Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Medinipur721150

मेदिनिपुर के हटथापाड़ा में बंग्लादेशी बस्ती: वोटर लिस्ट में नाम नहीं, नोटिस से बढ़ी चिंता

CDChampak Dutta
Dec 27, 2025 09:05:00
Kaji Chak, West Bengal
মেদিনীপুর শহরের তোড়াপাড়া এলাকায় বাংলাদেশী কলোনি বলে পরিচিত হঠাৎ পাড়ায় চিন্তা বাড়লো। ১৫২,১৫৩,১৫৪ বুথের প্রায় শতাধিক পরিবার হাতে পেল এস আই আর এর দ্বিতীয় পর্যায়ের হিয়ারিং এর চিঠি। চিঠি হাতে পেয়ে চিন্তায় পড়ে গিয়েছেন তারা। কারণ তারা প্রত্যেকেই বাংলাদেশী। এদেশের কোন কাগজপত্রই তাদের নেই। বাংলাদেশের দাঙ্গা লাগার সময় তারা লুকিয়ে পালিয়ে এসে আশ্রয় নিয়েছিল এই মেদিনীপুর শহরে। কেউ ১৫ বছর ধরে রয়েছে কেউবা ২০ বছর ধরে এখানে বসবাস করছে। ভোটার কার্ড আধার কার্ড সবই রয়েছে তাদের। কিন্তু তাদের নেই ২০০২ সালের ভোটার লিস্টে নাম। ফলে নিয়মমাফিক নির্বাচন কমিশনের কাছ থেকে পেয়েছে হিয়ারিং এর নোটিশ। নোটিশ পেয়েই আতঙ্কে মুখে কুলুপ এঁটেছেন তারা। আর যারা মুখ খুলেছেন তারা বলছেন তাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। সরকার তাদের এখানে থাকার ব্যবস্থা করে দিক। কারণ যে ১৩ টি ডকুমেন্টস এর কথা নির্বাচন কমিশন জানিয়েছে তার একটিও দেখাতে পারবে না এই পরিবারগুলি। মহকুমা শাসক মধুমিতা মুখার্জি জানিয়েছেন ওই পরিবার গুলিকে নোটিশ পাঠানো হয়েছে। যদি কোন ডকুমেন্টস না দেখাতে পারে তাহলে নির্বাচন কমিশনের যা নিয়ম রয়েছে অর্থাৎ ভোটার লিস্টে তাদের নাম থাকবে না। পরে যদি কোন ব্যবস্থা হয় তখন সেটা আলাদা বিষয়। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, স্যার কে কেন্দ্র করে বিজেপি রাজনৈতিক চক্রান্ত করার চেষ্টা করছে। হিয়ারিং এ গিয়ে যা ডকুমেন্ট আছে তা জমা দিন নাম নিশ্চই থাকবে। তৃণমূল কংগ্রেস পাশে রয়েছে।একটিও যাতে বৈধ ভোটারের নাম বাদ না যায় সেইদিকে তীক্ষ্ণ নজর রেখেছে দল। বিজেপের পক্ষ থেকে হঠাৎ পাড়ার বাসিন্দাদের আশ্বস্থ করে বলা হয়েছে সবার নাম থাকবে। কারো কথা না শোনা শুধু সিএএ তে আবেদন করার অনুরোধ করা হয়েছে। এখন দেখার বিষয় মূল ভোটার তালিকা বেরানোর পর হঠাৎ পাড়ার বাসিন্দাদের ভবিষ্যৎ কি হয়।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SCSandip Chowdhury
Dec 27, 2025 10:33:33
Katwa, West Bengal:ব্যাংকে ঋণ রয়েছে,প্রশাসন থেকে এমনই রিপোর্ট দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে,বলে সূত্রের খবর।সেই কারণেই কি নিখোঁজ রয়েছে কাটোয়ার 23 নম্বর বুথের BLO অমিত কুমার মন্ডল।প্রশ্ন থেকেই যাচ্ছে।যদিও তার পরিবার থেকে জানানো হচ্ছে,এই ব্যাংক ঋণের বিষয়ে আগে কোনো দিন পরিবারকে জানায়নি।পুলিশ এই লোনের কথা পরিবার কে জানিয়েছে।তবে আজ পাঁচ দিন হতে চললেও BLO অমিত কুমার মন্ডলের কোন খোঁজ নেই।পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ ও হয়নি বলে দাবী পরিবারের।এছাড়াও লোনের বিষয়ে কোনো কথা পরিবারকে জানায়নি ,লোনের টাকা পরিশোধ করা নিয়ে কোন সমস্যার কথাও বলেনি বলে জানাচ্ছে পরিবার।গত মঙ্গলবার থেকে নিখোজ রয়েছে অমিত কুমার মন্ডল।তার খোঁজে তৎপর হয়েছে প্রশাসন।তদন্তে নেমে প্রচুর টাকা ব্যাঙ্ক লোন রয়েছে তার নামে এই তথ্য উঠে এসেছে।তবে সেই কারণেই তিনি নিখোঁজ রয়েছেন কিনা তা সঠিক ভাবে বলতে পারছে না তার পরিবার।এই বিষয়ে কাটোয়ার মহকুমা শাসক অনির্বান বসু ক্যামেরায় কোনো প্রতিক্রিয়া দিতে চান নি,তবে মৌখিক জানিয়েছেন প্রশাসন থেকে নির্বাচন কমিশন কে এই BLO র বিষয়ে প্রচুর টাকা ব্যাংক ঋণ রয়েছে জানিয়ে রিপোর্ট করা হয়েছে।আগামী 7 তারিখ এই BLO র বুথের হেয়ারিং রয়েছে।তার অনুউপস্থিতি তে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।
0
comment0
Report
PDPradyut Das
Dec 27, 2025 10:33:16
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বিডিও নিখোঁজ, সন্ধান চাই', এমনই ছবি ধরা পড়ল রাজগঞ্জ বিডিও অফিসের সামনে। বিডিওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। অথচ এখন তাঁর কোন খোঁজ নেই। শনিবার, রাজগঞ্জ স্থানীয় এসএফআইয়ের সদস্যেরা এই কাণ্ড করল। এদিকে বিডিও-র মোবাইল ফোন বন্ধ。 জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে বিডিওর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে খুনের অভিযোগ থাকলেও তাঁকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। সম্প্রতি আদালতের নির্দেশে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। অথচ বিডিওর কোনো খোঁজ মিলছে না। টানা চার-পাঁচ দিন ধরে তিনি অফিসে আসেননি বলেই জানা গেছে。 শনিবার রাজগঞ্জ বিডিও অফিসের সামনে নাটকীয়ভাবে লিফলেট বিলি করল স্থানীয় এসএফআই সদস্যরা। লিফলেটে লেখা ছিল—“রাজগঞ্জের বিডিও নিখোঁজ, সন্ধান চাই।” পথ চলতি সাধারণ মানুষকেও টোটো ও বাইক থামিয়ে একই দাবি জানাতে দেখা যায়। এরপর অফিসের গেটের দু’পাশে সেই লিফলেট সাঁটানো হয়。 এসএফআইয়ের পক্ষ থেকে দিলদার মোহাম্মদ জানান, গরিব মানুষ, ছাত্র বা চাকরিপ্রার্থীরা আন্দোলন করলে পুলিশ দ্রুত সক্রিয় হয়। অথচ একজন খুনে অভিযুক্ত প্রশাসনিক কর্তাকে ধরতে এত সময় লাগছে। আদালতের নির্দেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরও তাঁকে গ্রেপ্তার করতে না পারা পুলিশের ব্যর্থতা বলে অভিযোগ তুলেছে এসএফআই。 এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা প্রশ্ন তুলছেন, বিডিওর বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তাঁকে বাগে আনতে না পারা প্রশাসনের অক্ষমতা কি ইঙ্গিতবাহী?
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Dec 27, 2025 10:32:29
Kolkata, West Bengal:আজ থেকে শুরু হয়েছে এস আই আর হেয়ারিং প্রক্রিয়া। রাজ্যের বিভিন্ন বিধানসভার মতই দমদম উত্তর বিধানসভাতেও শুরু হয়েছে হেয়ারিং প্রক্রিয়া। উত্তর দমদম পুরসভার শ্যামাপ্রসাদ নগর স্কুলে বিধানসভার ১৩৫,১৩৬,১৩৭ নং পার্টের ১৬৭ জন ভোটারকে এদিন হেয়ারিং প্রক্রিয়া ডাকা হয়েছে। এরমধ্যে এমনও ভোটার রয়েছে যারা নাম ২০০২ সালে ভোটার লিস্টে রয়েছে তাসত্বেও তাকে হেয়ারিং ডাকা হয়েছে। শুধু তাই নয় এরকম অনেকে আছে যারা ২০০২ সালের আগেও ভোট দিয়েছে ১৯৯৫ সালের ভোটার আই কার্ড রয়েছে কিন্তু তা সত্ত্বেও তারা ডাক পেয়েছে ২০০২ সালে কোনরকম ভাবে ভোটার লিস্টের নাম না থাকায়। এর ফলে চূড়ান্ত হয়রানি শিকার হতে হচ্ছে বলে দাবি করেন ভোটাররা। এই নিয়ে স্থানীয় তৃণমূল সভাপতি জানান, তারা মানুষের পাশে রয়েছেন। একজন বৈধ মানুষেরও নাম বাদ গেলে তারা লড়াই করবেন।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 27, 2025 10:12:29
Howrah, West Bengal:এসআইআর শুনানিতে প্রথম পর্যায়ে হাওড়া জেলায় ২ লক্ষ মানুষকে তলব করল নির্বাচন কমিশন\n\nআজ থেকে শুরু এস আই আর এর শুনানি।সকাল থেকে বিভিন্ন শুনানি কেন্দ্রে লাইন।অনেকের উদ্বেগ বেড়েছে।অনেকে আবার নিশ্চিন্ত যে তাদের নাম বাদ যাবেনা।কেউ কেউ আবার এস আই আর নিয়ে ক্ষুব্ধ।তাদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ।শুনানি কেন্দ্রে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় তার জন্য রয়েছে কড়া পুলিশি অড়হর।প্রথম পর্যায়ের এসআইআর শুনানিতে হাওড়া জেলায় প্রায় ২ লক্ষ মানুষকে তলব করল নির্বাচন কমিশন। আজ শনিবার থেকে তাঁদের শুনানি পর্ব শুরু হবে। জেলা শ্রশাসন সূত্রে জানা গেছে, জেলার গ্রামীণ এলাকায় সংশ্লিষ্ট ব্লক অফিসে শুনানি হবে। শহরাঞ্চলে প্রতিটি বিধানসভায় ২ থেকে ৩টি কেন্দ্রে শুনানি হবে। প্রতিটি শুনানি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শুনানিতে কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি অর্থাৎ বিএলএ’রা উপস্থিত থাকতে পারবেন না। যাঁদের ডেকে পাঠানো হয়েছে শুধুমাত্র তিনি একাই শুনানিতে থাকবেন। এছাড়াও থাকবেন সংশ্লিষ্ট এলাকার বিএলও এবং ইআরও, মাইক্রোঅবর্জারবার সহ নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। জেলাশাসক ডাঃ পি দিপাপ প্রিয়া জানান, ‘প্রথম পর্যায়ে জেলায় ১ লক্ষ ৯৮ হাজার জনকে ডাকা হয়েছে। ৭-১০ দিনের মধ্যে এই পর্যায়ের শুনানি শেষ করা হবে। এরপর প্রয়োজন হলে পরবর্তী পর্যায়ে আরও কিছুজনকে শুনানির জন্য ডেকে পাঠানো হতে পারে।
0
comment0
Report
CDChampak Dutta
Dec 27, 2025 10:12:16
Kaji Chak, West Bengal:দাসপুর এক নম্বর ব্লকের সুজানগর এলাকায় ঘাটাল মাস্টার প্ল্যানের কাজকে ঘিরে বিক্ষোভে উত্তাল গ্রামবাসীরা। বর্তমানে সুজানগরে শিলাবতী নদীর খননের কাজ চলছে। নদী খনন থেকে ওঠা মাটি ও বালি অন্যত্র নিয়ে যাওয়ার জন্য একাধিক ট্রাকটার ও ডাম্পার চলাচল করছে গ্রামীণ সড়ক দিয়ে। গ্রামবাসীদের অভিযোগ, ভারী যান চলাচলের ফলে রাস্তার অবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। তার উপর প্রচণ্ড ধুলো উড়লেও ঠিকাদার সংস্থা রাস্তায় জল ছিটানোর কোনো ব্যবস্থা করছে না। এছাড়াও সারারাত ধরে বড় বড় গাড়ি চলাচল করায় রাস্তার ধারে বসবাসকারী সাধারণ মানুষ চরম অসুবিধার মধ্যে পড়ছেন। এই সমস্ত দাবিকে সামনে রেখে আজ সুজানগর গ্রামীণ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় রাস্তায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। পুলিশ গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে বিষয়টি দেখার আশ্বাস দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এলাকাবাসীদের স্পষ্ট দাবি, রাস্তায় নিয়মিত পর্যাপ্ত পরিমাণে জল ছিটাতে হবে এবং রাতে ভারী গাড়ি চলাচল বন্ধ করতে হবে। এখন দেখার বিষয়, গ্রামবাসীদের এই দাবি কতটা কার্যকরী হয়।
0
comment0
Report
NRNarayan Roy
Dec 27, 2025 10:11:32
Siliguri, West Bengal:*SIR হেয়ারিং নিয়ে আতঙ্ক! কর্মসূত্রে বাইরে থাকেন মেয়ে, মেয়ের নামে নোটিশ পেয়ে হাজিরা বাবা মা !* নোটিশ দেওয়ার ২ দিনের মধ্যে হেয়ারিং থাকায় অনুপস্থিত ভোটার! আতঙ্কে ভোটারের মা বাবা! মাটিগাড়া- নক্সালবাড়ি বিধানসভার ৪৮ নং পাটের পশ্চিম সুকান্ত নগরের ভোটার পূজা রাই! কাজের উদ্দেশ্যে দিল্লিতে থাকেন সে। তারত্ত নামে গত ২৫ ডিসেম্বর SIR হেয়ারিং নোটিস আসায় আতঙ্কে পরিবারের লোকজন। শনিবার নক্সালবাড়ি বিভিও অফিসে হেয়ারিং এসে হতাশ হয়ে পড়েন তারা। ভোটারকে উপস্থিত থাকার কথা জানা AERO! এতেই নাম বাদ পরার শঙ্কা করছেন বাবা শান্ত কুমার রাই তার দাবি খুব কম সময়ে মেয়ে বাইরে কাজে থাকার জন্য উপস্থিত হতে পারেনি। অতিরিক্ত সময় পেলে ভালো হতো। ভোটারকে হাজিরা দেওয়ার জন্য অতিরিক্ত সময়ের দাবি জানান তিনি।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 27, 2025 10:05:34
Baruipur, West Bengal:রাজ্য জুড়ে শুরু হয়েছে sir এর হেয়ারিং। হেয়ারিং প্রক্রিয়া সুষ্ঠ ভাবে সম্পন্ন হচ্ছে কি তা দেখার জন্য ভাঙড়ে এলেন আইপিএস সি মুরাগন। নির্বাচন কমিশনের তরফ থেকে বাংলার এসআইআর প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য বিশেষ টিম পাঠানো হয়েছে। বিভিন্ন জেলার রিপোর্ট সংগ্রহ করে দিল্লিতে জমা দেবেন ওই প্রতিনিধিরা। সেই পর্যবেক্ষক দলের নেতৃত্বে রয়েছেন সুব্রত গুপ্ত। আর সঙ্গে রয়েছেন আইএএস সি মুরুগান。 সূত্রের খবর, এই সি মুরুগানের সঙ্গে নবান্নের একটা দূরত্ব রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে সংঘাতও তৈরি হয়েছিল বলে সূত্রের খবর। তিনি এবার ভাঙড় ২ ব্লকে এসে sir এর হেয়ারিং পর্বের কাজ ঘুরে দেখেন।
0
comment0
Report
Advertisement
Back to top