Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
शहर में डेंगू के मामले फिर सौ के पार, दक्षिण कोलकाता सबसे अधिक प्रभावित
RDRaktima das
Nov 15, 2025 10:15:55
Kolkata, West Bengal
নতুন করে শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা শতাধিক ছাড়াল। গত এক সপ্তাহে, ৯ নভেম্বর পর্যন্ত শহরে নতুন করে মোট ১৩৯ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। চলতি বছরে সাপ্তাহিক আক্রান্তের নিরিখে এই বৃদ্ধি সর্বাধিক। বেশিরভাগ আক্রান্ত হয়েছে দক্ষিণ কলকাতা থেকে। দক্ষিণে ডেঙ্গি দাপট দেখাচ্ছে, তো উত্তরে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা। সূত্রের খবর, কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী, ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যার মধ্যে ৮৬ শতাংশই উত্তর কলকাতার বাসিন্দা। মাত্র ১৪ শতাংশ দক্ষিণ কলকাতা থেকে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, মোট ডেঙ্গি আক্রান্তের ৬৮ শতাংশই দক্ষিণ কলকাতার। চলতি বছর ১ জানুয়ারি থেকে ৯ নভেম্বর পর্যন্ত শহরে মোট ডেঙ্গি আক্রান্ত হয়েছে ১ হাজার ২৪৫ জন। ২০২৪ সালে এই সময়কালে শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৯৩৬ জন। চলতি বছর এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে ১০ নম্বর বরো। সেখানে ২ নভেম্বর পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৬৮ জন।
170
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
NRNarayan Roy
Nov 15, 2025 11:57:15
Siliguri, West Bengal:বিএলওরা প্রাণভয়ে রয়েছে, প্রয়োজনে আমরা সাহায্য করব শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডের হরিজন বস্তিতে যান SHAMIK ভট্টাচার্য। হরিজন বস্তির বাসিন্দাদের সাথে এস আই আর নিয়ে কথা বলেন৷ তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএলওদের বিক্ষোভ নিয়ে শমীক জানান, 'সব রাজ্যে এস আই আর হচ্ছে কোথাও এই ধরনের ঘটনা নেই। একমাত্র এখানেই বিএলওরা প্রাণভয়ে রয়েছে। তাদের ধমকানো হচ্ছে৷ বিভিন্ন স্কুলের শিক্ষিকারা অস্বস্তিতে রয়েছে৷ পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যান্য জায়গার মত নয়। আমাদের কাছে আসলে অবশ্যই সাহায্য করব৷' পাশাপাশি এজরা স্ট্রিটে ভয়াবহ কান্ডের ঘটনায় তিনি বলেন, দমকল মন্ত্রী ও মুখ্যমন্ত্রী, মেয়রকে জিজ্ঞেস করুন। ওরা খেলা মেলা মোচ্ছ নিয়ে ব্যস্ত রয়েছে।ওরা কার্নিভাল করেন,দমকল মন্ত্রী দুর্গাপূজা করেন । মানুষ পুড়ে মরегেলে ওদের কি! ঠিক এইভাবেই তৃণমূল জীবন্ত সংখ্যালঘুদের পুড়িয়ে মেরেছে বকটুই তে।ওসব তৃণমূলের কিছু আসে যায় না।
36
comment0
Report
STSrikanta Thakur
Nov 15, 2025 11:56:42
Dinajpur, Rangpur Division:শনিবার বালুরঘাট বিধানসভার হিলি ব্লকের পাঞ্জুল অঞ্চলের দক্ষিণ ডুমরন, ফতেপুর সহ অন্যান্য সংসদে SIR সংক্রান্ত সহায়তা ক্যাম্পে উপস্থিত ছিলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী। উল্লেখ্য বিগত প্রায় কয়েক সপ্তাহ ধরেই জেলা বিভিন্ন অঞ্চলে এস আই আর চলছে এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থক থেকে শুরু করে নেতা-নেত্রী এমনকি দায়িত্বপ্রাপ্ত বিএল এ রা এগিয়ে এসেছেন সাধারণ মানুষের সাহায্য করার জন্য সাধারণ মানুষকে সাহায্য করতে পিছিয়ে নেই নেতা-মন্ত্রীরা কোথাও স্থানীয় বিধায়ক কোথাও বা দলের সর্বোচ্চ পদাধিকারীরা ভোটার সহায়তা ক্যাম্পে উপস্থিত থেকে ফরম ফিলাপের সাহায্য করছেন গ্রামের বহু মানুষের কাছে এই ফরম ফিলাপ সহজ নয় তাই তারা রাজনৈতিক দলগুলির শরণাপন্ন হচ্ছেন শনিবার সকাল থেকে হিলি ব্লকের বিভিন্ন স্থানে অর্থনীতিবিদ ও বালুরঘাটের হাতেই ফরম ফিলাপ করে দেন ভোটারদের।
92
comment0
Report
NRNarayan Roy
Nov 15, 2025 11:56:30
Siliguri, West Bengal:আজ শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে ছিল বিএলওদের প্রশিক্ষণ বৈঠক। ওই বৈঠকেই আচমকা ক্ষোভে ফেটে পড়েন তারা। তাদের অভিযোগ, তাদের কেবলমাত্র এনুমারেশন ফর্ম দেওয়া ও ফিলাপ করিয়ে নেওয়ার কাজে নিয়োগ করা হয়েছে, কিন্তু বর্তমানে তাদের দিয়ে ডিজিটালাইজেশনের কাজ করানোর নির্দেশ দেওয়া হচ্ছে। তাদের বক্তব্য, এত চাপ তারা নিতে পারবেন না। বাড়ি বাড়ি গিয়ে এনোমারেশন ফরম দেওয়া প্রতিটি মানুষকে সেই ফর্ম ফিলাপ করানো শেখানো পাশাপাশি সেই ফরম বাড়ি বাড়ি গিয়ে তুলতে হচ্ছে তাদের। পাশাপাশি তাদের ব্যক্তিগত মোবাইল নম্বর সরকারি জায়গায় দেওয়া হয়েছে। সকাল থেকে রাত insanlar फोन করছেন তাদের। মানসিক অশান্তিতে রয়েছেন তারা। পরিবার-পরিজন ছেড়ে সকাল থেকে রাত এই কাজ নিয়ে থাকতে হচ্ছেন তাদের। বিএলওরা স্পষ্ট কথা বলেছেন এনুমারেশন ফর্ম জমা এবং তা ফিলাপ করিয়ে নেওয়ার বাইরে তারা আর কোনো কাজ করবেন না বলে। এই দাবিতেই তারা দীনবন্ধু মঞ্চে সরব হন। তারা স্লোগান তুলতে থাকে বিক্ষোভ দেখান। ডিজিটালাইজেশনের কাজ তারা কোনো মতেই করবেন না বলে জানিয়ে দিয়েছেন। এই ঘটনার শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে। প্রশিক্ষণে আসা নির্বাচন কমিশনের প্রতিনিধিরা বিক্ষোভের মুখে পড়ে দীনবন্ধু মঞ্চ ত্যাগ করেন। বিলে আসা দুই কর্মকর্তা বলেন, প্রশিক্ষণের সময় এ কথা বলা হয়নি। মোবাইল থেকে এই কাজ অনেক সময় সাপেক্ষ। তাই প্রশিক্ষণ আমরা বয়কট করছি।
84
comment0
Report
SCSaurav Chaudhuri
Nov 15, 2025 11:54:43
Jhargram, West Bengal:গোপীবল্লভপুর বিধান সভার ভক্সপপ。 বিধায়ক ডাঃ খগেন্দ্র নাথ মাহাত। অঞ্চল-২৩ বুথ -২৮৭ থানা-৩টা,ফাঁড়ি-১ ১)ভবতারন মাহাত ২)সত্যম মাহাত ৩)হেমন্ত মাহাত ৪)জিতেন মাসান্ত ৫)সমির মাসন্ত ৬)সোমনাথ পাল ৭)রজত মাহাত ৮)সেখ সৌকত গুরুত্বপূর্ণ: বিধানসভা ভিত্তিক করতে হবে। কাল দুপুর ২ টার মধ্যে সকলকে পাঠাতে হবে। ৮ থেকে ১০ জনের ভক্সপপ ( সংশ্লিষ্ট ব্যাক্তির নাম, বয়স, আর্থ সামাজিক অবস্থান লিখে পাঠাতে হবে ) প্রশ্ন ১: আপনার বিধানসভা এলাকায় এখন প্রয়োজন ঠিক কিসের? ২: বিধানসভা এলাকায় মূল সমস্যা কি? ৩: আপনার বিধানসভা এলাকায় মূল ইস্যু কি? ৪: আপনি বিধায়কের কাজে খুশি? ৫: এলাকার শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা সহ বেসিক পরিষেবা নিয়ে খুশি?
68
comment0
Report
MCMoumita Chakraborty
Nov 15, 2025 11:51:42
Kolkata, West Bengal:লকেট চট্টোপাধ্যায় প্রেস কনফারেন্স সল্টলেক বিজেপি দফতর মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এরাজ্যে সবচেয়ে বেশি মেয়েদের উপর নির্যাতন বেড়েছে । আবার ধর্ষকদের ছবি দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে। কাকদ্বীপ থেকে কসবা মহিলাদের নির্যাতিতা হওয়ার দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। কাকদ্বীপ এও এমন আর một ঘটনা প্রকাশ্যে আসছে । বিহারের মহিলারা আस्था রেখেছে NDA সরকারের প্রতি । বাংলায় সবচেয়ে বেশি সন্ত্রাস হয় মহিলাদের উপর। বাংলাতেও মহিলাদের মাধ্যমে এরাজ্যের সরকার থেকে তৃণমূল কংগ্রেস এর বিদায় হবে। বিহারে মহিলা ভোট ফ্যাক্টর এস আই আর মানুষ যখন ভাবে ভোট দেবে সেখানে কোনো বাধা কাজ করে না। বিহারের মহিলা যুব ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে। সংগঠন অনেক গুরুত্বপুর্ন কিন্তু সংগঠন সব নয়। তাই সংগঠন এর ভালো খারাপ দেখে ভোট বিচার হবে এমন নয় । বিজেপিকে ভোট দিয়ে আগামী দিনে এরাজ্যে সরকারে আনবে মহিলারা। এস আই আর ফ্যাক্টর অবশ্যই কাজ করবে কারণ ময়লা পরিষ্কার করে ভোট হচ্ছে হবেও। হুমায়ূন কবির এর বক্তব্য এটা তৃণমূলের বিষয়। দলের মধ্যে ঘুন ধরেছে । ৩০% সংখ্যালঘুদের কাজে লাগিয়েছে শুধু ভোটের কাজে । তাই তারা বুঝে গেছে কোনো উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করবে না তাদের । তাই সংখ্যালঘু মানুষ সরে আসছে । এস আই আর প্রক্রিয়ায় এরাজ্যে খুশি বিজেপি মানুষ এস আই আর করার জন্য উৎসাহিত দেশের নাগরিক হিসেবে । সুষ্ঠু ভাবে ফ্রম ফিল আপ করছে মানুষ । বিহারের বিজয়োল্লাস করতে গিয়ে রাজ্যে আক্রান্ত বিজেপি কর্মীরা কোচবিহার ও ডায়মন্ড হারবার এই দুই জায়গায় পুলিশ এর অত্যাচার সহ্য করতে হচ্ছে । কোপানো হয়েছে বিজেপির কর্মীদের তৃণমূল কংগ্রেস এর মাধ্যমে। জঙ্গলরাজকে শেষ করতে হবে মোদী জি গতকাল ঠিক বলেছেন কারণ বাংলায় জঙ্গল রাজ ছেয়ে গেছে। রথীন ঘোষ এর বক্তব্য এস আই আর নির্বাচন কমিশন নিয়ে নির্বাচন কমিশনের উপর আস্থা রয়েছে। বিহারে সুষ্ঠু ভাবে এস আই আর সম্পন্ন হয়েছে । কোনো সমস্যা থাকলে নির্বাচন কমিশন নিশ্চয় সমাধান করবে। কাশ്മীরে থানায় বিস্ফোরণ দিল্লির ঘটনা ভয়ঙ্কর। তবে আগে ধরা পড়ায় আরও বড় দুর্ঘটনা ঘটার হাত থেকে রক্ষা পেয়েছে । घटना দেখছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এজরা স্ট্রীট আগুন নজরদারির অভাব ব্যবস্থাপনা অভিযোগ এর দায় পুরসভার । রাজ্য সরকারের দায়। মেয়রের দায় দায়িত্ব এটা । এর আগেও হয়েছে এমন । দুর্ঘটনা ঘটে যাওয়ার পর কেনো টনক নড়ে। টাকা কাটমানি খেয়ে চালিয়ে যায় এসব তারা । বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার এর সমাচলনা অথচ বিহারে মহিলাদের দশ হাজার টাকা বাংলায় এক হাতে টাকা দেওয়া হয় অন্যদিকে একের পর এক মহিলাদের উপর অত্যাচার চলছে । বিহারে সেটা কখনোই হয় না। এটাই বিহারের সঙ্গে বাংলার তফাৎ । লক্ষ্মীর ভাণ্ডার আর বিহারের মহিলাদের টাকা দেওয়ার মধ্যে এটাই পার্থক্য। বারাসাত এ এস আই আর এর নামে তথ্য চুরির অভিযোগ অনেক প্রতারক থাকতে পারে । রাজ্য সরকার সহযোগিতা করছে না সেকারণে এধরনের ঘটনা ঘটছে । নির্বাচন কমিশন ছাড়া কারা কোথায় কিভাবে এধরনের তথ্য নিচ্ছে সেটা রাজ্য প্রশাসনকে দেখতে হবে। দিল্লি থেকে এসে কেও এধরনের কিছু করবে বলে মনে হয় না । বাংলায় এস আই আর এর মাধ্যমে কি লাভবান হবে বিজেপি ছাঁকনির কাজ করছে নির্বাচন কমিশন এস আই আর এর মাধ্যমে। বিজেপির ভোট আছে এরাজার্যে । কিন্তু এই বাংলাদেশী অনুপ্রবেশকারী rohingyaদের জন্য ভোট চুরি কারচুপি চলছে। এগুলো বন্ধ হলেই তৃণমূল কংগ্রেস এর জেতা মুশকিল হবে । তাই এত বিরোধিতা । সেকারনেই দেখা যাচ্ছে কিছু জায়গা ফাকা হয়ে যাচ্ছে। সুখেন্দু শেখর রায় এর বক্তব্য নরেন্দ্র মোদির বক্তব্য নিয়ে বিরোধী বাম কংগ্রেস জোট না হলে বিজেপির কতটা সুবিধা এরাজ্যে কংগ্রেস যার হাত ধরে সেই ডুবে যায়। বারবার সেটা প্রমাণ হচ্ছে ।আবারও প্রমাণ হলো বিহারে । বিজেপি নিজেই লড়ছে একা। এরাজ্যেও কংগ্রেস বাম দের কোনো অস্তিত্ব দেখা যাচ্ছে না । বিহারে মুসলিম ভোট বিজেপিতে মোদীর উপর ভরসা রাখছে মানুষ । মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তোষণ এর রাজনীতি করে এদের ভোট করার কাজে ব্যবহার করছে । এখানেও সংখ্যালঘুদের বুঝতে হবে। তবে এখানে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আর ভরসা রাখতে পারছে না।
106
comment0
Report
ALArup Laha
Nov 15, 2025 11:51:24
Belna, West Bengal:ঠাকুমার শেষ ইচ্ছা পূরণ করতে তাসা–ব্যাণ্ড বাজিয়ে শ্মশান যাত্রা, পূর্ববর্ধমানের ভাতারে বিরল নজির। ঠাকুমার শেষ ইচ্ছা পালন করতে ব্যাণ্ড-তাসার সুরে শ্মশান যাত্রা—এমন অনন্য দৃশ্য দেখা গেল শনিবার দুপুরে পূর্ব বর্ধমানের ভাতার গ্রামে। ৮৫ বছর বয়সের মিলন সর্দার কয়েক মাস ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি তাঁর নাতিদের জানিয়ে গিয়েছিলেন—মৃত্যুর পর শ্মশান যাত্রায় যেন ব্যাণ্ড আর তাসা বাজে। সেই ইচ্ছাকে সম্মান জানিয়েই শনিবার পরিবারের পক্ষ থেকে ভিন্নভাবে শেষকৃত্য সম্পন্ন হলো। জানা যায়, শনিবার সকালেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিলন সর্দার। এরপর তাঁর মরদেহ গ্রামের বাড়িতে এনে ফুল দিয়ে সাজানো হয়। দুপুরে বাড়ি থেকে ব্যাণ্ড-তাসার বাদ্য বাজিয়ে শ্মশানের উদ্দেশ্যে যাত্রা করেন নাতি-নাতনিরা। নাতি লোকনাথ সর্দার জানান, “ঠাকুমা বলেছিলেন তাঁর শেষযাত্রায় যেন সবাই আনন্দের সুরে থাকে। আমরা তাঁর ইচ্ছাকে সম্মান জানিয়ে ব্যাণ্ড-তাসার ব্যবস্থা করেছি.” গ্রামবাসীরাও এই ব্যতিক্রমী শেষযাত্রা দেখে মুগ্ধ হন। শোকের মাঝেই ঠাকুমার শেষ ইচ্ছা পূরণের এই ঘটনায় গ্রাম জুড়ে আলোড়ন পড়ে গেছে।
39
comment0
Report
BCBasudeb Chatterjee
Nov 15, 2025 11:50:05
Asansol, West Bengal:চুরির জেরে উত্তপ্ত আসানসোল! পরপর দুই দোকান থেকে প্রায় কোটি টাকার পণ্যের চুরি – ক্ষোভে ফেটে পড়লেন ব্যবসায়ীরা, অবরোধ জিটি রোড আসানসোল :- আসানসোলের কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর মোড়ে পরপর দুটি দোকানে চুরির ঘটনায় উত্তেজনা ছড়ল শুক্রবার ভোরে। স্থানীয় সূত্রে জানা গেছে, এক মোবাইলের দোকান থেকে প্রায় ৭০-৮০ লক্ষ টাকার মোবাইল চুরি হয়েছে। এর পাশাপাশি পাশের কাপড়ের দোকান থেকেও নগদ প্রায় ৫০ হাজার টাকা তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। চুরি হওয়া দোকানদাররা জানিয়েছেন, এর আগেও তাঁদের দোকানে চুরি হয়েছে, কিন্তু এবার ঘটনার পরিমাণ অনেক বেশি。 চুরির এমন সাহসী ঘটনায় এলাকার ব্যবসায়ী মহলে আতঙ্ক তৈরি হয়েছে। মোবাইল ও কাপড়ের দোকানদারদের অভিযোগ, স্থানীয় থানার খুব কাছে জিটি রোডের মতো ব্যস্ত এলাকায় রাতের অন্ধকারে চোরেরা নির্বিঘ্নে চুরি করে পালালেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি。 এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ ব্যবসায়ীরা নিয়ামতপুর মোড়ে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, আগের চুরির ঘটনার কিনারা করতে হবে। রাতের বেলা টহলদারী বাড়াতে হবে এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। খবর পেয়ে কুলটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে。 ব্যবসায়ীদের অভিযোগ, বারবার অভিযোগ জানানো সত্ত্বেও এলাকার নিরাপত্তা পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। ফলে ভবিষ্যতে আরও বড় ধরনের গণআন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
97
comment0
Report
STSrikanta Thakur
Nov 15, 2025 11:49:12
Dinajpur, Rangpur Division:বালুরঘাট: গ্রামে জুয়া ও চোলাই  আসর বন্ধ করতে এবার সরাসরি থানা ও আফগানি দপ্তরের দ্বারস্থ হলেন গ্রামের মহিলারা। তাদের অভিযোগ চোলাই মদের আসরে গিয়ে জুয়া খেলে সর্বসান্ত হচ্ছেন স্বামীরা। শুধু তাই নয়, স্ত্রীদের ধরেও মারধর করা হচ্ছে। ফলে একত্রিত হয়ে গ্রামবাসী মহিলারা বালুরঘাটে আবগারি দপ্তরের দ্বারস্থ হলেন। এনিয়ে তারা আবগারি দপ্তরের লিখিত অভিযোগ দায়ের করলেন। শুধু তাই নয়, বালুরঘাট থানারও দ্বারস্থ হয়েছেন মহিলারা। ওই মহিলাদের বাড়ি বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর গ্রামপঞ্চায়েতের চক আন্দারুর লক্ষ্মীতলা এলাকায়। অভিযোগ, ওই গ্রামে একাধিক বাড়িতে চোলাই মদের আসর বসছে। এইসব তথ্য জানা রয়েছে পুলিশের এবং স্থানীয় ভিলেজ পুলিশ গুলোর তারপরেও কোন ব্যবস্থা নেওয়া হয় না দিন দিন বাড়ছে সমস্যা তাই আর গ্রামে থেকে নয় এবার সরাসরি জেলা সদরে এসে থানার দারস্ত প্রমিলা বাহিনী। ওই আসরে গিয়ে স্বামীরা মদ খাচ্ছে। এমনকি জুয়ার আসরও বসাচ্ছে। ফলে সংসারে নিত্যদিন অশান্তি লেগেই আছে। এবিষয়ে অনিতা বর্মন ও পারুন বর্মন বলেন, আমাদের গ্রামে অনেক বাড়িতেই এই মদ তৈরি হচ্ছে। আমরা প্রতিবাদ করতে গেলে উলটে আমাদের কেই হুমকি দেওয়া হয়। তাই আজ আমরা থানায় এসে অভিযোগ জানিয়ে গেলাম। অন্যদিকে, বালুরঘাট থানা ও আবগারি দপ্তর জানিয়েছে, পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
87
comment0
Report
SCSandip Chowdhury
Nov 15, 2025 11:48:52
Katwa, West Bengal:কাটোয়ায় প্রকাশ্যে চলছে ‘জায়গা দখল’ আসল কারণ জানলে চমকে উঠবেন! কাটোয়া শহরের রাস্তায় ঘুরলেই চোখে পড়ছে এক অদ্ভুত দৃশ্য। কোথাও ইট দিয়ে ঘেরা, কোথাও খবরের কাগজ পেতে রাখা, আবার কোথাও বস্তা দিয়ে চিহ্নিত যেন প্রকাশ্যেই চলছে জায়গা দখলের প্রতিযোগিতা! প্রথম দেখায় মনে হতে পারে শহরে নতুন করে বেআইনি দখলদারি শুরু হয়েছে। কিন্তু এর পেছনে রয়েছে একেবারে ভিন্ন এক কারণ, যা জানলে অনেকেই অবাক হবেন। আসলে সামনেই কাটোয়ার বিখ্যাত কার্তিক লড়াই শহরের বছরের সবচেয়ে বড় উৎসবগুলোর একটি। আগামী সোমবার কার্তিক পুজো এবং তার পরদিন মঙ্গলবার শহরজুড়ে হবে ঐতিহ্যবাহী শোভাযাত্রা। আর সেই শোভাযাত্রা দেখতেই শহরে ভিড় জমাবেন লক্ষাধিক মানুষ। উৎসবকে ঘিরে আবেগ এতটাই প্রবল যে শোভাযাত্রা ভালোভাবে দেখার জন্য দর্শনার্থীরা এখন থেকেই নিজেদের পছন্দের জায়গা ‘বুকিং’ করে রাখছেন। শহরের কারবালাতলা মোড়, আতুহাট পাড়া, বারোয়ারিতলা এমন আরও একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে বর্তমানে একই দৃশ্য। দোকানের সামনের বারান্দা, বাড়ির প্রবেশদ্বারের সামনের খোলা জায়গা, রাস্তার ধারের সুনির্দিষ্ট স্পট যেখানেই একটু জায়গা আছে, সেখানেই কেউ না কেউ নিজের পরিচিতদের বসার ব্যবস্থা করতে আগেভাগে চিহ্ন এঁকে দিচ্ছেন। স্থানীয় বাসিন্দা রঞ্জিত রায় এই প্রসঙ্গে জানান, এটা কোনও স্থায়ী দখল নয়। কার্তিক পুজো ও লড়াইয়ের সময় সবাই পরিবার-পরিজন নিয়ে শান্তিতে বসে শোভাযাত্রা দেখতেই জায়গা ধরে রাখে। একই সুর শোনা গেল বাসিন্দা চন্দ্রনাথ মুখার্জীর কথায়। তিনি বলেন, প্রশাসন শোভাযাত্রার নির্দিষ্ট রুট ঠিক করে দেয়। সেই রুটের পাশে আগে থেকেই মানুষ জায়গা বেঁধে রাখে যাতে উৎসবের দিনে ভালোভাবে বসে দেখা যায়। এটা বহু বছরের রীতি। কার্তিক লড়াইয়ের কয়েকদিন আগে থেকেই শুরু হয় এই প্রস্তুতি। সময়ের সঙ্গে সঙ্গে এটি এখন শহরের এক বিশেষ সাংস্কৃতিক চিহ্নে পরিণত হয়েছে। সারাবছর কাটোয়ার মানুষ অপেক্ষা করেন এই উৎসবের জন্য, আর তাই প্রিয় মুহূর্তগুলো উপভোগ করতে আগেভাগেই শহরের রাস্তাঘাট সাজতে শুরু করে এক অভিনব 'জায়গা দখল' এর ছবিতে。 সব মিলিয়ে, কাটোয়ার রাস্তায় এখন যে দৃশ্য দেখা যাচ্ছে তা শুধু দখলদারির ছবি নয় এটি মানুষের উৎসব আবেগ সামাজিক বন্ধন এবং চিরাচরিত ঐতিহ্যেরই প্রতিফলন।
96
comment0
Report
SPSANDIP PRAMANIK
Nov 15, 2025 11:30:14
Kolkata, West Bengal:পার্থ চ্যাটার্জির অ্যারেস্ট হবার পর প্রায় সাড়ে তিন বছর এই কার্যালয় পুরো তালা বন্ধ। আজকেও কিন্তু যে ঘরে পার্থ চ্যাটার্জি বসতেন সেই ঘরটি তারা বন্ধ অবস্থাতেই আছে। কার্যালয়ের সামনে যে একটি অস্থায়ী ঘর করে পার্থ চাটার্জি বসতেন সেটাও অনেকদিন হয়ে গেছে ভেঙে ফেলা হয়েছে। পার্থ চ্যাটার্জি জেল থেকে জামিনে মুক্ত হবার পর দেখা গেছে বেহালা পশ্চিমে, তার বেশ কিছু সমর্থক পার্থ চ্যাটার্জির সই করা একটি লিফলেট বাড়ি বাড়ি গিয়ে বিলি করছেন। তাতে অনেক কিছু লেখা আছে তার মধ্যে লেখা আছে চাকরির জন্য আমি যদি কারো কাছে টাকা নিয়ে থাকি কিংবা আমার হয়ে কেউ যদি টাকা নেয় প্রমাণ সহকারে আমার কার্যালয়ের জন বক্সে কাগজ জমা করুন। কার্যালয়ের আশেপাশের বেশ কিছু মানুষের সাথে কথা হল কেউ ক্যামেরার সামনে মুখ খুলতে চাইল না। যে তারা বলছেন এই জন বক্সটি কখন কেক বা কারা রেখেছে? আমরা বলতে পারব না। সূত্রের খবর আগামীকাল অর্থাৎ রবিবার থেকে পার্থ চ্যাটার্জি বেহালা পশ্চিমে তার জনসংযোগ কার্যালয়ে বসবেন এখন দেখার বিষয় একটাই তার জন বক্সে কটি প্রমাণ জমা পড়ে। এই বিষয় নিয়ে বেহালা পশ্চিমের যেসব ওয়ার্ড গুলি আছে এই ওয়ার্ডের কাউন্সিলর রা কোন কথা বলতে চাইছে না।
88
comment0
Report
BSBarun Sengupta
Nov 15, 2025 10:15:34
Barrackpur Cantonment, West Bengal:বরানগর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ওপর দিয়ে গেছে বাগজোলা খাল।।সংসদ সৌগত রায় খাল সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করেছিলেন তার সাংসদ তহবিল থেকে।।তারপর বাগজোলা খালের সংস্কার হওয়ায় খালের পার্শ্ববর্তী এলাকা জল জমার থেকে রেহাই পেয়েছে।।বরানগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সতীন সেন নগরের কাছে পাইলিং এর নামে বাগজোলা খালের অংশ বেআইনিভাবে দখল করছে কিছু জমি মাফিয়া।।আর এই অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি।।বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা।।পাশাপাশি জমি মাফিয়াদের বিরুদ্ধেও সরব হয় এলাকার মানুষজন।।বাসিন্দাদের সঙ্গে কথা বলে বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি আশ্বাস দিয়েছেন সমস্যার সমাধান দ্রুত করা হবে এবং বাগজোলা খালের অংশ কোনোভাবে দখল করা যাবে না...... বাইট:- মলয় রায়(স্থানীয় বাসিন্দা) বাইট:- তারক চৌধুরী(স্থানীয় বাসিন্দা) বাইট:- সর্বানি কর(স্থানীয় বাসিন্দা) বাইট:- সায়ন্তিকা ব্যানার्जি (বিধায়ক,বরানগর বিধানসভা) *বিজেপির কোলকাতা উত্তর শহরতলীর জেলা সভাপতি চন্ডিচরন রায়ের অভিযোগ বিধায়িকা সব জানেন, খালের দখলদার কারা। উনি ওনার ভাগ বুঝে নিতেই সদলবলে বাগজোলা খাল দেখতে গেছেন।* বাইটঃ- চন্ডিচরন রায়( উত্তর কোলকাতা শহরতলীর বিজেপির সভাপতি) 151125 BKP BAJOLA KHAL 2c TE
68
comment0
Report
BSBarun Sengupta
Nov 15, 2025 10:02:39
Barrackpur Cantonment, West Bengal:বেআইনিভাবে বাগজোলা খালের অংশ দখল করছে জমি মাফিয়ারা,ঘটনাস্থলে বিধায়ক গেলে তাকে ঘিরে বিক্ষোভ বাসিন্দাদের,সমস্যার সমাধানের আশ্বাস বিধায়কের বরানগর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ওপর দিয়ে গেছে বাগজোলা খাল। সাংসদ সৌগত রায় খাল সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করেছিলেন তার সাংসদ তহবিল থেকে। তারপর বাগজোলা খালের সংস্কার হওয়ায় খালের পার্শ্ববর্তী এলাকা জল জমার থেকে রেহাই পেয়েছে। বরানগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সতীন সেন নগরের কাছে পাইলিং এর নামে বাগজোলা খালের অংশ বেঈনিভাবে দখল করেছে কিছু জমি মাফিয়া। আর এই অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি। বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা। পাশে জমি মাফিয়াদের বিরুদ্ধেও সরব হয় এলাকাগণ। বাসিন্দাদের সঙ্গে কথা বলে বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি আশ্বাস দিয়েছেন সমস্যার সমাধান দ্রুত করা হবে এবং বাগজোলা খালের অংশ কোনোভাবে দখল করা যাবে না।
146
comment0
Report
Advertisement
Back to top