Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Howrah711101

मंत्री मनोज तियोয়ার पर फर्जी वोटर का आरोप, भाजपा ने चुनाव आयोग को दिया शिकायत

DGDebabrata Ghosh
Sept 13, 2025 11:51:54
Howrah, West Bengal
এবার ভুয়ো ভোটার হিসেবে অভিযোগ উঠলো খোদ রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারীর বিরুদ্ধে।আজ ভুয়ো ভোটার খুঁজতে হাওড়ার তেলকল ঘাট রেল কোয়ার্টারে আসেন বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রাই এর নেতৃত্বে বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীরা যখন হাওড়া তেলকল ঘাট রেল কোয়াটারে ক্রিড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারীর ফ্লাটের ঠিকানায় যান তখন তারা দেখেন ওই ফ্ল্যাটে মন্ত্রী থাকেন না। ওই ফ্ল্যাটে থাকে অন্য পরিবার।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এলাকার তৃণমূল কর্মীরা। তখন তাদের সঙ্গে শুরু হয় বচসা। বিজেপি নেতৃত্বের অভিযোগ মনোজ তিওয়ারীর বাবা রেলে চাকরি করতেন। সেই সুবাদে কয়েক বছর আগে মনোজ তিওয়ারি এখানেই থাকতেন। কিন্তু তার বাবা অবসর গ্রহণের পর ওই ফ্ল্যাট ছেড়ে দিয়েছেন। তার বাবা প্রায় আট বছর আগে মারা গেছেন। অথচ ২০২১ সালে ভোটার মনোনয়ন পত্রে তিনি ওই ঠিকানা ব্যবহার করেছেন। যা সম্পূর্ণ বেআইনি। বিজেপির আরো অভিযোগ মনোজ দীর্ঘদিন এখানে থাকেন না। তাই কিভাবে এখানকার ভোটার লিস্টে তার এবং তার ভাই রাজকুমার তিওয়ারীর নাম থাকে ? তার মানে মন্ত্রী ভুয়ো ভোটার। এই বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে বলে জানান উমেশ রাই।অন্যদিকে এই ঘটনায় তীব্র বচসা শুরু হয় স্থানীয় তৃনমুল নেতা কর্মীদের সাথে বিজেপি নেতা কর্মীদের। কেনো বিনা অনুমতিতে এখানে এসেছে বিজেপি কর্মীরা এনিয়ে সরব হয় তৃণমূল। বিজেপি বিরোধী স্লোগান দিতে থাকে।পাল্টা স্লোগান বিজেপির।তৃণমূলের দাবী মনোজ তেওয়ারী দীর্ঘদিন এখানে থাকতেন। এখানেই তার খেলাধুলা শুরু এবং বেড়ে ওঠা। তার পরিবারের লোকেরা প্রায়ই এখানে আসেন। বিজেপি মিথ্যা অভিযোগ করছে। এদিন মন্ত্রী মনোজ তিওয়ারি ফোনে বলেন নির্বাচন লড়ার সময় তিনি পুরনো ডকুমেন্ট জমা দিয়েছিলেন। তাই ভোটার লিস্টে নাম রয়ে গেছে। এবারে তিনি তার নতুন ঠিকানা দিয়ে দেবেন। বাইট..১..উমেশ রাই(রাজ্য সম্পাদক,বিজেপি) ২..করন রজক(তৃণমূল নেতা) ৩..বকুল পাল(স্থানীয় বাসিন্দা) ৪..ওয়াকথ্রু 1309zg_hwh_voter_r
2
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
NRNarayan Roy
Sept 13, 2025 13:38:05
Siliguri, West Bengal:*কিছটা স্বাভাবিক ছন্দে ফিরতেই ভারতে নেপাল মৈত্রি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করল নেপালের মহিলা ফুটবল দল* অলি সরকারের পতনের পর নেপালের হাল ধরলেন সুশীলা কার্কি। নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে নেপালের সাধারণ মানুষ থেকে শুরু করে ভারত সকলেই স্বাগত জানিয়েছেন। যদিও গত তিন দিনের অস্থির পরিস্থিতির পর এদিন সকাল থেকে ছন্দে ফিরতে মরিয়া নেপাল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই শনিবার পানিট্যাংকি রুরাল ডেভলপমেন্ট ও এডুকেশনাল সোসাইটির পরিচালনায় মহিলা ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করল নেপালের কাকরভিটা মহিলা ফুটবল দল। এদিন ভারত নেপাল সীমান্তের মদন জোতে প্রথমে ভারতীয় জাতীয় সংগীত করা হয় পরবর্তীতে নেপালের জাতীয় সংগীত করার পর দুই দলের মধ্যে কুশল বিনিময় হয় এবং ফুটবল খেলা শুরু হয়। এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমী এক্কা, খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না সিংহ রায়, রানীগঞ্জ পানিশালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সান্তনা সিংহ প্রমুখ। নেপাল ফুটবল এসোসিয়েশনের কোচ ভারত চন্দ্র গুরুং উদ্যোক্তাদের এই আয়োজনের জন্য সাধুবাদ জানিয়েছেন। এই ধরনের খেলা উভয় দেশের সম্পর্কের ক্ষেত্রে সময়োপযোগী এবং উভয় দেশের সৌভাতৃত্বের সম্পর্ক আরো সুদৃঢ় করবে। নেপালের বর্তমান উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তার মন্তব্য, দ্রুত উভয় দেশের সম্পর্ক স্বাভাবিক হবে। FEED SEND BY 2C 1309ZG_SILI_IND_NE_FOOT_R
1
comment0
Report
MMManoj Mondal
Sept 13, 2025 13:37:38
Kolkata, West Bengal:চলতি বছরের আগষ্ট মাসের চার তারিখ অশোকনগর ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের দোগাছিয়া এলাকার - ব্যস্ততম রাস্তার পাশের জলাশয় থেকে উদ্ধার হয় নলিকাটা অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির দেহ।অশোকনগর থানার পুলিশ দেহ উদ্ধার করে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।ঠিক তার একদিন পরে,৫ ই আগস্ট অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর সহ গোটা পুলিশ টিম ঘটনাস্থলে যায় ডগ স্কোয়াডের একটি টিম নিয়ে। ঠিক তার একদিন পরে অর্থাৎ ৬ ই আগস্ট মৃত যুবকের পকেটে পাওয়া একটি বাসের টিকিটের সূত্র ধরে যুবকের নাম পরিচয় জানা যায়। জানা যায় বছর ৩৩ এর এই মৃত যুবকের নাম "শেখ নুর আলাম" পেশায় তিনি প্রাক্তন সেনা কর্মী, বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার কাঞ্চননগর এলাকায়। ছেলের মৃত্যুর খবর শুনেই অশোকনগরে ছুটে আসেন প্রাক্তনের সেনা জওয়ানের বাবা সহ পাড়া প্রতিবেশীরা।ছেলের দেহ সনাক্ত করে, ছেলের নিথর দেহ নিয়ে বাড়ি ফেরেন অসহায় বাবা। মৃতের বাবা শেখ সিরাজুল ইসলাম সবশেষে একটা কথাই বললেন ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করেছে পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের কঠিন শাস্তি দিক। বলা চলে তৎপরতার সাথে এক মাসের মধ্যে অশোকনগর থানার পুলিশ প্রশাসন উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে এই খুনের ঘটনায় গ্রেপ্তার করে অশোকনগর কল্যাণগড় এলাকার বাসিন্দা বিএসএফ জওয়ান অভিজিৎ হালদার নামে এক যুবককে। পাশাপাশি এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত কচুয়ার বাসিন্দা শম্ভু পাল নামে আরও এক যুবককে গ্রেফতার করে।
4
comment0
Report
MMManoj Mondal
Sept 13, 2025 13:37:26
Kolkata, West Bengal:বনগাঁ থানার নেহরুনগর এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল এক যুবক। মৃতের নাম রাজা গাইন (২৮)। জানা গেছে, বছর দশেক আগে ঠাকুরনগরের রিঙ্কুকে ভালোবেসে বিয়ে করেছিল রাজা। দম্পতির ৮ বছরের একটি ছেলে রয়েছে। পরিবার সূত্রে খবর, পারিবারিক অশান্তির কারণে কিছুদিন ধরে স্ত্রী রিঙ্কু বাপের বাড়িতে রয়েছে। এ নিয়ে রাজার সঙ্গে প্রায়ই ঝামেলা হচ্ছিল। শুক্রবার রাতে বাড়ি ফিরে খাওয়া-দাওয়া করে ঘুমোতে যায় রাজা। সকালে ডাকাডাকিতে সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিতেই দেখা যায় ঝুলন্ত অবস্থায় রয়েছে । ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
4
comment0
Report
AMAshok Manna
Sept 13, 2025 13:37:13
Kolkata, West Bengal:মহেশতলা পৌরসভা বনাম ১৬ নম্বর ওয়ার্ডের কল্যা ণ সমিতি জমি জট নিয়ে ৭২ তম পূজা বন্ধ হবার পথে এ রকম একটি পরিস্থিতি দাঁড়িয়ে দুর্গাপূজা যখন কোর্টে দিকে তাকিয়ে এলাকাবাসীরা ঠিক সেই সময় আমরা খবরের নামি। খবরে শিরোনামে আসার পর আজ মুখ্যমন্ত্রী ফোন করলেন মহেশতলার বিধায়ক তথা মহেশতলা পৌরসভার চেয়ারম্যান দুলাল দাস কে, খুলতে বলা হোলো উদ্যান, ওখানেই পুজো হবে। আইন আইন এর পথে চলবে। মহেশতলা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের জমি যট আদালতে মিটবে, কিন্তু পুজো ওখানে ই হবে। পুজোর কদিন এর জন্য খুলতে হবে গেট। খোলা হোলো গেট। এই সংবাদ পাওয়ার পর এলাকাবাসী অর্থাৎ ১৬ নম্বর ওয়ার্ডে কল্যাণ সমিতির পূজা কমিটির সহ এলাকাবাসীদের মনে ।খুশির আলো ছড়িয়ে পড়ে তারা খুবই গর্বিত যে তাদের এই দীর্ঘ দিনে দুর্গাপূজা তারা যে আবার করতে পারবে এবং গেট খোলা থাকবে সাধারণ মানুষের জন্য ধর্ষণের জন্য তারা খুবই গর্বিত।
1
comment0
Report
ASAyan Sharma
Sept 13, 2025 12:45:34
Kolkata, West Bengal:# বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, মালদা মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া, উজ্জ্বল সোরেন এর বিরুদ্ধে অভিযোগ। বিয়ে করতে অস্বীকার করায়, প্যারাসিটামলের ওভার ডোজ দেওয়া হয়, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস এর ফাইনাল ইয়ারের পড়ুয়া অনিন্দিতা সোরেন কে। # প্রথমে তাকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ক্রিটিকাল কেয়ার ইউনিটে। সেখান থেকে গতকাল রাতে কলকাতায় আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছিল। পথেই মৃত্যু হয় তার। ইংরেজবাজার থানায় অভিযুক্ত ডাক্তারি পড়ুয়া উজ্জ্বল সোরেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের মৃতের পরিবারের। শুধুমাত্র উজ্জ্বল সোরেন নয় এই ঘটনায় জড়িত রয়েছে আরও অনেক মালদা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারি পড়ুয়া জড়িত অভিযোগ মৃতের পরিবারের। # অভিযুক্ত উজ্জ্বল সোরেন, মালদা মেডিকেল কলেজের পড়ুয়া। বাড়ি পুরুলিয়াতে। বাবা গোপাল চন্দ্র সোরেন কলকাতা পুলিশে কর্মরত, থাকেন কলকাতায়। # গত সোমবার তাকে ডাকা হয়,মালদা মেডিকেল।কলেজে।
3
comment0
Report
ASAyan Sharma
Sept 13, 2025 12:45:26
Kolkata, West Bengal:*Super Exclusive* *SIR এর গেরো, জন্ম সার্টিফিকেট পেতে এবং সংশোধনের হিড়িক পড়েছে *প্রতিদিন ৫০ থেকে ৬০ টি জন্ম সার্টিফিকেট ইস্যু করার আবেদন জমা পড়ছে *১৯৬৫ থেকে ১৯৯০ সালে জন্ম এমন মানুষ আবেদন করছেন # বাংলাদেশ সীমান্তবর্তী জেলা উত্তর ২৪ পরগনার বসিরহাট এবং বনগাঁ থেকে আসছে আবেদন # যাতে হাসপাতাল কর্তৃপক্ষ সার্টিফিকেট দিতে বাধ্য হয়, কোর্ট থেকে affidavid করে নিয়ে আসছেন আবেদনকারী। SIR_BIRTH_CERTIFICATE_contro 09.09.25 # পুজোর পরই চালু হতে পারে, তারই জোর কদমে প্রস্তুতি সারছে নির্বাচন কমিশন।আর এরই মাঝে জন্ম সার্টিফিকেট জোগাড় করতে এবং সংশোধনের রীতিমত হিড়িক পড়ে গিয়েছে মানুষের মধ্যে। রাজ্যের একাধিক হাসপাতালে জমা পড়ছে জন্ম সার্টিফিকেট ইস্যু ও সংশোধনের হিড়িক।বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তর ২৪ পরগনার বসিরহাট এবং বনগাঁ সীমান্ত এলাকা থেকে অবাক করা আবেদন পত্র আসছে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের বার্থ রেজিস্ট্রেশন বিভাগে।আবেদন আসছে খোদ হাসপাতালের উপাধ্যক্ষ এর কাছেও। # আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম হয়েছে ১৯৬৫ সালে,তিনি আবেদন করছেন জন্ম সার্টিফিকেট এর জন্য। এর পাশাপাশি আবার কারো জন্ম হয়েছে ১৯৮৩ সালে,১৯৯০ সালে।এমন বহু মানুষের আবেদন আসছে জন্ম সার্টিফিকেট এর জন্য। মোদ্দা কথা যারা আবেদন করছেন,তাদের প্রত্যেকের বয়স ৩৫ থেকে ৪০ অথবা ৬০ বছর। # তবে শুধুই কি জন্ম সার্টিফিকেট ইস্যু করার আবেদন আসছে।এর সাথে আসছে জন্ম সার্টিফিকেট করে দিতে দেওয়া হচ্ছে নানান প্রলোভন। এই প্রলোভনে যাতে কেউ না পা দেয় তার জন্য সতর্ক করা হয়েছে,বার্থ রেজিস্টার হিসাবে নিযুক্ত মেডিকেল অফিসার কে। # আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের পর্যবেক্ষণ,বিগত ৬ মাস আগে প্রতিদিন,১৫ টি করে জন্ম সার্টিফিকেট ইস্যু করার আবেদন আসতো।এখন প্রত্যেক দিন ৬০ থেকে ৭০ জনের জন্ম সার্টিফিকেট করে দেওয়ার আবেদন আসছে। # তবে এত পুরানো রেকর্ড থেকে আবেদন এলেও,আদৌও কি মিলছে সার্টিফিকেট।রাজ্যের স্বাস্থ্য দফতরের নিয়ম বলছে,১০ বছরের বেশি সময় জন্মের সার্টিফিকেট এর রেকর্ড রাখেনা কোন হাসপাতাল কতৃপক্ষ। সেক্ষেত্রে যদি দেখাযায়,হাসপাতালের পুরানো রেকর্ডে যদি নথি না মেলে তাদের সরাসরি পাঠানো হচ্ছে স্বাস্থ্য ভবনে। # জন্ম সার্টিফিকেট কি কি আবেদন করছেন মানুষ জন... ১.নাম পরিবর্তন ২. ধর্ম পরিবর্তন ৩.নাম সংশোধন ৪.বাসস্থানের এলাকা পরিবর্তন #যদি কোনভাবে হাসপাতাল থেকে পুরানো জন্ম সার্টিফিকেট পেতে কোন অসুবিধা হয়, প্রত্যেকেই বনগাঁ অথবা বসিরহাট, বারাসাত কোর্ট থেকে অ্যাফিডেবিট করিয়ে নিয়ে আসছেন।যা দেখে যেন হাসপাতাল কর্তৃপক্ষ কোন ভাবে জন্মের শংসাপত্র দিতে অস্বীকার না করে। Note - ১. আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডক্টর সপ্তসী চ্যাটার্জী বাইট (মূল স্টোরি বাইট) 09.09.25 ২.আর জি কর মেডিকেল হাসপাতাল এর ছবি 3.রিপোর্টার wt 11.09.25 injest
2
comment0
Report
TDTapan Deb
Sept 13, 2025 12:45:17
Alipurduar, West Bengal:*ক্লিন বক্সা পর্যটকদের উপহার* ================ *আলিপুরদুয়ার* == পূজোর ছুটিতে ঘুরতে এসে বক্সা পাহাড় এলাকা যেন ক্লিন পায় পর্যটকেরা। সেই লক্ষ নিয়ে এবার বক্সা ব্রাঘ্র প্রকল্পের বিস্তিন্ন পাহাড়ি এলাকা সান্তালাবাড়ি , সদরবাজার, বক্সা ফোর্ড , লেপচাখা , চুনাভাটি , আদমা সহ বেশ কিছু এলাকায় পরিস্কার পরিচ্ছন্ন করে তোলার কাজ শুরু করল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। আজ বক্সা পাহাড়ের বেশ কিছু এলাকায় পরিস্কার করার কাজ নিজে হাতে করলেন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না। বক্সা পাহাড়ি এলাকার বাসিন্দাদের হাতে ডাসবিন তুলে দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন বক্সাতে ঘুরতে আসা পর্যটকেরা যেন একটা ক্লিন স্পট দেখতে পায় , যা দেখে তারাও তাদের এলাকা ক্লিন করে রাখতে সচেষ্ট হন। এটা একটা প্রচার সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যেই এমন উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত দপ্তর। এছাড়াও বক্সা পাহাড়ের বাসিন্দারা যে চাষ করে সেই উৎপাদিত কৃষিজ ফসলের বাজার যাতে তারা পান সেই চেষ্টাও করছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। ================ ( ছবি 2Cতে পাঠালাম FILE : 130925ZG _ ALD _ BUXA BYTE - 1) বেচারাম মান্না - মন্ত্রী। #####################
1
comment0
Report
BBBimal Basu
Sept 13, 2025 12:05:27
Basirhat, West Bengal:বলে 2C তে ছবি পাঠিয়েছি। বসিরহাট ইটিণ্ডা সীমান্ত থেকে ভারতীয় জাল নোট ও দুটি আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতী গ্রেফতার করল বসিরহাট থানার পুলিস। আজ ভোরে বসিরহাট থানার পুলিসে কাছে খবর আসে বসিরহাট ইটিণ্ডা সীমান্তে দুষ্কৃতীরা জাল নোটের কারবার চালাচ্ছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিস সেখানে হানা দিলে বাকিরা পালিয়ে গেলেও রবিউল মণ্ডল ও সেলিম বৈদ্য নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিস। এদের কাছ থেকে উদ্ধার হয় ভারতীয় ১৬ হাজার টাকার মোট ৩২ টি পাঁচশো টাকার জাল নোট। ও দুটি আগ্নেয়াস্ত্র একটি সেভেন এম এম পিস্তল ও একটি ওয়ান সাটার পাইপগান। আজ শনিবার দুজনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিসি হেপাজাতে রাখার নির্দেশ দেয়। বিমল বসু বসিরহাট
6
comment0
Report
BSBarun Sengupta
Sept 13, 2025 12:04:58
5
comment0
Report
SCSaurav Chaudhuri
Sept 13, 2025 11:53:17
Jhargram, West Bengal:বাবার বন্দুক নিয়ে স্কুলে ছাত্র। বাবাকে গ্রেপ্তার। গোপীবল্লভপুর ২ ব্লকের চোরচিতা চোরেশ্বর হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র নীলাঞ্জন দলাই গত ইং - ১৮/০৮/২৫ তারিখে স্কুল শিক্ষক পরিমল অট্ট কে বন্ধুক নিয়ে গুলি করে প্রাণে মারার উদ্দেশে স্কুলে গিয়েছিলো এবং পরবর্তী সময়ে নীলাঞ্জন স্বীকার করেছিল বন্ধুক টি তার বাবার। নীলাঞ্জনের বাবা কেষ্ট দোলাইর নামে পুলিশ অস্ত্র আইনে মামলা রুজু করে, এতদিন কেষ্ট পলাতক ছিলো, কিন্তু গতকাল শুক্রবার বহরগুড়া (বহড়াগুরা থানা, ঝাড়খন্ড) থেকে রাত্রি ১০. ৩০ এর দিকে বেলিয়াবেড়া থানার ওসি নীলু মন্ডল এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী কেষ্ট কে আরেস্ট করেছে, আজকে শনিবার কেষ্ট কে কোর্টে তোলা হবে। কেষ্ট চোরচিতা অঞ্চলের সক্রিয় তৃণমূল কর্মী এবং অঞ্চল সভাপতি রাজীব কর ঘনিষ্ট।
1
comment0
Report
ABArup Basak
Sept 13, 2025 11:52:55
Mal Bazar, West Bengal:*ধুমপাড়ায় হাসপাতালের জন্য নতুন ভবন, খুশি এলাকাবাসী...* দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা মালবাজার মহকুমার নাগরাকাটার ধুমপাড়া হাসপাতাল এবার নতুন ভবন পাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জলপাইগুড়ির এক সরকারি অনুষ্ঠানে নতুন ভবনের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী নিজে। স্বাস্থ্য ভবন থেকে এই কাজের জন্য বরাদ্দ করা হয়েছে ১ কোটি ৪২ লক্ষ ৪৭ হাজার ৬৯৪ টাকা। নির্মাণের দায়িত্ব পেয়েছে জেলা পরিষদ। নতুন ভবনের ঘোষণা ঘিরে ধুমপাড়া হাসপাতালে এক ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামবাসী, স্থানীয় নেতৃত্ব ও তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। খুশির মুহূর্ত ভাগ করে নিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলকে মিষ্টিমুখ করানো হয়, লাড্ডু বিতরণ করা হয় সাধারণ মানুষের মাঝে। উল্লেখযোগ্যভাবে, ধুমপাড়া হাসপাতাল বর্তমানে বেহাল অবস্থায় রয়েছে। ছাদ চুইয়ে জল পড়ায় নষ্ট হয়ে যাচ্ছে বহু ওষুধ। ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন কঠিন পরিস্থিতির মধ্যে পরিষেবা দিয়ে চলেছেন। এমন অবস্থায় নতুন ভবন নির্মাণ হলে হাসপাতালের পরিকাঠামোগত সমস্যাগুলি দূর হবে বলেই আশা করছেন স্থানীয় বাসিন্দারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাপরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ গনেশ উরাও, তৃণমূলের নাগরাকাটা ব্লক সভাপতি প্রেম ছেত্রি, মহিলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রন্থি তিরকি, তৃণমূলের ২ নম্বর আংরাভাষা অঞ্চল সভাপতি মনসুর আলি, নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সহসভাপতি ফুলেশ্বরী রায় প্রমুখ। মুখ্যমন্ত্রীর এই জনকল্যাণমুখী উদ্যোগে এলাকাবাসী দারুণ খুশি। এলাকার বাসিন্দা মনোজ ওড়াও, তাপস কর্মকার, রাজা করদের আশা, নতুন ভবন তৈরির মাধ্যমে এলাকার স্বাস্থ্য পরিসেবার মান অনেকটাই উন্নত হবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। বাইট ১) তৃণমূলের নাগরাকাটা ব্লক সভাপতি প্রেম ছেত্রি। 1409ZG_MAL_HASPATAL_R4
3
comment0
Report
CDChittaranjan Das
Sept 13, 2025 11:52:43
Durgapur, West Bengal:रवींद्रनाथ का निःशुल्क विद्यालय। लेकिन यह बीरभूम के रंगमती शांतिनिकेतन में नहीं है। ईंट-लकड़ी-लोहे के औद्योगिक क्षेत्र में। उसका नाम भी विश्व कवि के नाम पर है। मास्टर मशाई रवींद्रनाथ चंद्र एक लाइलाज कैंसर से पीड़ित हैं। उनकी आवाज दिन-ब-दिन खोती जा रही है। उनकी वाणी लड़खड़ाती जा रही है। पश्चिम बर्दवान जिले के दुर्गापुर के वार्ड नंबर 29, सागरभंगा के निवासी रवींद्रनाथ चंद्र भी शिक्षा दे रहे हैं। हालांकि वह केवल 46 वर्ष के हैं, रवींद्रनाथ बाबू काफी बड़े लगते हैं। कैंसर उनके लिए जिम्मेदार है। कवि के आदर्शों से प्रेरित होकर, उन्होंने 25 साल की उम्र में एक निःशुल्क विद्यालय खोला और सरकारी आवास में अपने घर में बैठ गए। वह सफेद धोती और पंजाबी पहनते थे। हर दिन, वह दुर्गापुर के सागरभंगा इलाके से उन बच्चों को लाते थे यह स्कूल उनके घर में ही था। लेकिन जैसे-जैसे छात्रों की संख्या बढ़ी, अब वह सरकार द्वारा प्रदान किए गए आवास में पढ़ते हैं। पढ़ाई के बाद, वह खुद उन्हें घर वापस ले जाते हैं। छात्र मास्टर मशाई से मिलने दौड़े चले आते हैं। स्कूल में पढ़ाई के अलावा, उन्हें कैंटीन भी मिलती है। छह साल पहले, रवींद्रनाथ बाबू को पता चला कि उन्हें कैंसर है। लाइलाज बीमारी से पीड़ित होने के बावजूद, उन्होंने पढ़ाना बंद करने के बारे में नहीं सोचा, न ही उन्होंने अपनी मन की शक्ति खोई। भले ही वह टूट गए हों, लेकिन उन्होंने अपने छात्रों के साथ एक नया जीवन जीने का सपना देखा। हालाँकि ऑपरेशन के बाद वह ठीक हो गए, लेकिन उनकी जीभ काट दी गई, इसलिए वह स्पष्ट रूप से बोल नहीं सकते थे। एक समय में, पड़ोस के कुछ युवा छात्रों के साथ एक छोटा सा स्कूल शुरू किया गया था। आज, वहाँ छात्रों की संख्या 150 के करीब है। मास्टर मशाई की आवाज़ दूसरों की तरह सामान्य नहीं है, वह धाराप्रवाह नहीं बोल सकते। फिर भी, घर में छात्रों की आवाज़ सुनी जा सकती है। इलाके के कई लोग आर्थिक मदद के लिए उनके साथ खड़े हैं। उनके पुराने छात्र और इलाके के शिक्षित युवा शिक्षक के रूप में स्कूल में शामिल हो गए हैं। औद्योगिक क्षेत्र के बीचों-बीच स्थित रवींद्रनाथ चंद्र के गुरुकुल में आने वाली पीढ़ी अपने भविष्य के सपने देख रही है। इस विद्यालय के कई छात्र आज अपने परिवारों की आर्थिक मदद कर रहे हैं। रवींद्रनाथ के विद्यालय के छात्रों को उम्मीद है कि आगे चलकर उनमें से कुछ डॉक्टर बनेंगे, तो कुछ देश के रक्षक। VDO FTG 2C FILE NAME - 1309ZG_DGP_RABINDRANATH_R রবীন্দ্রনাথের বিনে পয়সায় পাঠশালা। তবে তা বীরভূমের রাঙামাটি শান্তিনিকেতনে নয়। ইট-কাঠ-লোহার শিল্পাঞ্চলে। তাঁর নামও বিশ্বকবির নামেই। দুর্গারোগ্য ক্যানসার রোগে আক্রান্ত মাস্টারমশাই রবীন্দ্রনাথ চন্দ্র । দিনে দিনে গলার স্বর হারিয়ে যাচ্ছে। জড়িয়ে যাচ্ছে কথা । তাও পাঠ দান করে যাচ্ছেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ২৯ নম্বর ওয়ার্ডের সগড়ভাঙার বাসিন্দা রবীন্দ্রনাথ চন্দ্ৰ। মাত্র ৪৬ বছর বয়স হলেও রবীন্দ্রনাথবাবুকে দেখলে অনেক বেশি বয়সের মনে হয়। তার জন্য দায়ী ক্যানসার, কবিগুরুর আদর্শে অনুপ্রাণিত হয়ে মাত্র ২৫ বছর বয়স থেকে তিনি বিনা পয়সার পাঠশালা খুলে বসতেন সরকারি আবাসনে নিজের বাড়িতে । পোশাক বলতে সাদা ধুতি আর পাঞ্জাবি। দুর্গাপুরের সগড়ভাঙ্গা এলাকার যে সব পড়াশোনা করতে অনিচ্ছুক অথবা বাবা মা পড়াতে চান না পড়ুয়াকে, সেইসব বাচ্চাদের প্রতিদিন একটি ছোট মপেডে করে চাপিয়ে বাড়ি থেকে তার পাঠশালায় নিয়ে আসেন। এই পাঠশালা তাঁর বাড়িতেই ছিল । কিন্তু পড়ুয়ার সংখ্যা বেড়ে যাওয়ায় এখন সরকারের দেওয়া এক আবাসনে পড়াশোনা করায়। পাঠ শেষে ফের বাড়িতে পৌঁছে দেন তিনিই । মাস্টার মশাইকে দেখলে ছুটে আসে পড়ুয়ারা। পাঠশালায় লেখাপড়ার সঙ্গে বাড়তি পাওনা ক্যান্টিন। ৬ বছর আগে রবীন্দ্রনাথবাবু জানতে পারেন তাঁর মুখে বাসা বেঁধেছে কর্কট রোগ। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েও পাঠ দান বন্ধ করার কথা মনে আসেনি, মনের জোর হারিয়ে ফেলেননি। কখনও যদি বা মন ভেঙেছে, তাও নতুন করে পড়ুয়াদের নিয়েই বেঁচে থাকার স্বপ্ন দেখেছেন। তার অপারেশন করে সুস্থ থাকলেও জীভ কেটে বাদ যাওয়ায় মুখ দিয়ে পরিস্কার আওয়াজ বেরোয় না ।একসময় পাড়ার কয়েকজন খুদে পড়ুয়াদের নিয়ে শুরু হয়েছিল ছোট পাঠশালা। আজ সেখানে ছাত্র- ছাত্রীর সংখ্যা ১৫০ - র কাছাকাছি । মাস্টার মশাইয়ের গলা অন্যদের মতো স্বাভাবিক নয়, সাবলীলভাবে কথা বলতে পারেন না। তবু শোনা যায় ঘরভর্তি পড়ুয়াদের আওয়াজ। অর্থনৈতিক দিক দিয়ে সাহায্য করতে এলাকার অনেকেই তাঁর পাশে দাঁড়িয়েছেন। পাঠশালায় শিক্ষক হিসাবে যোগ দিয়েছেন তার পুরোনো ছাত্র ছাত্রী সহ এলাকার শিক্ষিত তরুণ- তরুণীরা। শিল্পাঞ্চলের বুকে রবীন্দ্রনাথ চন্দ্রের গুরুকুলে ভবিষ্যতের স্বপ্ন দেখছে আগামী প্রজন্ম। এই পাঠশালা থেকে বেশ কিছু ছাত্র ছাত্রী আজ তাদের পরিবারকে আর্থিক ভাবে সাহায্য করছে। রবীন্দ্রনাথের পাঠশালার ছাত্র ছাত্রীদের আশা ভবিষ্যতে তারা কেউ ডাক্তার, কেউ দেশের রক্ষক হবার চিন্তা করছে। ছবি 2C তে ফাইল নাম 1309ZG_DGP_RABINDRANATH_R রিপোর্ট : চিত্তরঞ্জন দাস
4
comment0
Report
PDPradyut Das
Sept 13, 2025 11:52:07
Jalpaiguri, West Bengal:2C 1309ZG_JAL_NEPAL_TRUEST_R R & R1 বলে ২সি তে বাইট, ভিডিও এবং স্টিল ছবি গেছে। নেপাল থেকে ফিরে এলেন জলপাইগুড়ির গবেষক ময়ূখ! চোখের সামনে গুলি-বোমার বিভীষিকা! চোখের সামনে গুলি চলতে দেখার অভিজ্ঞতা কোনও সাধারণ মানুষের জীবনে সহজে আসে না। সেই হাড়হিম করা অভিজ্ঞতা নিয়েই নেপাল থেকে বাড়ি ফিরলেন জলপাইগুড়ির গোমস্তাপাড়ার বাসিন্দা ও গবেষক ময়ূখ ভট্টাচার্য। দীর্ঘ কয়েক দিন নেপালে আটকে থাকার পর অবশেষে জলপাইগুড়িতে ফিরলেন গবেষক ময়ূখ ভট্টাচার্য। স্বস্তির নিঃশ্বাস ফেললেন পরিবারের লোকজন। বাড়িতে খুশির হাওয়া। ক্যামেরার সামনে নেপালের হাড় হিম করার অভিজ্ঞতা শোনালেন ময়ূখ। জলবায়ু সংক্রান্ত আন্তর্জাতিক সেমিনারে গিয়ে নেপালে আটকে থাকা জলপাইগুড়ির গবেষক ময়ূখ ভট্টাচার্য বাড়ি ফিরলেন।প্লেনের টিকিটের চড়া দাম থাকায় বিহার সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে গোমস্তা পাড়ার বাড়িতে ফিরলেন ময়ূখ ।গত ৮ তারিখ থেকেই নেপালের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে যাওয়ায় সেনাবাহিনীর নিরাপত্তার মধ্যে কার্যত হোটেল বন্দী হয়ে পড়েছিলেন ময়ূখরা। হোটেলে বসেই একের পর গুলির শব্দে কান ঝালাপালা হয়েছিল।খাদ্য সংকট তৈরি হয়। শেষ পর্যন্ত বাড়ি ফিরতে পেরে স্বস্তির নি:স্বাশ ফেলেন ময়ূখের পরিবার। আন্তর্জাতিক জলবায়ু সংক্রান্ত এক সেমিনারে যোগ দিতে গিয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যের পরিহাস, সেমিনারের মাঝপথেই নেপালের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। গত ৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অস্থিরতায় হঠাৎ করেই চারদিক জুড়ে গুলির শব্দ, রাস্তায় সেনা টহল, আতঙ্কে থমথমে পরিবেশ। কার্যত হোটেলের ভেতরে বন্দি হয়ে পড়েছিলেন ময়ূখ ও তাঁর সহযাত্রী গবেষকরা। মোবাইলের ভিডিও কলেই পরিবারকে আশ্বস্ত করার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু বাস্তব ছিল ভয়ংকর। ময়ূখের কথায়, “হোটেলের কাচের জানালার ওপারেই একের পর এক গুলি চলছিল। কানে ঝাঁঝালো শব্দ, বুক কেঁপে উঠছিল। খাবার জোগাড় করতেও সমস্যা হচ্ছিল। মনে হচ্ছিল, আর হয়তো ফেরা হবে না।” শেষ পর্যন্ত সেনাবাহিনীর নিরাপত্তার মধ্যেই তাঁরা সীমান্ত পর্যন্ত পৌঁছন। প্লেনের টিকিটের আকাশছোঁয়া দামে সম্ভব না হওয়ায় সড়কপথে বিহার সীমান্ত হয়ে অবশেষে পশ্চিমবঙ্গে ফিরে আসেন ময়ূখ। বহু আতঙ্কের মুহূর্তের পর গতকাল নিজের বাড়ি গোমস্তাপাড়ায় ফিরতেই হাঁফ ছেড়ে বাঁচলেন পরিবারের সদস্যরা। ময়ূখের বাবা জানান, প্রতিটি রাত তাঁদের কাছে দুঃস্বপ্নের মতো কেটেছে। “ছেলেকে সুস্থভাবে ফিরে পেয়ে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি,” চোখে জল নিয়ে বললেন তিনি। নেপালের বিভীষিকাময় পরিস্থিতি থেকে অক্ষত অবস্থায় ফিরে এসে আজ যেন নতুন জীবনের স্বাদ পেলেন গবেষক ময়ূখ। কিন্তু সেই গুলির শব্দ, আতঙ্কে ভরা রাতগুলো আজীবন তাঁর মনে গেঁথে থাকবে। অপরদিকে জানা যায়, তৃণমূল কংগ্রেসের যুব নেতৃত্বের প্রচেষ্টায় বাড়ি ফিরলেন নেপালে যাওয়া গবেষক ছাত্রদের প্রতিনিধি দল। গত ৫ই সেপ্টেম্বর 2025 নেপালের কাঠমান্ডুতে আয়োজিত জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে নেপালে গিয়েছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্র ময়ূখ ভট্টাচার্য সহ আরও চার পাঁচ জন গবেষক ও ছাত্রদের প্রতিনিধি দল। পরবর্তীতে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে ও যোগাযোগের জটিলতায় তারা সেখানে আটকে পড়েন। ক্রমবর্ধমান অশান্তি ও লাগাতার রাজনৈতিক অস্থিরতায় উদ্বিগ্ন হয়ে নেপালে আটকে পড়ায় তাদের পরিবারও দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছিলেন। ময়ূখের কথায়, "নেপালে আটকে পড়ে প্রাথমিকভাবে আমরা কি করব, কোথায় যোগাযোগ করব বুঝতে পারছিলাম না। একাধিক জায়গায় মেইল মারফত যোগাযোগ করেও কোনো সুবিধা করা যায়নি। এই সময়ে আমার স্কুল জুনিয়ার তথা গবেষক ছাত্রনেতা ভাই সুপ্রিয় চন্দকে গোটা বিষয়টা জানাই। পরবর্তীতে ওর মাধ্যমেই জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রামমোহন রায়ের সাথে কথা হয়। যেভাবে প্রশাসনিক সহযোগিতায় ও লাগাতার খোঁজখবর নিয়ে রাত জেগে যুব নেতৃত্বরা বাড়ি ফিরতে সাহায্য করেছেন, তাতে আমরা সত্যিই অন্তর থেকে খুশি। বাড়ি ফিরে ভালো লাগছে। মাননীয় রামমোহন রায়কে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। " এই প্রসঙ্গে সুপ্রিয় চন্দকে প্রশ্ন করা হলে তিনি জানান, "আমরাও আশঙ্কার মধ্যে ছিলাম। ময়ূখ দা আমার জলপাইগুড়ির ছেলে, স্কুল সিনিয়র ও কৃতি গবেষক। আমি খবরটা পেয়েই আমাদের জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রামমোহন দা কে জানাই আলোচনা করি। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই রামমোহন দা সবসময় মানুষের পাশে যেভাবে থাকেন, সেভাবেই এক্ষেত্রেও পুরো ব্যাপারটা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।" রামমোহন রায় বলেন, "ওরা সাবধানে ভালো ভাবে বাড়ি ফিরে এসেছেন, এটাই সবচেয়ে বড় পাওনা। রোকসান সীমান্ত পার হওয়া অবধি আমি ভোর চারটে অবধি ওদের সাথে ফোনে যোগাযোগে ছিলাম। খবর পাওয়ার থেকে আজকে অবধি, আমি নিজেও টেনশনে ছিলাম। তৃণমূল কংগ্রেস মানুষের পাশে ছিল, আছে, সবসময়। তৃণমূল কর্মী হিসেবে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে, মানুষের পাশে থাকাটা আমাদের কর্তব্য। " রিপোর্ট:- প্রদ্যুত দাস ক্যামেরা :- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
2
comment0
Report
Advertisement
Back to top