Back
बिहार के महिलाओं के वोट पर BJP की उम्मीद, बंगाल में महिलाओं पर अत्याचार को लेकर राजनीतिक घमासान
MCMoumita Chakraborty
Nov 15, 2025 11:51:42
Kolkata, West Bengal
লকেট চট্টোপাধ্যায় প্রেস কনফারেন্স সল্টলেক বিজেপি দফতর
মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এরাজ্যে সবচেয়ে বেশি মেয়েদের উপর নির্যাতন বেড়েছে । আবার ধর্ষকদের ছবি দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে। কাকদ্বীপ থেকে কসবা মহিলাদের নির্যাতিতা হওয়ার দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। কাকদ্বীপ এও এমন আর một ঘটনা প্রকাশ্যে আসছে । বিহারের মহিলারা আस्था রেখেছে NDA সরকারের প্রতি । বাংলায় সবচেয়ে বেশি সন্ত্রাস হয় মহিলাদের উপর। বাংলাতেও মহিলাদের মাধ্যমে এরাজ্যের সরকার থেকে তৃণমূল কংগ্রেস এর বিদায় হবে।
বিহারে মহিলা ভোট ফ্যাক্টর এস আই আর
মানুষ যখন ভাবে ভোট দেবে সেখানে কোনো বাধা কাজ করে না। বিহারের মহিলা যুব ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে। সংগঠন অনেক গুরুত্বপুর্ন কিন্তু সংগঠন সব নয়। তাই সংগঠন এর ভালো খারাপ দেখে ভোট বিচার হবে এমন নয় । বিজেপিকে ভোট দিয়ে আগামী দিনে এরাজ্যে সরকারে আনবে মহিলারা। এস আই আর ফ্যাক্টর অবশ্যই কাজ করবে কারণ ময়লা পরিষ্কার করে ভোট হচ্ছে হবেও।
হুমায়ূন কবির এর বক্তব্য
এটা তৃণমূলের বিষয়। দলের মধ্যে ঘুন ধরেছে । ৩০% সংখ্যালঘুদের কাজে লাগিয়েছে শুধু ভোটের কাজে । তাই তারা বুঝে গেছে কোনো উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করবে না তাদের । তাই সংখ্যালঘু মানুষ সরে আসছে ।
এস আই আর প্রক্রিয়ায় এরাজ্যে খুশি বিজেপি
মানুষ এস আই আর করার জন্য উৎসাহিত দেশের নাগরিক হিসেবে । সুষ্ঠু ভাবে ফ্রম ফিল আপ করছে মানুষ ।
বিহারের বিজয়োল্লাস করতে গিয়ে রাজ্যে আক্রান্ত বিজেপি কর্মীরা
কোচবিহার ও ডায়মন্ড হারবার এই দুই জায়গায় পুলিশ এর অত্যাচার সহ্য করতে হচ্ছে । কোপানো হয়েছে বিজেপির কর্মীদের তৃণমূল কংগ্রেস এর মাধ্যমে। জঙ্গলরাজকে শেষ করতে হবে মোদী জি গতকাল ঠিক বলেছেন কারণ বাংলায় জঙ্গল রাজ ছেয়ে গেছে।
রথীন ঘোষ এর বক্তব্য এস আই আর নির্বাচন কমিশন নিয়ে
নির্বাচন কমিশনের উপর আস্থা রয়েছে। বিহারে সুষ্ঠু ভাবে এস আই আর সম্পন্ন হয়েছে । কোনো সমস্যা থাকলে নির্বাচন কমিশন নিশ্চয় সমাধান করবে।
কাশ്മীরে থানায় বিস্ফোরণ
দিল্লির ঘটনা ভয়ঙ্কর। তবে আগে ধরা পড়ায় আরও বড় দুর্ঘটনা ঘটার হাত থেকে রক্ষা পেয়েছে । घटना দেখছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এজরা স্ট্রীট আগুন নজরদারির অভাব ব্যবস্থাপনা অভিযোগ
এর দায় পুরসভার । রাজ্য সরকারের দায়। মেয়রের দায় দায়িত্ব এটা । এর আগেও হয়েছে এমন । দুর্ঘটনা ঘটে যাওয়ার পর কেনো টনক নড়ে। টাকা কাটমানি খেয়ে চালিয়ে যায় এসব তারা ।
বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার এর সমাচলনা অথচ বিহারে মহিলাদের দশ হাজার টাকা
বাংলায় এক হাতে টাকা দেওয়া হয় অন্যদিকে একের পর এক মহিলাদের উপর অত্যাচার চলছে । বিহারে সেটা কখনোই হয় না। এটাই বিহারের সঙ্গে বাংলার তফাৎ । লক্ষ্মীর ভাণ্ডার আর বিহারের মহিলাদের টাকা দেওয়ার মধ্যে এটাই পার্থক্য।
বারাসাত এ এস আই আর এর নামে তথ্য চুরির অভিযোগ
অনেক প্রতারক থাকতে পারে । রাজ্য সরকার সহযোগিতা করছে না সেকারণে এধরনের ঘটনা ঘটছে । নির্বাচন কমিশন ছাড়া কারা কোথায় কিভাবে এধরনের তথ্য নিচ্ছে সেটা রাজ্য প্রশাসনকে দেখতে হবে। দিল্লি থেকে এসে কেও এধরনের কিছু করবে বলে মনে হয় না ।
বাংলায় এস আই আর এর মাধ্যমে কি লাভবান হবে বিজেপি
ছাঁকনির কাজ করছে নির্বাচন কমিশন এস আই আর এর মাধ্যমে। বিজেপির ভোট আছে এরাজার্যে । কিন্তু এই বাংলাদেশী অনুপ্রবেশকারী rohingyaদের জন্য ভোট চুরি কারচুপি চলছে। এগুলো বন্ধ হলেই তৃণমূল কংগ্রেস এর জেতা মুশকিল হবে । তাই এত বিরোধিতা । সেকারনেই দেখা যাচ্ছে কিছু জায়গা ফাকা হয়ে যাচ্ছে।
সুখেন্দু শেখর রায় এর বক্তব্য নরেন্দ্র মোদির বক্তব্য নিয়ে
বিরোধী বাম কংগ্রেস জোট না হলে বিজেপির কতটা সুবিধা এরাজ্যে
কংগ্রেস যার হাত ধরে সেই ডুবে যায়। বারবার সেটা প্রমাণ হচ্ছে ।আবারও প্রমাণ হলো বিহারে । বিজেপি নিজেই লড়ছে একা। এরাজ্যেও কংগ্রেস বাম দের কোনো অস্তিত্ব দেখা যাচ্ছে না ।
বিহারে মুসলিম ভোট বিজেপিতে
মোদীর উপর ভরসা রাখছে মানুষ । মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তোষণ এর রাজনীতি করে এদের ভোট করার কাজে ব্যবহার করছে । এখানেও সংখ্যালঘুদের বুঝতে হবে। তবে এখানে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আর ভরসা রাখতে পারছে না।
139
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
SCSaurav Chaudhuri
FollowNov 15, 2025 13:30:330
Report
BSBidhan Sarkar
FollowNov 15, 2025 13:30:140
Report
BSBidhan Sarkar
FollowNov 15, 2025 13:29:2461
Report
NHNantu Hazra
FollowNov 15, 2025 13:29:1370
Report
BSBidhan Sarkar
FollowNov 15, 2025 13:28:5073
Report
DGDebabrata Ghosh
FollowNov 15, 2025 13:28:3035
Report
NHNantu Hazra
FollowNov 15, 2025 13:26:2933
Report
BSBidhan Sarkar
FollowNov 15, 2025 13:26:1515
Report
PDPradyut Das
FollowNov 15, 2025 13:25:5910
Report
BSBidhan Sarkar
FollowNov 15, 2025 13:25:426
Report
PDPradyut Das
FollowNov 15, 2025 13:20:170
Report
KMKIRAN MANNA
FollowNov 15, 2025 13:20:060
Report
BSBidhan Sarkar
FollowNov 15, 2025 13:19:520
Report
DGDebabrata Ghosh
FollowNov 15, 2025 13:19:360
Report
NRNarayan Roy
FollowNov 15, 2025 11:57:15145
Report