Back
नेपाल की गोली-बमों के बीच Jalpaiguri के शोधकर्ता घर लौटे
PDPradyut Das
Sept 13, 2025 11:52:07
Jalpaiguri, West Bengal
2C
1309ZG_JAL_NEPAL_TRUEST_R
R & R1 বলে ২সি তে বাইট, ভিডিও এবং স্টিল ছবি গেছে।
নেপাল থেকে ফিরে এলেন জলপাইগুড়ির গবেষক ময়ূখ! চোখের সামনে গুলি-বোমার বিভীষিকা! চোখের সামনে গুলি চলতে দেখার অভিজ্ঞতা কোনও সাধারণ মানুষের জীবনে সহজে আসে না। সেই হাড়হিম করা অভিজ্ঞতা নিয়েই নেপাল থেকে বাড়ি ফিরলেন জলপাইগুড়ির গোমস্তাপাড়ার বাসিন্দা ও গবেষক ময়ূখ ভট্টাচার্য।
দীর্ঘ কয়েক দিন নেপালে আটকে থাকার পর অবশেষে জলপাইগুড়িতে ফিরলেন গবেষক ময়ূখ ভট্টাচার্য। স্বস্তির নিঃশ্বাস ফেললেন পরিবারের লোকজন। বাড়িতে খুশির হাওয়া। ক্যামেরার সামনে নেপালের হাড় হিম করার অভিজ্ঞতা শোনালেন ময়ূখ।
জলবায়ু সংক্রান্ত আন্তর্জাতিক সেমিনারে গিয়ে নেপালে আটকে থাকা জলপাইগুড়ির গবেষক ময়ূখ ভট্টাচার্য বাড়ি ফিরলেন।প্লেনের টিকিটের চড়া দাম থাকায় বিহার সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে গোমস্তা পাড়ার বাড়িতে ফিরলেন ময়ূখ
।গত ৮ তারিখ থেকেই নেপালের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে যাওয়ায় সেনাবাহিনীর নিরাপত্তার মধ্যে কার্যত হোটেল বন্দী হয়ে পড়েছিলেন ময়ূখরা। হোটেলে বসেই একের পর গুলির শব্দে কান ঝালাপালা হয়েছিল।খাদ্য সংকট তৈরি হয়। শেষ পর্যন্ত বাড়ি ফিরতে পেরে স্বস্তির নি:স্বাশ ফেলেন ময়ূখের পরিবার।
আন্তর্জাতিক জলবায়ু সংক্রান্ত এক সেমিনারে যোগ দিতে গিয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যের পরিহাস, সেমিনারের মাঝপথেই নেপালের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। গত ৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অস্থিরতায় হঠাৎ করেই চারদিক জুড়ে গুলির শব্দ, রাস্তায় সেনা টহল, আতঙ্কে থমথমে পরিবেশ। কার্যত হোটেলের ভেতরে বন্দি হয়ে পড়েছিলেন ময়ূখ ও তাঁর সহযাত্রী গবেষকরা।
মোবাইলের ভিডিও কলেই পরিবারকে আশ্বস্ত করার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু বাস্তব ছিল ভয়ংকর। ময়ূখের কথায়, “হোটেলের কাচের জানালার ওপারেই একের পর এক গুলি চলছিল। কানে ঝাঁঝালো শব্দ, বুক কেঁপে উঠছিল। খাবার জোগাড় করতেও সমস্যা হচ্ছিল। মনে হচ্ছিল, আর হয়তো ফেরা হবে না।”
শেষ পর্যন্ত সেনাবাহিনীর নিরাপত্তার মধ্যেই তাঁরা সীমান্ত পর্যন্ত পৌঁছন। প্লেনের টিকিটের আকাশছোঁয়া দামে সম্ভব না হওয়ায় সড়কপথে বিহার সীমান্ত হয়ে অবশেষে পশ্চিমবঙ্গে ফিরে আসেন ময়ূখ। বহু আতঙ্কের মুহূর্তের পর গতকাল নিজের বাড়ি গোমস্তাপাড়ায় ফিরতেই হাঁফ ছেড়ে বাঁচলেন পরিবারের সদস্যরা।
ময়ূখের বাবা জানান, প্রতিটি রাত তাঁদের কাছে দুঃস্বপ্নের মতো কেটেছে। “ছেলেকে সুস্থভাবে ফিরে পেয়ে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি,” চোখে জল নিয়ে বললেন তিনি। নেপালের বিভীষিকাময় পরিস্থিতি থেকে অক্ষত অবস্থায় ফিরে এসে আজ যেন নতুন জীবনের স্বাদ পেলেন গবেষক ময়ূখ। কিন্তু সেই গুলির শব্দ, আতঙ্কে ভরা রাতগুলো আজীবন তাঁর মনে গেঁথে থাকবে।
অপরদিকে জানা যায়,
তৃণমূল কংগ্রেসের যুব নেতৃত্বের প্রচেষ্টায় বাড়ি ফিরলেন নেপালে যাওয়া গবেষক ছাত্রদের প্রতিনিধি দল। গত ৫ই সেপ্টেম্বর 2025 নেপালের কাঠমান্ডুতে আয়োজিত জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে নেপালে গিয়েছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্র ময়ূখ ভট্টাচার্য সহ আরও চার পাঁচ জন গবেষক ও ছাত্রদের প্রতিনিধি দল। পরবর্তীতে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে ও যোগাযোগের জটিলতায় তারা সেখানে আটকে পড়েন। ক্রমবর্ধমান অশান্তি ও লাগাতার রাজনৈতিক অস্থিরতায় উদ্বিগ্ন হয়ে নেপালে আটকে পড়ায় তাদের পরিবারও দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছিলেন। ময়ূখের কথায়, "নেপালে আটকে পড়ে প্রাথমিকভাবে আমরা কি করব, কোথায় যোগাযোগ করব বুঝতে পারছিলাম না। একাধিক জায়গায় মেইল মারফত যোগাযোগ করেও কোনো সুবিধা করা যায়নি। এই সময়ে আমার স্কুল জুনিয়ার তথা গবেষক ছাত্রনেতা ভাই সুপ্রিয় চন্দকে গোটা বিষয়টা জানাই। পরবর্তীতে ওর মাধ্যমেই জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রামমোহন রায়ের সাথে কথা হয়। যেভাবে প্রশাসনিক সহযোগিতায় ও লাগাতার খোঁজখবর নিয়ে রাত জেগে যুব নেতৃত্বরা বাড়ি ফিরতে সাহায্য করেছেন, তাতে আমরা সত্যিই অন্তর থেকে খুশি। বাড়ি ফিরে ভালো লাগছে। মাননীয় রামমোহন রায়কে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। "
এই প্রসঙ্গে সুপ্রিয় চন্দকে প্রশ্ন করা হলে তিনি জানান, "আমরাও আশঙ্কার মধ্যে ছিলাম। ময়ূখ দা আমার জলপাইগুড়ির ছেলে, স্কুল সিনিয়র ও কৃতি গবেষক। আমি খবরটা পেয়েই আমাদের জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রামমোহন দা কে জানাই আলোচনা করি। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই রামমোহন দা সবসময় মানুষের পাশে যেভাবে থাকেন, সেভাবেই এক্ষেত্রেও পুরো ব্যাপারটা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।"
রামমোহন রায় বলেন, "ওরা সাবধানে ভালো ভাবে বাড়ি ফিরে এসেছেন, এটাই সবচেয়ে বড় পাওনা। রোকসান সীমান্ত পার হওয়া অবধি আমি ভোর চারটে অবধি ওদের সাথে ফোনে যোগাযোগে ছিলাম। খবর পাওয়ার থেকে আজকে অবধি, আমি নিজেও টেনশনে ছিলাম। তৃণমূল কংগ্রেস মানুষের পাশে ছিল, আছে, সবসময়। তৃণমূল কর্মী হিসেবে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে, মানুষের পাশে থাকাটা আমাদের কর্তব্য। "
রিপোর্ট:- প্রদ্যুত দাস
ক্যামেরা :- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
2
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
NRNarayan Roy
FollowSept 13, 2025 13:38:051
Report
MMManoj Mondal
FollowSept 13, 2025 13:37:384
Report
MMManoj Mondal
FollowSept 13, 2025 13:37:264
Report
AMAshok Manna
FollowSept 13, 2025 13:37:131
Report
ASAyan Sharma
FollowSept 13, 2025 12:45:343
Report
ASAyan Sharma
FollowSept 13, 2025 12:45:262
Report
TDTapan Deb
FollowSept 13, 2025 12:45:171
Report
BBBimal Basu
FollowSept 13, 2025 12:05:276
Report
DGDebabrata Ghosh
FollowSept 13, 2025 12:05:124
Report
BSBarun Sengupta
FollowSept 13, 2025 12:04:583
Report
SCSaurav Chaudhuri
FollowSept 13, 2025 11:53:171
Report
ABArup Basak
FollowSept 13, 2025 11:52:553
Report
CDChittaranjan Das
FollowSept 13, 2025 11:52:434
Report
DGDebabrata Ghosh
FollowSept 13, 2025 11:51:542
Report