Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
बारिश के बावजूद कोलकाता के पंडालों में विजय दशमी पर भीड़ का उफान
TCTathagata Chakraborty
Oct 03, 2025 04:30:12
Kolkata, West Bengal
বিজয়া রাতেও প্যান্ডেলে স্রোত, বৃষ্টিকে হার মানাল শহরবাসী বিজয়া দশমীর রাতেও কলকাতার পুজো মণ্ডপগুলিতে উপচে পড়া ভিড়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মধ্যরাতের পর থেকেই শহরে বৃষ্টি শুরু হলেও, তাতে ভাটা পড়েনি দর্শনার্থীদের উৎসাহে। শ্রীভূমি, সুরুচি সংঘ, দমদম পার্ক, টালা প্রত্যয়, লেবুতলা পার্ক, চেতলা অগ্রনী সহ শহরের নামী মণ্ডপগুলোতে ছিল মানুষের ঢল। পুজোর মূল কয়েকদিন অতিরিক্ত ভিড়ের কারণে অনেকেই দর্শন সেরে উঠতে পারেননি। তাই বিজয়ার রাতকে হাতছাড়া করতে রাজি নন কেউই। ছাতা মাথায় বা রেইনকোট গায়ে—ভিড় জমেছে প্রতিমা আর মণ্ডপ দর্শনে। প্যান্ডেলগুলিতে এখনও চলছে আলো, ঢাক আর সেলফির উৎসব। শহরের নানা প্রান্তে পুলিশ ও স্বেচ্ছাসেবীরা ভিড় সামলাতে ব্যস্ত। বৃষ্টি সত্ত্বেও রাস্তায় যান চলাচলও ছিল সচল। দুর্গাপুজোর উৎসবশেষেও কলকাতা যেন এখনও উৎসবমুখর。 রাত্রি ১২টা - শ্রীভুমি রাত্রি ২টা - টালা প্রত্যয় রাত্রি - ৩টা সন্তোষমিত্র স্কোয়ার রাত্রি ৪টা - চেতলা অগ্রনী
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ABArup Basak
Oct 03, 2025 06:06:49
Mal Bazar, West Bengal:আবার চিতাবাঘ এর হামলা মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের খেরকাটা গ্রামে। গতকাল সন্ধ্যা নাগাদ এক ব্যাক্তির ওপর হামলা চালায় চিতাবাঘ। আহত ব্যাক্তির নাম বুধু ওড়াও(৫৫)৷ এর আগেও এই এলাকায় চিতাবাঘ এর হামলায় দুই শিশুর মৃত্যু হয়েছে। রাতেই আহত ব্যাক্তিকে নাগরাকাটার সুলকাপাড়া হাসপাতালে নিয়ে আসে। সেখানেই চিকিৎসা চলছে। এসেছে বন দপ্তরের আধিকারিকেরা। কিছুদিন আগে খেরেকাটায় যেখানে চিতাবাঘ এর আক্রমনে এক শিশুর মৃত্যু হয় তার পাশেই এই বয়স্ক ব্যাক্তির ওপর হামলা চালায় চিতাবাঘটি। জানা গেছে এই ব্যক্তি মাঠ থেকে গরু আনতে যাচ্ছিলো, সেই সময় চিতাবাঘ তার পায়ের ওপর ঝাপিয়ে পড়ে। কিন্তু তার চিৎকার চ্যাচামেচিতে বাঘ আহত করে পালিয়ে যায়। ইতি পুর্বে এই এলাকায় চিতাবাঘ ধরতে ৬ টি খাচা এবং ৫ টি ট্রাপ ক্যামেরা বসানো হয়েছে। তারপর খাচা বন্দি হচ্ছে না চিতাবাঘ। আর এতেই আতঙ্ক বারছে এলাকায়। বাইট ১) সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েত সদস্য মজনুরুল হক।
0
comment0
Report
ABArup Basak
Oct 03, 2025 06:01:20
Mal Bazar, West Bengal:আবার চিতাবাঘ এর হামলা মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের খেরকাটা গ্রামে। গতকাল সন্ধ্যা নাগাদ এক ব্যাক্তির ওপর হামলা চালায় চিতাবাঘ। আহত ব্যাক্তির নাম বুধু ওড়াও(৫৫)৷ এর আগেও এই এলাকাে চিতাবাঘ এর হামলায় দুই শিশুর মৃত্যু হয়েছে। রাতেই আহত ব্যাক্তিকে নাগরাকাটার সুলকাপাড়া হাসপাতালে নিয়ে আসে। সেখানেই চিকিৎসা চলছে। এসেছে বন দপ্তরের আধিকারিকেরা। কিছুদিন আগে খেরকাটায় যেখানে চিতाबাঘ এর আক্রমনে এক শিশুর মৃত্যু হয় তার পাশেই এই বয়স্ক ব্যাক্তির ওপর হামলা চালায় চিতাবাঘটি। জানা গেছে এই ব্যক্তি মাঠ থেকে গরু আনতে যাচ্ছিলো, সেই সময় চিতাবাঘ তার পায়ের ওপর ঝাপিয়ে পড়ে। কিন্তু তার চিৎকার চ্যাচামেচিতে বাঘ আহত করে পালিয়ে যায়। ইতি পুর্বে এই এলাকায় চিতাবাঘ ধরতে ৬ টি খাচা এবং ৫ টি ট্রাপ ক্যামেরা বসানো হয়েছে। তারপর খাচা বন্দি হচ্ছে না চিতাবাঘ। আর এতেই আতঙ্ক বারছে এলাকায়। বাইট ১) সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েত সদস্য মজনুরুল হক।
0
comment0
Report
PDPradyut Das
Oct 03, 2025 04:45:16
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়িতে কার্নিভালের জোর প্রস্তুতি। ১৮ টি পুজো কমিটি জলপাঈগুড়ি শহরে এই কার্নিন্যালে অংশগ্রহণ করবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা যায়। আগামীকাল শনিবার জলপাইগুড়িতে দূর্গা পূজার কার্নিভালের আয়োজন জেলা প্রশাসনের। সুষ্ঠুভাবে কার্নিভাল সম্পন্ন করতে জেলা প্রশাসনের পাশাপাশি এবং পুরসভা ময়দানে।ইতিমধ্যেই গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত জেলা বিভিন্ন নদী পুকুর ঘাটে বহু প্রতিমা নিরঞ্জন নির্বিণী সম্পন্ন হয়েছে। জলপাইগুড়ি শহরের ক্লাব রোড এলাকায় শুরু হয়েছে মঞ্চ ব্যথার কাজ। আর এখানেই ১৮ টি পূজা কমিটি এই কার্নিভালে অংশগ্রহণ করবে বলে প্রশাসন সূত্রে জানা যায়। ইতিমধ্যেই জেলা এবং পুলিশ প্রশাসন পৌরসভার তরফে শহরের বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন জেলাশাসক পুলিশ সুপার সহ পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান। কোন কোন রাস্তা দিয়ে এই কার্নিভালের শোভাযাত্রা পরিদর্শন করবেন তা খতিয়ে দেখেছেন জেলা প্রশাসনের কর্তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বেশ কয়েক বছর ধরে এই কার্নিভাল উৎসব পালন করা হচ্ছে। বহু মানুষজন এই সবে শামিল হয়ে কার্নিভালের আনন্দ করেন। আগামীকাল এই কার্নিভাল দেখতে ছোট থেকে বড় বহু মানুষ ভিড় জমাবেন বলে মনে করছেন জেলা প্রশাসন। আর সে কারণেই যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশ এবং প্রশাসনের পাশাপাশি পৌরসভা তৈরি।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Oct 03, 2025 04:03:51
Baruipur, West Bengal:সাতসকালে গলার नলী কেটে খুন, বেগমপুরে চাঞ্চল্য বারুইপুর পূর্বের বেগমপুর গ্রাম পঞ্চায়েতের ৬০ কলোনি এলাকার কাঠের ব্রিজের কাছে মিলল এক যুবকের রক্তাক্ত দেহ। শুক্রবার সকালে পথচলতি মানুষের চোখে পড়ে ঘটনাস্থল। গলার নলী কাটা অবস্থায় রাস্তায় পড়ে থাকা দেহ দেখেই তারা আতঙ্কে চিৎকার শুরু করেন। খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তে এলাকায় ভিড় জমে যায়। পাশে পড়েছিল একটি মদের বোতল। সেই সূত্র ধরে সন্দেহ দানা বাঁধছে আরও গভীরভাবে. স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যা নামলেই ওই নির্জন রাস্তার ধারেই বসে মদের আসর। নিয়মিতই সেখানে অচেনা যুবকদের আনাগোনা থাকে। অনেক সময় রাত অবধি চলতে থাকে মদ্যপান ও বচসা। বাসিন্দারা আগেও অভিযোগ তুলেছিলেন, কিন্তু তেমন ব্যবস্থা হয়নি বলেই দাবি। তাঁদের মতে, রাতের অন্ধকারে ওই এলাকাই এখন দুষ্কৃতীদের আড্ডাখানা. ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিকভাবে খুন বলে অনুমান তদন্তকারীদের। কারা, কী কারণে খুন করল, তা জানতে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে. স্থানীয়দের দাবি, দ্রুত নজরদারি ও টহলের ব্যবস্থা না করলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে। ভয় এবং ক্ষোভ মিলেমিশে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে এলাকায়.
0
comment0
Report
PDPradyut Das
Oct 03, 2025 02:00:37
Jalpaiguri, West Bengal:বিজয়ার মিষ্টি বিজয়ার হরেক রকমের মিষ্টি, জলপাইগুড়িতে মিষ্টি কিনতে ক্রেতাদের ভিড় বিভিন্ন মিষ্টির দোকান গুলোতে। বিজয়ার মিষ্টিমুখ জলপাইগুড়ির বিভিন্ন মিষ্টির দোকানে ক্রেতাদের ভিড়। হরেক রকমের মিষ্টির সম্ভার নিয়ে বিভিন্ন মিষ্টান্ন ব্যবসায়ীরা। শুভ বিজয়া উপলক্ষে মিষ্টির দোকানে হরেক রকমের মিষ্টি সাজিয়ে রেখেছেন মিষ্টান্ন ব্যবসায়ীরা । বিজয়া উপলক্ষে দশমীর দিনে মিষ্টি কিনতে জলপাইগুড়ি নেতাজি পাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন হারু ঘোষের মিষ্টান্ন ভান্ডারে কাস্টমারদের ভিড় উপচে পড়েছে। রসগোল্লা, পানতোয়া, ঘি যে ভাজা জিলাপি , ছানার পোলাও, সিতাভোগ, রাজভোগ, কমলা ভোগ, কালোজাম , চমচম, গঙ্গারামপুরের দই, চমচম বোদে, ঝুড়ি, বুন্দিয়া, নিমকি সহ হরেক রকমের মিষ্টির সম্ভার নিয়ে জলপাইগুড়িতে বিজয়া শুরু।
0
comment0
Report
SCSandip Chowdhury
Oct 02, 2025 18:47:04
Katwa, West Bengal:বিজয়া দশমীতে কাটোয়ায় ঠাকুর বিসর্জন শুরু, কড়া নজরদারিতে পৌরসভা ও পুলিশ প্রশাসন। সকালে আবহাওয়া খারাপ থাকলেও দুপুরের পর থেকে আকাশে আর বৃষ্টির দেখা মেলেনি। আবহাওয়া স্বাভাবিক হতেই কাটোয়া শহর ও আশেপাশের বারোয়ারি এবং বাড়ির ঠাকুরগুলির বিসর্জন পর্ব শুরু হয়ে গেছে। কাটোয়া পৌরসভার দায়িত্বে প্রতি বছরই শহরের দুটি নির্দিষ্ট ঘাটে বিসর্জনের ব্যবস্থা করা হয়। একটি হলো দেবরাজ ঘাট, অন্যটি শ্মশানঘাট। এই দু’ঘাটেই পৌরসভার কর্মীরা প্রতিমা নামানো থেকে শুরু করে বিসর্জনের যাবতীয় কাজ সম্পূর্ণ করেন। শহরের বিভিন্ন বারোয়ারি এবং বাড়ির ঠাকুর যাত্রাপথে ঘাট পর্যন্ত পৌছে দিলে, এরপর থেকে বিসর্জনের যাবতীয় দায়িত্ব পৌরসভার হাতে চলে যায়। যানজট এড়াতে এবং শৃঙ্খলা বজায় রাখতে কাটোয়া থানার পুলিশ বিশেষ উদ্যোগ নিয়েছে। সমস্ত প্রতিমা বিসর্জনের রুট একমুখী করে দেওয়া হয়েছে, যাতে শহরের রাস্তায় কোনো জট সৃষ্টি না হয়। পাশাপাশি ট্রাফিক পুলিশ ও কাটোয়া থানার পুলিশকর্মীরা রাস্তায় টহল দিচ্ছেন। অন্যদিকে গঙ্গার ঘাটে বিপর্যয় মোকাবিলা বাহিনি (ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম) নৌকা নিয়ে টহল দিচ্ছে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। শহর জুড়ে তাই নিরাপত্তার কড়া ব্যবস্থা লক্ষ্য করা গেছে। কাটোয়ায় টানা তিনদিন ধরে প্রতিমা বিসর্জনের কর্মসূচি চলবে। প্রতিদিনই একইভাবে পৌরসভার তত্ত্বাবধানে দেবরাজ ঘাট ও শ্মশানঘাটে বিসর্জন হবে। পৌরসভা, পুলিশ প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর তৎপরতায় নিরাপদ ও শান্তিপূর্ণভাবে বিসর্জন পর্ব সম্পন্ন হচ্ছে। ফলে কাটোয়া শহরে উৎসবের আমেজের পাশাপাশি সাধারণ মানুষও নিশ্চিন্তে প্রতিমা বিসর্জনের সাক্ষী হতে পারছেন।
3
comment0
Report
STSrikanta Thakur
Oct 02, 2025 18:46:18
Dinajpur, Rangpur Division:বালুরঘাটে বিসর্জন শোভাযাত্রা বালুরঘাট সংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে প্রতিযোগিতামূলক কার্নিভাল দশমীর দিন সন্ধ্যায় বালুরঘাট পৌরসভা এলাকার প্রায় প্রতিমা চাঁদ যাবত পূর্ণ শোভাযাত্রা সহকারে ত্রি নদীতে নিরঞ্জন করা হয় এই নিরঞ্জনকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছে শাসকবিরোধী দুইপক্ষ। সুকান্ত মজুমদার শোভাযাত্রাকে প্রতিযোগিতা ঘোষণা করাতেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও পাল্টা একটি মঞ্চ তৈরি করা হয়, যেখান থেকে রাজনৈতিক স্লোগান ও কর্মকাণ্ড চালানো হয়। অবশ্যই রাজনৈতিক তরজা যাই থাক দক্ষিণ দিনাজপুরের মানুষ এই শোভাযাত্রাকে গভীর রাত পর্যন্ত উপভোগ করেছেন হাজারে হাজারে মানুষ উপস্থিত ছিল থানা মোড় চত্বর ও ঘাট এলাকায়। ১/ অশোক মিত্র চেয়ারম্যান বালুরঘাট পৌরসভা ২/ সুকান্ত মজুমদার সাংসদ
1
comment0
Report
Dussera 2025
Advertisement
Back to top