Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
पूजा के बाद स्कूल खुले, अगले माह परीक्षा; शिक्षकों की ड्यूटी से क्लास कैसे चले؟
SGShreyasi Ganguly
Nov 07, 2025 03:17:57
Kolkata, West Bengal
পুজোর পরে সবে খুলেছে স্কুল ।। সামনে মাসে পরীক্ষা ।। কিন্তু স্কুলে স্টুডেন্টদের ক্লাস নেবে কে ?? তাদের কারণ স্কুলের যত জন শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন প্রত্যেকেরই পড়েছে বি এল ওর ডিউটি । ডিউটি সামলে ক্লাস করা প্রায় অসম্ভব । খাস কলকাতার একাধিক প্রাইমারি স্কুলের এই ছবি । কিভাবে চলছে স্কুলগুলো ?? পড়াশুনো কি আদৌ করানো সম্ভব হচ্ছে ??
14
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AGAyan Ghosal
Nov 07, 2025 06:02:29
Kolkata, West Bengal:সবে গতকাল ঘোষণা হয়েছে। এখনও স্কুলে স্কুলে পৌঁছায়নি সরকারি নির্দেশিকা। সম্ভবত সেই নির্দেশিকা আজকালের মধ্যে এসে যাবে। অর্থাৎ সোমবার থেকেই স্কুলের প্রার্থনায় সরকারি স্কুলের পড়ুয়াদের গাইতে হবে জোড়া গান। অভিভাবকদের একাংশ মনে করছেন সরকারি স্কুলে যে ধরনের পড়ুয়ারা আছে তাদের প্রথম গান অর্থাৎ জাতীয় সঙ্গীত অনেকটাই সড়গড়। দ্বিতীয় গান অর্থাৎ রাজ্য সঙ্গীত নতুন। গানের কথা বা শব্দ অপেক্ষাকৃত বেশ কঠিন। একজোড়া গান সুচারু ভাবে গাইয়ে পড়ুয়াদের সড়গড় করতে কয়েক মাস সময় লাগতে পারে বলে শিক্ষক শিক্ষিকারা মনে করছেন। শহরের একাধিক স্কুলে গিয়ে প্রার্থনার লাইনে দাঁড়ানো পড়ুয়াদের সঙ্গে কথা বলে জি ২৪ ঘণ্টার বাস্তব অভিজ্ঞতা, জন গণ মন প্রায় সবার কণ্ঠস্থ। কিন্তু দ্বিতীয় গান সম্পর্কে কারুর কনামাত্র ধারণা নেই। অভিভাবকদের বড় অংশ মনে করেন এক জোড়া গান প্রার্থনায় গাওয়ানোর কোনো যৌক্তিকতা তারা দেখছেন না।
0
comment0
Report
AGAyan Ghosal
Nov 07, 2025 06:02:20
Kolkata, West Bengal:ममता बनर्जी का फरमान। सोमवार से पश्चिम बंगाल के सभी सरकारी स्कूल में स्टूडेंट को प्रार्थना सवा में दो दो गीत गाना पड़ेगा। ग्राउंड रियल्टी चेक करने के लिए जी मिडिया कोलकाता की कुछ सरकारी स्कूल में गए। देखा गया है कि जातीय संगीत मतलब जन गण मन लगभग सबको पता हे। लेकिन राज्य गीत मतलब बंगलार माटी बंगलार जल को लेकर किसी के पास कोई स्पष्ट धारणा नहीं हे। टीचर का कहना हे कि एक प्रार्थना सवा में दो गाना गवाकर बच्चों को अपनी क्लास में भेजना महज आसान नहीं होगा। इसके लिए ३ से ४ महीने की वक्त लग सकती है। गर्जन इस विषय को लेकर दुविधा में हे। कुछ गर्जन का कहना हे कि बच्चे सब कुछ आखिर सिख लेते हैं। और कुछ का मानना है कि दूसरी प्रार्थना संगीत की कोई जरूरत नहीं है। स्ट्रक्चर स्कूल का बिज़ुअयल बाइट वॉक थ्रू अयान घोषाल
0
comment0
Report
EGE GOPI
Nov 07, 2025 05:33:19
Kharagpur, West Bengal:পুরী-জয়নগর এক্সপ্রেসে জন্ম নিল কন্যাশিশু, খড়গপুরে মা ও নবজাতককে হাসপাতালে ভর্তি রেলের কোলে জন্ম নিল নতুন জীবন। বৃহস্পতিবার রাত প্রায় ১০টার সময়, ১৮৪১৯ পুরী-জୟনগর সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনেই এক গর্ভবতী মহিলা কন্যাশিশুর জন্ম দিলেন। রেল সূত্রে জানা গিয়েছে, বিহারের রানি কুমারী নামের এক গর্ভবতী মহিলা তাঁর শ্বাশুড়ির সঙ্গে ওড়িশার কটক থেকে নিজ বাড়ি বিহারের দরভাঙ্গা জেলার হাতৌরি গ্রামের উদ্দেশ্যে পুরী-জয়নগর এক্সপ্রেসে রওনা দেন। যাত্রাপথে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর রেল ডিভিশনের অন্তর্গত হিজলি স্টেশনে ঢোকার ঠিক আগেই ট্রেনের মধ্যেই প্রসব বেদনা ওঠে রানি কুমারীর। উপস্থিত যাত্রীদের সহায়তায় তিনি ট্রেনের কামরাতেই এক কন্যাশিশুর জন্ম দেন। ঘটনার খবর ট্রেনের টিটিই-র মাধ্যমে রেল কর্তৃপক্ষের কাছে পৌঁছায়। সঙ্গে সঙ্গে খড়গপুর রেল হাসপাতালের এক মেডিক্যাল টিম হিজলি স্টেশনে পৌঁছে মা ও নবজাতককে নিরাপদে নামিয়ে খড়গপুর রেলওয়ে হাসপাতালে নিয়ে যায়। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, বর্তমান মা ও শিশুটি দু’জনেই সম্পূর্ণ সুস্থ রয়েছেন। রানি কুমারী ও তাঁর নবজাতকের দেখভালের সমস্ত দায়িত্ব নিয়েছে খড়গপুর রেলওয়ে হাসপাতাল। এই ঘটনার যাত্রীদের মধ্যে খুশির আবহ তৈরি হয়েছে। কেউ কেউ বলেন, “রেলের কোলে জন্ম নেওয়া এই শিশুটি রেলের সৌভাগ্যের প্রতীক।”
7
comment0
Report
SCSaurav Chaudhuri
Nov 07, 2025 05:18:46
Jhargram, West Bengal:জঙ্গল মহলের বেশীর ভাগ জায়গায় সরকারি রাজনৈতিক দলের কর্মী থেকে বিএলএ র দেখা নেই। একা কাজ করছে বিএলও রা। ব্যাতিক্রম গোপীগল্লভপুর বিধানসভা। ক্যাম্প অফিসে ল্যাপটপ নিয়ে বসে আছেন বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো সাথে পার্টির আরো কর্মীরা। গ্রামের বিভিন্ন জায়গা থেকে পথ চলতি মানুষজন ক্যাম্প অফিসে ঢুকছেন। সম্প্রতি শুরু হওয়া এস আই আর নিয়ে তাদেরjax all সন্দেহ দূর করে নিচ্ছেন সেখানে। কিভাবে নাম তুলতে হবে, কি কি ডকুমেন্ট জমা দিতে হবে, কিভাবে ফর্ম ফিলাপ করতে হবে, কোন ডকুমেন্ট না থাকলে তার জন্য বিকল্প কি ব্যবস্থা সমস্ত কিছুই হাতে-কলমে বুঝিয়ে দিচ্ছেন ডাক্তার বিধায়ক এবং তার সাথে থাকা পার্টির কর্মীরা। সকাল থেকে রাত পর্যন্ত গোপীগল্লভপুর বিধানসভার প্রত্যেকটা অঞ্চলে দলীয় ক্যাম্প অফিসে এরকমভাবেই ঘুরে বেরাচ্ছেন ডাক্তার বিধায়ক খগেন্দ্র নাথ মাহাতো। তার উপস্থিতি তে সাধারন গ্রামবাসী থেকে পার্টি কর্মী সকলেই খুশি। সবথেকে বড় বিষয় এসআইআর নিয়ে মানুষের মনে যে ভয় তা সহজেই দূর হয়ে যাচ্ছে। তবে এই চিত্র শুধু গোপীবল্লভপুর বিধানসভাতেই। বাকি জঙ্গলমহলের বেশিরভাগ জায়গায় তৃনমূল দলের বিএলএ ২ দের দেখাই পাওয়া যাচ্ছে না। নেই কোনো ক্যাম্প অফিস ও। জেলারের বেশিরভাগ জায়গায় দলিয় ক্যাম্প অফিস তো দূর। বিএলও দের সাথেও থাকছেনা কোনো বিএলএ২ রা। একা একা বিএলও রা ফর্ম বিলি করছেন। ঝাড়গ্রাম শহর, বেলপাহাড়ি, লালগড় সহ একাধিক এলাকায় একি চিত্র। ললাগড়ে তো আবার এমন অনেক বুথে বিএলও২এর নাম আছে যারা এই মূহুর্তে রাজ্যের বাইরে কাজে গেছেন। তারা জানেনই না তাদের নাম আছে বিএলএ হিসেবে। ব্যাতিক্রমি গোপীবল্লভ পুর এর ডাক্তার বিধায়ক জানান দলের নির্দেশ মত তিনি রোজ দলীয় কর্মী দের নিয়ে ক্যাম্প অফিস এ ঘুরে বেরাচ্ছেন। দলীয় কর্মী থেকে বিএলএ ২ দের হাতে কলমে শিখিয়ে দিচ্ছেন কি ভাবে মানুষ কে সহায়তা দেওয়া যায়। সেই অনুযায়ী কর্মীরাও সারাদিন ক্যাম্প অফিসে পরিষেবা দিয়ে চলেছেন। সাধারন গ্রাম বাসীরাও খুশি দলের কাছ থেকে এই পরিষেবা পেয়ে।
12
comment0
Report
BSBhabananda Singha
Nov 07, 2025 05:15:21
Dinajpur, Rangpur Division:রায়গঞ্জে চাঞ্চল্য! OTP জালিয়াতিতে আস্ত লরির মালিকানা বদল — দিশেহারা করনদিঘির এজারুল হক প্রতারণার নতুন কায়দা! এবার OTP জালিয়াতিতে বদলে গেল আস্ত একটি লরির মালিকানা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জে। করনদিঘি থানা এলাকার বাসিন্দা এজারুল হকের অভিযোগ, তার WB 59C/6034 নম্বরের লরি ছিনতাই হয় গত ১৮ অক্টোবর রাতে রায়গঞ্জের পানিশালা এলাকায়। সেই ঘটনায় তিনি রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়েরও করেন কিন্তু সেখানেই শেষ নয়। কয়েকদিন পর এজারুল জানতে পারেন, তার লরির মালিকানা পরিবর্তন হয়ে গেছে! বিষয়টি জানাজানি হতেই তিনি চাচল RTO-তে ছুটে যান। সেখানে গিয়ে জানা যায়, তার গাড়ির মালিকানা পরিবর্তন হয়েছে মোবাইলের OTP-এর মাধ্যমে। কিন্তু আশ্চর্যের বিষয়, এজারুল হকের মোবাইলে কোনও OTP-ই আসেনি। সেই প্রমাণও সংগ্রহ করেছেন তিনি চাচল RTO দফতরের পরামর্শে এজারুল এরপর রায়গঞ্জ সাইবার ক্রাইম থানায় যান। কিন্তু সেখানকার আধিকারিকরা জানান, এ ধরনের মালিকানা সংক্রান্ত অভিযোগ সাইবার ক্রাইমের আওতায় নয়, বরং RTO দফতরেই অভিযোগ জানাতে হবে এরই মধ্যে ফের একবার গাড়ির মালিকানা বদল হয়ে গেছে বলে জানা গেছে। এবার মালিকানা স্থানান্তরিত হয়েছে ইসলামপুর RTO-র তত্ত্বাবধানে। ফলে কার্যত দিশেহারা করনদিঘির বাসিন্দা এজারুল হক এজারুলের আইনজীবী বিশ্বরূপ দেব বলেন, “এটা নিছক কোনো একক ঘটনা নয়। একটি বড় র‍্যাকেট এই প্রতারণার সঙ্গে জড়িত। প্রশাসন কার্যত নীরব দর্শকের ভূমিকায়। এই ধরনের মারাত্মক জালিয়াতির ফাঁদে যে কেউ পড়তে পারেন।” স্থানীয় সূত্রে জানা গেছে, OTP জালিয়াতির মাধ্যমে ব্যাংক প্রতারণা বা টাকা হাতানোর ঘটনা নতুন নয়। কিন্তু OTP ব্যবহার করে আস্ত একটি লরির মালিকানা বদল—এমন অভূতপূর্ব ঘটনা এর আগে শোনেননি কেউই এখন দেখার বিষয়, প্রশাসনের তৎপরতায় এজারুল হক তার ছিনতাই হওয়া লরি ফিরে পান কি না বাইটঃ ১) এজারুল হক (লড়ির মালিক) ২) বিশ্বরূপ দেব (আইনজীবী)
14
comment0
Report
PMPiyali Mitra
Nov 07, 2025 04:47:39
Kolkata, West Bengal:চলতি বছরের পয়লা নভেম্বর আপ কামাখ্যা-পুরী এক্সপ্রেসে পরিবারের সদস্যদের নিয়ে যাত্রা করছিলেন ওড়িশার ভুবনেশ্বরের বাসিন্দা শ্রীমতি দোলন দাস। ট্রেনটি খড়গপুর স্টেশনে পৌঁছনোর মুখেই ওই ভদ্রমহিলার হাতে থাকা একটা ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় এক দুষ্কৃতী। ব্যাগের মধ্যে ছিল প্রায় ১৫ লক্ষ টাকার সোনার গয়না এবং একটা মোবাইল। খড়গপুর জিআরপিএসে অভিযোগ দায়ের করার সঙ্গে sে়ই তদন্ত নেমে পড়ে পুলিশ। ট্রেনের সংশ্লিষ্ট কোচের ভিতরে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। মMohammed নূর আলম @ সাদ্দাম হোসেন নামের হাওড়ার ওই অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন খড়গপুর জিআরপিএসের তদন্তকারী অফিসার ইনস্পেক্টর প্রশান্ত কীর্তনীয়া। পরবর্তীতে হাওড়ারই এক সোনার দোকান থেকে উদ্ধার হয় সমস্ত গয়না। ওই দোকানের মালিক ভুবনেশ্বর প্রসাদ শাহ @ মামা এবং তার সহযোগী শঙ্কর শ'কে চোরাই মালের ক্রেতা হিসেবে গ্রেফতার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে。
14
comment0
Report
MMManoranjan Mishra
Nov 07, 2025 04:47:28
14
comment0
Report
MDMritunjay Das
Nov 07, 2025 04:47:12
Bankura, West Bengal:তৃনমূল কর্মীরা লাঠি ধরা ভুলে যায়নি, শুধু বারণ আছে। একবার লাঠি ধরতে বললে তোমার গাড়ি আস্ত থাকবে না, তোমার টিকি খুঁজে পাওয়া যাবে না " - বিজেপি বিধায়কের গ্রামে সভা করে বিধায়ককেই হুমকি তৃনমূল ব্লক সভাপতির এস আই আর নিয়ে দলীয় প্রচার গাড়িকে ধমক চমক দেওয়ার অভিযোগ তুলে খোদ বিজেপি বিধায়কের বাড়ির সামনে সভা করে বিধায়ককে নজিরবিহীন ভাষায় হুমকি দিলেন বাঁকুড়ার ইন্দাস ব্লকের তৃনমূলের ব্লক সভাপতি শেখ হামিদ। বক্তব্য রাখতে উঠে শেখ হামিদ বিধায়কের উদ্যেশ্যে বলেন, "ধমক চমক দেবেন না। তৃনমূল কর্মীরা লाठি ধরতে ভুলে যায়নি। শুধু লাঠি ধরা বারণ আছে। একবার লাঠি ধরতে বললে তোমার গাড়ি আস্ত থাকবে না, তোমার টিকি খুঁজে পাওয়া যাবে না, তোমার কর্মীদের খবর নেওয়ার কেউ থাকবে না"। তৃনমূলের ব্লক সভাপতির এই হুমকির পাল্টা বিজেপি বিধায়কের কটাক্ষ ইট মারলে পাটকেল খেতে হবে। সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়ার ইন্দাসেও এস আই আর এর ফর্ম বিতরণ শুরু হয়েছে। আর এই আবহে এস আই আর এর নিয়ে বিজেপি বিরোধী প্রচারে নেমেছে তৃনমূল। নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি এস আই আর এর নামে মানুষকে হয়রান করছে এই দাবি তুলে রীতিমত টোটোয় চড়ে গোটা ব্লক এলাকায় প্রচার শুরু করেছে তৃনমূল। গতকাল ইন্দাস থানার কুশমুড়ি গ্রামে তৃনমূলের এই প্রচার টোটো গেলে টোটোয় থাকা তৃনমূল কর্মীদের স্থানীয় বিজেপি বিধায়ক নির্মল ধাড়া ধমক চমক দেন বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদে গতকাল বিকালে বিধায়কের গ্রাম কুশমুড়ি বাজারে প্রতিবাদ সভা করে তৃনমূলের ব্লক নেতৃত্ব। সেই সভা থেকেই বিধায়ককে উদ্যেশ্য করে নজিরবিহীনভাবে হুমকি দেন তৃনমূলের ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদ। ২০১১ সালের আগে এলাকা থেকে সিপিএম এর হার্মাদ তাড়ানোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, " আমরা হার্মাদদের রাস্তায় রাস্তায় ছুটিয়েছি। আমাদের ধমক চমক দেবেন না। তৃনমূল কর্মীরা লাঠি ধরতে ভুলে যায়নি। শুধু লাঠি ধরতে বারণ আছে। লাঠি ধরলে আপনার গাড়ি আসত থাকবে না, আপনার টিকিও খুঁজে পাওয়া যাবে না। আপনার অনুগামীদের খবর নেওয়ার জন্যেও কেউ থাকবে না"। তৃনমূলের ব্লক সভাপতির এই হুঁশিয়ারির পাল্টা তাঁকে একহাত নিয়েছেন স্থানীয় বিজেপি বিধায়ক। তাঁর দাবি এস আই আর নিয়ে তৃনমূল মিথ্যা প্রচার করছে। সেই মিথ্যা প্রচার করতে তিনি নিষেধ করেছিলেন। এরপর তৃনমূল যদি ইট মারে তো তাদের জেনে রাখা উচিত তারা পাটকেল খাবে。
13
comment0
Report
PDPradyut Das
Nov 07, 2025 04:46:25
14
comment0
Report
PDPradyut Das
Nov 07, 2025 04:05:20
Jalpaiguri, West Bengal:SIR আবহে মৃত্যু ধূপগুড়ি তে। বিএলও বাড়িতে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৮০ বছরের এক বৃদ্ধের। ঘটনায় সরব তৃণমূল। বিএলও বাড়িতে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৮০ বছরের এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির বারোঘরিয়া অঞ্চলের বর্মনপাড়ার ১৭০ নম্বর বুথে। মৃতের নাম লালুরাম বর্মন (৮০)। যদিও ওই ব্যক্তি আগে থেকেই অসুস্থ ছিলেন। ভোটার তালিকায় নাম ছিল না ওই ব্যক্তির। এসআইআরে আতঙ্কে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির জেলা কমিটির সদস্য ঈশ্বরচন্দ্র রায় বলেন, কাকতালীয়ভাবে বিএলও যখন ওই বাড়িতে ছিলেন, তখনই মৃত্যু হয় কালুরাম বর্মন নামে ওই ব্যক্তির। তবে এর সঙ্গে এসআইআরের কোনও সম্পর্ক নেই। ওই ব্যক্তি অনেক আগে বাংলাদেশ থেকে এসেছিলেন। কিন্তু ভোটার তালিকায় নাম তুলতে পারেননি। ভোটার তালিকায় নাম ছিল না তাঁর। ওই ব্যক্তি অনেক আগে থেকে অসুস্থ ছিলেন। মৃতের পরিবারের দাবি, লালুরাম অসুস্থ থাকলেও এসআইআর নিয়ে উদ্বিগ্ন ছিলেন。
14
comment0
Report
Advertisement
Back to top