Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Darjeeling734101

Darjeeling में त्योहार मौसम में कंचनजंघा के साफ पहाड़, ठंडी और खूबसूरत दृश्य

KAKAYESH ANSARI
Dec 27, 2025 09:18:58
Darjeeling, West Bengal
During The Festival Mood And Week End Tourist From Different Places Started To Enter To Darjeeling Hills For Enjoy Of Weather And View Of Kanchanjanga Darjeeling Hill is always favourite destination for the Tourist from Entire country even for world. And now the Festival Season is going on and from last 24th Dec the season started in Darjeeling hills and now the New Year is on the way for which the tourist are coming to Darjeeling hills to enjoy the Cold Weather and Clear View of Kanchanjanga. During this festival season it also seen that the Foreign Tourist are also visit to Darjeeling after covid. And they area also enjoying the weather and view of kanchanjanga. And the plus point of Darjeeling is that during the Christmas And New Year the View of Mountain is clear till morning time after that Fog cover the Kanchanjanga, and the temperature goes down and today the same. But the tourist from different part of the country enjoy both the things that Cold weather as well as the view of kanchanjanga during morning time. Where as in compare to last year the flow of tourist is less around 15/20 % . But the tourism related person are happy for it too. We visit Darjeeling during this time it because during this season we can enjoy the View of Mountain and Fold weather and Darjeeling is famous for this so we came during this season. We are enjoying the Beauty of Darjeeling Hill and we love the food and the view of kanchanjanga. For which we came out here.
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
NHNantu Hazra
Dec 27, 2025 10:53:00
Salt Lake City, Utah:Today Bidhan Nagar MP MLA came to the court BJP leader Nishit Pramnik. During the 2018 panchayat election, he came in the case of the murder of Trinamool leader Abu Mia in Gital Dahe of Sitai Assembly. আজ বিধান নগর এমপি এম এল এ কোর্টে আসেন বিজেপি নেতা নিশ্চিত প্রামাণিক।২০১৮ পঞ্চায়েত নির্বাচনের সময়ে সিতাই বিধানসভা গীতাল দহে তৃণমূল নেতা আবু মিয়া খুনের ঘটনায় আসেন তিনি। এই প্রসঙ্গে নিশীথ জানান.... একটা পুরনো কেস ছিল যেটা একেবারে ভিত্তিহীন কেস একটা রাজনৈতিক চন্ত্রণ দিনহাটা কোর্টে এই কেসটা চলছিল। আজকে এই কোর্টে ডেট ছিল। ন nex... (ফুলতা) . *******রাজগঞ্জ এর বিডিও প্রশান্ত বর্মনের জামিন খারিজ করলো হাই কোর্ট। প্রশান্ত বর্মনের যে বিষয়টা রয়েছে সেটা আপনারাও দেখছেন আমরাও দেখছি নিশ্চিত ভাবে ভারতবর্ষের আইন ব্যবস্থার ওপর বিশ্বাস আছে। উচ্চ আদালত যে রায় দিয়েছে তাকে স্বাগত জানাই। নিশ্চিতভাবে যেকোন কেসে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত হওয়া উচিত, সেখানে কে মন্ত্রী,কে এমএলএ, কে এমপি কে ব্যুরোকাস্ট সেটা দেখার বিষয় নয় আইন আইনের কাজ করে যাবে। *******হুমায়ন কবিরের নতুন দল কতটা প্রভাব ফেলবে ? এলো সবগুলোই তৃণমূল কংগ্রেসের সৃষ্টি, হুমায়ুন কবীর তৃণমূল কংগ্রেসের থেকেই জন্ম। সাধারণভাবে তৃণমূল কংগ্রেসকে এই সমস্ত প্ল্যানিং মাস্টার প্ল্যান এসব কিছুর পেছনে তৃণমূল রয়েছে—তাই স্বাভাবিকভাবেই হুমায়ুন যা তৃণমূল ও তাই। দিতে পারবে, বিজেপির সুবিধা তখনই হবে যখন একটি স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশিত হবে, ভয়পূর ভোটার কেন্দ্রে মানুষ নির্ভয়ে পৌঁছতে পারবে। তৃণমূল কংগ্রেসে বর্তমানে যারা রয়েছে তারা স্বার্থের জন্য নিজস্ব দোকান খুলে তৃণমূল কংগ্রেসের নেতারা বসে রয়েছে। এরা একই কয়েনের এপিঠ ওপিঠ। বহু নতুন দল তৈরি হয়েছে নির্বাচনের আগে, নির্বাচনের শেষে সেগুলো শেষ হয়ে যায়। আমরা চাইবো যে প্রতিটি জনের অংশগ্রহণের অধিকার আছে।
0
comment0
Report
NHNantu Hazra
Dec 27, 2025 10:52:46
Salt Lake City, Utah:Bidhan Nagar police attacked in Kolkata Tengra area. According to sources, while arresting the accused in a case of Bidhan Nagar South Police Station, he was allegedly attacked by local people. Feed sent by tvu 22 কলকাতা টেঙ্গরা এলাকায় আক্রান্ত বিধান নগর পুলিশ।সূত্রের খবর বিধান নগর দক্ষিণ থানার একটি মামলার আসামি ধরতে গিয়ে স্থানীয় মানুষের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ। সোমবার সকালে বিধান নগর দক্ষিণ থানার একটি মামলার আসামি ধরার জন্য কলকাতার ট্যাংরা area যায় বিধাননগর পুলিশের একটি দল। যেখানে বিধান নগর বিধান নগর দক্ষিণ থানার পুলিশ ও উত্তর থানার পুলিশ যায়। ঘটনাস্থলে পৌঁছানোর পর িস্থিতি উত্তেজিত হয়ে ওঠে। সূত্রের খবর সাধারণ মানুষের বাধার সম্মুখীন হয়ে পড়ে পুলিশ। সেখান থেকে তিনজন অভিযুক্ত কে নিয়ে একটি গাড়ি বেরিয়ে আসার পরেই বাকি গাড়ির ওপর চড়া হয় এবং সেখানে উপস্থিত পুলিশদেরকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। রড বাঁশ কাছের বোতল ইট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। তড়িঘড়ি সেখান থেকে তারা বেরিয়ে আসে। পুলিশ সূত্রে খবর এই ঘটনায় ৬ থেকে ৭ জন পুলিশ কর্মী আহত হয়েছে।এই মেঘ মুহূর্তে বিধান নগর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে।
0
comment0
Report
SCSandip Chowdhury
Dec 27, 2025 10:33:33
Katwa, West Bengal:ব্যাংকে ঋণ রয়েছে,প্রশাসন থেকে এমনই রিপোর্ট দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে,বলে সূত্রের খবর।সেই কারণেই কি নিখোঁজ রয়েছে কাটোয়ার 23 নম্বর বুথের BLO অমিত কুমার মন্ডল।প্রশ্ন থেকেই যাচ্ছে।যদিও তার পরিবার থেকে জানানো হচ্ছে,এই ব্যাংক ঋণের বিষয়ে আগে কোনো দিন পরিবারকে জানায়নি।পুলিশ এই লোনের কথা পরিবার কে জানিয়েছে।তবে আজ পাঁচ দিন হতে চললেও BLO অমিত কুমার মন্ডলের কোন খোঁজ নেই।পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ ও হয়নি বলে দাবী পরিবারের।এছাড়াও লোনের বিষয়ে কোনো কথা পরিবারকে জানায়নি ,লোনের টাকা পরিশোধ করা নিয়ে কোন সমস্যার কথাও বলেনি বলে জানাচ্ছে পরিবার।গত মঙ্গলবার থেকে নিখোজ রয়েছে অমিত কুমার মন্ডল।তার খোঁজে তৎপর হয়েছে প্রশাসন।তদন্তে নেমে প্রচুর টাকা ব্যাঙ্ক লোন রয়েছে তার নামে এই তথ্য উঠে এসেছে।তবে সেই কারণেই তিনি নিখোঁজ রয়েছেন কিনা তা সঠিক ভাবে বলতে পারছে না তার পরিবার।এই বিষয়ে কাটোয়ার মহকুমা শাসক অনির্বান বসু ক্যামেরায় কোনো প্রতিক্রিয়া দিতে চান নি,তবে মৌখিক জানিয়েছেন প্রশাসন থেকে নির্বাচন কমিশন কে এই BLO র বিষয়ে প্রচুর টাকা ব্যাংক ঋণ রয়েছে জানিয়ে রিপোর্ট করা হয়েছে।আগামী 7 তারিখ এই BLO র বুথের হেয়ারিং রয়েছে।তার অনুউপস্থিতি তে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।
0
comment0
Report
PDPradyut Das
Dec 27, 2025 10:33:16
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বিডিও নিখোঁজ, সন্ধান চাই', এমনই ছবি ধরা পড়ল রাজগঞ্জ বিডিও অফিসের সামনে। বিডিওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। অথচ এখন তাঁর কোন খোঁজ নেই। শনিবার, রাজগঞ্জ স্থানীয় এসএফআইয়ের সদস্যেরা এই কাণ্ড করল। এদিকে বিডিও-র মোবাইল ফোন বন্ধ。 জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে বিডিওর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে খুনের অভিযোগ থাকলেও তাঁকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। সম্প্রতি আদালতের নির্দেশে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। অথচ বিডিওর কোনো খোঁজ মিলছে না। টানা চার-পাঁচ দিন ধরে তিনি অফিসে আসেননি বলেই জানা গেছে。 শনিবার রাজগঞ্জ বিডিও অফিসের সামনে নাটকীয়ভাবে লিফলেট বিলি করল স্থানীয় এসএফআই সদস্যরা। লিফলেটে লেখা ছিল—“রাজগঞ্জের বিডিও নিখোঁজ, সন্ধান চাই।” পথ চলতি সাধারণ মানুষকেও টোটো ও বাইক থামিয়ে একই দাবি জানাতে দেখা যায়। এরপর অফিসের গেটের দু’পাশে সেই লিফলেট সাঁটানো হয়。 এসএফআইয়ের পক্ষ থেকে দিলদার মোহাম্মদ জানান, গরিব মানুষ, ছাত্র বা চাকরিপ্রার্থীরা আন্দোলন করলে পুলিশ দ্রুত সক্রিয় হয়। অথচ একজন খুনে অভিযুক্ত প্রশাসনিক কর্তাকে ধরতে এত সময় লাগছে। আদালতের নির্দেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরও তাঁকে গ্রেপ্তার করতে না পারা পুলিশের ব্যর্থতা বলে অভিযোগ তুলেছে এসএফআই。 এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা প্রশ্ন তুলছেন, বিডিওর বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তাঁকে বাগে আনতে না পারা প্রশাসনের অক্ষমতা কি ইঙ্গিতবাহী?
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Dec 27, 2025 10:32:29
Kolkata, West Bengal:আজ থেকে শুরু হয়েছে এস আই আর হেয়ারিং প্রক্রিয়া। রাজ্যের বিভিন্ন বিধানসভার মতই দমদম উত্তর বিধানসভাতেও শুরু হয়েছে হেয়ারিং প্রক্রিয়া। উত্তর দমদম পুরসভার শ্যামাপ্রসাদ নগর স্কুলে বিধানসভার ১৩৫,১৩৬,১৩৭ নং পার্টের ১৬৭ জন ভোটারকে এদিন হেয়ারিং প্রক্রিয়া ডাকা হয়েছে। এরমধ্যে এমনও ভোটার রয়েছে যারা নাম ২০০২ সালে ভোটার লিস্টে রয়েছে তাসত্বেও তাকে হেয়ারিং ডাকা হয়েছে। শুধু তাই নয় এরকম অনেকে আছে যারা ২০০২ সালের আগেও ভোট দিয়েছে ১৯৯৫ সালের ভোটার আই কার্ড রয়েছে কিন্তু তা সত্ত্বেও তারা ডাক পেয়েছে ২০০২ সালে কোনরকম ভাবে ভোটার লিস্টের নাম না থাকায়। এর ফলে চূড়ান্ত হয়রানি শিকার হতে হচ্ছে বলে দাবি করেন ভোটাররা। এই নিয়ে স্থানীয় তৃণমূল সভাপতি জানান, তারা মানুষের পাশে রয়েছেন। একজন বৈধ মানুষেরও নাম বাদ গেলে তারা লড়াই করবেন।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 27, 2025 10:12:29
Howrah, West Bengal:এসআইআর শুনানিতে প্রথম পর্যায়ে হাওড়া জেলায় ২ লক্ষ মানুষকে তলব করল নির্বাচন কমিশন\n\nআজ থেকে শুরু এস আই আর এর শুনানি।সকাল থেকে বিভিন্ন শুনানি কেন্দ্রে লাইন।অনেকের উদ্বেগ বেড়েছে।অনেকে আবার নিশ্চিন্ত যে তাদের নাম বাদ যাবেনা।কেউ কেউ আবার এস আই আর নিয়ে ক্ষুব্ধ।তাদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ।শুনানি কেন্দ্রে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় তার জন্য রয়েছে কড়া পুলিশি অড়হর।প্রথম পর্যায়ের এসআইআর শুনানিতে হাওড়া জেলায় প্রায় ২ লক্ষ মানুষকে তলব করল নির্বাচন কমিশন। আজ শনিবার থেকে তাঁদের শুনানি পর্ব শুরু হবে। জেলা শ্রশাসন সূত্রে জানা গেছে, জেলার গ্রামীণ এলাকায় সংশ্লিষ্ট ব্লক অফিসে শুনানি হবে। শহরাঞ্চলে প্রতিটি বিধানসভায় ২ থেকে ৩টি কেন্দ্রে শুনানি হবে। প্রতিটি শুনানি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শুনানিতে কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি অর্থাৎ বিএলএ’রা উপস্থিত থাকতে পারবেন না। যাঁদের ডেকে পাঠানো হয়েছে শুধুমাত্র তিনি একাই শুনানিতে থাকবেন। এছাড়াও থাকবেন সংশ্লিষ্ট এলাকার বিএলও এবং ইআরও, মাইক্রোঅবর্জারবার সহ নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। জেলাশাসক ডাঃ পি দিপাপ প্রিয়া জানান, ‘প্রথম পর্যায়ে জেলায় ১ লক্ষ ৯৮ হাজার জনকে ডাকা হয়েছে। ৭-১০ দিনের মধ্যে এই পর্যায়ের শুনানি শেষ করা হবে। এরপর প্রয়োজন হলে পরবর্তী পর্যায়ে আরও কিছুজনকে শুনানির জন্য ডেকে পাঠানো হতে পারে।
0
comment0
Report
CDChampak Dutta
Dec 27, 2025 10:12:16
Kaji Chak, West Bengal:দাসপুর এক নম্বর ব্লকের সুজানগর এলাকায় ঘাটাল মাস্টার প্ল্যানের কাজকে ঘিরে বিক্ষোভে উত্তাল গ্রামবাসীরা। বর্তমানে সুজানগরে শিলাবতী নদীর খননের কাজ চলছে। নদী খনন থেকে ওঠা মাটি ও বালি অন্যত্র নিয়ে যাওয়ার জন্য একাধিক ট্রাকটার ও ডাম্পার চলাচল করছে গ্রামীণ সড়ক দিয়ে। গ্রামবাসীদের অভিযোগ, ভারী যান চলাচলের ফলে রাস্তার অবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। তার উপর প্রচণ্ড ধুলো উড়লেও ঠিকাদার সংস্থা রাস্তায় জল ছিটানোর কোনো ব্যবস্থা করছে না। এছাড়াও সারারাত ধরে বড় বড় গাড়ি চলাচল করায় রাস্তার ধারে বসবাসকারী সাধারণ মানুষ চরম অসুবিধার মধ্যে পড়ছেন। এই সমস্ত দাবিকে সামনে রেখে আজ সুজানগর গ্রামীণ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় রাস্তায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। পুলিশ গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে বিষয়টি দেখার আশ্বাস দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এলাকাবাসীদের স্পষ্ট দাবি, রাস্তায় নিয়মিত পর্যাপ্ত পরিমাণে জল ছিটাতে হবে এবং রাতে ভারী গাড়ি চলাচল বন্ধ করতে হবে। এখন দেখার বিষয়, গ্রামবাসীদের এই দাবি কতটা কার্যকরী হয়।
0
comment0
Report
NRNarayan Roy
Dec 27, 2025 10:11:32
Siliguri, West Bengal:*SIR হেয়ারিং নিয়ে আতঙ্ক! কর্মসূত্রে বাইরে থাকেন মেয়ে, মেয়ের নামে নোটিশ পেয়ে হাজিরা বাবা মা !* নোটিশ দেওয়ার ২ দিনের মধ্যে হেয়ারিং থাকায় অনুপস্থিত ভোটার! আতঙ্কে ভোটারের মা বাবা! মাটিগাড়া- নক্সালবাড়ি বিধানসভার ৪৮ নং পাটের পশ্চিম সুকান্ত নগরের ভোটার পূজা রাই! কাজের উদ্দেশ্যে দিল্লিতে থাকেন সে। তারত্ত নামে গত ২৫ ডিসেম্বর SIR হেয়ারিং নোটিস আসায় আতঙ্কে পরিবারের লোকজন। শনিবার নক্সালবাড়ি বিভিও অফিসে হেয়ারিং এসে হতাশ হয়ে পড়েন তারা। ভোটারকে উপস্থিত থাকার কথা জানা AERO! এতেই নাম বাদ পরার শঙ্কা করছেন বাবা শান্ত কুমার রাই তার দাবি খুব কম সময়ে মেয়ে বাইরে কাজে থাকার জন্য উপস্থিত হতে পারেনি। অতিরিক্ত সময় পেলে ভালো হতো। ভোটারকে হাজিরা দেওয়ার জন্য অতিরিক্ত সময়ের দাবি জানান তিনি।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 27, 2025 10:05:34
Baruipur, West Bengal:রাজ্য জুড়ে শুরু হয়েছে sir এর হেয়ারিং। হেয়ারিং প্রক্রিয়া সুষ্ঠ ভাবে সম্পন্ন হচ্ছে কি তা দেখার জন্য ভাঙড়ে এলেন আইপিএস সি মুরাগন। নির্বাচন কমিশনের তরফ থেকে বাংলার এসআইআর প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য বিশেষ টিম পাঠানো হয়েছে। বিভিন্ন জেলার রিপোর্ট সংগ্রহ করে দিল্লিতে জমা দেবেন ওই প্রতিনিধিরা। সেই পর্যবেক্ষক দলের নেতৃত্বে রয়েছেন সুব্রত গুপ্ত। আর সঙ্গে রয়েছেন আইএএস সি মুরুগান。 সূত্রের খবর, এই সি মুরুগানের সঙ্গে নবান্নের একটা দূরত্ব রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে সংঘাতও তৈরি হয়েছিল বলে সূত্রের খবর। তিনি এবার ভাঙড় ২ ব্লকে এসে sir এর হেয়ারিং পর্বের কাজ ঘুরে দেখেন।
0
comment0
Report
Advertisement
Back to top