Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
सीपीएम-आईएसएफ सीट समझौते पर चर्चा, कांग्रेस की भूमिका अभी अधर में
MCMoumita Chakraborty
Jan 04, 2026 03:18:59
Kolkata, West Bengal
একদিকে যখন দলবদলের মরসুম তখন অন্যদিকে আসন সমঝঝতার পর্ব। ইতিমধ্যেই সিপিএম এর সঙ্গে আসন সমঝোতার বৈঠক হয়েছে আই এস এফের। সূত্রের খবর ২৬ টা আসন নিয়ে কথা হয়েছে প্রাথমিক ভাবে। কিন্তু কংগ্রেসের সঙ্গে কি হবে সমীকরণ? মৌসমের দলবদল নিয়ে কংগ্রেস কেও কটাক্ষ করতে ছাড়েন নি সিপিএম রাজ্য সম্পাদক।।। পাশাপাশি একক ভাবে সিপিএম এর ২৫০০০ এবার সভা, পথসভা, মিছল, ও মতামত বিনিময় এর কর্মসূচি র কথা জি চব্বিশ ঘন্টাকে জানালেন মহম্মদ সেলিম
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SGShreyasi Ganguly
Jan 05, 2026 03:37:22
Kolkata, West Bengal:কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা ইস্যুতে একাধিক যে যে বিষয়ে মুখ্যমন্ত্রী সরব হয়েছেন তার মধ্যে গঙ্গাসাগরের ব্রীজ অন্যতম ।। কেন্দ্রের কাছে আবেদনে কোনও সাড়া না পেয়ে শেষ পর্যন্ত রাজ্য সরকার এই ব্রিজ তৈরি করছে ।। আজই এই ব্রীজের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী ।। গত কয়েক বছর ধরে মুখ্যমন্ত্রী বলে আসছেন গঙ্গাসাগরে যাওয়ার জন্য একটি ব্রিজ প্রয়োজন ।। তা নিয়ে বারবার তিনি কেন্দ্রের কাছে আবেদন করেছেন ।। শেষ পর্যন্ত গত বছরের বাজেটে সরকার স্থির করে ব্রীজ তারা নিজেদেরাই তৈরি করবে ।। আর সেই অনুযায়ী বাজেটে বরাদ্দও হয় টাকা ।। প্রায় ১৭০০ কোটি টাকা খরচা হবে ।। মুড়ি গঙ্গা নদীর উপরে তৈরি হবে এই ব্রীজ ।। যে ব্রীজে গাড়ি চলাচলের রাস্তার পাশাপাশি পথচারীরাও যাতে হেঁটে পারাপার করার জন্য ফুটপাথ থাকবে ।। 4.78 km লম্বা হবে এই ব্রীজ ।। ব্রীজ হবে চার লেনের।।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Jan 04, 2026 15:55:09
0
comment0
Report
AMArkodeepto Mukherjee
Jan 04, 2026 13:55:01
Kolkata, West Bengal:রাজ্যে চলা এসআইআর এর সুনানিতে কার্যকর হবে না রাজ্য সরকারের দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট। ২৭ শে অক্টোবর নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করেছিল পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের বারোটি রাজ্যে শুরু হবে এস আই আর অর্থাৎ বিশেষ নিবিড় ভোটার তালিকার সংশোধনের কাজ। আর এরপর নির্বাচন কমিশন যত দিন গিয়েছে একের পর এক বিজ্ঞপ্তি জারি করেছে এই এস আই আর কে কেন্দ্র করে। এনিউমারেশন ফর্ম জমা পড়ে গিয়ে রাজ্যে এখন চলছে শুনানির কাজ। বর্তমানে শুনানিতে কেবলমাত্র তাদেরকেই ডাকা হচ্ছে যাদের ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল না এমন সব মানুষকেই। শুনানিতে গিয়ে নির্বাচন কমিশনের দেওয়া ১৩ টি নথির মধ্যে যেকোনো একটি দেখাতে হচ্ছে সংশ্লিষ্ট সেই ডাক পাওয়া ভোটারদের। সম্প্রতি রাজ্য সরকার এই এসআইআরকে কেন্দ্র করে ঘোষণা করেছিল ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার কথা কিন্তু নির্বাচন কমিশন প্রাথমিকভাবে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে কমিশনের দেওয়া ১৩ টি নথির বাইরে কোন নথি গ্রাহ্য হবে না। যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের এক পদস্থ কর্তা জানিয়েছেন শুনানিতে এসে ভোটাররা যে নথি দেবেন তা তাঁরা নেবেন। এরপর ই আর ও এবং ডিইও সবদিক বিচার করে যাচাই করে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তাই এই ক্ষেত্রে কোন ভোটার যদি ডোমিসাইল সার্টিফিকেট নথি হিসেবে দেন তাহলে তা নিয়ে নেওয়া হবে কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সব তথ্য যাচাইয়ের সময়ে এই ডোমিসাইল সার্টিফিকেট অগ্রাহ্য বলেই বিবেচিত হবে।
0
comment0
Report
PCPrabir Chakraborty
Jan 04, 2026 13:54:49
Kolkata, West Bengal:ভোটার তালিকা সংশোধনের নামে ‘অগণতান্ত্রিক তাণ্ডব’? নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক চিঠি মুখ্যমন্ত্রীর ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রRevision (SIR) ঘিরে ফের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতে পশ্চিমবঙ্গ সরকার। নির্বাচন কমিশনের উদ্দেশে এক দীর্ঘ ও কড়া চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন— ভোটার তালিকা সংশোধনের নামে পশ্চিমবঙ্গে চলছে পরিকল্পনাহীন, খামখেয়ালি ও সংবিধানবিরোধী প্রক্রিয়া। ৩ জানুয়ারি ২০২৬ তারিখে পাঠানো ওই চিঠিতে মুখ্যমন্ত্রীর অভিযোগ, যথাযথ প্রস্তুতি, একরকম নিয়ম ও প্রশিক্ষণ ছাড়াই SIR চালানো হচ্ছে, যার ফলে গোটা প্রক্রিয়াটিই হয়ে উঠেছে ত্রুটিপূর্ণ ও অবিশ্বাসযোগ্য। কমিশনের নির্দেশ বারবার বদলাচ্ছে, কখনও হোয়াটসঅ্যাপ বা মেসেজে ‘অনানুষ্ঠানিক’ নির্দেশ দেওয়া হচ্ছে— যার কোনও লিখিত নোটিফিকেশন বা আইনি ভিত্তি নেই। মুখ্যমন্ত্রীর দাবি, এই অনিশ্চয়তা ও স্বেচ্ছাচারিতার ফলেই প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর। তাঁর অভিযোগ, তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে ব্যাকএন্ড থেকে ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা হচ্ছে, যেখানে সংশ্লিষ্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের অনুমোদনই নেওয়া হয়নি। চিঠিতে আরও উল্লেখ, বিহারে যেখানে ফ্যামিলি রেজিস্টারকে পরিচয়পত্র হিসেবে মান্যতা দেওয়া হয়েছিল, সেখানে পশ্চিমবঙ্গে হঠাৎ করেই তা বাতির করা হচ্ছে— তাও আবার হোয়াটসঅ্যাপ বার্তায়। একইভাবে, রাজ্য সরকারের জারি করা ডোমিসাইল বা পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেটকেও অগ্রাহ্য করা হচ্ছে বলে অভিযোগ。 সবচেয়ে গুরুতর অভিযোগ— শুনানির নামে ভোটারদের হয়রানি। বহু ভোটারকে কেন শুনানিতে ডাকা হচ্ছে, তা জানানো হচ্ছে না। ২০–২৫ কিলোমিটার দূরে কেন্দ্রীয়ভাবে শুনানিতে হাজিরা দিতে বাধ্য করা হচ্ছে বৃদ্ধ, অসুস্থ ও সাধারণ মানুষকে। নথি জমা দিলেও মিলছে না কোনও রসিদ বা প্রমাণ。 এছাড়াও, রাজ্যের প্রস্তাবিত প্যানেল উপেক্ষা করে অবজারভার নিয়োগ, প্রশিক্ষণহীন মাইক্রো অবজারভারদের দায়িত্ব দেওয়া এবং শুনানির সময় বুথ লেভেল এজেন্টদের (BLA) প্রবেশাধিকার না দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। চিঠির শেষেই নির্বাচন কমিশনের কাছে স্পষ্ট দাবি— এই ‘অপরিকল্পিত ও স্বেচ্ছাচারী’ SIR অবিলম্বে বন্ধ করে ত্রুটি সংশোধন করতে হবে। নচেৎ এর পরিণতি হবে ভয়াবহ— ব্যাপক ভোটার বঞ্চনা এবং গণতন্ত্রের মূল কাঠামোর উপর সরাসরি আঘাত।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Jan 04, 2026 13:54:40
Howrah, West Bengal:হাওড়া সদর বিজেপির ডাকে পরিবর্তন সভা।রামরাজাতলা বাস স্ট্যান্ডে সভা।প্রধান বক্তা রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য।বক্তব্য রাখতে গিয়ে বলেন কুচবিহার থেকে কোলকাতা তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে বিজেপি সভা করছে।একসময় মানুষ তৃণমূলকে গ্রহণ করেছিল।এরপর পরীক্ষা করে প্রত্যাখ্যান করছে।দেশের এগারোটা রাজ্যে এস আই আর হয়েছে কিন্তু এরাজ্যে ছাড়া কোথাও ঝামেলা হয়নি।এ সরকার আর থাকতে পারে না।দুর্নীতি ভরে গেছে।শিল্প হারিয়েছে রাজ্য।এক সময়ের শিল্প নগরী আজ ঐতিহ্য হারিয়েছে।মুখ্যমন্ত্রী সব দেবতাকে নিয়ে_mন্দির করছেন।তবে_ganদেবতা তাকে প্রত্যাখ্যান করছে।বাংলাদেশে যখন আগুন জ্বলছে।দিপু দাসকে_pুতিয়ে হত্যা করা হচ্ছে তখন এরাজ্যের_buddhjibeeরা কোনো প্রতিবাদে সামিল হয়নি।মোমবাতি মিছিল করেনি।নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে বলেন তার সাংবিধানিক কোনো ক্ষমতা নেই অথচ তিনি বিকল্প সরকার।তার নির্দেশে সব হচ্ছে।তৃণমূল কংগ্রেসের আমলে চরম দুর্নীতি হয়েছে।চাকরি নেই।এরাজ্যে গত তিন বছরে যত খুন হয়েছে তাদের অধিকাংশ তৃণমূল কর্মী।পরিবারের অভিযোগ তৃণমূলের দিকে।মেসিকে নিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি হলো।মানুষ স্টাডিয়াম থেকে চোর চোর স্লোগান দিলো এই সরকারের বিরুদ্ধে।এবারের নির্বাচন এরাজ্যে বাংলাদেশ হয়ে যাবে কিনা তার নির্বাচন।এরাজ্যে পরিযায়ী শ্রমিকের রাজ্য হয়ে গেছে।সব বাইরে চলে যাচ্ছে।কৃষকের আর্থিক পরিস্থিতি উন্নতি এই সরকার।রাজ্যের দুরবস্থার জন্য তৃণমূলের সাথে বামেরাও দায়ী।নির্বাচনে এই সরকারকে সরিয়ে দেবর জন্য অন্য বিরোধী পাশাপাশি তৃণমূল কর্মীদের বিজেপিকে ভোট দেওয়া উচিত।তবেই এরাজ্যে বাঁচবে।বঙ্কিম চন্দ্রের রাজ্যে বাবরি মসজিদ তৈরী হচ্ছে।হাওড়ার মানুষকে সঙ্ঘবদ্ধ হতে হবে।বিদায় দিতে হবে তৃণমূলকে।দীর্ঘ পথ অতিক্রান্ত করে মুখ্যমন্ত্রী ক্লান্ত।তাকে বিশ্রাম দিন。
0
comment0
Report
DGDebabrata Ghosh
Jan 04, 2026 13:54:32
Howrah, West Bengal:যে সব মায়েরা লক্ষ্মীর ভান্ডার পেয়ে তৃণমূলকে ভোট দিতে যাবে তাদের স্বামীদের বলবো তাদের স্ত্রীদের ঘরে বন্দী করে রেখে ভোট দিতে যাবেন।' দাসপুরের কলাইকুন্ডু মাঠে বিজেপির সংকল্প জনসভা মঞ্চ থেকে এমনই বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত।এদিন কুলাইকুন্ডায় রয়েছে বিজেপির পরিবর্তন সংকল্প জনসভা।সেই সভায় প্রধান বক্তা ডক্র সুকান্ত মজুমদার।সভায় তার আসার আগে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এহেন বিতর্কিত মন্তব্য করেন বিজেপি নেতা কালীপদ সেনগুপ্ত।\n\nশমিক ভট্টাচার্য বলেন।এসব কথা বলা মানে মহিলাদের অপমান করা।বিজেপি এসব বরদাস্ত করেনা।আর লক্ষ্মী ভান্ডার দিয়ে কাউকে দয়া করছে না。\n\nবাইট.. শমিক ভট্টাচার্য
0
comment0
Report
DGDebabrata Ghosh
Jan 04, 2026 13:54:23
Howrah, West Bengal:গঙ্গাসাগরে পুণ্য স্নানের জন্য এসেছেন কয়েন বাবা। গঙ্গাসাগর মেলা উপলক্ষে বাবুঘাটের কাছে অস্থায়ী শিবির তৈরীর কাজ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে দূর দূান্ত থেকে আসতে শুরু করেন সাধু সন্তরা। যাদের মধ্যে একজন কয়েন বাবা নামে পরিচিত। গলার হারে রয়েছে প্রচুর মুদ্রা। যেকারনে তিনি কয়েন বাবা নামে পরিচিত। দেশ বিদেশে প্রাচীন দুষ্প্রাপ্য কয়েন গলায় ঝুলিয়ে তিনি ঘুরে বেড়ান। তিনি জানান এগুলো ভক্তরা দিয়েছে। ছোট বয়স থেকেই সাধনা করছেন তিনি। এখন বয়স প্রায় সত্তর। গঙ্গাসাগরে মকরসংক্রান্তিতে প্রতি বছর আসেন পুণ্য স্নানে। তিনি বলেন কপিল মুনি সেখানে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। তিনিও সিদ্ধিলাভ করতে চান ভক্তদের জন্য। কারণ ভক্তরাই ভগবান। ভক্তদের মঙ্গল তাদের উদ্যেশ্য। বাবুঘাটের কাছে এই শিবিরে মানুষজন আসতে শুরু করেছেন। সাধুদের কাছে আশীর্বাদ নিচ্ছেন। মনে ভালো হয়ে যাচ্ছে বলে জানালেন।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Jan 04, 2026 12:16:34
Durgapur, West Bengal:টিভিউ ৮৯ দিয়ে ছবি ও বাইট সেন্ড ২০২৬-এর ভোটে তপশিলি সমাজকে সামনে রেখে ময়দানে বিজেপি, ২৯৪ আসনেই জয়ের লক্ষ্য আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে তপশিলি সমাজকে বিশেষ গুরুত্ব দিয়ে রাজনৈতিক রণকৌশল সাজাচ্ছে বিজেপি। রাজ্যে মোট ভোটারের প্রায় ২৯ শতাংশই তপশিলি জাতি (SC) সম্প্রদায়ের মানুষ। এই বিপুল অংশের ভোটারদের কাছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প তুলে ধরার পাশাপাশি রাজ্যের বর্তমান শাসনের কুশাসন সম্পর্কে অবহিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বিজেপির অভিযোগ, এই রাজ্যে তপশিলি সমাজ আজ বিপন্ন। দলিত, আদিবাসী ও প্রান্তিক মানুষের অধিকার বারবার খর্ব হচ্ছে। সেই কারণেই ১৫৭টি বিধানসভা কেন্দ্রকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে, যেখানে তপশিলি সমাজের জন্য বিজেপির ভবিষ্যৎ পরিকল্পনা ও রূপরেখা বিস্তারিতভাবে তুলে ধরা হবে। দলটির দাবি, দীর্ঘদিন ধরে বাম সরকার এবং বর্তমান তৃণমূল সরকার কেউই গরিব মানুষের প্রকৃত উন্নয়নে কাজ করেনি। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত কার্ড রাজ্যে কার্যকরভাবে ব্যবহার করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ বিজেপির। এর ফলেই সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছেন গরিব, দলিত ও আদিবাসী জনগোষ্ঠী। এছাড়াও রাজ্যে আইনের শাসন ভেঙে পড়েছে বলেও অভিযোগ করা হয়েছে। সংবिधान অনুযায়ী দলিত, আদিবাসী ও মহিলাদের অন্য সকলের মতো সমান সম্মান ও নিরাপত্তা পাওয়ার অধিকার থাকলেও বাস্তবে তা মিলছে না বলে দাবি বিজেপির। সম্প্রতি বাংলাদেশে দীপু দাস ও খোকন দাসের নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিবাদ না হওয়াকেও কটাক্ষ করেছে বিজেপি। সব মিলিয়ে, তপশিলি সমাজকে সঙ্গে নিয়েই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের ২৯৪টি আসনেই জয়লাভের লক্ষ্য নিয়ে লড়াইয়ে নামতে প্রস্তুত বিজেপি—এমনই বার্তা দেওয়া হয়েছে দলীয় নেতৃত্বের তরফে। লাল সিং আর্য - SC সেলের রাষ্ট্রীয় সভাপতি
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Jan 04, 2026 08:47:38
Kolkata, West Bengal:আইপিএল থেকে মুস্তাফিজুর রহমান বাড়ি যাওয়ার পরে শনিবার রাত পর্যন্ত হম্বিতম্বি করলেও শেষমেশ ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরানোর দাবি আইসিসিকে লেখা চিঠিতে জানাবে না বিসিবি। עדיין পর্যন্ত যা খবর, তাতে আইসিসিকে চিঠি পাঠিয়ে ভারতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করা হতে পারে। নিরাপত্তার বিষয়ে কী কী পদক্ষেপ করা হচ্ছে সেটা জানতে চাওয়া হতে পারে। কিন্তু ম্যাচ সরানোর দাবি তাতে থাকবে না। এমনই খবর বাংলাদেশ cricket board সূত্রে। ঢাকা থেকে খবর, বিসিসিআইয়ের মতো শক্তিশালী সংস্থার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করার ক্ষমতা তাদের নেই। সেটা মেনে নিয়েছেন সেদেশের বোর্ড প্রেসিডেন্ট আমিনুল হক বুলবুল। তবে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল শনিবার সোশ্যাল মিডিয়ায় ভারতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে জানিয়ে দেন, তিনি বিসিবিকে নির্দেশ দেবেন, ভারতে দল না পাঠাতে। কিন্তু শেষমুহূর্তে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে রবিবার সকালে সহমত হয়নি বাংলাদেশ Cricket Board। বিসিবি বুঝতে পেরেছে, মাত্র একমাসের মধ্যে আর World Cup এর ভেন্যুবদল সম্ভব নয়। তাছাড়া এখন আইসিসির চেয়ারম্যান ভারতের জয় শাহ। তিনি একই সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্রও। ফলে বাংলাদেশ যদি আইসিসি-র দ্বারস্থ হয়, তাতেও কতটা লাভ হবে সংশয় থাকছে। উলটে World Cup-এ বাংলাদেশ না খেলতে চাইলে তাঁদের উপর অন্য কোন শাস্তি নেমে আসতে পারে। আসন্ন টি 20 World Cup-এ বাংলাদেশ দল পাঠাতে চায় না, এ খবর প্রকাশ্যে আসার পর বিসিসিআইয়ের সূত্র সাফ বলে দেয়, কারও ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছার ভিত্তিতে World Cricket চলবে না। মাত্র এক মাস পর World Cup। এর মধ্যে বাংলাদেশের এতগুলি ম্যাচ সরানো পদ্ধতিগতভাবে অসম্ভব। তাছাড়া বিপক্ষ দলগুলির কথাও ভাবতে হবে। তাদের বিমান ভাড়া, হোটেল সব বুক হয়ে গিয়েছে। আরও একটা پদ্ধতিগত সমস্যার কথা বলছে ভারতীয় বোর্ড। বিসিসিআই সূত্র বলছে, প্রতিদিনই তিনটি করে ম্যাচ হওয়ার কথা। দু’টি ভারতে একটি শ্রীলঙ্কায়। এবার নতুন করে শ্রীলঙ্কায় ম্যাচ সরালে সম্প্রচারে একটা বড় সমস্যা হবে। মাত্র একমাসের নোটিসে World Cup-এর ম্যাচ সরানো যে কার্যত অসম্ভব, সেই বাস্তব বুঝতে পারছে বিসিবিও। সেকারণে ম্যাচ সরানোর আবেদন করা হবে না বলেই এখনও পর্যন্ত খবর। তবে政治 চাপ রয়েছে, क्रिकेटপ্রেমীদের অসন্তোষ রয়েছে। তাই ভারতের উপর চাপ দেওয়া হচ্ছে, এমন ভাব দেখাতে আইসিসিকে একটি চিঠি দেবে বিসিবি। যাতে মূলত নিরাপত্তার বন্দোবস্ত নিয়ে জানতে চাইবে তারা। অর্থাৎ রণং দেহী মেজাজ থেকে অনেকটা পিছছে এসেছে তারা
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Jan 04, 2026 05:39:19
Kolkata, West Bengal:ইংরেজি নববর্ষের প্রথম রবিবার সাত সকালেই নেমে এল শোকের ছায়া। ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক প্রশান্ত ব্যানার্জীর ছোট ছেলে প্রণোজিৎ মাত্র একত্রিশ বছর বয়সে প্রয়াত হয়েছেন । বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। প্রায় বছর চারেক আগে মাথায় একটু টিউমার ধরা পড়ে। মল্লিক বাজারে একটি বেসরকারি স্নায়ু হাসপাতালে অস্ত্রোপচার হওয়ার পর প্রণোজিৎ সুস্থ হয়ে উঠেছিল। নিয়মিত অফিস করত। স্বাভাবিক জীবনে ফিরে পেয়েছিল ছন্দ।গত বছরের গোড়ায় আবার অসুস্থ হয়ে পড়ে। প্রশান্ত ব্যানার্জি পুত্রকে নিয়ে চেন্নাইয়ে গিয়েছিল চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসার পর অনেকটাই সুস্থ ছিল। এরপর হঠাৎ ফুসফুসের সংক্রমণ হয়। সল্টলেক স্টেডিয়ামের অদূরে বেসরকারি হাসপাতালে প্রণোজিতের মৃত্যু হয়েছে রবিবার ভোর
0
comment0
Report
ASAyan Sharma
Jan 04, 2026 02:31:59
Kolkata, West Bengal:স্বাস্থ্যরে নজর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর, মুখোমুখি সাক্ষাৎ চিকিৎসকের সঙ্গে বিধানসভা নির্বাচনের আগে, এবার কি স্বাস্থ্যে নজর বিজেপির হাইকমান্ড এর ? মাঠে নামছেন চিকিৎসকরা। তাদের ইনফ্লুয়েন্সার হিসাবে ব্যবহার করতে রাজ্যে এসে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করতে চলেছেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডা। টার্গেট ৬৭০ চিকিৎসক আসতে পারেন। ইতোমধ্যে ১৫০ থেকে ২০০ জন চিকিৎসক রেজিস্ট্রেশন করে ফেলেছেন। সরকারি থেকে বেসরকারি বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসকরা আসবেন, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে কথা বলতে। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর হাল কি রকম। চিকিৎসকদের নিরাপত্তা, আর জি করের ঘটনার পর পরিস্থিতি কেমন। সামনে থেকে চিকিৎসকদের মনের কথা শুনবেন খোদ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী। আগামী ৮ তারিখ, কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডা। কলকাতায় বাইপাসের ধারে ট্যাংরা এলাকার একটি হোটেলে তিনি বৈঠক করবেন চিকিৎসকদের সাথে। গোটা অনুষ্ঠানের দায়িত্বে বিজেপি ডক্টরস সেল। স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে কিভাবে সাক্ষাৎ করবেন রাজ্যের চিকিৎসকরা। তা নিয়ে ব্লুপ্রিন্ট সাজাতে, বৈঠকে বসেছে বিজেপির ডক্টর সেল।
0
comment0
Report
Advertisement
Back to top