Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
2040 तक चंद्र पर भारतीय अंतरिक्ष यात्री: शुभांशु शुक्ला का बड़ा दावा
AGAyan Ghosal
Dec 10, 2025 09:22:54
Kolkata, West Bengal
SUBHANGSHU 2040 এর মধ্যে চাঁদে মহাকাশচারী পাঠাতে পারে ভারত, তবে তার আগে লক্ষ্য গগনযান এবং ইন্ডিয়ান স্পেস স্টেশন। মহাকাশবিজ্ঞানে ভারতের অগ্রগতি যে একেবারে তাক লাগানোর মত, তেমনটাই মনে করছেন এই শতকের প্রথম ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। কলকাতায় ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স এর একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেই কথাই জানালেন তিনি। তবে এই প্রথম নয়, এরাজ্যে আগেও থেকেছেন তিনি। বায়ুসেনার চাকরিতেই ব্যারাকপুরে থেকেছেন তিনি। তবে মহাকাশ থেকে ফেরার পর এই প্রথম কলকাতায় পা রাখলেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। এক্সিওম 4 মিশনের পর তাদের অভিজ্ঞতা যে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের অর্জিত অভিজ্ঞতা নিয়ে গগনযান মিশনের পুরোদমে প্রস্তুতি চলছে সেই কথাও জানালেন তিনি। পাশাপাশি ছাত্রছাত্রীদের সাথে বিশেষ একটি আলাপচারিতায় যোগ দেন তিনি। তার মহাকাশে কাটানো সময়ের অভিজ্ঞতা ভাগ করে নেন মহাকাশবিজ্ঞানে উৎসাহী খুদেদের সঙ্গে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoranjan Mishra
Dec 10, 2025 09:22:17
Purulia, West Bengal:পুরুলিয়া : নিহত তৃণমূল নেতার আবক্ষ মূর্তির পাশে তৃণমূলের আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে চলল নাচগান । জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত মৃত্যুবার্ষিকীর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান মঞ্চে নাচেগানের আসর। বিভিন্ন সোশ্যাল মাধ্যমে ভাইরাল সেই সমস্ত নাচগানের ভিডিও। যা নিয়ে পুরুলিয়ায় উঠছে সমালোচনার ঝড় । "তৃণমূল কংগ্রেসের প্রথম শহীদ প্রধান সিং মুড়া" মৃত্যুবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান মঞ্চে নাচগানের আসর । এটাই কি তৃণমূলের সংস্কৃতি ? প্রশ্ন তুলছেন বিরোধীরা । ১৯৯৮ সালের ৯ ডিসেম্বর বাঘমুণ্ডির বাড়েরিয়ার তৃণমূল নেতা প্রধান সিং মুড়া খুন হন। তাঁর স্মৃতিতে তৃণমূলের পক্ষ থেকে তৈরি করা হয় আবক্ষ মূর্তি । প্রতি বছর জেলা তৃণমূলের পক্ষ থেকে ৯ ডিসেম্বর দিনটি "তৃণমূল কংগ্রেসের প্রথম শহীদ প্রধান সিং মুড়া" শ্রদ্ধাঞ্জলি দিবস হিসেবে পালন করে আসছে । গতকাল পুরুলিয়ার বাঘমুন্ডিতে আয়োজিত হয় সেই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান । উপস্থিত ছিলেন জেলার বিধায়ক, তৃণমূল নেতাকর্মী সমর্থকরা । মূর্তিতে মাল্যদানের পর এক এক করে বক্তব্য রেখে প্রধান সিং মুড়াকে শ্রদ্ধা বাক্য নিবেদন করেন । তারপর সেই মঞ্চেই আয়োজিত হয় মনোরঞ্জনমূলক নানান সাংস্কৃতিক অনুষ্ঠান । নাচগান অনুষ্ঠান থেকে শুরু করে আয়োজিত হয় আরও নানান অনুষ্ঠান। আর এই ঘটনাকে কেন্দ্র করে সমালোচনার ঝড় ওঠে পুরুলিয়ায় । বিষয়টি নিয়ে জেলা বিজেপি সহ সভাপতি গৌতম রায় বলেন, তৃণমূল নেতার মৃত্যুর মতো দুঃখজনক ঘটনা তৃণমুলের কাছে আনন্দের বিষয় হয়ে গিয়েছে । মৃত্যু মৃত্যুবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান নাচগানের আয়োজন করে প্রধান সিং মুড়াকে অসম্মান করেছে । এটা লজ্জা, ঘৃণা এবং খুবই দুঃখজনক ঘটনা । এটাই তৃণমূলের একটা নোংরা সংস্কৃতি । পাল্টা জেলা তৃণমূল যুব সভাপতি গৌরব সিং বলেন, বিজেপি পুরুলিয়ার সংস্কৃতি কালচার জানে না । তারা গম্ভীর সিং মুড়ার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান নয়, তারা পুরুলিয়ার লোকোসংস্কৃতিকেও অপমান করেছে । বিজেপি দলটাই অসাংস্কৃতিক দল।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 10, 2025 09:22:01
Howrah, West Bengal:আজ দুপুর একটা ১০ নাগাদ হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ২২ নম্বর প্ল্যাটফর্মে টাটানগর থেকে বন্দে ভারত এক্সপ্রেসে পৌঁছান রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠ চলাকালীন এক প্যাটিস বিক্রেতাকে বেধড়ক মারধর করেন বেশ কয়েকজন যুবক। সেই ছবি ভাইরাল হয়। এই প্রসঙ্গে রাজ্যপাল বলেন এ বিষয়টি তিনি জরুরী ভিত্তিতে দেখবেন। রাজ্যে কোনো গুন্ডাগিরি বরদাস্ত করা হবে না। পুলিশ তদন্ত করে দেখুক। উত্তর ২৪ পরগনার খড়দায় এক বিএলও র বাড়িতে হামলা করে দুষ্কৃতিরা। বিএলওদের কি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দরকার? এই প্রসঙ্গে রাজ্যপাল বলেন আমাকে পুরোপুরি এই বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে খোঁজখবর নিতে দিন। তারপর আমি প্রশাসনকে যা নির্দেশ দেওয়ার দেব। দক্ষিণ ২৪ পরগনার কুলপি তে একটি বজরংবলীর মন্দিরে মূর্তি ভাঙচুর করে দুষ্কৃতীরা। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করেন। আজ রাজ্যপাল এই প্রসঙ্গে বলেন কোন পরিস্থিতিতেই রাজ্যে গুন্ডাগিরি বরদাস্ত করা হবে না।
0
comment0
Report
ABArup Basak
Dec 10, 2025 08:47:22
Mal Bazar, West Bengal:লক্ষ্মী এল ঘরে— পরিবারের দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম হওয়ায় খুশির হাওয়া। দ্বিতীয় কন্যা সন্তানকে স্বাগত জানাতে অভিনব উদ্যোগ গ্রহণ করেছে পরিবার। ঘটনাটি মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে ঘটেছে। হাসপাতালের সামনে বেলুন দিয়ে সাজানো সাদা রঙের একটি প্রাইভেট গাড়ি দেখা যায়। পরিবারের সদস্যরা নবজাতকসহ মা-কে স্বাগত জানাতে বেলুন দিয়ে গাড়ি সাজিয়ে হাসপাতালে হাজির হয়। মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গার গ্রাম পঞ্চায়েত এলাকার ধলাবাড়ি সেনপাড়ার বাসিন্দা ব্রজেন সেন এ কথা বলেছেন। গত কয়েকদিন আগে তাঁর স্ত্রী মাধুরী রায় প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। ৪ ডিসেম্বর তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয়। মা ও মেয়ে ঠিকভাবে সুস্থ থাকায় ডাক্তারের ছুটি দেন। দম্পতির আরেকটি কন্যা সন্তান রয়েছে। দ্বিতীয়বার কন্যা জন্ম হওয়ায় সবাই আনন্দিত। বাবা ব্রজেন সেন নিজে বেলুন দিয়ে গাড়ি সাজিয়ে স্ত্রী ও নবজাতক কন্যাকে হাসপাতালে স্বাগত জানাতে হাজির হন। বাইট ১) কন্যা সন্তানের পিতা ব্রজেন সেন।
0
comment0
Report
CDChampak Dutta
Dec 10, 2025 08:04:14
Kaji Chak, West Bengal:বিদ্যুৎ বিল নিয়ে রাতের ঘুম উড়ছে বৃদ্ধ গোলাম Nabi Khan-এর। বাড়িতে BPL মিটার তার বিল ২ লক্ষ ৮৩ হাজার টাকা, ভূমিহীন বৃদ্ধের ইলেকট্রিক বিল আসতেই পড়েছে চরম সমস্যায়। বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে বিদ্যুৎ দপ্তরের দ্বারস্থ বৃদ্ধ, একাধিক বার বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করলেও মেলেনি কোনো সূরাহা। এলাকাবাসী বলছেন অবিশ্বাস্য বিল, এটা কখনোই হতে পারে না গোলামকে ভরসা জোগাচ্ছে এলাকার সাধারণ মানুষ। অনুসন্ধান, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ধাইখন্ড গ্রাম। ধাইখণ্ড গ্রামের বাসিন্দা গোলাম Nabi Khan। গোলামসহ গ্রামের প্রত্যেকের দাবি দেশের শিলাবতি নদীর গর্ভে বেশ কয়েক বছর আগে তলিয়ে গিয়েছে গোলাম এর একমাত্র বসত বাড়ি। এরপর থেকে গ্রামের মেয়ের বাড়িতে উঠেছে গোলাম, কয়েক বছর আগে বিদ্যুৎ দপ্তর থেকে ইলেকট্রিক মিটার সংযোগ নিয়েছিল গোপাল গোলাম, হঠাৎ কয়েক বছর আগে গোলামের প্রথম বিদ্যুৎ দপ্তরের বিল ছিল ১ লক্ষ ৯৩ হাজার টাকা, সেই বিল দেখে গোলাম দুশ্চিন্তায় পড়ে যান, সেই সময় বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করেছিল, লিখিত আবেদনও করেছিলেন তিনি। ফের কয়েকদিন আগে হঠাৎ গোলামের বিল আসে ২ লক্ষ ৮৩ হাজার টাকা, জানিয়ে এই বিল দেখেই চরম দুশ্চিন্তায় বৃদ্ধ গোলাম। ইতিমধ্যে একাধিকবার বিদ্যুৎ দপ্তরে লিখিত আবেদন নিবেদন করেও মেলেনি কোনো সূরাহা, তবে গোলামকে এই বিষয়ে ভরসা যোগাচ্ছে গ্রামের মানুষজন। এখন দেখারBpL তালিকাভুক্ত এই গোলামের বিষয়ে কি সমাধান সূত্র বের হয়। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের কোনো প্রতিক্রিয়া মেলেনি। চন্দ্রকোনা বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর, ২০১০ সাল থেকে কোন বিদ্যুৎ বিল মেটাইনি ওই ব্যক্তি। পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Dec 10, 2025 07:51:59
Kolkata, West Bengal:কলকাতায় এসে পৌঁছালেন বাংলার জন্য নিযুক্ত পাঁচ বিশেষ পর্যবেক্ষক। আজ সকালে কলকাতা বিমানবন্দরে প্রথমে এসে পৌঁছান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব কৃষ্ণ কুমার নিরালা, যিনি নির্বাচনী কমিশনের পক্ষ থেকে বর্ধমান বিভাগে SIR-এর জন্য বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োজিত হয়েছেন, তিনি সকাল প্রায় ১০টার সময় কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন। পঙ্কজ যাদব জলপাইগুড়ি ডিভিশনের জন্য নিযুক্ত, (জয়েন্ট সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ রুরাল ডেভেলপমেন্ট) মূলত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের বিশেষ পর্যবেক্ষক, দিল্লি থেকে indigoর বিমান করে এগারোটায় কলকাতায় বিমানবন্দরে অবতরণ করবে। পাশাপাশি ১১ঃ৪৫ এয়ার ইন্ডিয়া বিমান এ আই১৭৯১ করে শ্রীকুমার রবিন কান্ত সিং (জয়েন্ট সেক্রেটারি ডিফেন্স) তিনি প্রেসিডেন্সি ডিভিশনের বিশেষ পর্যবেক্ষক মূলত কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ 24 পরগনা এবং নদীয়া। নিরাজ কুমার বানসর ,(জয়েন্ট সেক্রেটারি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স) তিনি মেদিনীপুর ডিভিশন দায়িত্বে অর্থাৎ দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়া। অলক তেওয়ারি (জয়েন্ট সেক্রেটারি ইকোনমি অ্যাফেয়ার্স) মালদহ ডিভিশনের দায়িত্বে, মূলত মালদহ মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের দায়িত্বে। এই বিশেষ পর্যবেক্ষকরা এসআইআর প্রক্রিয়ায় ফর্ম যাচাই, নোটিশ জারি, গণনা এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ—এই প্রতিটি ধাপ তদারকি করবেন।
0
comment0
Report
MDMritunjay Das
Dec 10, 2025 07:50:11
Bankura, West Bengal:কেন্দ্র রাজ্য বুঝি না, কাজ চাই একশো দিনের কাজ দাও এই দাবি তুলে বাঁকুড়ায় জাতীয় সড়ক অবরোধ এNআরইজিএ সংঘর্ষ মোর্চার কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েনে এ রাজ্যে দীর্ঘদিন ধরেই বন্ধ একশো দিনের প্রকল্পের কাজ। কাজ না পেয়ে রাজ্যের প্রায় সর্বত্রই বাড়ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা। এই পরিস্থিতিতে কেন্দ্র রাজ্য টানাপোড়েন মুছে অবিলম্বে রাজ্য জুড়ে একশো দিনের প্রকল্পের কাজ চালু করার দাবিতে বাঁকুড়ার কেরানি বাঁধ মোড়ের কাছে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ল ১০ টি ক্ষেতমজুর সংগঠনের সম্মিলিত মঞ্চ এনআরইজিএ সংঘর্ষ মোর্চা। অবিলম্বে দাবি পূরণ না হলে আগামীতে রাজ্য স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ওই মোর্চা। দূর্নীতির অভিযোগে গত ২০২২ সালের ৯ মার্চ থেকে এ রাজ্যে বন্ধ একশো দিনের কাজের প্রকল্পের কেন্দ্রীয় বরাদ্দ। প্রায় ৪ বছর কেটে গেলেও সেই প্রকল্পে কাজ এখনো শুরু হয়নি। রাজ্যের সরকার নিজস্ব উদ্যোগে এ রাজ্যে একশো দিনের কাজ চালুর আস্বাস দিলেও সেই কাজ পাননি সাধারণ মানুষ। আদালত গত ১ অগাস্ট থেকে রাজ্যে একশো দিনের কাজের প্রকল্পে কাজ শুরুর নির্দেশ দিলেও রাজ্য ও কেন্দ্র টানাপোড়েনে আজো তা শুরু হয়নি। এরফলে রাজ্য জুড়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা। কাজের খোঁজে এ রাজ্যের কর্মহীন শ্রমিকেরা ভিন রাজ্যে পাড়ি দিলে সেখানে শুধুমাত্র বাঙালি এই অজুহাতেই হেনস্থার শিকার হচ্ছে। এই পরিস্থিতি থেকে রাজ্যের গরíb ক্ষেতমজুরদের বাঁচাতে অবিলম্বে একশো দিনের কাজের প্রকল্পে কাজ দেওয়ার দাবিতে ১০ টি ক্ষেতমজুর সংগঠন সম্মিলিতভাবে এন আর ই জি এ সংঘর্ষ মোর্চা গঠন করে আন্দোলন শুরু করেছে। এই মোর্চার তরফে নিজেদের দাবিকে সামনে রেখে আজ বাঁকুড়ার কেরানি বাঁধ মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় মোর্চা কর্মীরা। একই দাবিতে মোর্চার তরফে ২৩ জানুয়ারি রাজ্যপালের কাছে যাওয়ার কর্মসূচীর কথাও ঘোষণা করা হয়েছে। অবিলম্বে রাজ্যে একশো দিনের প্রকল্পে কাজ শুরু না হলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে ওই মোর্চা।
0
comment0
Report
STSrikanta Thakur
Dec 10, 2025 07:45:19
Dinajpur, Rangpur Division:দক্ষিণ দিনাজপুরে ১১৮৭টি প্রাথমিক স্কুলে ফাইনাল পরীক্ষা শুরু。 দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের উদ্যোগে জেলার মোট ১১৮৭টি প্রাথমিক বিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা শুরু হলো মঙ্গলবার, ১০ ডিসেম্বর থেকে। পরীক্ষা চলবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত。 প্রি-প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত সকল স্তরের ছাত্রছাত্রীদের জন্য এই পরীক্ষা নেওয়া হচ্ছে। জেলার কয়েকটি স্কুলে পঞ্চম শ্রেণিও চালু থাকায় সেখানেও একই সময়ে ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে。 এবারই প্রথম জেলার সমস্ত স্কুলে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। মঙ্গলবার বালুরঘাট হাই স্কুল প্রিমাইসেসে অবস্থিত বালুরঘাট প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে আনুষ্ঠানিকভাবে প্রশ্নপত্রের সিল খোলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাঁসদা। উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক প্রতিনিধিরা。 পরীক্ষা পদ্ধতির স্বচ্ছতা বজায় রাখা এবং প্রশ্নপত্রের গুণমান নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংসদের চেয়ারম্যান সন্তোষ হাঁসদা।
0
comment0
Report
MMManoj Mondal
Dec 10, 2025 07:36:02
Kolkata, West Bengal:বুধবার সকালেই পুরপ্রধান হিসেবে নির্বাহী আধিকারিক এর কাছে পদত্যাগপত্র জমা দিলেন বনগাঁ পুরসভার প্রধান গોપাল শেঠ। এরপরেই তৃণমূলের কাউন্সিলররা বিজয় মিছিল করে। বনগাঁ পার্টি অফিস থেকে বাটার মোড় পর্যন্ত এই মিছিল যায়। পুরসভায় শেষ হয় সেই মিছিল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ ব্যাপারে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস জানান, 'গোপাল শেঠের অনেক আগেই দলের সিদ্ধান্ত মেনে পদত্যাগ করা উচিত ছিল। শেষ পর্যন্ত তাকে পদত্যাগ করতেই হলো। তবে এতে নিজের ভাবমূর্তিটাই নষ্ট করেছেন গোপাল শেঠ। আজ মানুষের যে উচ্ছ্বাস ছিল তাতেই বোঝা যাচ্ছে, ২০২৬ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভালো ফল করবে। পুরপ্রধান হিসেবে গোপাল শেঠ যে ব্যর্থ, তা বনগাঁর মানুষের কাছে পরিষ্কার। আজ কাউন্সিলরেরা অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটিতে অংশ নিচ্ছেন। যতক্ষণ না নতুন পুরপ্রধান নির্দিষ্ট হচ্ছে, ততক্ষণ পুরসভার আধিকারিকেরা পুরসভা পরিচালনা করবেন।
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Dec 10, 2025 07:31:09
0
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 10, 2025 07:03:28
Baruipur, West Bengal:ভাঙ্গড়ে উদ্বোধন হলো কলকাতা পুলিশের আরও একটি নতুন থানা。 ভাঙ্গরে কলকাতা পুলিশ দায়িত্ব নিলেও পঞ্চায়েত ভোট থেকে একাধিক খুন হয়েছে রাজনৈতিক দলের কর্মীরা। এর দায় বিধায়ক নওসাদ সিদ্দিকীর দাবী শওকতের。 ভাঙ্গড়ে কলকাতা পুলিশের আরও একটি নতুন থানার শুভ উদ্বোধন হলো। ভাঙ্গড় ডিভিশনের অন্তর্গত মাধবপুর থানার ফিতে কেটে শুভ উদ্বোধন করেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লা。 এই উদ্বোধনের মধ্য দিয়ে ভাঙ্গড় এলাকায় কলকাতা পুলিশের থানার সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচে। এর আগে পর্যায়ক্রমে ভাঙ্গড় থানা, চন্দনেশ্বর থানা, উত্তর কাশিপুর থানা ও পোলেরহাট থানা চালু হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানান, ভাঙ্গড় এলাকার আইন-শৃঙ্খলা আরও মজবুত করতে খুব শীঘ্রই আরও দুটি নতুন থানা চালু করা হবে। সম্ভাব্য এই দুটি থানা হলো বিজয়গঞ্জ থানা এবং হাতিশালা থানা。
0
comment0
Report
Advertisement
Back to top