Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
ईंटों से बनी 26 फीट माँ की मूर्ति ने सबको चौंका दिया
AGAyan Ghosal
Sept 13, 2025 04:31:50
Kolkata, West Bengal
PA GOURI BAROARI PA GOURI BAROARI দুই পুজোর ভৌগোলিক দূরত্ব আড়াই কিলোমিটার। উত্তরের চির প্রতিদ্বন্দ্বী পুজো পরস্পরের দিকে ভিড় টেনে আনতে কি আয়োজন করেছে এবার? আসুন দেখে নিই প্রথম এবং এক্সক্লুসিভ ঝলক। *পুজো ১* *৯২ তম বর্ষে গৈরিবেড়িয়া সর্বজনীনের থিম মাটি ও জীবন। শিল্পী নিখিল মিস্ত্রী।* ৬০ হাজার ইট। ৬ রকমের ইট। প্রতিটি ১০ হাজার করে। মণ্ডপ এবং প্রতিমা সম্পূর্ণ ইটের তৈরি। ইট ছাড়া অন্য কোনো উপকরণ ব্যবহার হয়নি মণ্ডপের কাজে। অবিশ্বাস্য ভাবে তৈরি প্রতিমা। প্রথমে বিশাল লম্বা চওড়া ইটের গাঁথুনি বা পিলার তৈরি করা হয়েছে। তারপর ছেনি বাটালি তুরপুন দিয়ে খোদাই করে তৈরি হয়েছে মায়ের ২৬ ফুট উঁচু মূর্তি। না দেখলে বিশ্বাস হয়না। বাইট মানটা মিশ্র, সম্পাদক, গৌরীবেড়িয়া সর্বজনীন *পুজো ২* *১০৫ তম বর্ষে টালা বারোয়ারীর থিম মধু - সদন।* মধুবনী শিল্পের ক্যানভাস। কলকাতায় আগেও হয়েছে। পরেও হয়তো হবে। তবে ত্রিমাত্রিক বা থ্রি ডি ক্যানভাস এই প্রথম শহরের কোনো পুজো মণ্ডপে। মধূবনী শিল্পের সদন। এটাই হল শিল্পী প্রশান্ত পালের এবারের সৃষ্টি। বর্ণময় দৃষ্টিনন্দন রুচিসম্পন্ন মণ্ডপ প্রশান্ত পালের সিগনেচার। এই মণ্ডপে সেটা সর্বোচ্চ সৌন্দর্য্যের মাত্রা পেয়েছে। মণ্ডপে যেদিকেই তাকান দেখতে ইচ্ছা করবে ঘণ্টার পর ঘণ্টা। তবে মারাত্মক ভিড়ের চাপে বারংবার নিরাপত্তারক্ষীদের হুইসেল বেজে উঠলে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও এগিয়ে যেতে হবে দর্শনার্থীদের। বাইট অভিষেক ভট্টাচার্য, সম্পাদক, টালা বারোয়ারী *দুটি পুজোর সম্মিলিত পিটিসি*
14
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BMBiswajit Mitra
Sept 13, 2025 10:08:42
Ranaghat, West Bengal:শান্তিপুরে ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাংলা বোর্ড বাধ্যতামূলক: পৌরসভার সিদ্ধান্তে মিলছে মিশ্র প্রতিক্রিয়া বাংলা ভাষার মর্যাদা রক্ষায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল শান্তিপুর পৌরসভা। শহরের সমস্ত ব্যবসায়িক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে বাংলায় সাইনবোর্ড লেখা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল পৌরসভার বোর্ড অফ কাউন্সিলের বৈঠকে এই প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান জানান, “বাংলা আমাদের গর্ব, আমাদের আত্মপরিচয়ের ভাষা। স্বাধীনতা সংগ্রামে বাঙালির অবদান অনস্বীকার্য। সেই ইতিহাস ও ভাষাকে সম্মান জানাতেই এই উদ্যোগ। বাংলাকে অবজ্ঞা করার যে প্রবণতা কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, তা রুখতেই আমাদের এই পদক্ষেপ।” এই সিদ্ধান্তকে ঘিরে শহরে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক। স্থানীয় বিজেপি নেতৃত্ব কটাক্ষ করে বলেছে, “যারা আগে বাংলা শিক্ষা ও সংস্কৃতি ধ্বংস করেছে, তারাই এখন বাংলা প্রীতি দেখাচ্ছে। তবে ব্যবসায়ী মহলে এই উদ্যোগ নিয়ে মতভেদ স্পষ্ট। অনেকেই বলছেন, বাংলায় বোর্ড থাকলে স্থানীয় গ্রাহকদের সুবিধা হবে, বাংলা ভাষার প্রসারও ঘটবে। অন্যদিকে, কিছু ব্যবসায়ীর মত, ইংরেজিতে লেখা বোর্ড দেখতে ‘আধুনিক’ ও ‘আকর্ষণীয়’ লাগে। এক ব্যবসায়ীর ভাষায়, “বাংলা আমাদের মাতৃভাষা, আমরা সম্মান করি। কিন্তু সবার বোঝার সুবিধার জন্য ইংরেজিতে নাম থাকা ভালো। তবে বাংলা রাখা বাধ্যতামূলক করলে আমরা মেনে নেব।” ভাষা আন্দোলনের পটভূমিতে দাঁড়িয়ে শান্তিপুর পৌরসভার এই সিদ্ধান্ত নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। একদিকে বাংলা ভাষাকে তার প্রাপ্য সম্মান দেওয়ার চেষ্টা, অন্যদিকে স্থানীয় স্তরে সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি – এই দুই দিক থেকেই এই পদক্ষেপ প্রশংসনীয় বলেই মনে করছেন সমাজের একাংশ তবে এই সিদ্ধান্ত কার্যকর করতে প্রশাসন কীভাবে নজরদারি চালাবে, এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে এখনো জানানো হয়নি ১। বিভাস ঘোষ ব্যবসায়ী সমিতি ২। সুব্রত ঘোষ শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান। ৩। জগন্নাথ সরকার সাংসদ রানাঘাট ৪। তড়িৎ ভৌমিক স্থানীয় বাসিন্দা
4
comment0
Report
BSBidhan Sarkar
Sept 13, 2025 09:48:20
Chinsurah, West Bengal:চুঁচুড়া পুরসভার নুন আনতে পান্তা ফুরায় অবস্থা,সময়ে পুরসভার কর্মীদের বেতন দিতে হিমশিম খেতে হয় প্রতি মাসে।সেই পুরসভাতেই নিজস্ব তহবিল ভরত যে টাকায়, জালিয়াতি করে সেই টাকা তছরূপের অভিযোগকে ঘিরে শোরগোল পড়েছে। হুগলি-চুঁচুড়া পুরসভার আর্থিক টানাটানি দীর্ঘদিন ধরে চলছে।প্রায় দুই হাজার অস্থায়ী কর্মচারীদের প্রতিমাসে বেতন দিতে নাজেহাল হতে হয় পুরো কর্তৃপক্ষকে।ঘেরাও বিক্ষোভ কর্ম বিরতি লেগেই থাকে। সামনেই পুজো তার আগে বোনাস কবে হবে এখনো ঠিক নেই।এমন একটা পরিস্থিতিতে বড়সড় জালিয়াতি করে আর্থিক তছরূপের অভিযোগ সামনে আশায় শোরগোল পড়েছে। পুরসভার কর দপ্তরের এক অস্থায়ী কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ,মিউটেশন বাবদ প্রাপ্ত অর্থ যা পুরসভায় জমা পরার কথা সেই টাকা নিয়ে মিউটেশন করিয়ে দিয়েছেন কিন্তু টাকা পুরসভার তহবিলে জমা পড়েনি। বিষয়টি নজরে আসতে পুরো কর্তৃপক্ষ ওই কর্মচারীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে।স্বীকার করে নেয় প্রায় ১৫ টি এরকম মিউটেশন সে করিয়ে দিয়েছে।এক একটি মিউটেশনের ক্ষেত্রে কম করে ২৫-৩০ হাজার টাকা জমা পরে পুরসভায়।সেই হিসাব দেখলে কয়েক লক্ষ টাকা আর্থিক তছরুপ হয়েছে বলে অভিযোগ। পুরো প্রধান অমিত রায় জানিয়েছেন,এখনো পর্যন্ত জানা গেছে এই কাজ একজনই করেছে।তাকে শোকজ করা হয়েছে।কেন তাকে টারমিনেট করা হবে না কেন? এই বলে।পাশাপাশি আমরা থানায় এফ আই আর করছি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে।এর সঙ্গে যুক্ত যে বা যারা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে। পুরসভার কর্মচারীদের তৃণমূল পরিচালিত সংগঠনের সহ-সভাপতি অসীম অধিকারী বলেন,প্রতিমাসে আমাদের বেতন নিয়ে টালবাহানা হয়।অথচ পুরসভার নিজস্ব তহবিলের যে টাকা জমা পরার কথা মিউটেশন এবং কর বাবদ দেখা যাচ্ছে সেই টাকা এইভাবে তছরুপ করা হচ্ছে।যে বা যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এটা আমাদের দাবি।একটা দপ্তর রয়েছে তার একজন ইনচার্জ আছে তারা কিছুই জানতে পারল না এই ঘটনা চলছে বিগত কয়েক মাস ধরে। সি আই টি ইউ পরিচালিত শ্রমিক সংগঠনের সদস্য সৌরভ গাঙ্গুলী বলেন,বিষয়টা আমরাও শুনেছি এটা নিয়ে তদন্ত চলছে।আমরা পুরসভা কে বলেছি আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আমরা সব ইউনিয়ন আপনাদের সঙ্গে আছি।কোন ফাইল পাস হয়নি অথচ মিউটেশন হয়ে গেছে।ফিজ বাবদ যে টাকা জমা পড়ার কথা সে টাকাও পুরসভা পায়নি।অথচ নাম পরিবর্তন হয়ে গেছে। কতজনের মিউটেশন এইভাবে করে দেওয়া হয়েছে তার কোন হিসেব এখনো পর্যন্ত পাওয়া যায়নি,এই কাজের সঙ্গে যুক্ত ঠিক কতজন সেটাও স্পষ্ট হয়নি।পুরসভাও এ বিষয়ে স্পস্ট করে কিছু জানাতে রাজি নয়।তবে পুরসভার অন্দরে কান পাতলে শোনা যায় বিভিন্ন দপ্তরে এই ধরনের দূর্নীতি চলছে। চেয়ারম্যানের দাবি পুলিশের তদন্ত হলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে।
2
comment0
Report
BBBimal Basu
Sept 13, 2025 09:02:05
Basirhat, West Bengal:বলে 2C তে ছবি পাঠিয়েছি হিঙ্গলগঞ্জ সীমান্ত মাদক পাচার রুখলো বিএসএফ উদ্ধার চারশো উনিশ বোতল নেশার ওষুধ ফেনসিডিল গ্রেফতার এই বাংলাদেশী। ভোর রাতে উত্তর ২৪ হিঙ্গলগঞ্জ সীমান্তে ইছামতী নদী দিয়ে বাংলাদেশে মাদক পাচারের সময় পাচারকারি দের বিএসএফ জওয়ানরা তাড়া করলে বাকিরা পালিয়ে গেলেও এক বাংলাদেশীকে আটক করে বিএসএফ তার কাছ থেকে বস্তাভর্তি ৪১৯ বোতল নেশার ওষুধ ফেনসিডিল উদ্ধার হয়। এই বাংলাদেশীর পাচার কারির বাড়ি বাংলাদেশের কালিগঞ্জে। আটক বাংলাদেশীকে হিঙ্গলগঞ্জ থানার হাতে তুলে দিলে পুলিস তাকে গ্রেফতার করে। আজ বসিরহাট মহকুমা আদালতে পাঠায়। বাংলাদেশী পাচারকারীকে। বিমল বসু বসিরহাট
0
comment0
Report
KMKIRAN MANNA
Sept 13, 2025 09:01:37
0
comment0
Report
BSBidhan Sarkar
Sept 13, 2025 09:01:10
Chinsurah, West Bengal:কোন্নগরে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব বৈদ্যুতিক চুল্লি।মানুষের দীর্ঘদিনের দাবি মিটতে চলেছে। কোন্নগর পুরসভা এলাকায় গঙ্গার পাড়ে রয়েছে বহু প্রাচীন শ্মশান ঘাট।সেই শ্মশানে এতদিন কাঠ পুড়িয়ে মৃতদেহ সৎকার করা হতো।ফলে এলাকায় দূষণ ছড়াতো।সময়ের দাবি মেনে পাশাপাশি পুরসভা গুলির শ্মশানে বৈদ্যুতিক চুল্লি চালু হয়েছে।কোন্নগর পুরসভায় এতদিন ধরে তা হয়ে ওঠেনি। যদিও কোন্নগর শ্মশানের উপরে চাপ আছে।শুধু কোন্নগর পুরসভা অঞ্চল নয়,কানাইপুর নবগ্রাম ডানকুনি সহ আশেপাশের এলাকা থেকে শবদেহ সৎকার করতে কোন্নগরে আসেন মানুষ। কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস জানিয়েছেন,রাজ্য সরকারের প্রায় দুই কোটি টাকা ব্যয়ে এই আধুনিক চুল্লি তৈরি হবে,যার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে।যেটা হবে পরিবেশবান্ধব।অর্থাৎ অন্যান্য বৈদ্যুতিক চুল্লি গুলিতে যেমন ধোঁয়া চুঙ্গি দিয়ে সরাসরি বাতাসে মেশে এবং দূষণ ছড়ায়, এই চুল্লির ক্ষেত্রে তা হবে না।এখানে দাহ সৎকারের সময় যে ধোঁয়া বেরোবে তা ওয়াটার ট্রিটমেন্ট এর মধ্যে দিয়ে গিয়ে সুদীর্ঘ চুঙির মাধ্যমে উপরে উঠে যাবে। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই ধরনের একটি আধুনিক শ্মশান ঘাটের।যা আমরা পূরণ করতে পারছি।আগামী বছর জানুয়ারি মাসেই আশা করি এই বৈদ্যুতিক চুল্লি চালু হয়ে যাবে,বলেন পুরো প্রধান। উত্তরপাড়া প্রাক্তন বিধায়ক কোন্নগরের বাসিন্দা প্রবীর ঘোষাল বলেন,এটা অত্যন্ত একটা প্রয়োজনীয় জিনিস।যেটা কোন নগর পুরসভা করছে।এর জন্য চেয়ারম্যান স্বপন দাস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানাই।মুখ্যমন্ত্রী উন্নয়নের যজ্ঞের মধ্যে রয়েছেন।গত বছর কোন্নগর বইমেলায় এসে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলে গিয়েছিলেন।তারপর তিনি এর অনুমোদন দেন।এটা অত্যন্ত ভালো কাজ হয়েছে সাধারণ মানুষের জন্য। ধোঁয়া থেকে পরিবেশ দূষনের যে বিষয় থাকে সেটা থাকবে না আধুনিক এই চুল্লিতে। কোন্নগরের বাসিন্দা জয়ন্ত চক্রবর্তী বলেন,যারা কাঠে দাহ করতে চায়না তাদের উত্তরপাড়া নাহলে রিষড়া যেতে হত।সেখানে বন্ধ থাকলে সমস্যায় পরতে হত।কোন্নগরে চুল্লি হলে বহু মানুষের সুবিধা হবে।
0
comment0
Report
BBBimal Basu
Sept 13, 2025 08:48:49
Basirhat, West Bengal:বলে 2C তে ছবি পাঠিয়েছি হিঙ্গলগঞ্জ সীমান্ত মাদক পাচার রুখলো বিএসএফ উদ্ধার চারশো উনিশ বোতল নেশার ওষুধ ফেনসিডিল গ্রেফতার এই বাংলাদেশী। ভোর রাতে উত্তর ২৪ হিঙ্গলগঞ্জ সীমান্তে ইছামতী নদী দিয়ে বাংলাদেশে মাদক পাচারের সময় পাচারকারি দের বিএসএফ জওয়ানরা তাড়া করলে বাকিরা পালিয়ে গেলেও এক বাংলাদেশীকে আটক করে বিএসএফ তার কাছ থেকে বস্তাভর্তি ৪১৯ বোতল নেশার ওষুধ ফেনসিডিল উদ্ধার হয়। এই বাংলাদেশীর পাচার কারির বাড়ি বাংলাদেশের কালিগঞ্জে। আটক বাংলাদেশীকে হিঙ্গলগঞ্জ থানার হাতে তুলে দিলে পুলিস তাকে গ্রেফতার করে। আজ বসিরহাট মহকুমা আদালতে পাঠায়। বাংলাদেশী পাচারকারীকে। বিমল বসু বসিরহাট
6
comment0
Report
BCBasudeb Chatterjee
Sept 13, 2025 08:48:30
Asansol, West Bengal:আসানসোল, বাসুদেব চট্টোপাধ্যায় :- নিয়ামতপুরে শুটআউট কান্ডে এখন প্রযন্ত আট জনকে গ্রেফতার করে পুলিশ। এদিন আরও একজনকে গ্রেফতার করল নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। ধৃতের নাম সইফ আলি কুরেসি ওরফে চাঁদ।এখনও পর্যন্ত এই শুটআউটের ঘটনায় মোট আটজনকে গ্রেফতার করল পুলিশ।শনিবার কুলটিতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ওয়েস্ট সন্দীপ কাররা জানান গত 29 শে আগস্ট নিয়ামতপুরে শুটআউটের ঘটনা ঘটেছিল। পুরনিগমের আস্থায়ী কর্মী জাভেদ বারিক কে গুলি করে খুন করা হয়েছিল। এই ঘটনায় সইফ আলি কুরেসি ওরফে চাঁদকে গ্রেফতার করা হয়েছে। ধৃত চাঁদ 5 লক্ষ টাকার বিনিময়ে শুটার গ্যাঙের সঙ্গে যোগাযোগ করেছিল।এই খুনের ঘটনায় ব্যবহৃত মোটরবাইক এবং আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে।এই খুনের ঘটনায় 10 জন অভিযুক্তদের মধ্যে আটজনকে গ্রেফতার করা হয়েছে।দুইজন পলাতক তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। 1309ZG_ASN_MURDER_ARREST byte DCP WEST SANDIP KARRA
3
comment0
Report
KMKIRAN MANNA
Sept 13, 2025 08:47:43
Dihierench, West Bengal:গত বুধবার পাঁশকুড়ার যশোড়া এলাকায় ফেরির উদ্দেশ্যে বেরিয়েছিলেন মুর্শিদাবাদে এক কিশোর। ঠিক সেই সময় ওই যুবককে আটকে রেখে তার পরিচয় পত্র দেখতে চান যশোড়া এলাকার বাসিন্দা গোপাল মান্না।অভিযোগ সেই সময় ওই কিশোরকে একাধিক কটু কথা বলেন ও তাকে মারধর করেন গোপাল। সেই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিও সতত্যা যাচাই করা হয়নি। যদিও এই ঘটনার পর রীতিমতো ভয়ের মধ্যে রয়েছেন ওই ফেরিওয়ালারা।গতকাল পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর ওই অভিযুক্ত গোপাল মান্নাকে আটক করে পাঁশকুড়া থানার পুলিশ। আজ তাকে তমলুক জেলা আদালতে তোলা হয়েছে।বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
5
comment0
Report
BSBidhan Sarkar
Sept 13, 2025 08:19:51
Chinsurah, West Bengal:উত্তরপাড়া থানার নবগ্রামে একটি বেসরকারী হোমে যুবতীকে শারীরিক নিগ্রহের অভিযোগ,গ্রেফতার চারজন। পুলিশ সূত্রে জানা গেছে,গত বৃহস্পতিবার শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ করেন বছর ছাব্বিশের ওই যুবতী।পুলিশ গতকাল চারজনকে গ্রেফতার করে।উত্তরপাড়া থানার নবগ্রামের বেসরকারী হোমের কর্নধার,সেক্রেটারি ও দুই জন কর্মি তারা। ধৃতদের আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। হোম সেক্রেটারি অজয় চট্টোপাধ্যায় নবগ্রাম পঞ্চায়েতে প্রাক্তন তৃণমূল সদস্য। নবগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি অপূর্ব মজুমদার বলেন,আবাসিক ওই যুবতী খুবই মেধাবী।সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন।ওই হোমের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে একবার আমাদের পার্টি অফিসে এসেছিলেন।আমরা বলেছিলাম পুলিশে অভিযোগ জানাতে।অজয় এখন আর তৃনমূল করেন না। বিজেপির নবগ্রাম মন্ডল সভাপতি রাজেশ রজক বলেন,ওনাকে আমরা চিনি ওর অনেকগুলো রূপ আছে।তৃণমূলের সদস্য ছিলেন।যদি অভিযোগ সত্যি হয় তাহলে পুলিশ ব্যবস্থা নিক।তৃনমূল করেন তাই পঞ্চায়েতের সঙ্গে ওঠাবসা তো থাকবেই। যদিও হোমের কর্মিদের একাংশ জানান,হোমের কর্নধার ভালো লোক।তারা দীর্ঘদিন দেখছেন কখনো খারাপ কিছু চোখে পরেনি। গতকালই উত্তরপাড়ার একটি বেসরকারী নেশামুক্তি কেন্দ্রের কর্নধারকে শিলনোড়া দিয়ে থেঁতলে খুন করে পালিয়ে যায় দুই আবাসিক। কয়েকমাস আগে অন্য একটি নেশামুক্তি কেন্দ্রে এক আবাসিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। উত্তরপাড়ার বেসরকারি হোম এবং নেশা মুক্তি কেন্দ্রে গুলোর বিরুদ্ধে অভিযোগ উঠছে বারবার।
4
comment0
Report
BMBiswajit Mitra
Sept 13, 2025 08:16:43
Ranaghat, West Bengal:শান্তিপুরে ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাংলা বোর্ড বাধ্যতামূলক: পৌরসভার সিদ্ধান্তে মিলছে মিশ্র প্রতিক্রিয়া বাংলা ভাষার মর্যাদা রক্ষায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল শান্তিপুর পৌরসভা। শহরের সমস্ত ব্যবসায়িক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে বাংলায় সাইনবোর্ড লেখা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল পৌরসভার বোর্ড অফ কাউন্সিলের বৈঠকে এই প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান জানান, “বাংলা আমাদের গর্ব, আমাদের আত্মপরিচয়ের ভাষা। স্বাধীনতা সংগ্রামে বাঙালির অবদান অনস্বীকার্য। সেই ইতিহাস ও ভাষাকে সম্মান জানাতেই এই উদ্যোগ। বাংলাকে অবজ্ঞা করার যে প্রবণতা কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, তা রুখতেই আমাদের এই পদক্ষেপ।” এই সিদ্ধান্তকে ঘিরে শহরে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক। স্থানীয় বিজেপি নেতৃত্ব কটাক্ষ করে বলেছে, “যারা আগে বাংলা শিক্ষা ও সংস্কৃতি ধ্বংস করেছে, তারাই এখন বাংলা প্রীতি দেখাচ্ছে। তবে ব্যবসায়ী মহলে এই উদ্যোগ নিয়ে মতভেদ স্পষ্ট। অনেকেই বলছেন, বাংলায় বোর্ড থাকলে স্থানীয় গ্রাহকদের সুবিধা হবে, বাংলা ভাষার প্রসারও ঘটবে। অন্যদিকে, কিছু ব্যবসায়ীর মত, ইংরেজিতে লেখা বোর্ড দেখতে ‘আধুনিক’ ও ‘আকর্ষণীয়’ লাগে। এক ব্যবসায়ীর ভাষায়, “বাংলা আমাদের মাতৃভাষা, আমরা সম্মান করি। কিন্তু সবার বোঝার সুবিধার জন্য ইংরেজিতে নাম থাকা ভালো। তবে বাংলা রাখা বাধ্যতামূলক করলে আমরা মেনে নেব।” ভাষা আন্দোলনের পটভূমিতে দাঁড়িয়ে শান্তিপুর পৌরসভার এই সিদ্ধান্ত নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। একদিকে বাংলা ভাষাকে তার প্রাপ্য সম্মান দেওয়ার চেষ্টা, অন্যদিকে স্থানীয় স্তরে সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি – এই দুই দিক থেকেই এই পদক্ষেপ প্রশংসনীয় বলেই মনে করছেন সমাজের একাংশ তবে এই সিদ্ধান্ত কার্যকর করতে প্রশাসন কীভাবে নজরদারি চালাবে, এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে এখনো জানানো হয়নি ১। বিভাস ঘোষ ব্যবসায়ী সমিতি ২। সুব্রত ঘোষ শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান। ৩। জগন্নাথ সরকার সাংসদ রানাঘাট
4
comment0
Report
PDPradyut Das
Sept 13, 2025 08:00:56
Jalpaiguri, West Bengal:2C 1309ZG_JAL_TREE_ACCIDENT_R *বিপদজনক অবস্থায় থাকা বিশাল আকার গাছ হঠাৎই ভেঙে গুরুতর আহত অবস্থায় জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্যক্তি। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সাউথ পান্ডাপাড়া এলাকায়।* আজ বারের মন্দিরের পূজোয় আয়োজন করা হয়। হঠাৎই বিশালাকার গাছ পড়ে পূজা মন্ডপের প্যান্ডেল ভেঙে পরে। পাশাপাশি দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। একটি কাপড়ের দোকান এবং একটি দশকর্মা ভান্ডার, সাইকেল সহ বহু জিনিসপত্রের পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় বলে স্থানীয় সূত্রে খবর। গাছ পড়ে ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি গুরুতর আহত হন। দীর্ঘদিন থেকেই বিপদজনক অবস্থায় ছিল গাছটি বারংবার জানিয়ে আসছিলেন সংশ্লিষ্ট দপ্তরে বলে অভিযোগ। আজ হঠাৎই গাছ ভেঙে বিপত্তি ঘটে। যদিও বিকেলের দিকে পুজোর আয়োজন করা হয়েছিল। তাই লোকজন বেশি থাকলে বড়সড় দুর্ঘটনা হতে পারতে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা। এযাত্রায় বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই। রিপোর্ট:- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
2
comment0
Report
BSBarun Sengupta
Sept 13, 2025 08:00:46
2
comment0
Report
SCSaurav Chaudhuri
Sept 13, 2025 07:46:33
Jhargram, West Bengal:গ্রামের অধিকাংশের জমী হস্তান্তর হয়ে গেছে। গ্রামবাসী রা জানেনা ও না তার পৈতৃক ভিটা কবে কবে রেজিষ্ট্রেশন হয়ে গেছে অন্যের নামে। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বাঁকড়ায়। ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের বাকড়া গ্রামে প্রায় ৭৫টি পরিবারের বাস্তুজমি ও চাষের জমি রাতারাতি অন্যের নামে হস্তান্তরের অভিযোগে তীব্র অসন্তোস তৈরি হয়েছে গ্রাম জুড়ে। সুজিত কুঙার নামে এক জমির দালাল এই কাজ করছে বলে অভিযোগ। জমি হস্তান্তর হওয়ার অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। শুক্রবার সাঁকরাইলের বিএলআরও (ব্লক ভূমি ও ভূমিসংস্কার) অফিসে বাঁকড়া গ্রামের অধিকাংশ মানুষ উপস্থিত হয়ে লিখিত অভিযোগ জমা দেন। তাদের দাবি, যেসব জমিতে তারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন, সেই জমি কারচুপি করে ও নকল স্বাক্ষর ব্যবহার করে অন্যের নামে হস্তান্তর করেছে সুজিত কুঙার নামে এক বেক্তী। গ্রামবাসীদের এও অভিযোগ, কোথাও আবার জমির মালিকে মৃত’ দেখিয়ে জমি হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামের প্রায় ৭৫টি পরিবার। ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা, রাতে ঘুম উড়েছে বাসিন্দাদের। প্রশাসনের তরফে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।এই নিয়ে বিএলআরও বলেন এই বিষয়ে আমি ক্ষতিয়ে দেখছি। আমার কাছে এখানো কোন কাগজ জমা পড়েনি। গ্রামবাসীরা লিখিত অভিযোগ দিয়েছেন বিষয় টি দেখা হচ্ছে।। গ্রামবাসী দের হুশিয়ার অবিলম্বে তাদের জমি হস্তান্তর ও জাল কেনাবেচায় যারা অভিযুক্ত তাদের গ্রেফতার করতে হবে। নাহলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
4
comment0
Report
Advertisement
Back to top