Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
गंगा-सगर मेला 2026: 126 विशेष ट्रेन, शियालदह डिवीजन की सुरक्षा चाक-चौबंद योजना
AGAyan Ghosal
Jan 07, 2026 15:46:52
Kolkata, West Bengal
GANGA TRAIN *গঙ্গাসাগর মেলা ২০২৬: ১২৬টি বিশেষ ট্রেন চালু করে শিয়ালদহ ডিভিশনের ব্যাপক প্রস্তুতি; লক্ষ্য ‘শূন্য ত্রুটি’* কলকাতা: ০৭ জানুয়ারি ২০২৬: আসন্ন গঙ্গাসাগর মেলা ২০২৬ উপলক্ষে তীর্থযাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন ট্রেন পরিষেবায় রেকর্ড পরিমাণ বৃদ্ধি চূড়ান্ত করেছে। অভূতপূর্ব এই উদ্যোগের অংশ হিসেবে চলতি বছরে শিয়ালদহ ডিভিশন মোট ১২৬টি বিশেষ ট্রেন পরিচালনা করছে, যা পূর্ববর্তী বছরগুলির ৭২টি ট্রেনের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। এই বর্ধিত পরিষেবার সুষ্ঠু ও নিরাপদ পরিচালনা নিশ্চিত করতে শিয়ালদহ ডিভিশনের সিনিয়র ডিভিশনাল অপারেশনস ম্যানেজার শ্রী পঙ্কজ যাদব কন্ট্রোলার ও মূল সুপারভাইজারদের সঙ্গে একটি কৌশলগত বৈঠক করেন। বৈঠকে তিনি কন্ট্রোল অফিসকে ডিভিশনের “মেরুদণ্ড” হিসেবে উল্লেখ করে জানান, ১২৬টি বিশেষ ট্রেনের নির্বিঘ্ন চলাচল ও নিরাপত্তা বজায় রাখতে কন্ট্রোল অফিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে অতিরিক্ত বিশেষ ট্রেনগুলিকে বিদ্যমান সময়সূচির সঙ্গে সুষ্ঠুভাবে সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যাতে লক্ষ লক্ষ পুণ্যার্থীর যাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় হয়। এই বৈঠকে শ্রী যাডব অপারেশনাল শৃংখলা বজায় রাখার বিষয়ে কঠোর নির্দেশ দেন। তিনি স্পষ্টভাবে জানান যে, গঙ্গাসাগর মেলার সময় ডিভিশন উচ্চ সতর্কতায় কাজ করছে এবং মানবিক ত্রুটির ক্ষেত্রে কোনওরূপ ছাড় দেওয়া হবে না। যেকোনো মানবিক ত্রুটির ফলে যদি যাত্রী অসুবিধা বা অপারেশনাল ব্যাঘাত ঘটে, তবে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। দক্ষতা ও নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। *গ্রাউন্ড-লেভেল মনিটরিংয়ের জন্য গৃহীত নির্দেশনা ও কৌশলগুলির মধ্যে রয়েছে:* *Sক্রিয়াল Field পর্যবেক্ষণ:* গুরুত্বপূর্ণ স্থানগুলিতে অফিসার ও সুপারভাইজারদের মোতায়েন করা হবে, যাতে ভিড়ের গতিবিদি ও ট্রেন চলাচল রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা যায়। *Sর্বোচ্চ পরিবহন সক্ষমতা:* ১২৬টি বিশেষ ট্রেন পরিচালনার মাধ্যমে স্টেশনে ভিড় কমানো এবং যাত্রীদের ঘনঘন যাতায়াতের সুযোগ প্রদান করা হবে। *প্রাক্-সতর্ক নজরদারি:* কন্ট্রোলারদের সম্ভাব্য লজিস্টিক সমস্যা আগেভাগে চিহ্নিত ও প্রতিরোধ করার জন্য নিয়মিত নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে। এই বিস্তৃত প্রস্তুতির মাধ্যমে শিয়ালদহ ডিভিশন গঙ্গাসাগর মেলা ২০২৬-এ বিপুল সংখ্যক পুণ্যার্থীর আগমন সামাল দিতে সম্পূর্ণ প্রস্তুত এবং এই মেলাকে নিরাপত্তা, গতি ও পরিষেবার দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DGDebabrata Ghosh
Jan 08, 2026 14:17:40
Howrah, West Bengal:আই প্যাক অফিসে ইডি অভিযান।প্রতিবাদে মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিবাদ মিছিল। কেন্দ্রীয় এজেন্সির অতি তৎপরতা ও নির্বাচনের প্রাক্কালে প্রতিহিংসামূলক পদক্ষেপ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে বৃহস্পতিবার বিকেলে রাজ্যের প্রতিটি ব্লক এবং টাউনে প্রতিবাদ মিছিল করার নির্দেশ দেওয়া হয়েছে।হাওড়াতেও এদিন প্রতি ব্লকে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়। মধ্য হাওড়ার প্রতিবাদ মিছিলে মন্ত্রী অরূপ রায় নেতৃত্ব দেন। তিনি বলেন, তৃণমূলের অফিসে ক্যান্ডিডেট ফাইল হাতিয়ে নিচ্ছিল ED। তৃণমূলের বিরুদ্ধে এভাবে এজেন্সিদের ব্যবহার করে তথ্য লুটপাট করার চেষ্টাকে ধিক্কার জানিয়ে আমরা আজ প্রতিবাদে পথে নেমেছি। এদিন বিকেল ৩টেয় পার্বতী সিনেমা হলের সামনে থেকে মল্লিক ফটক পর্যন্ত ওই প্রতিবাদ মিছিল হয়।
0
comment0
Report
PCPrabir Chakraborty
Jan 08, 2026 11:21:06
0
comment0
Report
ASAyan Sharma
Jan 08, 2026 09:37:48
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Jan 08, 2026 06:52:37
Kolkata, West Bengal:টি-২০ বিশ্বকাপ শুরুর ঠিক একমাস আগে বড়সড় ধাক্কা ভারতীয় ক্রিকেট দলে। গুরুতর চোটের জন্য নিউজিল্যান্ড সিরিজে সম্ভবত খেলা হচ্ছে না তারকা ব্যাটার তিলক বর্মার। এমনকী, বিশ্বকাপের শুরুর দিকে তাঁর খেলা নিয়েও সংশয় রয়েছে। এই মুহূর্তে রাজকোটে বিজয় হাজারের ম্যাচ খেলছেন তিলক। জানা গিয়েছে, ঘরোয়া ক্রিকেট খেলাকালীন তলপেটে চোট পেয়েছেন তিনি। যার ফলে তাঁর শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে। বুধবার সকালে খাবার খাওয়ার পরই তলপেটে ব্যাথা অনুভব করেন তিলক। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে প্রাথমিক পরীক্ষানিরিখার পর চিকিৎসকরা জানিয়েছেন তিলকের চোট গুরুতর। তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন। বিসিসিআইয়ের সেন্টার এক্সেলেন্সের চিকিৎসকদের কাছে তিলকের সমস্ত তথ্য পাঠানো হবে। অস্ত্রোপচার করা হবে নাকি আপাতত ওষুধ নিয়ে খেলা চালিয়ে যাবেন তিলক, সেই সিদ্ধান্ত নেবেন সেখানকার চিকিৎসকরাই。 তিলককে অস্ত্রোপচার করাতে হলে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ তো বটেই বিশ্বকাপের শুরুতেও তাঁর খেলা নিয়ে ঘোর অনিশ্চয়তা।
0
comment0
Report
Advertisement
Back to top