Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
मध्य प्रदेश-राजस्थान के कफ सिरप मौत मामले में DEG-EG मिला, जांच तेज
ASAyan Sharma
Oct 04, 2025 10:32:41
Kolkata, West Bengal
მধ্য პრদেশ ও রাজস্থান মিলে ১১ থেকে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ মধ্যপ্রদেশ এর স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানা গেছে, যে ধরনের কফ সিরাপ খেয়ে শিশুদের মৃত্যু হচ্ছে তার মধ্যে, diethylene glycol (DEG) nor ethylene glycol (EG) উপস্থিতি রয়েছে। যেটা কিডনি বিকল হয়ে মৃত্যুর কারণ হতে পারে। পাশাপাশি কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে ছটি নমুনা সংগ্রহ করা হয়েছিল কাফ সিরাপ এর। যার মধ্যে ডাই ইথিলিন গ্লাইকল এবং ইথিলিন গ্লাইকল এর উপস্থিতি রয়েছে। পুনে Niv, আই সি এম আর, কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল ,আইএমএস আলাদাভাবে কফ সিরাপ কাণ্ডে তদন্ত শুরু করেছে। Kayson ফার্মার ১৯ টা ওষুধ বাতিল করে দেওয়া হল রাজস্থান ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SMSubhasis Mandal
Oct 04, 2025 14:50:11
Howrah, West Bengal:হাওড়া উলুবেড়িয়া কার্নিভাল উলুবেড়িয়া পুরসভার উদ্যোগে হাওড়ার গ্রামীণ এলাকার কার্নিভাল অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সরকার অনুমোদিত ও বেসরকারী সংস্থার পক্ষ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কার্নিভালে ১৪ টি পুজো কমিটি অংশগ্রহন করেছিল। এই উপলক্ষে উলুবেড়িয়া মহকুমা শাসকের কার্যালয়ের সামনে এক বড় মঞ্চ তৈরী হয়েছিল । সেখানে বর্নাঢ্য সেই মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরী মন্ত্রী পুলক রায়, দু'জন বিধায়ক বিদেশ বসু, নির্মল মাজী, হাওড়ার গ্রামীণ এলাকার পুলিশ সুপার সুবিমল পাল, উলুবেড়িয়ার মহকুমা শাসক মানস কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। বিভিন্ন পুজো কমিটি তাঁদের থিম ও প্রতিমা নিয়ে উলুবেড়িয়া পুরসভা থেকে শোভাযাত্রা সহকারে এই কার্নিভাল মঞ্চের সামনে উপস্থিত হন। সেখানে পুজো কমিটিগুলো তাঁদের পারফরম্যান্স পরিবেশিত করেন। এই কার্নিভালে অন্যদের মধ্যে উল bub ড়িয়া কোটালঘাটা নবোদয় সংঘ ও আশা ভবণ সেন্টারের শোভাযাত্রায় কয়েকজন বিদেশিনী অংশগ্রহণ করেন
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Oct 04, 2025 14:49:56
Asansol, West Bengal:*নিম্নচাপের বৃষ্টিকে উপেক্ষা করে আসানসোলে দুর্গাপূজা কার্নিভাল, অংশ নিল ১৫টি পূজা কমিটি* পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দুর্গাপূজার সমাপ্তি উপলক্ষে রাজ্য জুড়ে আয়োজিত হচ্ছে পূজা কার্নিভাল। এক সময় শুধুমাত্র কলকাতাতেই সীমাবদ্ধ ছিল এই অনুষ্ঠান, তবে গত কয়েক বছর ধরে জেলার বিভিন্ন প্রান্তেও এই বর্ণাঢ্য কার্নিভালের আয়োজন করা হচ্ছে。 ২০২৩ সালের থেকে পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল ও দুর্গাপুরে পূজা কার্নিভালের আয়োজন শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় এ বছরও আসানসোলেই অনুষ্ঠিত হলো পূজা কার্নিভাল। যদিও নিম্নচাপের জেরে শহরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়, তবুও সেই প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেই জমজমাটভাবে অনুষ্ঠিত হয় এই সাংস্কृतिक মহোৎসব。 এদিন আসানসোল কার্নিভালে মোট ১৫টি পূজা কমিটি তাদের সেরা সজ্জা ও শিল্পকলা নিয়ে অংশ নেয়。 কার্নিভালে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, জেলা শাসক এস. পোন্নাবলম, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরি, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিত ঘটক ও ওয়াসিমুল হক, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, বিধায়ক হরণেরহামর সিংহ, অতিথিদের হাত ধরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। প্রথমেই নারী ঢাকিদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পরবর্তীতে অনুষ্ঠিত হয় নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, যা আসানসোলের নাগরিকদের মনোরঞ্জনের পাশাপাশি দুর্গাপূজার আমেজকে আরও দীর্ঘায়িত করে তোলে।
1
comment0
Report
BSBarun Sengupta
Oct 04, 2025 14:49:41
Barrackpore, Kolkata, West Bengal:বরানগর শম্ভুনাথ ঘোষ লেনে সোনার দোকানে ডাকাতি। ডাকাতদের হাতে মৃত্যু দোকানের মালিক শংকর জানা। সোনার দোকানের ভিতর থেকে উদ্ধার ওই দোকানের মালিকের দেহ। হাত-পা বাঁধা অবস্থায় তার দেহ উদ্ধার করে পুলিশ। চার থেকে পাঁচ জন মিলে এই ঘটনা ঘটিয়েছে। দোকানের ভেতরে সিসিটিভি ছিল সেই সিসিটিভি ও বন্ধ করে দেয় দুষ্কৃতীরা। কি কারনে খুন তার তদন্ত করছে বরানগর থানার পুলিশ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারের পাশাপাশি কত সোনার রুপা খোয়া গিয়েছে সেটিও দেখা হচ্ছে। প্রশ্ন উঠছে একটি জনবহুল জায়গা যেখানে প্রচুর মানুষ যাতায়াত করে রয়েছে অনেক সোনার দোকান। সেই রকম একটি জায়গায় কিভাবে এই খুন হল তা নিয়ে উঠছে প্রশ্ন।
0
comment0
Report
BSBarun Sengupta
Oct 04, 2025 14:00:14
Barrackpore, Kolkata, West Bengal:বরানগর শম্ভুনাথ ঘোষ লেনে সোনার দোকানে ডাকাতি। ডাকাতদের হাতে মৃত্যু দোকানের মালিক শংকর জানা। সোনার দোকানের ভিতর থেকে উদ্ধার ওই দোকানের মালিকের দেহ। হাত-পা বাঁধা অবস্থায় তার দেহ উদ্ধার করে পুলিশ। Four থেকে পাঁচ জন মিলে এই ঘটনা ঘটিয়েছে। দোকানের ভেতরে সিসিটিভি ছিল সেই সিসিটিভি ও বন্ধ করে দেয় দুষ্কৃতীরা। কি কারনে খুন তার তদন্ত করছে বরানগর থানার পুলিশ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারের পাশাপাশি কত সোনার রুপা খোয় গিয়েছে সেটিও দেখা হচ্ছে। প্রশ্ন উঠছে একটি জনবহুল জায়গা যেখানে প্রচুর মানুষ যাতায়াত করে রয়েছে অনেক সোনার দোকান। সে রকম একটি জায়গায় কিভাবে এই খুন হল তা নিয়ে উঠছে প্রশ্ন।
0
comment0
Report
ALArup Laha
Oct 04, 2025 12:39:23
Belna, West Bengal:উজিরপুরে প্রতিমা বিসর্জন ঘিরে গণ্ডগোল, জখম পুলিশ কর্মী – গ্রেফতার দুই। পূর্ব বর্ধমানের জামালপুর থানার উজিরপুরে দুর্গাপ্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে শুক্রবার রাতে ব্যাপক অশান্তি ছড়াল। ঘটনায় এক পুলিশ কর্মী গুরুতর জখম হন। তাঁকে প্রথমে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এসএসকেএম (পিজি) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দামোদর নদে জল বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে পুলিশ দ্রুত প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করে। সেই সময় কিছু মদ্যপ যুবক পুলিশের এই সিদ্ধান্তে আপত্তি জানিয়ে তর্কে জড়িয়ে পড়ে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। প্রথমে এক সিভিক ভলান্টিয়ারকে মারধর করা হয়, পরে পুলিশের উপর ইটবৃষ্টি শুরু হয়। হামলায় পুলিশ কর্মী শুভেন্দু গুঁই আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতেই দু’জন অভিযুক্ত — সমর বাউরি ও মঙ্গল বাউরিকে গ্রেফতার করে পুলিশ। শনিবার তাদের বর্ধমান আদালতে তোলা হয়। অন্য এক অভিযুক্ত, অভিজিৎ বাউরি, বর্তমানে পলাতক। তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এলাকায় এখনও টহলদারি চলছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও থমথমে পরিবেশ বিরাজ করছে উজিরপুর জুড়ে। ঘটনা প্রসঙ্গে এসডিপিও (সাউথ) অভিষেক মণ্ডল জানান, “দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। আহত পুলিশ কর্মীর অবস্থা এখন স্থিতিশীল।” স্থানীয়দের মতে, প্রতিমা বিসর্জনের সময় অতিরিক্ত জলস্রোতের কারণে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়াতেই ভুল বোঝাবুঝি থেকে ঘটনার সূত্রপাত। তবে প্রশাসন জানিয়েছে, আইন হাতে তুলে নেওয়ার যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে。
0
comment0
Report
BSBarun Sengupta
Oct 04, 2025 11:33:20
Barrackpore, Kolkata, West Bengal:দুর্গাপূজার বিসর্জনে মদ্যপদের বেহাল্লাপনায় বাধা!!পুলিশ কে কিল! চড়! ঘুষি মদ্যপদের,এরপরে বেপরোয়া লাঠিচার্জ পুলিশের,গ্রেফতার নগেন্দ্র বাহিনী টীটাগড় পুরসভার ২২ নং ওয়ার্ডে বাগদি পাড়া মহাবীর সমিতির দুর্গাপুজোর ভাষানে পুলিশ কে মার উদ্যোগক্তাদের। মদ্যপ অবস্থায় বেহাল্লাপনায় পুলিশ বাধা দেওয়ায় পুলিশ কে চড় থাপ্পড় এবং কিল ঘুষি মারে পুজো উদ্যোগক্তারা।এরপরই পুলিশ বেধড়ক মারে ওই অভিযুক্ত মদ্যপ উদ্যোগক্তাদের।পুলিশ কে মারধরের ঘটনায় তিন জন অভিযুক্ত কে গ্রেফতার করে আজ ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে খড়দহ থানার পুলিশ।গতকাল খড়দহ রাসখোলা ঘাটে প্রতিমা বিসর্জন দিতে যাবার সময় তৃনমুল কর্মি নগেন্দ্র রায়ের দলবল মদ্যপ অবস্থায় অভব্য আচরণ করছিলো,সেই পুলিশ বাধা দিতে গেলেই পুলিশ কে মারধর শুরু করে নগেন্দ্র রায়ের লোকজন।এপর্‌ই পুলিশ ও বেধড়ক লাঠি চার্জ করে তাদের কে গ্রেফতার করে।আর এই CCTV ইর ছবি ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে খড়দহ এবং টীটাগড় এলাকায়।
0
comment0
Report
PDPradyut Das
Oct 04, 2025 11:33:09
Jalpaiguri, West Bengal:লজলপাইগুড়িতে জমি দখল নিয়ে পুরনো শত্রুতা।তার রেশ এসে পড়লো দুর্গাপূজা কমিটির উপর। তুমুল মারপিট। রক্তারক্তি কাণ্ড। প্রতিবাদে এলাকায় ব্যাবসা বন্ধ। অভিযোগ জমি দখল সংক্রান্ত পুরনো বিবাদ নিয়ে শুক্রবার রাতে নতুন করে অশান্তি ছড়ায়। এদিন রাতে বিল পাড়া রটন্তী ক্লাবের কিছু সদস্য মিলে আসাম মোড় রিক্রিয়েশন ক্লাব পূজো কমিটির সম্পাদক অনিরুদ্ধ দাস এর উপর আচমকা হামলা চালিয়ে তাকে মেরে মাথা ফাটিয়ে পা ভাঙে দেয়। পাশাপাশি বন্দুক দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ। আ আক্রান্ত পূজো কমিটির সম্পাদক বর্তমানে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তী। গতকাল গভীর রাতে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের। রাতেই ৫ অভিযুক্ত গ্রেফতার। ধৃতদের আজ আদালতে তোলা হয়েছে। বাইট :- ১) নিতাই কর ( সভাপতি, আসাম মোড় রিক্রিয়েশন ক্লাব) ২) নব্যেন্দু মৌলিক (সম্পাদক, বিল পাড়া রটন্তী ক্লাব) ৩) পিংকী রায় ( স্থানীয় পঞ্চায়েত সদস্যা) রিপোর্ট:- প্রদ্যুত দাস জলপাইগুড়ি।
0
comment0
Report
BBBimal Basu
Oct 04, 2025 11:20:19
Basirhat, West Bengal:ছাব্বিশের নির্বাচনের আগে মানুষের সঙ্গে বেশি করে জন সংযোগ বাড়নোর জন্য মুখ্যমন্ত্রী ও অভিষেক ব্যানার্জীর নির্দেশে সন্দেশখালি বিধায়কের নেতৃত্বে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানই শুধু নয়, মই বেয়ে ছাদের মাথায় উঠে মিস্ত্রিদের সঙ্গে সহযোগিতা করেন সন্দেশখালি বিধায়ক সুকুমার মাহাতো। গ্রামের মানুষ তার কাছে খুশি। গত বৃহস্পতিবার দোলে সন্দেশখালি এক নম্বর ব্লকের আগারহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এলাকায় এক মিনিটের ঝড়ে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সেই খবর পাওয়া মাত্রই এলাকায় হড়লেন সন্দেশখালি বিধায়ক সুকুমার মাহাতো। শুকনো খাবার চাল ডাল আলু সহ অন্যান্য জিনিসপত্র বিতরণ করেন। তারপর আজ বিধায়ক সুকুমার মাহাতো ঝড়ে উড়ে যাওয়া বাড়ির ছাদ ঠিক করতে মিস্ত্রি ও নতুন অ্যাসবেস্টার নিয়ে এসে যে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ির ছাদ উড়ে গেছে সেই ছাদে নতুন অ্যাসবেস্টার লাগনোর ব্যবস্থা করেন। দেখা যায় বিধায়ক সুকুম tar মাহাতো নিজে দাঁড়িয়ে থেকে কাজ দেখা শুনোর সাথে মিস্ত্রিদের হাতে হাত মিলিয়ে ছাদে অ্যাসবেস্টার তুলে দিতে সাহায্য করছেন। বাড়ি ভেঙে যাওয়ার দু দিন পরে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকা নিয়ে গ্রামের মানুষ খুশি।
0
comment0
Report
BBBimal Basu
Oct 04, 2025 11:20:04
Basirhat, West Bengal:ছাব্বিশের নির্বাচনের আগে মানুষের সঙ্গে বেশি করে জন সংযোগ বাড়নোর জন্য মুখ্যমন্ত্রী ও অভিষেক ব্যানার্জীর নির্দেশে পেয়েই সন্দেশখালিতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোই শুধু নয় রীতিমত মই বেয়ে ভাঙা ছাদের মাথায় উঠে মিস্ত্রিদের সঙ্গে ভাঙা ছাদ মেরিমতির কাছে হাত লাগালেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো। যে ভাবে প্রথম দিন থেকে ঝড়ে ক্ষতিগ্রস্ত দের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়েছেন বিধায়ক তাতে খুশি গ্রামবাসীরা। গত বৃহস্পতিবার দশমীর দিন দুপুরে সন্দেশখালি এক নম্বর ব্লকের আগারহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এলাকায় এক মিনিটের ঝড়ে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সেই খবর পাওয়া মাত্রই এলাকায় ছোটেন সন্দেশখালি বিধায়ক সুকুমার মাহাতো। শুকনো খাবার চাল ডাল আলু সহ অন্যান্য জিনিসপত্র বিতরণ করেন। তারপর আজ বিধায়ক সুকুমার মাহাতো ঝড়ে উড়ে যাওয়া বাড়ির ছাদ ঠিক করতে মিস্ত্রি ও নতুন অ্যাসবেস্টার নিয়ে এসে যে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ির ছাদ উড়ে গেছে সেই ছাদে নতুন অ্যাসবেস্টার লাগনোর ব্যবস্থা করেন। দেখা যায় বিধায়ক সুকুমার মাহাতো নিজে দাঁড়িয়ে থেকে কাজ দেখা শুনোর পাশাপাশি মই বিয়ে বাড়ির চালে উঠে মিস্ত্রিদের সঙ্গে হাতে হাত মিলিয়ে ছাদে অ্যাসবেস্টার তুলে দিতে সাহায্য করছেন । বাড়ি ভেঙে যাওয়ার দু দিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যে ভাবে থেকেছেন তিনি তাতে খুশি গ্রামের মানুষ。
0
comment0
Report
BBBimal Basu
Oct 04, 2025 11:19:49
Basirhat, West Bengal:ছাব্বিশের নির্বাচনের আগে মানুষের সঙ্গে বেশি করে জন সংযোগ বাড়নোর জন্য মুখ্যমন্ত্রী ও অভিষেক ব্যানার্জীর নির্দেশে পেয়েই সন্দেশখালিতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোই শুধু নয় রীতিমত মই বেয়ে ভাঙা ছাদের মাথায় উঠে মিস্ত্রিদের সঙ্গে ভাঙা ছাদ মেরিমতির কাছে হাত লাগালেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো। যে ভাবে প্রথম দিন থেকে ঝড়ে ক্ষতিগ্রস্ত দের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়েছেন বিধায়ক তাতে খুশি গ্রামবাসীরা। গত বৃহস্পতিবার দশমীর দিন দুপুরে সন্দেশখালি এক নম্বর ব্লকের আগারহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এলাকায় এক মিনিটের ঝড়ে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সেই খবর পাওয়া মাত্রই এলাকায় ছোটেন সন্দেশখালি বিধায়ক সুকুমারণ মাহাতো। শুকনো খাবার চাল ডাল আলু সহ অন্যান্য জিনিসপত্র বিতরণ করেন। তারপর আজ বিধায়ক সুকুমาร์ মাহাতো ঝড়ে উড়ে যাওয়া বাড়ির ছাদ ঠিক করতে মিস্ত্রি ও নতুন অ্যাসবেস্টার নিয়ে এসে যে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ির ছাদ উড়ে গেছে সেই ছাদে নতুন অ্যাসবেস্টার লাগনোর ব্যবস্থা করেন। দেখা যায় বিধায়ক সুকুমার মাহাতো নিজে দাঁড়িয়ে থেকে কাজ দেখা শুনোর পাশাপাশি মই বেয়ে বাড়ির চালে উঠে মিস্ত্রিদের সঙ্গে হাতে হাত মিলিয়ে ছাদে অ্যাসবেস্টার তুলে দিতে সাহায্য করছেন । বাড়ি ভেঙে যাওয়ার দু দিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যে ভাবে থেকেছেন তিনি তাতে খুশি গ্রামের মানুষ। 1) বাইট - সুকুমার মাহাতো ( বিধায়ক সন্দেশখালি ) 2) বাইট - B1 জাকির মোল্লা ( ক্ষতিগ্রস্ত গ্রামবাসী ) 3) বাইট - হাবিবুল মোল্লা ( ক্ষতিগ্রস্ত গ্রামবাসী ) বিমল বসু বসিরহাট
3
comment0
Report
PDPradyut Das
Oct 04, 2025 11:18:42
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়িতে জমি দখল নিয়ে পুরনো শত্রুতা।তার রেশ এসে পড়লো দুর্গাপূজা কমিটির ওপর। তুমুল মারপিট। রক্তারক্তি কান্ড। প্রতিবাদে এলাকায় ব্যাবসা বন্ধ। অভিযোগ জমি দখল সংক্রান্ত পুরনো বিবাদ নিয়ে শুক্রবার রাতে নতুন করে অশান্তি ছড়ায়। এদিন রাতে বিল পাড়া রটন্তী ক্লাবের কিছু সদস্য মিলে আসাম মোড় রিক্রিয়েশন ক্লাব পূজো কমিটির সম্পাদক অনিরুদ্ধ দাস এর উপর আচমকা হামলা চালিয়ে তাকে় তাকে মেরে মাথা ফাটিয়ে পা ভেঙে দেয়। পাশাপাশি বন্দুক দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ। আক্রান্ত পূজো কমিটির সম্পাদক বর্তমানে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তী। গতকাল গভীর রাতে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের। রাতেই ৫ অভিযুক্ত গ্রেফতার। ধৃতদের আজ আদালতে তোলা হয়েছে। ১) নিতাই কর ( সভাপতি, আসাম মোড় রিক্রিয়েশন ক্লাব) ২) নব্যেন্দু মৌলিক (সম্পাদক, বিল পাড়া রটন্তী ক্লাব) ৩) পিংকী রায় ( স্থানীয় পঞ্চায়েত সদস্যা)
1
comment0
Report
Dussera 2025
Advertisement
Back to top