Back
फिरहाद हाकिम के शहर में बाढ़: जलजमाव नियंत्रण से बाहर?
RDRaktima das
Sept 23, 2025 15:46:51
Kolkata, West Bengal
ফিরহাদ হাকিম পিসি।
*শহরের জমা জল নিয়ে।*
*ফিরহাদ হাকিম।*
★এটা একটা এবনরমাল সিচুয়েশন। এর আগে ১৮০ মিমি হয়েছে। এদিন ৩০০ র বেশি বৃষ্টি।
★ পাম্প বসিয়ে পুরসভা চেষ্টা করেছে। এখন টুনটুনি আর সহ কয়েকটা জায়গা ছাড়া অনেক জায়গাতেই জল কমেছে।
★সকালবেলা যে জলটা ছিল সেটা অনেকটাই কমেছে। এখনো কন্ট্রোল রুম থেকে নজরদারি চলছে। রাতের মধ্যেই সমাধান করার চেষ্টা।
★বৃষ্টির জন্য সব কটা ক্যানেল স্টেশন দিয়ে যখন জল ফেলছি তখন সেটা ফেরত চলে আসছে। ★টালি জালা তে ব্যাক ফ্লো হচ্ছে জল। এই সকালে সমস্যার সৃষ্টি হয়েছে। সেই জলটাকে আবার সরাতে হয়েছে আমাদের।
★আজকের যে বৃষ্টি সেটা দেখে আমার মনে হচ্ছে। পুরো সিচুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে। দেরাদুনে দেখেছি। জম্মুতে দেখেছি। এরকম মেঘ ভাঙা বৃষ্টি এসে গ্রামকে গ্রাম শহরকে শহর শেষ করে দিয়েছি।
নিকাশি বিভাগের কর্মচারী থেকে সব আধিকারিক সকলকে ধন্যবাদ জানাই। তারা লড়াই করেছে এবং এখনো লড়াই করে যাচ্ছে। এই সিচুয়েশনটা আমরা লড়াই করছি।
★মৌসুমী বায়ু আসে মেঘ হয় বৃষ্টি হয় এটা আমাদের এখানে আছে। দুই মিনিট ভাঙ্গা বৃষ্টির প্রকৃতি আমাদের এখানে নতুন।
★কিছু জায়গায় আমরা সহ নাগরিককে হারিয়েছি, ওয়াটার লগিং য়ে বিদ্যুৎপৃষ্ট হয়।
★পুলিশ এবং প্রশাসনের সহযোগিতা পেয়েছি।
★এই সিচুয়েশন তো আমাদের কারো জানা নেই। তবে এবার চিন্তা করতে হবে হাইডগুলো বাড়াতে বিদ্যুতের খুঁটি গুলোকে নিরাপদ রাখতে।
এর আগে আমরা ল্যাম্পপোস্টে হাত দিলে বিদ্যুদাহত হয়ে মৃত্যু হতে দেখেছি। এখন তো জল জমলে সেখানে জলে বিদ্যুৎ হয়ে যাচ্ছে এটা নতুন সিচুয়েশন। নতুন সিচুয়েশন ফেস করতে হবে দোষ দেওয়ার বা দোষ নেওয়া নয়। একটা সমস্যার সমাধান নয়। এসেছে সোনালী কিভাবে হ্যান্ডেল করব সেটার পথ বার করতে হবে।
*বিকাশ ভট্টাচার্যের মন্তব্য।*
★কেইআইআইপির কাজ বিকাশ ভট্টাচার্যের সময় হয়নি। সমালোচনা করার সহজ রাস্তায় নেমে কাজ করা কঠিন। আপনার সময় কলকাতা শহর কি ছিল আর এখন কি হয়েছে সেটা সবাই জানে। আপনার সময় জল জমতো না?? তখন জলের ক্রাইসিস ছিল না?? এগুলো বোকা বোকা। আমরা সেই সমস্যার সমাধান করে ফেলেছি।
*পানীয় জলের সমস্যা হতে পারে?*
★কিছুটা সময় সিইএসসির বিদ্যুৎ ছিল না। তাই কোথাও কোথাও জলের সমস্যা হয়েছিল। এখন সবটা নরমাল হয়ে গেছে।
*পিচ উঠে আসছে।*
★জলের শত্রু পিচ। অর্থাৎ এত পরিমাণ বৃষ্টি হচ্ছে এই পরিস্থিতিতে পিচের রাস্তা বাঁচাতে নতুন পথ খুঁজতে হবে। আমাদের ইঞ্জিনিয়ার বিজ্ঞানীরা দেখছেন।
*জলাভূমি ভরাট একটি বিকাশ ভট্টাচার্যের মন্তব্য*
★এখন আমাদের সময় কোন জলাভূমি ভরাট হয়নি। যা হয়েছে ওনার সময় হয়েছে।
★খাল সংস্কার হয়েছে 35 টা খাল সংস্কার করা হয়েছে কিন্তু ব্যাক ফ্লো হয়েছে তার ফলেই সমস্যা।
★স্বাভাবিক জমা জলের জন্য আমাদের নতুন নতুন প্রযুক্তি করা হচ্ছে। কুয়া খনন হচ্ছে। বিভিন্ন পার্কে কিন্তু এটা এবনরমাল বৃষ্টি হয়েছে।। রাজ্য সরকারের সহযোগিতায়।
★সরকারি বেসরকারি হাসপাতালে যেখানে যেখানে সমস্যা হয়েছে সেখানে যারা যারা চেয়েছে আমরা সেখানেই পাঠানোর ব্যবস্থা করেছি পাম অস্থায়ীভাবে সেই জল সরানোর জন্য
*এখনই প্রায় হয়ে গেছে। বেশিরভাগ জায়গায় জল আছে। আর্মস্ট্রাট্রিট, এন্টালি, পাতিপুকুর বাইপাস, বিজন সেতুর তলায় জল আছে। গড়িয়াহাটে প্যান্টালুন্সের সামনে জল আছে।*
*পুজোর মুখে আবার নিম্ন চাপের আশঙ্কা।*
★আমরা সব সময় তৈরি থাকি যখন গ্রীষ্মকালে জলের ক্রাইসিস হয় তখন। আবার যখন জল জমে যায় তখনো। আমরা সব সময় অন টো থাকি। যে কোন পরিস্থিতি এলে আমরা তৈরি রয়েছি।
6
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BBBimal Basu
FollowSept 24, 2025 08:08:410
Report
CDChampak Dutta
FollowSept 24, 2025 08:08:190
Report
BSBarun Sengupta
FollowSept 24, 2025 08:07:470
Report
KMKIRAN MANNA
FollowSept 24, 2025 08:06:540
Report
ANArnabangshu Neogi
FollowSept 24, 2025 08:06:400
Report
MMManoranjan Mishra
FollowSept 24, 2025 07:09:045
Report
PDPradyut Das
FollowSept 24, 2025 07:08:384
Report
ANArnabangshu Neogi
FollowSept 24, 2025 07:08:203
Report
SCSaurav Chaudhuri
FollowSept 24, 2025 07:08:092
Report
PDPradyut Das
FollowSept 24, 2025 07:07:414
Report
BCBasudeb Chatterjee
FollowSept 24, 2025 07:07:250
Report
SCSaurav Chaudhuri
FollowSept 24, 2025 07:06:470
Report
SCSaurav Chaudhuri
FollowSept 24, 2025 07:06:300
Report
ABArup Basak
FollowSept 24, 2025 06:04:550
Report
PDPradyut Das
FollowSept 24, 2025 06:04:470
Report