত্তের বৃদ্ধ অম্বিকা প্রসাদ মুখোপাধ্যায় থেকে অনেক যুব বয়সের ভোটার। চুঁচুড়া মহকুমা শাসক দপ্তরে চলছে শুনানি।খাড়াই সিঁড়ি বেয়ে উঠতে হাঁপ ধরে।সেই সিঁধি বেয়ে উপরে উঠে শুনানি ঘরে যেতে হচ্ছে ভোটারদের। কারো নামের ভুল,কারো ঠিকানা বদল হওয়ায় নাম ছিলোনা ২০০২ সালের তালিকায়।কারো আবার মা বাবার নামে গন্ডোগোল।এসআইআর শুনানিতে ডাক পাওয়া ভোটারর বলছেন,এই হয়রানীর কোনো মানে হয়না। রাজনৈতিক দল গুলো বলছে বৈধ কারো নাম বাদ যাবে না।তবু নাম বাদ পড়ার ভয়ে সকাল শুনানি এড়াতে চাইছেন না কেউ। শুনানিতে হয়রানীর অভিযোগের পাশাপাশি বিষয়টি নির্বাচন কমিশনের কাজ তাই স্পোর্টিংলি নেওয়ার কথাও শোনা গেলো…..
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Dec 27, 2025 09:37:11
Arambag, West Bengal:আরামবাগ: ২৭ ডিসেম্বর এস আই আর এর নোটিসের ভিত্তিতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গোঘাট ১ নম্বর বিডিও অফিসে উপস্থিত হয়েছেন বিভিন্ন এলাকার মানুষজন। আজ ৬০ জনকে প্রথম দিন শুনানিতে ডাকা হয়েছে নোটিশ দিয়ে। তবে প্রথমের খসড়া তালিকায় নাম না থাকায় কিছুটা ভয়ে ছিলেন ভোটাররা। নির্বাচনী দপ্তরে এসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভোটাররা আশাবাদী এবার তাদের নাম ভোটার তালিকায় থাকবে। তবে আতঙ্কের কথা কেউই বলছে না। এর পাশাপাশি আরামবাগ বিডিও অফিসেও শুনানির জন্য এসেছেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে। তাদের অভিজ্ঞতার কথা শোনালেন। তাদের কারুর নামের বানান ভুল, কারুর তালিকাতেই নাম নেই। সেই কারণে তাদের ডাকা হয়েছে। এসেছে। লাইনে দাঁড়িয়েও আছেন। দেরি হচ্ছে। তবে আতঙ্কিত তারা নয়। আবার কোন আশাও দেওয়া হয়নি। সব মিলিয়ে শুনানি চলছে এক প্রকার নির্বিঘ্নেই।
0
comment0
Report
MMManoj Mondal
Dec 27, 2025 09:34:22
Kolkata, West Bengal:প্রথম দফা এস আই আর এর খসড়া তালিকা প্রকাশের পর রাজ্যের দিকে দিকে বিভিন্ন হেয়ারিং সেন্টার করা হয়েছে এবং সেখানে আজ থেকেই শুরু হয়েছে শুনানি পর্ব। ঠিক সেরকমই একটি সেন্টার হল বারাসাত ব্লক ওয়ান বিডিও অফিস সংলগ্ন আইটিআই কলেজ। রীতিমতো ক্যাম্প করে শুরু হয়েছে এই শুনানি পর্ব। বহু মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই ক্যাম্পে, বারাসাতের বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারা। বিএলও রা যে সকল নথি সাথে আনতে বলেছিলেন, সে সকল নথি সযত্নে বাড়ি থেকে গুছিয়ে নিয়ে এসেছেন এবং সকলেই আশাবাদী যে ভোটার তালিকায় তাদের সকলেরই নাম আসবে। এই সেন্টারের ঠিক বাইরে তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছে এস আই আর সহযোগিতা ক্যাম্প। বারাসাত পৌরসভার পৌর প্রধান সুনীল মুখার্জী জানান যে সকল মানুষ এই সহযোগিতা ক্যাম্পে আসছে তাদেরকে যথাসম্ভব সহযোগিতা করার চেষ্টা তারা করছেন। এই শুনানি পর্ব প্রসঙ্গে তিনি বলেন সাধারণ মানুষের ওপর রীতিমতো জুলুম চলছে। তবে মানুষ যেভাবে সচেতন এবং তারা নিজেদের নাম ভোটার তালিকায় তোলার জন্য যেভাবে উদ্যোগী হয়েছেন তাতে করে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া সম্ভবপর নয়.
0
comment0
Report
CDChampak Dutta
Dec 27, 2025 09:34:08
0
comment0
Report
BBBimal Basu
Dec 27, 2025 09:33:43
Basirhat, West Bengal:কড়া নিরাপত্তার মধ্যদিয়ে SIR এর হেয়ারিং চলছে বসিরহাটে ইলেকশন কমিশনের আধিকারিকদের উপস্থিতিতে বসিরহাটের বিভিন্ন বিডিও (BDO) ও এসডিও (SDO) অফিস এবং সরকারি স্কুলে কড়া পুলিসি নিরাপত্তার মধ্য দিয়ে চলছে এস আই আর এর শুনানি। হেয়ারিংয়ে যাদের ডাকা হয়েছে তারা প্রয়োজনীয় নথিপত্র নিয়ে হাজির হয়েছে। তাদের নিজ নিজ কেন্দ্র্রে প্রত্যেকটি কেন্দ্রে লম্বা লাইন দেখা যাচ্ছে। হেয়ারিংয়ে ডাকা প্রত্যেক জনের নথিপত্র গুরুত্ব সহখে খুঁটিয়ে দেখার পর সইসабুদ করে তাদের মোবাইল ছবি তুলে রাখা হচ্ছে। এখনো পর্যন্ত সুষ্ঠ ভাবে চলছে হেয়ারিং প্রক্রিয়া。 1) বাইট- B সুতানু দে 2) B1 জাহাঙ্গীর হোসেন মণ্ডল বিমল বসু বসিরহাট
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Dec 27, 2025 09:33:21
Jhargram, West Bengal: ঝাড়গ্রামে ভোটার তালিকা সংশোধন: বাদ পড়েছে ৫২ হাজারের বেশি নাম, শুনানিতে ডাকা হবে ১৫ হাজার ভোটার ঝাড়গ্রাম জেলায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের তথ্য প্রকাশ্যে এসেছে। জেলায় মোট ৫২,৭৮৬ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা gিয়েছে, এর মধ্যে ভোটারদের অধিকার সুরক্ষিত রাখতে ১৫,১৪৯ জনকে শুনানির জন্য ডাকা হবে। ঝাড়গ্রাম রাজীবগান্ধী মেমোরিয়াল হলে আজ মাত্র ১০ জন কে হেয়ারিং এ ডাকা হয়। ঝাড়গ্রাম ব্লক এবং পৌরসভার হেয়ারিং দুজায়গায় ব্যাবস্থা করা হয়েছে। এসডিও অফিস এবং বিডিও অফিসের রাজীবগান্ধী মেমোরিয়াল হলে। যারা আজ উপস্থিত হয়েছেন তাদের ২০০২ সালে ভোটার কার্ডে নাম না থাক বা ম্যাপিং না হওয়ার জন্য। এছাড়াও প্রতিটি ব্লকে আজ হেয়ারিং হলেও আজ সব জায়গাতেই পরীক্ষা মূলক করা হচ্ছে বলে সংখ্যাটা এত কম.
0
comment0
Report
EGE GOPI
Dec 27, 2025 09:30:32
Kharagpur, West Bengal:নারায়ণগড়ে দেশীয় বন্দুকসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, দীর্ঘ কয়েক মাস ধরে এক হোটেল ম্যানেজারকে ফোনে হুমকি দিয়ে টাকা দাবি করছিল ওই যুবক। ধৃত যুবক বিজেপি কর্মী বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনাটি নারায়ণগড় থানার অন্তর্গত ১৬ নম্বর জাতীয় সড়কের ডোহরপুর সংলগ্ন একটি হোটেলে ঘটেছে। পুলিশ জানায়, बेलদা এলাকার বাসিন্দা তমাল জ্যোতি জানা (২৬) দীর্ঘদিন ধরে হোটেল ম্যানেজারকে ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা দাবি করত। টাকা না দিলে ভয় দেখানো ও হুমকির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। শুক্রবার রাতে অভিযুক্ত নিজেই হোটেলে এসে টাকা চাইলে হোটেল কর্তৃপক্ষ তা দিতে অস্বীকার করে। এরপর দুপক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় হোটেল কর্মীরা যুবকের ব্যাগ তল্লাশি করলে দেশীয় পিস্তল দেখতে পান। পরে নারায়ণগড় থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে এবং দেশীয় বন্দুকটি বাজেয়াপ্ত করে। হোটেল ম্যানেজারকে হুমকি দেওয়ার হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশটও পুলিশ বাজেয়াপ্ত করেছে বলে জানা গেছে। উদ্ধার হওয়া বন্দুকটির কোথা থেকে আনা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে অভিযুক্ত যুবকের একাধিক ছবি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সহ দলের অন্যান্য নেতার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। যদিও অভিযুক্ত তমাল জ্যোতি জানা দাবি করেছেন, “আমি বিজেপি করি বলেই শাসকদলের পক্ষ থেকে আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।”
0
comment0
Report
SCSandip Chowdhury
Dec 27, 2025 09:20:00
Katwa, West Bengal:কমিশনের নির্ধারিত নিয়মে শুনানিতে হুইল চেয়ারে হাজির হলেন অশীতিপর বৃদ্ধা। ভারতীয় সেনায় কাজ করার ফলে নিজভূমে ভোট কম দিয়েছেন বলে জানালেন বিমলাচরণ বটব্যাল। নির্বাচন কমিশন ২০০২ সালে ভোটার তালিকায় বিমলাচরণ বাবুর নাম পায়নি। সেজন্য অশীতিপর বৃদ্ধকে শুনানিতে ডাকা হয়েছে বলে কমিশন জানায়।কাটোয়া মহকুমা শাসকের কার্যালয়ে শনিবার এসআইআর-এর শুনানিতে ভোটাররা লাইন দিয়েছে। কাটোয়া বিধানসভার ২০ টি বুথের ২৬০ জন ভোটারকে ডাকা হয়েছে। ভোটাররা প্রয়োজনীয় নথি নিয়ে শুনানিতে হাজির হয়েছেন। কাটোয়া মহকুমা শাসকের দপ্তর ছাড়া ব্লক কার্যালয়েও শুনানি চলছে। যে সব ভোটারের এস আই আর ফর্মে ম্যাপিং হয়নি সেরকম ভোটারদের শুনানিতে ডাকা হয়েছে। কাটোয়া বিধানসভায় ৭১৯৭ কেতুগ্রাম বিধানসভায় ৫২৯০ এবং মঙ্গলকোট বিধান সভা এলাকায় ১৮৭৩ জন ভোটারকে শুনানিতে ডাকা হয়েছে। এস আই আর-এর শুনানি ৯ জানুয়ারি পর্যন্ত চলবে।
0
comment0
Report
KAKAYESH ANSARI
Dec 27, 2025 09:18:58
0
comment0
Report
TDTapan Deb
Dec 27, 2025 09:05:51
Alipurduar, West Bengal:আলিপুরদুয়ার == এসআইআর এ নাম না উঠায় আজ থেকে জেলায় শুরু হলো শুনানীর কাজ। আনিপুরদুয়ার জেলায় প্রায় ৫৩ হাজার মানুষকে শুনানীর জন্য ডাকা হবে। জেলায় সাতটি জায়গায় এই শুনানী হলেও প্রথম দিন জেলার ছয়টি ব্লকের ব্লক অফিসে শুনানীর কাজ শুরু হয়েছে। আলিপুরদুয়ার এক নম্বর ব্লকে আজ প্রথম দিনে সাতজনকে শুনানীর জন্য ডাকা হয়েছে। কেউ এসেছেন স্বামীর নাম না উঠায় , কেউ এসেছে ভুটান থেকে কাজ ছেড়ে আবার কেউ এসেছে মায়ের নাম না উঠার দরুন। সকলের বক্তব্য ডেকে পাঠিয়েছে তাই আসতেই হল , যদি ভোটার তালিকায় নাম না উঠে। দিবাকর রায় - ভুটানের কাজ ছেড়ে এসেছে। অনিতা বর্মন - শুনানীতে এসেছেন। সবলা অধিকারি। শেফালি বিশ্বাস - বিএলএ
0
comment0
Report
PDPradyut Das
Dec 27, 2025 09:05:20
Jalpaiguri, West Bengal:চায়ের নাম করে কোনও হার্বাল টি বিক্রি করা যাবে না। সাফ জানিয়ে দিল ফুড সেফটি অ্যাণ্ড স্ট্যান্ডার্ডস অ্যাফেনসি অফ ইন্ডিয়া। এখন থেকে চা মানে শুধুমাত্র ন্যাচারাল টি বিক্রি করতে হবে। এর সঙ্গে কোনও উপাদান মিশিয়ে সেটিকে হার্বাল চা বলে বিক্রি করা যাবে না। এফএসএসএআইয়ের এই নির্দেশিকায় খুশি চা ব্যবসায়ীরা। এতে চায়ের বাজার চাঙ্গা হবে বলে মনে করছেন তাঁরা। কনফেডারেশন অব ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয়গোপাল চক্রবর্তী বলেন, আমরা বিভিন্ন ফোরামে দীর্ঘদিন ধরে বলে আসছিলাম চায়ের নাম করে যেসব ফিউশন টি এবং হার্বাল টি বিক্রি হচ্ছে তা বন্ধ করা হোক। অবশেষে কেন্দ্রীয় government আমাদের সেই বক্তব্য মেনে নিয়েছে। এই নির্দেশিকার ফলে ন্যাচারাল চায়ের বিক্রি অনেকটাই বাড়বে বলে মনে করেন তিনি। বলেন, এইসব হার্বাল চায়ের মধ্যে ক্যামেলিয়া সিনেনসিসের লেশমাত্র নেই। ফলে এগুলিকে কোনওভাবেই চা বলা যায় না। যদিও বর্তমান সময়ে হার্বাল টির চাহিদার কথা মাথায় রেখে ডুয়ার্সের বেশ কিছু বাগান এই চা তৈরি শুরু করেছিলেন। কেন্দ্রের নির্দেশিকায় তাদের দুশ্চিন্তা বাড়ল। তুলসী টি কিংবা টারমারিক টি যদি চা বলে বিক্রি না করা যায়, তাহলে আদৌ বাজার ধরে রাখা যাবে কি না তা নিয়ে সংশয়ে তাঁরা। চা বিক্রেতারা অবশ্য বলছেন, কেন্দ্রের সিদ্ধান্ত সঠিক। জলপাইগুড়ির চা বিক্রেতা নীরজ সিনহা বলেন, হার্বাল টির জন্য চায়ের বিক্রি কমে গিয়েছে। অনেক বাগানও হার্বাল টি বানাতে শুরু করেছে। আমার মনে হয়, চায়ের নিজস্ব যে গুণ রয়েছে, সেটাই যথেষ্ট। জলপাইগুড়ির মহিলা চা প্রস্তুতকারক শ্যামশ্রী রায় কর্মকার বলেন, কেন্দ্রের নির্দেশে চায়ের ভবিষ্যত সুরক্ষিত হবে। এই উদ্যোগে স্বাগত জানাই。
0
comment0
Report
CDChampak Dutta
Dec 27, 2025 09:05:00
Kaji Chak, West Bengal:মেদিনীপুর শহরের তোড়াপাড়া এলাকায় বাংলাদেশী কলোনি বলে পরিচিত হঠাৎ পাড়ায় চিন্তা বাড়লো। ১৫২,১৫৩,১৫৪ বুথের প্রায় শতাধিক পরিবার হাতে পেল এস আই আর এর দ্বিতীয় পর্যায়ের হিয়ারিং এর চিঠি। চিঠি হাতে পেয়ে চিন্তায় পড়ে গিয়েছেন তারা। কারণ তারা প্রত্যেকেই বাংলাদেশী। এদেশের কোন কাগজপত্রই তাদের নেই। বাংলাদেশের দাঙ্গা লাগার সময় তারা লুকিয়ে পালিয়ে এসে আশ্রয় নিয়েছিল এই মেদিনীপুর শহরে। কেউ ১৫ বছর ধরে রয়েছে কেউবা ২০ বছর ধরে এখানে বসবাস করছে। ভোটার কার্ড আধার কার্ড সবই রয়েছে তাদের। কিন্তু তাদের নেই ২০০২ সালের ভোটার লিস্টে নাম। ফলে নিয়মমাফিক নির্বাচন কমিশনের কাছ থেকে পেয়েছে হিয়ারিং এর নোটিশ। নোটিশ পেয়েই আতঙ্কে মুখে কুলুপ এঁটেছেন তারা। আর যারা মুখ খুলেছেন তারা বলছেন তাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। সরকার তাদের এখানে থাকার ব্যবস্থা করে দিক। কারণ যে ১৩ টি ডকুমেন্টস এর কথা নির্বাচন কমিশন জানিয়েছে তার একটিও দেখাতে পারবে না এই পরিবারগুলি। মহকুমা শাসক মধুমিতা মুখার্জি জানিয়েছেন ওই পরিবার গুলিকে নোটিশ পাঠানো হয়েছে। যদি কোন ডকুমেন্টস না দেখাতে পারে তাহলে নির্বাচন কমিশনের যা নিয়ম রয়েছে অর্থাৎ ভোটার লিস্টে তাদের নাম থাকবে না। পরে যদি কোন ব্যবস্থা হয় তখন সেটা আলাদা বিষয়। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, স্যার কে কেন্দ্র করে বিজেপি রাজনৈতিক চক্রান্ত করার চেষ্টা করছে। হিয়ারিং এ গিয়ে যা ডকুমেন্ট আছে তা জমা দিন নাম নিশ্চই থাকবে। তৃণমূল কংগ্রেস পাশে রয়েছে।একটিও যাতে বৈধ ভোটারের নাম বাদ না যায় সেইদিকে তীক্ষ্ণ নজর রেখেছে দল। বিজেপের পক্ষ থেকে হঠাৎ পাড়ার বাসিন্দাদের আশ্বস্থ করে বলা হয়েছে সবার নাম থাকবে। কারো কথা না শোনা শুধু সিএএ তে আবেদন করার অনুরোধ করা হয়েছে। এখন দেখার বিষয় মূল ভোটার তালিকা বেরানোর পর হঠাৎ পাড়ার বাসিন্দাদের ভবিষ্যৎ কি হয়।
0
comment0
Report
Advertisement
Back to top