Back
Purulia723101blurImage

নাবালিকা কলেজ ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে গ্রেফতার অধ্যাপকের শাস্তির দাবিতে জাতীয় সড়ক অবরোধ

Manoranjan Mishra
Sept 07, 2024 14:18:49
Purulia, West Bengal

পুরুলিয়া: নাবালিকা কলেজ ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে গ্রেফতার অধ্যাপকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুরুলিয়া - বাঁকুড়া ৬০(A) জাতীয় সড়ক অবরোধ করলো পুরুলিয়ার এক মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীরা। এদিনের অবরোধের জেরে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া সদর থানার পুলিশ। উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর এক নাবালিকা কলেজ ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে গ্রেফতার হয় অধ্যাপক বিকাশ দত্ত ।অভিযুক্তের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

1
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com