Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Nadia741201

चार दिन के पूजा के बाद गंगा घाट पर प्रतिमा विसर्जन, भीड़ जुटी

BMBiswajit Mitra
Oct 02, 2025 18:45:50
Ranaghat, West Bengal
चार दिन के पूजा के बाद गंगा घाट पर प्रतिमा विसर्जन, दोपहर गुजरते ही शाम तक गंगा घाट पर भीड़
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SCSandip Chowdhury
Oct 02, 2025 18:47:04
Katwa, West Bengal:বিজয়া দশমীতে কাটোয়ায় ঠাকুর বিসর্জন শুরু, কড়া নজরদারিতে পৌরসভা ও পুলিশ প্রশাসন। সকালে আবহাওয়া খারাপ থাকলেও দুপুরের পর থেকে আকাশে আর বৃষ্টির দেখা মেলেনি। আবহাওয়া স্বাভাবিক হতেই কাটোয়া শহর ও আশেপাশের বারোয়ারি এবং বাড়ির ঠাকুরগুলির বিসর্জন পর্ব শুরু হয়ে গেছে। কাটোয়া পৌরসভার দায়িত্বে প্রতি বছরই শহরের দুটি নির্দিষ্ট ঘাটে বিসর্জনের ব্যবস্থা করা হয়। একটি হলো দেবরাজ ঘাট, অন্যটি শ্মশানঘাট। এই দু’ঘাটেই পৌরসভার কর্মীরা প্রতিমা নামানো থেকে শুরু করে বিসর্জনের যাবতীয় কাজ সম্পূর্ণ করেন। শহরের বিভিন্ন বারোয়ারি এবং বাড়ির ঠাকুর যাত্রাপথে ঘাট পর্যন্ত পৌছে দিলে, এরপর থেকে বিসর্জনের যাবতীয় দায়িত্ব পৌরসভার হাতে চলে যায়। যানজট এড়াতে এবং শৃঙ্খলা বজায় রাখতে কাটোয়া থানার পুলিশ বিশেষ উদ্যোগ নিয়েছে। সমস্ত প্রতিমা বিসর্জনের রুট একমুখী করে দেওয়া হয়েছে, যাতে শহরের রাস্তায় কোনো জট সৃষ্টি না হয়। পাশাপাশি ট্রাফিক পুলিশ ও কাটোয়া থানার পুলিশকর্মীরা রাস্তায় টহল দিচ্ছেন। অন্যদিকে গঙ্গার ঘাটে বিপর্যয় মোকাবিলা বাহিনি (ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম) নৌকা নিয়ে টহল দিচ্ছে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। শহর জুড়ে তাই নিরাপত্তার কড়া ব্যবস্থা লক্ষ্য করা গেছে। কাটোয়ায় টানা তিনদিন ধরে প্রতিমা বিসর্জনের কর্মসূচি চলবে। প্রতিদিনই একইভাবে পৌরসভার তত্ত্বাবধানে দেবরাজ ঘাট ও শ্মশানঘাটে বিসর্জন হবে। পৌরসভা, পুলিশ প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর তৎপরতায় নিরাপদ ও শান্তিপূর্ণভাবে বিসর্জন পর্ব সম্পন্ন হচ্ছে। ফলে কাটোয়া শহরে উৎসবের আমেজের পাশাপাশি সাধারণ মানুষও নিশ্চিন্তে প্রতিমা বিসর্জনের সাক্ষী হতে পারছেন।
0
comment0
Report
STSrikanta Thakur
Oct 02, 2025 18:46:18
Dinajpur, Rangpur Division:বালুরঘাটে বিসর্জন শোভাযাত্রা বালুরঘাট সংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে প্রতিযোগিতামূলক কার্নিভাল দশমীর দিন সন্ধ্যায় বালুরঘাট পৌরসভা এলাকার প্রায় প্রতিমা চাঁদ যাবত পূর্ণ শোভাযাত্রা সহকারে ত্রি নদীতে নিরঞ্জন করা হয় এই নিরঞ্জনকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছে শাসকবিরোধী দুইপক্ষ। সুকান্ত মজুমদার শোভাযাত্রাকে প্রতিযোগিতা ঘোষণা করাতেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও পাল্টা একটি মঞ্চ তৈরি করা হয়, যেখান থেকে রাজনৈতিক স্লোগান ও কর্মকাণ্ড চালানো হয়। অবশ্যই রাজনৈতিক তরজা যাই থাক দক্ষিণ দিনাজপুরের মানুষ এই শোভাযাত্রাকে গভীর রাত পর্যন্ত উপভোগ করেছেন হাজারে হাজারে মানুষ উপস্থিত ছিল থানা মোড় চত্বর ও ঘাট এলাকায়। ১/ অশোক মিত্র চেয়ারম্যান বালুরঘাট পৌরসভা ২/ সুকান্ত মজুমদার সাংসদ
0
comment0
Report
NGNakibUddin gazi
Oct 02, 2025 16:33:22
Jalabaria, West Bengal:দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার শহরে একাধিক খাবারের দোকান ও রেস্টুরেন্টে হানা দিল জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। অভিযানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পুলিশ প্রশাসন ও দমকলের প্রতিনিধিরাও। অভিযোগ, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে খাবার, ফ্রিজে রেখে দেওয়া হয়েছে বাসি মাংস, আর তা পরিবেশন করা হচ্ছিল ক্রেতাদের। খাদ্য দপ্তরের আধিকারিকরা বেশ কিছু রেস্টুরেন্ট থেকে সেই বাসি মাংস বাজেয়াপ্ত করে পুকুরে ফেলে দেন। এছাড়াও ধরা পড়েছে একাধিক অনিয়ম। অনেক দোকানের প্রয়োজনীয় খাদ্য লাইসেন্স নেই, আবার কোথাও দেখা গেছে ছোট্ট ঘরের ভিতরে একাধিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করে চলছে রান্না, যা যে কোনো সময়ে বড়সড় দুর্ঘটনার কারণ হতে পারে। জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক জানিয়েছেন, এই ধরনের বেআইনি ও অস্বাস্থ্যকর ব্যবসা চলতে দেওয়া হবে না। সংশ্লিষ্ট দোকানগুলিকে কিছুটা সময় দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে নিয়ম মেনে ব্যবস্থা না নিলে, কড়া আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি। ডায়মন্ড হারবারে হানা অভিযানের পর সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট সাড়া পড়েছে। অনেকেই মনে করছেন, এই উদ্যোগে শহরের খাবারের মান উন্নত হবে এবং ভোক্তারা নিরাপদ খাবার পাবেন।
0
comment0
Report
BBBimal Basu
Oct 02, 2025 16:33:12
Basirhat, West Bengal:টাকির ইছামতীতে সীমান্তরক্ষী বাহিনী ও পুলিসের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে দুমদাম করে বিসর্জন হলেও এবারোও মিললো না দুই বাংলা। দীর্ঘদিন ধরে উত্তর ২৪ পরগণার টাকিতে বিজয় দশমীর দিন বিকেলে ইছামতী নদীতে প্রতিমা ভাসান উপলক্ষে দুইবাংলা মিলেমিশে একাকার হয়ে যেত। ইছামতির এক পারে ভারতের টাকি আর এক পারে বাংলাদেশের সাতক্ষিরা, শ্রীপুর ঘলঘলে। এই মিলনকে কেন্দ্র করে এক সময় নদীর দুই পাড়ে মানুষের ঢল নামতো। বাহিরে থেকে হাজার হাজার মানুষ আসতো এই বিসর্জন দেখতে। তবে কয়েক বছর আগে এই বিসর্জনকে কেন্দ্র করে সীমান্ত শিথিল হওয়ার কারনে বাংলাদেশ থেকে ব্যাপক হারে অনুপ্রবেশের দুই বাংলার মিলন বন্ধ হয়ে যায় তার উপর বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার করনে এবছরও দুই বাংলার মিলনও বন্ধ। তবে দুই বাংলার প্রশাসন এক জায়গায় বসে ঠিক করে কেউ কারোর সীমানায় যেতে পারবে না তাই নদীর মাঝে বরাবর নৌকা দিয়ে সীমারেখা টানা হয়। এবার বাংদেশের দিকে কোন ঠাকুরের নৌকা দেখা না গেলেও বেশ কয়েকটি ঠাকুরের নৌকা দেখা যায় ভারতের টাকির ইছামতীর দিকে বৃষ্টির কারনে অনেকেই ঠাকুর নদীতে নৌকায় নামাতে না পারায় তারা সকাল সকাল বিসর্জন দিয়ে দেয়। তবে ঠাকুর ছাড়া অনেই ব্যাক্তিগত নৌকা ভাড়া করে ইছামতীতে নেমে বিসর্জনের উৎসবে মাতে। বহু মানুষ ভাসান দেখতে নদীর পাড়ে ভিড় জমায়। সীমান্ত রক্ষীবাহিনীর কড়া নজরদারীতে বিসর্জন শেষ হয় টাকীর ইছামতীর ভাসান।
0
comment0
Report
BBBimal Basu
Oct 02, 2025 16:32:56
Basirhat, West Bengal:টাকি ইছামতীতে প্রসানের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে দুমদাম করে বিসর্জন হলেও এবারোও মিললো না দুই বাংলা। দীর্ঘদিন ধরে উত্তর ২৪ পরগণার টাকিতে বিজয় দশমীর দিন বিকেলে ইছামতী নদীতে প্রতিমা ভাসান উপলক্ষে দুইবাংলা মিলেমিশে একাকার হয়ে যেত। ইছামতির এক পারে ভারতের টাকি আর এক পারে বাংলাদেশের সাতক্ষিরা, শ্রীপুর ঘলঘলে। এই মিলনকে কেন্দ্র করে এক সময় নদীর দুই পাড়ে মানুষের ঢল নামতো। বাহিরে থেকে হাজার হাজার মানুষ আসতো এই বিসর্জন দেখতে। কিন্তু কয়েক বছর আগে এই বিসর্জনকে কেন্দ্র করে সীমান্ত Shithil হওয়ার কারনে বাংলাদেশ থেকে ব্যাপক হারে অনুপ্রবেশের দুই বাংলার মিলন বন্ধ হয়ে যায় তার উপর বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার করনে এবছরও দুই বাংলার মিলনও বন্ধ। তবে দুই বাংলার প্রশাসন এক জায়গায় বসে ঠিক করে কেউ কারোর সীমানায় যেতে পারবে না তাই নদীর মাঝ বরাবর নৌকা দিয়ে সীমারেখা টানা হয়। এবার বাংদেশের দিকে কোন ঠাকুরের নৌকা দেখা না গেলেও বেশ কয়েকটি ঠাকুরের নৌকা দেখা যায় ভারতের টাকি ইছামতীর দিকে বৃষ্টির কারনে অনেকেই ঠাকুর নদীতে নৌকায় নামাতে না পারায় তারা সকাল সকাল বিসর্জন দিয়ে দেয়। তবে ঠাকুর ছাড়া অনেই ব্যাক্তিগত নৌকা ভাড়া করে ইছামতীতে নেমে বিসর্জনের উৎসবে মাতে। বহু মানুষ ভাসান দেখতে নদীর পাড়ে ভিড় জমায়। সীমান্ত রক্ষীবাহিনীর কড়া নজরদারীতে বিসর্জন শেষ হয় টাকীর ইছামতীর ভাসান।
0
comment0
Report
BBBimal Basu
Oct 02, 2025 16:31:37
Basirhat, West Bengal:টাকির ইছামতীতে সীমান্তরক্ষী বাহিনী ও পুলিসের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে দুমদাম করে বিসর্জন হলেও এবারোও মিললো না দুই বাংলা। দীর্ঘদিন ধরে উত্তর ২৪ পরগণার টাকিতে বিজয় দশমীর দিন বিকেলে ইছামতী নদীতে প্রতিমা ভাসান উপলক্ষে দুইবাংলা মিলেমিশে একাকার হয়ে যেত। ইছামতির এক পারে ভারতের টাকি আর এক পারে বাংলাদেশের সাতক্ষিরা, শ্রীপুর ঘলঘলে। এই মিলনকে কেন্দ্র করে এক সময় নদীর দুই পাড়ে মানুষের ঢল নামতো। বাহিরে থেকে হাজার হাজার মানুষ আসতো এই বিসর্জন দেখতে। কিন্তু কয়েক বছর আগে এই বিসর্জনকে কেন্দ্র করে সীমান্ত শিথিল হওয়ার কারনে বাংলাদেশ থেকে ব্যাপক হারে অনুপ্রবেশের দুই বাংলার মিলন বন্ধ হয়ে যায় তার উপর বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার করনে এবছরও দুই বাংলার মিলনও বন্ধ। তবে দুই বাংলার প্রশাসন এক জায়গায় বসে ঠিক করে কেউ কারোর সীমানায় যেতে পারবে না তাই নদীর মাঝ বরাবর নৌকা দিয়ে সীমারেখা টানা হয়। এবার বাংদেশের দিকে কোন ঠাকুরের নৌকা দেখা না গেলেও বেশ কয়েকটি ঠাকুরের নৌকা দেখা যায় ভারতের টাকির ইছামতীর দিকে বৃষ্টির কারনে অনেকেই ঠাকুর নদীতে নৌকায় নামাতে না পারায় তারা সকাল সকাল বিসর্জন দিয়ে দেয়। তবে ঠাকুর ছাড়া অনই ব্যাক্তিগত নৌকা ভাড়া করে ইছামতীতে নেমে বিসর্জনের উৎসবে মাতে। বহু মানুষ ভাসান দেখতে নদীর পাড়ে ভিড় জমায়। সীমান্ত রক্ষীবাহিনীর কড়া নজরদারীতে বিসর্জন শেষ হয় টাকীর ইছামতীর ভাসান।
0
comment0
Report
PDPradyut Das
Oct 02, 2025 16:31:18
Jalpaiguri, West Bengal:তিনজনের মৃত্যু হয়। ৯ জন গুরুতর আহত。 ঘটনায় মোট 12 জন আহত হলে আহতদের ধুপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কত্ত বড় তো চিকিৎসক তিন জনকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি আহতদের মধ্যে তিন জনকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে রেফার করা হয় বলে ধুপগুড়ি হাসপাতাল সূত্রে জানা যায়। জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি দুই নম্বর সেতুর কাছে ভয়াবহ দুর্ঘটনা। যুবতীর্থ পাঠাগার ও বেয়ামাগারের পূজা মন্ডপের সামনেই এই দুর্ঘটনা। ময়নাগুড়ি থেকে ধুপগুড়ি দিকে যাওয়ার পথে এক বিলাসবহুল চারচাকা গাড়ি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে। পাশেই স্টেশনারি দোকান, দুটো দোকান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় আহত কমপক্ষে আট জন। প্রাথমিকভাবে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যায়। ঘটনার স্থলে দমকল ও ধুপগুড়ি থানার পুলিশ তদন্তে। আহতদের ধুপগুড়ি hospital নিয়ে যাওয়া হয়। ঘটনা জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।
0
comment0
Report
Dussera 2025
Advertisement
Back to top