Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
सरकारी स्कूलों में राष्ट्रीय और राज्य गीत: गाइडलाइंस आज आ सकती हैं
AGAyan Ghosal
Nov 07, 2025 06:02:29
Kolkata, West Bengal
সবে গতকাল ঘোষণা হয়েছে। এখনও স্কুলে স্কুলে পৌঁছায়নি সরকারি নির্দেশিকা। সম্ভবত সেই নির্দেশিকা আজকালের মধ্যে এসে যাবে। অর্থাৎ সোমবার থেকেই স্কুলের প্রার্থনায় সরকারি স্কুলের পড়ুয়াদের গাইতে হবে জোড়া গান। অভিভাবকদের একাংশ মনে করছেন সরকারি স্কুলে যে ধরনের পড়ুয়ারা আছে তাদের প্রথম গান অর্থাৎ জাতীয় সঙ্গীত অনেকটাই সড়গড়। দ্বিতীয় গান অর্থাৎ রাজ্য সঙ্গীত নতুন। গানের কথা বা শব্দ অপেক্ষাকৃত বেশ কঠিন। একজোড়া গান সুচারু ভাবে গাইয়ে পড়ুয়াদের সড়গড় করতে কয়েক মাস সময় লাগতে পারে বলে শিক্ষক শিক্ষিকারা মনে করছেন। শহরের একাধিক স্কুলে গিয়ে প্রার্থনার লাইনে দাঁড়ানো পড়ুয়াদের সঙ্গে কথা বলে জি ২৪ ঘণ্টার বাস্তব অভিজ্ঞতা, জন গণ মন প্রায় সবার কণ্ঠস্থ। কিন্তু দ্বিতীয় গান সম্পর্কে কারুর কনামাত্র ধারণা নেই। অভিভাবকদের বড় অংশ মনে করেন এক জোড়া গান প্রার্থনায় গাওয়ানোর কোনো যৌক্তিকতা তারা দেখছেন না।
12
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
NHNantu Hazra
Nov 07, 2025 08:16:20
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Nov 07, 2025 08:14:41
0
comment0
Report
BSBarun Sengupta
Nov 07, 2025 08:04:18
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Nov 07, 2025 07:50:32
0
comment0
Report
KBKamalakshya Bhattacharjee
Nov 07, 2025 07:49:50
Kolkata, West Bengal:চলছে বন্দে মাতরম এর দেড়শ বছর পূর্তি উদযাপন। এই আবহে রাজ্য সরকারি স্কুলগুলোতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল গান বাধ্য করার নির্দেশিকা এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিম চট্টোপাধ্যায়ের মধ্যে বিভেদ আনার চেষ্টা করছে তৃণমূল। প্রাদেশিকতার মনোভাব তৈরি করার চেষ্টা তৃণমূলের। এটা আগামীদিনে বিচ্ছিন্নতাবাদের জন্ম দেবে। এস আই আর এর কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছে বিরোধী দলের বি এল এ রা। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবো। প্রতিবাদে রাস্তায় নামবো। বাংলার সরকার বন্দেমাতরম সঙ্গীতের ১৫০ বছর উদযাপন করছে না।শুধু মাত্র ভোট ব্যাংকের জন্য । অভিযোগ সুকান্ত মজুমদার এর। উল্টে অভিষেক ব্যানার্জীর জন্মদিন পালন করছে কর্ণাটকের বক্তব্য প্রসঙ্গে ।ব্যক্তিগত ব্যাপার। SIR er প্রসঙ্গে হার্ট এ্যাটাক ।তৃণমূলকে বলুন পোস্ট মর্টেম করাক Blo ra tmc নেতাদের হাতে তুলে দিচ্ছে।বলেছিলাম কেন্দ্রীয় বাহিনী আনতে।পুলিশের কিছু করার ক্ষমতা নেই ।।বললেন সুকান্ত মজুমদার প্রশান্ত বর্মন নিয়ে বহু অভিযোগ।এই কয়েকবছর বিভিন্ন জায়গায় তার o পরিবারের নামে e ফ্ল্যাট আছে।। বহু বিডিও আছে জানা এরকম বহু কাজ করছে কিন্তু সরকার ব্যবস্থা নিচ্ছে না।প্রয়োজনে আমরা কোর্টে যাব বললেন সুকান্ত পয়সার ভাগ পাচ্ছে না তাই দল ছাড়ছে চাইছে হুমায়ন শওকত মোল্লা দেশদ্রোহী। বললেন সুকান্ত। বিজেপি মার খাচ্ছে। এই প্রসঙ্গে সুকান্ত বলেন বেশ কয়েক জায়গায় আমাদেরও শক্তি আছে।আমরাও দাবাই দিতে পারি।কিন্তু সেটা ঠিক নয়।আমরা গণতান্ত্রিক পথেই লড়তে চাই এসএসসি ফলাফল নিয়ে সুকান্ত বলেন দাড়ান এরপর সব সামনে আসবে।যে রাজ্যে দুর্নীতির লিস্ট এ মুখ্যমন্ত্রীর রিলেটিভ থাকে সে রাজ্যে কি আর ভালো হতে পারে ।বললেন সুকান্ত কেউ এখন মারা গেলে বলা হচ্ছে sir এর জ্বর লেগেছে। আজ অভিষেক ব্যানার্জীর জন্মদিন।সেই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন ওনাকে শুভেচ্ছা।তবে আজ বন্দেমাতরম এর ১৫০ বছর উদযাপন তাই আমাদের কাছে সব চেয়ে বড় । দ্বিতীয় দফায় সেবাস্রয় চালু করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়।। আজ জন্মদিনের কথা ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন উনার নাকি পয়সা নেই? বাড়িও নেই। লিপস এন্ড বাউন্স কোম্পানিতেও তিনি নেই তাহলে কোথা থেকে এত পয়সা আসছে? হিসেব দিক অভিষেক বন্দ্যোপাধ্যায়।বললেন সুকান্ত
4
comment0
Report
ABArup Basak
Nov 07, 2025 07:34:26
Mal Bazar, West Bengal:মেটেলিতে বাংলাদেশি হিন্দু পরিবার আটক পরে মুক্তি — বিজেপির বিক্ষোভ মেটেলি থানায়... গতকাল রাতে মেটেলিতে এক বাংলাদেশি হিন্দু পরিবারের চার সদস্যকে আটক করে মেটেলি থানার পুলিশ। এরপর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। শুক্রবার সকালে পুলিশ তাঁদের মুক্তি দিলেও, বিজেপির পক্ষ থেকে থানা ঘেরাও ও বিক্ষোভ শুরু হয়। ঘটনাকে কেন্দ্র করে রাজ্যায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা জগদীশ রায় ও সুচিত্রা রানী রায়, তাঁদের ১১ বছর ও ৫ বছরের দুই সন্তানকে নিয়ে প্রায় এক বছর আগে ভারতে প্রবেশ করেন। তাঁরা বিধাননগর গ্রাম পঞ্চায়েতের গোবরাবস্তি এলাকার হর কুমার বর্মন নামে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে মেটেলি থানার পুলিশ সেখানে হানা দেয় এবং পুরো পরিবারসহ বাড়ির মালিককেও আটক করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে জগদীশ রায় পুলিশকে জানান, বাংলাদেশের পঞ্চগড়ে তাঁদের এলাকায় ধর্মীয় সংখ্যালঘু হিসেবে প্রচণ্ড অত্যাচার চলছিল। সেই ভয়েই তাঁরা গত বছর ভারতে এসে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। এদিন সকালে পুলিশ আটক পরিবারকে ছেড়ে দিলেও ক্ষোভ থামেনি বিজেপির নেতা-কর্মীদের মধ্যে। বিজেপির বিধায়ক পুনা ভেংরা-র নেতৃত্বে থানা ঘেরাও ও বিক্ষোভ মিছিল হয়। তাঁরা মুক্তিপ্রাপ্ত পরিবারকে গলায় মালা পরিয়ে মিছিল করেন এবং পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করেন। বিজেপির অভিযোগ, “কেন্দ্রীয় সরকারের আইন অনুযায়ী (CAA) বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিষ্টান, পারসি ও জৈন সম্প্রদায়ের মানুষ ভিসা ছাড়াই ভারতে আশ্রয় নিতে পারেন। অথচ রাজ্যের পুলিশ তাঁদের আটোক করেছে, যা আইনের পরিপন্থী。” বিজেপির বিধায়ক পুনা ভেংরা বলেন, “বাংলাদেশে পীড়িত এক হিন্দু পরিবার ভারতে আশ্রয় নিয়েছে। আর রাজ্যের প্রশাসন তাঁদের আটোক করছে — এটা মানবিক বা আইনসম্মত কিছুই নয়।” পুলিশ সূত্রে জানা গেছে, পরিবারটির কাগজপত্র যাচাইয়ের জন্য প্রাথমিকভাবে আটক করা হয়েছিল কিন্তু পরে ছেরে দেওয়া হয়। বাইট ১) বিজেপির বিধায়ক পুনা ভেংরা। ২) বাংলাদেশের পরিবার। জগদীস রায়। ৩) বিজেপির জেলা সাধারণ সম্পাদক মনোজ ভুজেল。
4
comment0
Report
TDTapan Deb
Nov 07, 2025 07:30:24
Alipurduar, West Bengal:আলিপুরদুয়ার আলিপুরদুয়ার তৃনমুল কংগ্রেসের জেলা কার্যালয়ে অভিষেক বন্দোপাধy's জন্মদিন উপলক্ষ্যে কালিপূজা ও যজ্ঞ অনুষ্ঠিত হল। জেলায় তৃনমুল কংগ্রেস নেতা সৌরভ চক্রবর্তী উপোষ করে যঞ্জ করলেন। বহু তৃনমুল কংগ্রেসের কর্মী সমর্থক জন্মদিন উপলক্ষ্যে এই পূজোয় উপস্হিত ছিলেন। পরে প্রসাদ বিতরন করা হয়। দিন ব্যাপি প্রসাদ বিতরন, মিষ্টি বিলি, দরিদ্রনারায়ন সেবা পালিত হবে বলে জানান সৌরভ। अभिषेक বন্দोपাধ্যায়ের जन्मদিন উপলক্ষ্যে তৃনমুলের কর্মী সমর্থকদেরা রীতিমতো अभিষেকে জন্মদিনের লোগো লাগান gaeoznি পরে শহর জুড়ে ঘুরলেন। (ছবি 2C তে পাঠালাম FILE : 071125ZG ALD BIRTHDAY) 1) সৌরভ চক্রবর্তী - তৃনমুল কংগ্রেস নেতা।
1
comment0
Report
ALArup Laha
Nov 07, 2025 07:03:33
Belna, West Bengal:অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূলের ‘সপ্তর্ষী কর্মসূচি’ ঘোষণা। শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে নানান সামাজিক ও মানবিক উদ্যোগে দিনটি পালন করছে পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেস। জেলা যুব সভাপত রাসবিহারী হালদার জানান, এবছর “সপ্তর্ষী কর্মসূচি” নামে সাতটি বড় ইভেন্টের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে আগামী ১২ জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিনে, আয়োজিত হবে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। তার জন্য অংশগ্রহণকারীদের ফর্ম বিলি শুরু হয়েছে শুক্রবার রাত ১২টার পর থেকেই। শুক্রবার সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তে কর্মসূচি শুরু হয়। যুব তৃণমূল নেতৃত্ব প্রথমে যান গুরুদুয়ারা ও মাজারে প্রার্থনা করতে। এরপর তারা বর্ধমান শহরের নীলপুরের ব্লাইন্ড একাডেমিতে গিয়ে কচিকাঁচাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। পাশাপাশি দুপুরে শিশুদের জন্য খাবারেরও বিশেষ ব্যবস্থা করা হয়。 রাসবিহারী হালদার বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে ভাগ করে নিচ্ছি। সপ্তর্ষী কর্মসূচির মাধ্যমে যুব তৃণমূল মানুষের পাশে থাকতে চায় – এটাই আমাদের মূল উদ্দেশ্য। বাইট। রাসবিহারী হালদার, (জেলা যুব সভাপতি, তৃণমূল কংগ্রেস)।
8
comment0
Report
Advertisement
Back to top