Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Darjeeling734010

शिलिगुड़ी के हरिजन बस्ती में भय: BLO-पर उत्पीड़न का मामला

NRNarayan Roy
Nov 15, 2025 11:57:15
Siliguri, West Bengal
বিএলওরা প্রাণভয়ে রয়েছে, প্রয়োজনে আমরা সাহায্য করব শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডের হরিজন বস্তিতে যান SHAMIK ভট্টাচার্য। হরিজন বস্তির বাসিন্দাদের সাথে এস আই আর নিয়ে কথা বলেন৷ তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএলওদের বিক্ষোভ নিয়ে শমীক জানান, 'সব রাজ্যে এস আই আর হচ্ছে কোথাও এই ধরনের ঘটনা নেই। একমাত্র এখানেই বিএলওরা প্রাণভয়ে রয়েছে। তাদের ধমকানো হচ্ছে৷ বিভিন্ন স্কুলের শিক্ষিকারা অস্বস্তিতে রয়েছে৷ পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যান্য জায়গার মত নয়। আমাদের কাছে আসলে অবশ্যই সাহায্য করব৷' পাশাপাশি এজরা স্ট্রিটে ভয়াবহ কান্ডের ঘটনায় তিনি বলেন, দমকল মন্ত্রী ও মুখ্যমন্ত্রী, মেয়রকে জিজ্ঞেস করুন। ওরা খেলা মেলা মোচ্ছ নিয়ে ব্যস্ত রয়েছে।ওরা কার্নিভাল করেন,দমকল মন্ত্রী দুর্গাপূজা করেন । মানুষ পুড়ে মরегেলে ওদের কি! ঠিক এইভাবেই তৃণমূল জীবন্ত সংখ্যালঘুদের পুড়িয়ে মেরেছে বকটুই তে।ওসব তৃণমূলের কিছু আসে যায় না।
145
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
RDRaktima das
Nov 15, 2025 14:00:23
Kolkata, West Bengal:18 তারিখ কলকাতায় আসবেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। উত্তর কলকাতা, দক্ষিণ Kolkata এবং দক্ষিণ ২৪ পরগনার জেলা নির্বাচনী আধিকারিক থেকে শুরু করে এসআইআর এর সঙ্গে যুক্ত সব আধিকারিকদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক করতে চলেছেন তিনি। নির্বাচন কমিশন থেকে বারংবার প্রশিক্ষণ দেওয়ার পরেও কেন সবথেকে বেশি সমস্যা হচ্ছে এস আই আর এর কাজ করতে গিয়ে এই তিন জায়গায়, সেই নিয়েই হবে এই জরুরী বৈঠক এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে。 কমিশন সূত্রে খবর, SIR প্রক্রিয়া চালাতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা নিয়ে। ডিজিটাল সাপোর্ট থেকে শুরু করে সব রকম সাপোর্ট দেওয়ার পরেও এই জায়গা গুলোয় কেন সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে, তাই নিয়েই জরুরী বৈঠক করবেন তিনি, কমিশন সূত্রে খবর。
0
comment0
Report
RDRaktima das
Nov 15, 2025 14:00:14
Kolkata, West Bengal:BLA रा गलत सूचना देने के लिए बाध्य कर रहा है। BLO के ऊपर दबाव बना रहा है शासक दल की BLA रा। शनिवार निर्वाचन आयोग के সদর दफ्तर पर आकर ऐसा ही आरोप BLO रा ने किया। इस दिन निर्वाचन आयोग के साथ मतदान कर्मी और BLO एकता मोर्चा के सदस्य मिले। इसके बाद पत्रकार के सामने आकर उन्होंने इस समस्या को उठाया। अभियोग, ऑनलाइन गलत सूचना देने के लिए सबसे अधिक BLA के द्वारा दबाव डालने की धमकी को कसबा, बालিগंज, कोलकाता लगे सोनारपुर क्षेत्र में किया जा रहा है। जिले में सबसे अधिक समस्या दोियर 24 পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর में है। इस समस्या के समाधान के लिए एडिट ऑप्शन देने के लिए CEO के पास आवेदन किया गया था। उसी आवेदन के अनुसार आयोग के तरफ से स्पष्टता मिली है ऐसा दावा किया गया है।
0
comment0
Report
MMManoranjan Mishra
Nov 15, 2025 13:50:04
Purulia, West Bengal:পুরুলিয়া : পথ দুর্ঘটনায় মৃত তিন বাইক আরোহী । শনিবার বিকেলে ঘটনাটি ঘটে পুরুলিয়ার পুরুলিয়া - জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কের আড়ষা থানার ধানাড়া গ্রামের অদূরে । মৃতদের নাম শেখ রমজান, শেখ বিলাল, অপসারা আনসারী। সকলের বাড়ি পুরুলিয়ার বরাবাজার থানার বেলডি গ্রামে । জানা যায়, এদিন বিকেলে বাইকে করে বাড়ি ফিরছিলেন ওই যুবকরা । মাঝপথে ধানাড়া গ্রামের অদূরে জাতীয় সড়কের উপর অপরদিক থেকে একটি ট্রেলার গাড়ির সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে তাদের বাইকের । ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন বাইক আরোহীর । দেহগুলি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় । ঘাতক ট্রেলারটিকে আটক করেছে পুলিশ ।
23
comment0
Report
KMKIRAN MANNA
Nov 15, 2025 13:49:27
Dihierench, West Bengal:*শুভেন্দুর বিধানসভा নন্দীগ্রামে তৃণমূলের কোর কমিটি গঠন ঘিরে উত্তজনা, অসন্তোষ, গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপির সাথে আই-পেক এর সমঝোতা আঙ্গুল তুলছে নন্দীগ্রামের একাংশ তৃণমূল নেতা—বিজেপির কটাক্ষ নির্বাচনে ‘সাফ’ হবে তৃণমূল।* নন্দীগ্রামে তৃণমূলের সাংগঠনিক পুনর্গঠনকে কেন্দ্র করে দলে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। রাজ্য নেতৃত্ব নন্দীগ্রাম ১ ও ২ নম্বর ব্লকে এবং সামসাবাদ–সোনাচূড়া অঞ্চলে আলাদা কোর কমিটি গঠন করেছে। ২০২১ সালের পরাজয়ের জন্য आভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেই সভাপতি পদ তুলে নেওয়া হয়েছে। তবে কোর কমিটিতে নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের সামসাবাদ অঞ্চলের প্রাক্তন সভাপতি শেখ মনসুর আলী। তিনি অভিযোগ করেন— আইপ্যাক বিজেপির সঙ্গে যোগসাজশ করে ভুল রিপোর্ট দিয়েছে। সিদ্ধান্ত পরিবর্তন না হলে তিনি সক্রিয় রাজনীতি ছাড়বেন বলেও হুমকি দেন। তাঁর পাশে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য,দল সিদ্ধান্ত না বদলালে কাজ না করার সতর্কবার্তা দিয়েছেন। অন্যদিকে কোর কমিটির সদস্য শেখ সুফিয়ান কর্মীদের অভিমান দূর করে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। বিজেপি কটাক্ষ করে বলেছে— তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে ডুবে আছে, তাই ২০২৬-এর নির্বাচনে তারা সাফ হয়ে যাবে۔
84
comment0
Report
KMKIRAN MANNA
Nov 15, 2025 13:48:58
Dihierench, West Bengal:*শুভেন্দুর বিধানসভা নন্দীগ্রামে তৃণমূলের কোর কমিটি গঠন ঘিরে উত্তেজনা, অসন্তোষ, গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপির সাথে আই-পেক এর সমঝোতা আঙ্গুল তুলছে নন্দীগ্রামের একাংশ তৃণমূল নেতা—বিজেপির কটাক্ষ নির্বাচনে ‘সাফ’ হবে তৃণমূল۔* নন্দীগ্রামে তৃণমূলের সাংগঠনিক পুনর্গঠনকে কেন্দ্র করে দলে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। রাজ্য নেতৃত্ব নন্দীগ্রাম ১ ও ২ নম্বর ব্লকে এবং সামসাবাদ–সোনাচূড়া অঞ্চলে আলাদা কোর কমিটি গঠন করেছে। ২০২১ সালের পরাজয়ের জন্য আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেই সভাপতি পদ তুলে নেওয়া হয়েছে。 তবে কোর কমিটিতে নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের সামসাবাদ অঞ্চলের প্রাক্তন সভাপতি শেখ মনসুর আলি। তিনি অভিযোগ করেন— আইপ্যাক বিজেপির সঙ্গে যোগসাজশ করে ভুল রিপোর্ট দিয়েছে। সিদ্ধান্ত পরিবর্তন না হলে তিনি সক্রিয় রাজনীতি ছাড়বেন বলেও হুমকি দেন। তাঁর পাশে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য,দল সিদ্ধান্ত না বদলালে কাজ না করার সতর্কবার্তা দিয়েছেন。 অন্যদিকে কোর কমিটির সদস্য শেখ সুফিয়ান কর্মীদের অভিমান দূর করে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। বিজেপি কটাক্ষ করে বলেছে— তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে ডুবে আছে, তাই ২০২৬-এর নির্বাচনে তারা সাফ হয়ে যাবে।
29
comment0
Report
BSBidhan Sarkar
Nov 15, 2025 13:32:37
Chinsurah, West Bengal:চুঁচুড়ায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে আগে বলুন তার রাজভবনে বিজেপির ক্রিমিনালদের যাতে না রাখে, রাজভবনে ক্রিমিনালদের ডাকছেন আর তাদেরকে একটা করে বন্দুক দিচ্ছেন, আর বোমা দিচ্ছেন মেরে এস তৃণমূলের লোকেদের আগে এইসব বন্ধ করুন, তিনি একটি অপদার্থ রাজ্যপাল, বিজেপির চাকরি বাক্যর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় হবে না, রাজ্যের রাজ্যপাল কে নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন শ্রীরামপুরে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রশান্ত কিশোর কোনদিনই আমি মনে করি না তিনি একজন পলিটিক্যাল পারসন, যদি বলে অফিসার হব তাহলে কি করে হবে বলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিহারে জয়ের পর বিজেপির উল্লাস কে কটাক্ষ ছুড়ে বললেন ছাগলের তৃতীয় সন্তানের মতন ওরা লাফাচ্ছে, এই সময় একটু লাফিয়ে নিক। দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি বলেন যিনি ভারতবর্ষকে গণতন্ত্র বিহীন করে দিয়েছে, যার জন্য ভারতবর্ষে শত শত মানুষ মরছে, যিনি নির্বাচনের আগের দিন রাত্তিরে লালকেল্লার গাড়িতে বোম রেখে, বোম ফাটিয়ে জেতে সেই প্রধানমন্ত্রীর কথাতে কিছুই হবে না। জঙ্গল রাজ প্রধানমন্ত্রী তৈরি করেছে, গুজরাটে যখন আপনি মুখ্যমন্ত্রী ছিলেন তখন খুন করে এসেছেন, মধ্যপ্রদেশ, দিল্লিতে জঙ্গলরাজ প্রধানমন্ত্রী তৈরি করেছেন বরং পশ্চিম বাংলার মানুষেরা অনেক ভালো আছে, ২০২০ সালের অনেক বড় বড় কথা বলেছিলেন ২০২৬ আমরা জবাব দেবো।
0
comment0
Report
BSBidhan Sarkar
Nov 15, 2025 13:32:21
Chinsurah, West Bengal:পাঞ্জাবের ট্রাক চালকের মৃত্যু হুগলির গুড়াপে! পাঞ্জাব থেকে নিয়ে আসা আলু বীজ খালি করে কলকাতা থেকে সরষের তেল নিয়ে যাওয়ার সময় হুগলির গুড়াপের অস্বাভাবিক মৃত্যু ট্রাক চালকের।মৃতের নাম সুখিন্দর সিং(৩১) বাড়ি চন্ডীগড়。 পুলিশ সূত্রে জানা গেছে,কলকাতায় আলু বীজ খালি করে সরষের তেল নিয়ে পাঞ্জাব ফিরছিলেন ট্রাক চালক ক্যাপ্টেন সিং ও তার ভাইপো সুখিন্দর。 আজ ভোর রাতে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় গুড়াপের একটি পেট্রোল পাম্পে ট্রাক দাঁড় করিয়ে খাবার আনতে যান সুখিন্দর।অনেকক্ষন না ফেরায় খোঁজ শুরু করে তার কাকা।এদিকে রাস্তার ধার থেকে তার মৃতদেহ করে টহলদারী পুলিশ。 পুলিশ জানিয়েছে শরীরে আঘাতের চিহ্ন আছে।প্রাথমিক ভাবে অনুমান দূর্ঘটনা হতে পারে。 তবে মৃতদেহের ময়না তদন্ত হলে জানা যাবে মৃত্যুর প্রকৃত কারন。 পুলিশ আরো জানিয়েছে,আলু বীজের ব্যবসা করতেন সুখিন্দর।বাংলায় সেই বীজ নিয়ে আসতেন।ট্রাক চালাতেন তার কাকা যিনি প্রাক্তন সেনা কর্মি。 সুখিন্দরের মৃত্যুর খবর পেয়ে বর্ধমানে থাকা তার আত্মীরা গুড়াপে আসেন।চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়না তদন্ত হবে পরিবারের উপস্থিতিতে।
0
comment0
Report
ABArup Basak
Nov 15, 2025 13:32:11
Mal Bazar, West Bengal:*জয় জোহার মেলা ও বীরসা মুণ্ডা সার্ধশতবর্ষ উদযাপন, ওদলাবাড়িতে বর্ণাঢ্য অনুষ্ঠান...* রাজ্য সরকারের উদ্যোগে, পশ্চিমবঙ্গের আদিবাসী সম্প্রদায় ঐতিহ্য ও সংস্কৃতিকে সম্মান জানাতে শুরু হয়েছে জয় জোহার মেলা এবং বীরসা মুণ্ডার সার্ধশতবর্ষ উদযাপন। মাল ব্লকের ওদলাবাড়ি চাবাগানের মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উত্তরবঙ্গে‌র বিভিন্ন জনজাতির সাংস্কৃতিক প্রতিফলন দেখা যাচ্ছে। এদিন, ওদলাবাড়ি চাবাগানের মোড়ে বীর বিরসা মুণ্ডার মূর্তিতে মাল্যদান করেন আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াই। তিনি মূর্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “বীরসা মুণ্ডা আমাদের স্বাধীনতার পাথপ্রদর্শক। তিনি শুধু আদিবাসী সমাজের নেতা ছিলেন না, ছিলেন দেশপ্রেমিক যিনি দেশের স্বাধীনতার সংগ্রামে এক অনবদ্য ভূমিকা রেখেছেন। এদিন উপস্থিল ছিলেন,রশ্মিদিপ্ত বিশ্বাস, মাল ব্লকের বিডিও, প্রমিলা মাতব্বর, মাল পঞ্চায়েত সমিতির সভাপতি, সুশিল কুমার প্রসাদ, সহ সভাপতি, সৌম্যজিৎ মল্লিক, মাল থানার আইসি, মৌমিতা ঘোষ, ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান, রাজেস রাঠোর, জলপাইগুড়ির এডিএম, উৎকর্ষ খান্ডোল, মালের মহকুমা শাসক, এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার প্রখ্যাত সমাজসেবী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা। আজকের অনুষ্ঠানটি শুরু হয় বীরসা মুণ্ডার মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে। এরপর মন্ত্রী বুলুচিক বড়াই প্রদীপ প্রজ্বলন করে মেলার শুভ উদ্বোধন করেন। তিন দিনব্যাপী এই মেলায় আদিবাসী শিল্পী ও উদ্যোক্তারা তাঁদের হাতে তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন করছেন। মেলায় প্রচুর দর্শক সমাগম ঘটে, বিশেষ করে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তাঁদের ঐতিহ্যবাহী পোশাক এবং হস্তশিল্পের স্টল সাজিয়েছেন। প্রথম দিনেই অনুষ্ঠিত হয় আদিবাসী নৃত্য, সাঁওতালি গানের অনুষ্ঠান। মেলার প্যান্ডেলে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক ও সজ্জা প্রদর্শিত হচ্ছে, পাশাপাশি তাদের ঐতিহ্যবাহী খাদ্যসামগ্রীও স্থান পেয়েছে। উদ্বোধনী ভাষণে মন্ত্রী বুলুচিক বড়াই বলেন, “এই ধরনের আয়োজন শুধু আমাদের সংস্কৃতিকে সংরক্ষিত রাখে না, বরং আগামী প্রজন্মের কাছে আমাদের ঐতিহ্য তুলে ধরতে সাহায্য করে।” রাজেস রাঠোর বলেন, “রাজ্য সরকারের এই উদ্যোগ আদিবাসী সম্প্রদায়ের মধ্যে আত্মবিশ্বাস ও গর্বের সৃষ্টি করবে।” মাল ব্লকের বিডিও রশ্মিদিপ্ত বিশ্বাস ও প্রমিলা মাতব্বর সহ অন্যান্য অতিথিরাও অনুষ্ঠানকে সফল করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এই মেলা শুধু এক আঞ্চলিক উৎসব নয়, এটি আদিবাসী সম্প্রদায়ের জীবন্ত সংস্কৃতি ও ইতিহাসের অন্যতম প্রদর্শনী। রাজ্য সরকারের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ আদিবাসী জনগণের উন্নয়ন ও সামাজিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাইট ১) মন্ত্রী বুলুচিক বড়াইক। 1511ZG_MAL_JOHAR_MELA_R
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Nov 15, 2025 13:30:33
:মাদলের ছন্দে, ধমসার তালে মেতে উঠল রোহিনী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্যের আদিবাসি অধ্যুষিত এলাকায় পালিত হচ্ছে জয় জোহার মেলা। রাজ্যের ১৫ টি জেলার ১০২ টি ব্লকে ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত আয়োজন করা হয়েছে এই উৎসব। শনিবার সেই মতো ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনীতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল বীরসা মুণ্ডার ১৫০ তম জন্মজয়ন্তী এবং জয় জোহার মেলা। দিনের শুরুতে রোহিনী বাজার এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এরপর রোহিনী বাসস্ট্যান্ডে স্থাপিত বীরসা মুণ্ডা আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত অতিথিরা। পাশাপাশি স্বামী বিবেকানন্দ, ক্ষুদিরাম বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তিতেও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। অনুষ্ঠান মঞ্চে বীরসা মুণ্ডা, ভগৎ সিং, পণ্ডিত রঘুনাথ মুর্মু, সিধু-কানহু মুর্মু, সাধু রামচাঁদ মুর্মু ও তিলকা মুর্মুর প্রতিকृतিতে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত। সাঁকরাইল ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ধামসা-মাদলের তালে পরিবেশিত হয় আদিবাসী নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অতিথিরা বক্তব্য রাখেন এবং স্কুলছাত্রীদের অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন বিধায়ক সহ অন্যান্য মান্যবররা। উপস্থিত বিশিষ্ট ছিলেন, গোপীবল্লপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত, জেলা পরিষদের সহ-সভাধিপতি অঞ্জলী দোলাই, সাঁকরাইলের বিডিও অভিষেক ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা, সাঁকরাইল থানার ওসি নীলমাধব দোলাই, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি যগেশ্বর মাহাত, পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ শচীন ঘোষ, কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাত, মৎস্য ও প্রাণীসম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ সাহেব মান্নাসহ আরও অনেক বিশিষ্টজন। আদিবাসী মানুষের নিজস্ব নৃত্য, গান, শিল্প ও সংস্কৃতির প্রচার-প্রসার, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান এবং রাজ্য সরকারের একাধিক প্রকল্পের প্রচারের লক্ষ্যে মেলা প্রাঙ্গণে একাধিক স্টলও সাজিয়ে তোলা হয়।
0
comment0
Report
BSBidhan Sarkar
Nov 15, 2025 13:30:14
Chinsurah, West Bengal:সময়ле ভোটার লিস্ট না বেরোলে ভোট হবেনা,তখন আর রাষ্ট্রপতি শাসন চাইতে হবে না,সাংবিধানিক ভাবেই হয়ে যাবে।পোলবায় বিরসা মুন্ডার জন্মজয়ন্তীর অনুষ্ঠানে এসে বললেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বিএলও ক্ষোভ নিয়ে বলেন, রাজ্য সরকার অসহযোগীতা করছে তাই বিএলও দের কাজে চাপ বাড়ছে।একেকটা এন্ট্রি করতে কুড়ি মিনিট সময় লাগে।রাজ্য সরকার এসআইআর বিরোধী।বিহারে এক হাজার ডাটা এন্ট্রি অপারেটার নেওয়া হয়েছিল।চার মাসের জন্য।আর এখানে অনেকদিন আগে নির্বাচন কমিশন প্রপোজাল পাঠালেও মমতার নির্দেশে অর্থ দপ্তর তার অনুমোদন দেয়নি।তারজন্য বিএলওরা অসুবিধায় পরছে。 আমাদের বিজেপির কোনো অসুবিধা নেই।কোনো তাড়াহুড়াও নেই।৭ ফেব্রুয়ারীর মধ্যে ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না।আর ভোট না হলে পাঁচই মে রাস্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না সংবিধান অনুযায়ী হয়ে যাবে。 তাই নির্বাচন কমিশনের পাশাপাশি তৃনমূল পরিচালিত রাজ্য সরকারের বেশি দায় বিজেপির কিছু নেই。 পশ্চিমবঙ্গ জঙ্গী সাপ্লাই করার হাব।যত জঙ্গী দেশ বিরোধী হিজবুল মুজাহিদিন যত লোককে সাপ্লাই করেন।এর আগে সাদ সেখ মুর্শিদাবাদের হরিহর পাড়ায় ধরা পরেছিল।দের বছর ধরে মাদ্রাসা চালিয়েছে আর তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে。 বিহারে মহিলা ভোট ফ্যাক্টর হলেও এখানে আরজি কর ফ্যাক্টর হবে।দূর্গাপুর হবে।কসবা ল কলেজে ফ্যাক্টর হবে।ওটা তো সরকারি টাকা।আর এখানে বিজেপিকে দেখে নকল করেছে。 মহিলাদের সশক্তি করনের জন্য প্রথম এই স্কিম চালু করেছিলেন শিবরাজ সিং চৌহান।লাডলি বহিন।বিজেপির রাজ্যে শুধু ভাতায় সীমাবদ্ধ থাকে না।যুবক যুবতী চাকরিটাও পায়।চাকরিও দিতে হবে সামাজিক সুরক্ষাও দিতে হবে।লাখপতি দিদিও বানাতে হবে।এসঙ্গে সব কাজ এনডিএ বা বিজেপি সব জায়গায় করেছে。 ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগে কোনো সংরক্ষন নেই।তার সংবিধানে যে অধিকার দেওয়া আছে তা কেরে নেওয়া হয়েছে।এত ভুয়ো এসটি সার্টিফিকেট।যারা এসটি নয় তাদের সার্টিফিকেট দিয়ে যারা এসটি তাদের অধিকার কারছেন।নটা রেসিডেন্সিয়াল স্কুল করতে চেয়ছিল কেন দেননি।জনগোষ্ঠী গ্রামকে মডেল গ্রাম করতে চায় ভরত সরকার।যেখানে সৌর আলো থাকবে।পাকা বাড়ি শৌচালয় থাকবে।প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থাকবে।সাওতালি ভাষার পরার শিক্ষা কেন্দ্র থাকবে।নলকূপ থাকবে।সেখানে করতে দেননি কেন।পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজকে ঐক্যবদ্ধ করার কথা বলব।দ্রৌপদি মূর্মুকে রাষ্ট্রপতি করার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন আদিবাসীদের সর্বচ্চ সম্মান দিতে চান।এটা কোনো ভাষন নয়। রাজ্য পাল বলেছেন বুলেটে নয় ব্যালটে ভোট করতে হবে,,সে প্রসঙ্গে বিরোধী নেতা বলেন,উনি দীর্ঘদিন আছেন।ওনার উপলব্ধী থেকে বলছেন। জঙ্গলরাজকে উপরে ফেলতে হবে বলেছেন প্রধানমন্ত্রী,সে প্রসঙ্গে বলেন,প্রধান మন্ত্রী চারবার এসেছেন।উনি যা বলেছেন ঠিকই বলেছেন。
0
comment0
Report
BSBidhan Sarkar
Nov 15, 2025 13:29:24
Chinsurah, West Bengal:অবশেষে পদত্যাগ করলেন চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায়। দলের নির্দেশ মেনে পদত্যাগ বলে জানালেন। চুঁচুড়া সদর মহকুমা শাসক অয়ন নাথের কাছে আপনার পদত্যাগ পত্র জমা দেন তৃণমূল চেয়ারম্যান। আট দিন আগে জেলা নেতৃত্ব অমিত রায়কে চেয়ারম্যান পর থেকে উত্তরপা দিতে বলেছিল। একইসঙ্গে বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী কেও পদত্যাগ করতে বলা হয়। বাঁশবেড়িয়ার চেয়ারম্যান আগেই পদত্যাগ করেছিলেন। আজ করলেন চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান। গত লোকসভা নির্বাচনে দুটো পুরসভা এলাকাতেই হারতে হয়েছিল তৃণমূলকে। সে‌ই কারণেই দল দুই চেয়ারম্যান কে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। দলের নির্দেশেই তিনি পদত্যাগ করছেন বলে পদত্যাগ পত্রে উল্লেখ করেন অমিত রায়।
61
comment0
Report
BSBidhan Sarkar
Nov 15, 2025 13:28:50
Chinsurah, West Bengal:একদা উওরপাড়ার বাসিন্দা প্রাক্তন আই পি এস আনন্দ মিশ্রা বিহার বিধানসভা নির্বাচনে বক্সার থেকে নির্বাচিত হয়েছেন,খবরে খুশি তার ক্যারাটে প্রশিক্ষক。 উত্তরপাড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের পরম হনস মিশ্রার পুত্র আনন্দ মিশ্রা।হিন্দুস্থান মোটর কারখানায় কাজ করতেন পরম হনস মিশ্রা。 ছোটো থেকে জেদ আর অধ্যাবসায় সেই দিনের আনন্দ মিশ্রা আজ এই জায়গায় জানাচ্ছেন তাঁর শিক্ষক。 শুধু পড়াশোনায় নয় ছোট থেকেই আনন্দ মিশ্রা ক্যারাটে তে পারদর্শী ছিলেন থার্ড ডান ব্ল্যাক বেল্ট পান。 নব্বইয়ের দশকে উত্তরপাড়ার ক্যারাটে প্রশিক্ষক সেনসাই প্রসেনজিৎ মুখার্জীর হাত ধরে ক্যারাটে তে যোগদান,আর পিছনে ফিরে তাকাতে হয়নি আনন্দ মিশ্রা কে。 এই বিষয় প্রসেনজিৎ মুখার్జীর জানান ছোট থেকেই আনন্দ এর মধ্যে বড় হওয়ার অদম্য ইচ্ছা ছিল ওর মধ্যে,যা কাজ দেওয়া হত তা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করত আনন্দ。 তখনকার সেই আনন্দ একদিন যে বাস্তবের আই পি এস দাপুটে পুলিশ অফিসার হয়ে উঠবে তা কে জানতো。 উত্তরপাড়া বিধানসভা এলাকার হিন্দমোটর এডুকেশন সেন্টার থেকে প্রথমে মাধ্যমিক ও হিন্দ মোটর উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক দেন,এরপর সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পলিটিকাল সায়েন্স বিষয় স্নাতক পাশ করে。 এরপর ২০১১ সালের আই পি এস আনন্দ মিশ্রা প্রথম থেকেই আসামে কর্মরত ছিলেন,তিনি এইটাই চর্চিত হয়ে উঠেছিলেন যে নব প্রজন্মের কাছে কাছে এক আইডল হিসাবে গ্রহন যোগ্যতা তৈরি হয়ে গিয়েছিল。 কিন্তু আনন্দ মিশ্রা র হঠাৎ আই পি এস চাকরি ছেড়ে সরাসরি রাজনীতিতে যোগদান অনেকেরই ভালো ভাবে মেনে নেননি,প্রিয়জন থেকে শিক্ষক অনেকেরই বারণ করেছিলেন কিন্তু সেই অদম্য জেদ ও ইচ্ছা শক্তি আজ আনন্দ মিশ্রা বিহারের বক্সার থেকে জয়ী হয়েছেন。 আত্মীয়স্বজন থেকে পাড়া প্রতিবেশী সকলেই খুশি আনন্দ এর এই সাফল্যে。
73
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 15, 2025 13:28:30
Howrah, West Bengal:বিহারে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে এনডিএ। রেকর্ড ভোটে জনতা দল ইউনাইটেড, বিজেপি এবং তার জোট সঙ্গী দলের বিধায়করা জিতেছেন। আর এতেই পশ্চিমবঙ্গের পরবর্তী নির্বাচনের বিভিন্ন ধরনের রাজনৈতিক সম্ভাবনা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে রাজ্য জনতা দল ইউনাইটেডে। ভোটের আগে পাটনায় জনতা দল ইউনাইটেডের অফিসের বাইরে বড় ধরনের হোডিং লাগানো হয়। সেই হোডিং এ বলা হয় "টাইগার আভি জিন্দা হ্যায়"। রাজ্য রাজনীতিতে 'চাচা' নামে পরিচিত নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ মহাগাঁটবন্ধন কে কার্যত দূরমুশ করে দেয়। তবে একদিন কেটে গেলেও এখনো পর্যন্ত নীতীশ কুমার কবে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তার দিন ঘোষণা করেনি এনডিএ নেতৃত্ব। এই নিয়ে রাজ্য জেডিইউ নেতৃত্ব ধীরে চলো নীতি নিয়ে চলছে। রাজ্যে জেডিইউ এর সভাপতি অমিতাভ দত্ত বলেন নিতীশ কুমার এর শপথের পর এ রাজ্যের রাজনীতি নিয়ে আমরা আলোচনায় বসবো। তবে এ রাজ্যে তৃণমূল শাসনের পরিবর্তন চায় দল। তাদের একটাই লক্ষ্য জাত, বর্ণ, ধর্ম নির্বিশেষে সব মানুষের উন্নয়ন। যাতে এখানকার যুবক-যুবতীদের শিক্ষা স্বাস্থ্য অথবা চাকরি জন্য বাইরের রাজ্যে যেতে না হয় তার ব্যবস্থা করা দরকার। এদিন তিনি আরো বলেন পশ্চিমবঙ্গ অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে গেছে। বর্তমান পরিস্থিতির পরিবর্তনের জন্য কোন একটি রাজনৈতিক দলের পক্ষে একা এই কাজ করা সম্ভব নয়। দরকার মানুষের জোট। এ ব্যাপারে গণআন্দোলন গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন জনতা দল ইউনাইটেড ২০০৬ সালে তৃণমূল কংগ্রেস ও ২০১৬ সালে কংগ্রেস সিপিএম জোটে যোগ দিয়েছিল। Now রাজ্যে বিকল্প জোটের পাশাপাশি মানুষের আন্দোলন দরকার। আমরা সেই লক্ষ্যেই কাজ করব।
35
comment0
Report
Advertisement
Back to top