Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735221

मालबाज़ार के नागराकाटा में चीते ने बुजुर्ग पर हमला, इलाके में दहशत

ABArup Basak
Oct 03, 2025 06:06:49
Mal Bazar, West Bengal
আবার চিতাবাঘ এর হামলা মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের খেরকাটা গ্রামে। গতকাল সন্ধ্যা নাগাদ এক ব্যাক্তির ওপর হামলা চালায় চিতাবাঘ। আহত ব্যাক্তির নাম বুধু ওড়াও(৫৫)৷ এর আগেও এই এলাকায় চিতাবাঘ এর হামলায় দুই শিশুর মৃত্যু হয়েছে। রাতেই আহত ব্যাক্তিকে নাগরাকাটার সুলকাপাড়া হাসপাতালে নিয়ে আসে। সেখানেই চিকিৎসা চলছে। এসেছে বন দপ্তরের আধিকারিকেরা। কিছুদিন আগে খেরেকাটায় যেখানে চিতাবাঘ এর আক্রমনে এক শিশুর মৃত্যু হয় তার পাশেই এই বয়স্ক ব্যাক্তির ওপর হামলা চালায় চিতাবাঘটি। জানা গেছে এই ব্যক্তি মাঠ থেকে গরু আনতে যাচ্ছিলো, সেই সময় চিতাবাঘ তার পায়ের ওপর ঝাপিয়ে পড়ে। কিন্তু তার চিৎকার চ্যাচামেচিতে বাঘ আহত করে পালিয়ে যায়। ইতি পুর্বে এই এলাকায় চিতাবাঘ ধরতে ৬ টি খাচা এবং ৫ টি ট্রাপ ক্যামেরা বসানো হয়েছে। তারপর খাচা বন্দি হচ্ছে না চিতাবাঘ। আর এতেই আতঙ্ক বারছে এলাকায়। বাইট ১) সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েত সদস্য মজনুরুল হক।
3
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ALArup Laha
Oct 03, 2025 08:21:40
Belna, West Bengal:कार्निवल के चारों ओर विवाद, सड़कों पर असुविधा – प्रशासन और सरकार चुप। शनिवार कार्निवाल है। इसके पहले भी तैयारी तेजी से चल रही है। बारिश की परवाह न करते हुए बर्धमान शहर के कर्जनगेट चौक पर मंच जोर-शोर से बन रहा है। इस साल कुल 28 क्लब हिस्सा लेंगे। लेकिन इसी मंच के इर्दगिर्द बहस भी शुरू हो चुकी है। आरोप है कि पिछले सात दिनों से JT रोड के आधे हिस्से पर मंच निर्माण चल रहा है, जिससे वाहनों का आवागमन बाधित हो रहा है और सामान्य pedestrians को भी मुश्किलें हो रही हैं। इतना ही नहीं कर्जनगेट के ट्रैफिक सिग्नल कंट्रोल रूम भी मंच के पीछे चला गया है, जिससे ड्यूटी पर तैनात ट्रैफिक कर्मी मुश्किल में हैं। इस स्थिति पर प्रशासन और राजनितिक दल चुप रहने का आरोप है। जिला प्रशासन के अधिकारी टिप्पणी के लिए तैयार नहीं दिखते। इसी तरह Bardhaman दक्षिण के विधायक खোকन दास भी चुप हैं। विपक्षी दलों के नेता इस मुद्दे पर harsher टिप्पणी कर रहे हैं। कांग्रेस नेता गोरव समाद्दार ने कहा, "शासन और प्रशासन मिलकर एक हो गये हैं; नियम-कानून मानने की ज़रूरत उन्हें नहीं लगती।" भाजपा के प्रवक्ता शांतरोप डे ने कहा, "शहर की सड़कें पहले से बदहाल हैं; अब राजपथ भी मंच के लिए जकड़ लिया गया है, जिससे शहरवासियों की मुश्किल और बढ़ेगी." इसकी वजह से शहरवासियों के बीच प्रशासन और उनकी चुप्पी पर सवाल उठ रहे हैं। बाइट 1: गोरव समाद्दार (कांग्रेस नेता), बाइट 2: शांतरूप डे (भाजपा प्रवक्ता), बाइट 3: वाक थ्रू।
0
comment0
Report
ALArup Laha
Oct 03, 2025 08:20:47
Belna, West Bengal:কার্নিভাল ঘিরে বিতর্ক, রাস্তা জুড়ে অসুবিধা – প্রশাসন ও শাসক নীরব। শনিবার কার্নিভাল। তার আগে থেকেই চলছে প্রস্তুতি। বৃষ্টি উপেক্ষা করেই বর্ধমান শহরের কার্জনগেট চত্বরে জোরকদমে বাঁধা হচ্ছে মঞ্চ। এ বছর মোট ২৮টি ক্লাব অংশ নেবে বলে জানা গেছে。 কিন্তু এই মঞ্চ ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ, গত সাতদিন ধরে জিটি রোডের অর্ধেক অংশ দখল করে মঞ্চ তৈরির কাজ চলছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, সাধারণ পথচারীদেরও সমস্যায় পড়তে হচ্ছে। এমনকি কার্জনগেটের ট্রাফিক সিগনালের কন্ট্রোল রুমও মঞ্চের আড়ালে চলে গেছে, ফলে সমস্যায় পড়েছেন কর্তব্যরত ট্রাফিক কর্মীরা。 এই পরিস্থিতি নিয়ে প্রশাসন ও শাসকদল নীরব বলে অভিযোগ। জেলা প্রশাসনের কোনও আধিকারিক এ বিষয়ে মন্তব্য করতে চাননি। একইভাবে চুপ রয়েছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসও。 বিরোধীরা অবশ্য সরব। কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার অভিযোগ করেছেন, “শাসক দল আর প্রশাসন মিলে একাকার হয়ে গেছে। নিয়ম কানুন মানার কোনও প্রয়োজন বোধ করছে না তারা。” বিজেপি মুখপাত্র শান্তরূপ দে বলেন, “এমনিতেই বর্ধমান শহরের রাস্তার অবস্থা বেহাল। এখন আবার রাজপথ দখল করে কার্নিভালের মঞ্চ তৈরি করা হয়েছে। এতে শহরবাসীর দুর্ভোগ আরও বাড়ছে。” অভিযোগের মুখে জেলা প্রশাসনের ভূমিকা ও নীরবতা নিয়ে এখন প্রশ্ন উঠছে শহরবাসীর মধ্যে。 বাইট ১। গৌরব সমাদ্দার (কংগ্রেস নেতা), বাইট ২।শান্তরূপ দে(মুখপাত্র, বিজেপি), বাইট ৩।ওয়াক থ্রু।
0
comment0
Report
PDPradyut Das
Oct 03, 2025 08:15:59
0
comment0
Report
ABArup Basak
Oct 03, 2025 08:15:44
Mal Bazar, West Bengal:দুর্গাপুজোর পর প্রতিমা বিসর্জনের উৎসব শেষে এখন চলছে নদী পরিষ্কার রাখার লড়াই। মালবাজার মহকুমার প্রশাসনের উদ্যোগে এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় শুক্রবার চেল ও মাল নদীতে শুরু হয়েছে ব্যাপক সাফাই অভিযান। গতকাল রাত পর্যন্ত চেল ও মাল নদীর বিভিন্ন ঘাটে প্রতিমা নিরঞ্জনের দৃশ্য ছিল চোখে পড়ার মতো। সবচেয়ে বেশি বিসর্জন হয়েছে এই দুই নদীতেই। তবে বিসর্জনের পরে নদীর পরিবেশ রক্ষায় প্রয়োজন ছিল সচেতন উদ্যোগের — সেই কাজেই এখন নেমেছে প্রশাসন। চেল নদীর ঘাটে গিয়ে দেখা গেল, নদীর বুকে পড়ে থাকা প্রতিমার কাঠামো, ফুল, বেলপাতা সহ অন্যান্য পূজার উপকরণ তুলে সরিয়ে নেওয়া হচ্ছে। নদী পরিষ্কার করতে মাঠে নেমেছেন গ্রাম পঞ্চায়েত কর্মীরা, ব্লক প্রশাসনের কর্মীরা ও স্বেচ্ছাসেবকরা। শ্যাম ছেত্রী, একজন গ্রাম পঞ্চায়েত কর্মী বলেন, “প্রতিমা বিসর্জনের পরে আমরা সকাল থেকে কাজ করছি। নদী যাতে দূষিত না হয়, সেদিকে লক্ষ্য রেখেই এই উদ্যোগ।” নদীতে পড়ে থাকা কাঠের কাঠামোতেও ছিটানো হচ্ছে স্প্রে, যাতে ডেঙ্গু বা অন্য কোনও রোগ ছড়াতে না পারে। ব্লক প্রশাসনের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে যে পুরো অঞ্চলজুড়ে সাফাই অভিযান চলবে。 রমেশ প্রধান নানে আর এক কর্মী জানান, “ব্লক প্রশাসনের নির্দেশে এই সাফাই অভিযান চলছে। স্বাস্থ্যবিধি মেনে কাজ হচ্ছে। স্থানীয় মানুষও সহযোগিতা করছেন।” অন্যদিকে, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও এগিয়ে এসেছেন এই কাজে। সংগঠনের সদস্য শেখর দে বলেন, “নদীর পরিস্কারের জন্য এসেছি। প্রশাসনের পক্ষ থেকেও কাজ হচ্ছে। খুব ভালো উদ্যোগ।” জানা গেছে, সারাদিন ধরে নদীঘাট পরিষ্কারের কাজ চলবে। মাল নদীতেও একই ধরনের অভিযান চলছে। প্রশাসনের এই উদ্যোগে যেন এক সুন্দর উদাহরণ হয়ে দাঁড়িয়েছে পরিবেশ রক্ষার ক্ষেত্রে। বাইট ১)শ্যাম ছেত্রী(গ্রাম পঞ্চায়েতের কর্মচারি) ২) শেখর দে সেচ্ছাসেবি সংগঠন। ৩) ব্লক প্রশানের কর্মি রমেশ প্রধান ৪) পিটুসি অরুপ বসাক।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Oct 03, 2025 08:03:42
Baruipur, West Bengal:কবিন্দপুরে মর্মান্তিক দুর্ঘটনা, ছাদ থেকে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু বারুইপুরের কবিন্দপুরে ঘটে গেল চাঞ্চল্যকর মৃত্যু। বৃহস্পতিবার ночью একটি মিষ্টির দোকানের মালিকের বাড়ির ছাদে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিল কিশোর বাচ্চু মন্ডল (১৬)। আচমকাই ছাদ থেকে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। ঘটনাটি এলাকায় ক্ষোভ ও শোকের ছায়া নামিয়েছে। বাচ্চুর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কুলতলির নলগড়া এলাকায়। কয়েক মাস আগে কাজের সন্ধানে সে বারুইপুরের কবিন্দপুরে আসে। স্থানীয় একটি মিষ্টির দোকানে কাজ করত সে এবং দোকানের মালিকের বাড়িতেই থাকত। সূত্রের খবর, রাতের খাবার সেরে ছাদে উঠে কারও সঙ্গে ফোনে কথা বলছিল বাচ্চু। সেই সময়ে পা হড়কে বা ভারসাম্য হারিয়ে সে নিচে পড়ে যায়। নিচে পড়ে থাকা একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারে একমাত্র রোজগেরে সদস্য হওয়ায় এই মৃত্যুতে নলগড়া ও কবিন্দপুর – দুই জায়গাতেই গভীর শোকের ছায়া নেমেছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। বাড়ির ছাদের সুরক্ষা ব্যবস্থা এবং বৈদ্যুতিক সংযোগ কতটা নিরাপদ ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
0
comment0
Report
BBBimal Basu
Oct 03, 2025 08:03:27
0
comment0
Report
BBBimal Basu
Oct 03, 2025 07:40:06
Basirhat, West Bengal:গতকাল দশমীর দিন সন্দেশখালিতে এক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয় গ্রাম। আজ ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ত্রান দেওয়া শুরু করল প্রশাসন গতকাল দুপুর সাড়ে তিনটে নাগাদ সন্দেশখালি ১ নম্বর ব্লকের আগারহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এলাকায় হঠাৎ এক মিনিটের টর্ণেডো ঝড় আর সেই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় প্রায় বেশ কিছু বাড়ি। বেশ কিছু বাড়ির টিনের চাল উড়ে যায় বৈদ্যুতিক খুঁটি ও বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় গোটা এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আজ এই ঝড় কবলিত এলাকায় জান সন্দেশখালি এক নম্বর ব্লকের বিডিও তার প্রতেনিধি দল ও ন্যাজাট থানার পুলিস। ক্ষতিগ্রস্ত হাত তুলে দেওয়া হয় ত্রান。 বিমল বসু বসিরহাট
0
comment0
Report
BBBimal Basu
Oct 03, 2025 07:39:46
0
comment0
Report
PSPrasenjit Sardar
Oct 03, 2025 07:39:16
Baruipur, West Bengal:উত্তরপ্রদেশে আই লাভ মুহাম্মদ লেখা ব্যানার খুলে দেওয়া ও গ্রেফতারের প্রতিবাদে ভাঙড়ে প্রতিবাদ মিছিল। উত্তরেপ্রদেশের কানপুরে নবী দিবস উপলক্ষে “আই লাভ মোহাম্মদ” লেখা ব্যানার লাগানোর কারণে বেশ কয়েকজন মুসলিম সম্প্রদায়ের মানুষকে গ্রেফতার করে পুলিশ। শুধু তাই নয়, সেই ব্যানারও খুলে দেওয়া হয় পুলিশের তরফে। এই ঘটনায় দেশজুড়ো মুসলিম সমাজের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। গত শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরের কচুয়া এলাকা থেকে এক প্রতিবাদী বাইক র‍্যালি মিছিল বার হয়। মিছিলে এলাকার ইমাম, মুয়াজ্জিন ও অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষ অংশ নেন। প্রতিবাদীদের অভিযোগ—ভারতের সংবিধান প্রতিটি নাগরিককে নিজের ধর্ম পালনের অধিকার দিয়েছে। অথচ উত্তরপ্রদেশে নবী দিবস উপলক্ষে ব্যানার লাগানোয় মুসলিম সম্প্রদায়ের মানুষদের গ্রেফতার করা হচ্ছে। তাই এই অন্যায়ের বিরুদ্ধে তারা পথে নেমেছেন。
0
comment0
Report
PSPrasenjit Sardar
Oct 03, 2025 07:30:41
Baruipur, West Bengal:উত্তরপ্রদেশে আই লাভ মুহাম্মদ লেখা ব্যানার খুলে দেওয়া ও গ্রেফতারের প্রতিবাদে ভাঙ্গড়ে প্রতিবাদ মিছিল। উত্তরপ্রদেশের কানপুরে নবী দিবস উপলক্ষে “আই লাভ মোহাম্দ” লেখা ব্যানার লাগানোর কারণে বেশ কয়েকজন মুসলিম সম্প্রদায়ের মানুষকে গ্রেফতার করে পুলিশ। শুধু তাই নয়, সেই ব্যানারও খুলে দেওয়া হয় পুলিশের তরফে। এই ঘটনায় দেশজুড়ে মুসলিম সমাজের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। গত শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গরের কচুয়া এলাকা থেকে এক প্রতিবাদী বাইক র‍্যালি মিছিল বার হয়। মিছিলে এলাকার ইমাম, মুয়াজ্জিন ও অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষ অংশ নেন। প্রতিবাদীদের অভিযোগ—ভারতের সংবিধান প্রতিটি নাগরিককে নিজের ধর্ম পালনের অধিকার দিয়েছে। অথচ উত্তরপ্রদেশে নবী দিবস উপলক্ষে ব্যানার লাগানোয় মুসলিম সম্প্রদায়ের মানুষদের গ্রেফতার করা হচ্ছে। তাই এই অন্যায়ের বিরুদ্ধে তারা পথে নেমেছেন।
0
comment0
Report
BSBarun Sengupta
Oct 03, 2025 07:15:42
Barrackpore, Kolkata, West Bengal:ভাটাপাড়া বি,এল নং ২২ এর দুর্গাপূজা গহনা চুরি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লো। গতকাল বৃহস্পতি বার থাকায় এলাকায় মানুষ ঠাকুর বিসর্জন দেননি। আজ বিসর্জনের কথা ছিলো। কীভাবে চোরেরা গহনা চুরি হলো তা নিয়ে প্রশ্ন উঠছে এলাকার বাসিন্দাদের। CCTV গতকাল খুলে নেয়ার পরই চোরারা এই সুযোগে গহনা চুরি করেছে বলে স্থানীয়দের অনুমান। মা দুর্গার গহনা চুরি যাওয়ায় এলাকাবাসী ক্ষোভে ফুৎফুতে। বাইট: স্থানীয় বাসিন্দা তবে চুরির ঘটনা নিয়ে আসরে তৃণমূল ও বিজেপি- দুপক্ষই অভিযোগ করেছে। তৃণমূলের দাবী তারা চুরি যাওয়া গহনা পুজো কমিটি কিনে দেবে। এতে বিতর্ক শুরু। বাইট: অমিত সাউ (ভাটাপাড়া তৃণমূল যুব সভাপতি) তবে গহনা উদ্ধার না করে এবং চোরেদের গ্রেফতার না করে তৃণমূল কেন গহনা কিনে দিতে চাইছে? প্রশ্ন বিজেপির যুব নেতা প্রিয়াংগু পান্ডে (বিজেপি) এর। তার অভিযোগ তৃণমূল চুরির ঘটনা ধামা চাপা দিতে চাইছে। চোরেদের আড়াল করতে চাইছে। বাইট: প্রিয়াংগু পান্ডে ( বিজেপির যুব নেতা) স্থানীয়রা তৃণমূলের কেনা গহনা নেবে না; তারা চুরির গহনা ফেরত চাই এবং চোরদের শাস্তি চায়।
0
comment0
Report
BSBarun Sengupta
Oct 03, 2025 07:04:06
Barrackpore, Kolkata, West Bengal:চোরায় না শোনে ধর্মের কাহিনি!! ভাটপাড়া বি,এল ২২ নং গলির দুর্গাপ্রতিমার গহনা চুরি!! আর এই নিয়ে আসরে বিজেপি তৃণমূল উভয় পক্ষই!! ক্ষোভে ফুসছে এলাকাবাসি,তৃনমুল কিনে দেওয়া গহনা নিতে নারাজ পুজো কমিটি,চুরি যাওয়া গহনা তারা ফেরত চায়!! ভাটাপাড়া বি,এল নং ২২ এর দুর্গাপূজার গহনা চুরি নিয়ে উত্তেজনা ছড়ালো। গতকাল বৃহস্পতিবার থাকায় এলাকায় মানুষ ঠাকুর বিসর্জন দেন নি।আজ বিসর্জন হওয়ার কথা ছিলো।কি করে চোরেরা গহনা চুরি হলো তা নিয়ে প্রশ্ন তুলছে এলাকার বাসিন্দারা। CCTV গতকাল খুলে নেবার পরই চোরারা এই সুযোগে গহনা চুরি করেছে বলে স্থানিয় দের অনুমান।মা দুর্গার গহনা চুরি যাওয়ায় ক্ষোভে ফুসছে এলাকা বাসি। বাইটঃ- স্থানীয় বাসিন্দা তবে চুরির ঘটনা নিয়ে আসরে তৃনমুল এবং বিজেপি।তৃনমুলের দাবী তারা এই চুরি যাওয়া গহনা পুজো কমিটি কে কিনে দেবে।আর এতেই বিতর্ক শুরু। বাইটঃ- অমিত সাউ( ভাটাপাড়া তৃনমুল যুব সভাপতি) তবে গহনা উদ্ধার না করে এবং চোরেদের গ্রেফতার না করে তৃনমুল কেন গহনা কিনে দিতে চাইছে?? প্রশ্ন বিজেপির যুব নেতা প্রিয়াংগু পান্ডের।তার অভিযোগ তৃনমুল চুরির ঘটনা ধামা চাপা দিতে চাইছে।চোরেদের আড়াল করতে চাইছে। বাইটঃ- প্রিয়াংগু পান্ডে ( বিজেপির যুব নেতা) তবে স্থানিয়রা তৃনমুলের কেনা গহনা নিতে নারাজ। চুরির গহনা তারা ফেরত চায় , আর চোরেদের শাস্তি চায়!
4
comment0
Report
BSBarun Sengupta
Oct 03, 2025 07:03:44
Barrackpore, Kolkata, West Bengal:ভাটাপাড়া বি,এল ২২ নং গলির দুর্গাপূজার গহনা চুরির ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। গতকাল শনিবার থাকায় এলাকায় মানুষ ঠাকুর বিসর্জন দেন নি; আজ বিসর্জন হওয়ার কথা ছিলো। কীভাবে চোরেরা গহনা চুরি করেছে তা নিয়ে এলাকাবাসীর প্রশ্ন। CCTV খোলা হওয়ার পর কেনো গহনা চুরির ঘটনা ঘটেছে, এই সন্দেহ স্থানীয়দের। দুর্গার গহনা চুরি যাওয়ায় জীবনমুখী ক্রোধ প্রকাশ করেছেন স্থানীয়রা। চুরির ঘটনাকে নিয়ে তৃণমুল ও বিজেপি দুই পক্ষই রাজনীতি করতে চাইছে বলে কথা উঠছে। তৃণমূল দাবি করছে তারা চুরানো গহনা পুজো কমিটি কে কিনে দেবে; এতে বিতর্ক শুরু হয়েছে। বিজেপির একজন যুব নেতা প্রশ্ন করছেন কেনো গহনা না উদ্ধার করে তৃণমুল কেনা দিতে চাইছে। স্থানীয়রা বলছেন চুরির গহনা তারা ফেরত চায়, এবং চোরদের শাস্তি চান।
3
comment0
Report
Dussera 2025
Advertisement
Back to top