Back
723149
নাবালিকাকে এসিড হামলার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত
Nadiyara, West Bengal
পুরুলিয়া: নাবালিকাকে এসিড হামলার অভিযোগ । ঘটনা পুরুলিয়ার টামনা থানা এলাকার দুলমি মোড়ের। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । জানা যায়, এদিন নিজের বাড়ির ব্যালকনিতে দাড়িয়ে ছিলেন ওই নাবালিকা । হঠাৎ এক যুবক এসে বাল্বে করে এসিড ছুড়ে মারে নাবালিকাকে বলে অভিযোগ । এরপরই নাবালিকা চিৎকার করলে তাঁর মা ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশকে । নাবালিকাকে ভর্তি করা হয় পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে। নাবালিকাকে দেখতে হাসপাতালে পৌঁছান জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জী।
1
Share
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Kumarganj, West Bengal:
দূর্গা পুজোর আনন্দ সকলের মধ্যে ভাগ করে নিতে ১০০ জন দুঃস্থ দরিদ্র মানুষদের বস্ত্রদান করলো দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের কড়ইতলা ক্লাব l প্রতিবছরই পুজোর সাথে সাথে নানান সামাজিক কর্মকান্ডে নিয়োজিত থাকে এই ক্লাবের কর্মকর্তারা l দুঃস্থ মানুষদের টিফিনের প্যাকেট ও প্রয়োজন অনুযায়ী বস্ত্র দান চলে সন্ধ্যা থেকে l
0
Share
Report
Jhargram, West Bengal:
ঝাড়গ্রাম জেলার জাম্বনী ব্লকের জাম্বনী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এ বছর ৩১ তম বর্ষে পদার্পণ করল। এবছরে তাদের থিমের নাম "শ্রম ও অসুর"। ঝাড়গামের প্রত্যন্ত এলাকার এই পুজো এবারে দর্শনার্থীদের নজর কেড়েছে। শ্রম ও অসুর অর্থাৎ শ্রম বা কাজ না করলে মানুষ যে অসুর হয়ে যায় তার ভাবনা তুলে ধরা হয়েছে এই মন্ডপে। এছাড়াও নজর কারা প্রতিমা তৈরি করা হয়েছে। জামার বোতাম দিয়ে প্রতিমা করা হয়েছে যা এবারে দর্শণার্থীদের ব্যাপক নজর কেড়েছে। পাশাপাশি আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে পুরো পুজো মন্ডপটিকে।
0
Share
Report
Jhargram, West Bengal:
এই পুজো মণ্ডপ দেখতে আপনাকে যেতে হবে কোথায় জেনে নিন। ঝারগ্রাম শহরের রাজ কলেজের ঠিক পাশেই অরণ্য সংঘ পূজা মন্ডপ। এবার তাদের থিম কুড়কুটের বাসা। বার্তা সমাজের মানুষকে নিজেদের আত্মনির্ভরশীল হয় ওঠার বার্তা। মন্ডপে নানা রকমের কারুকার্য তারের নিজেদের হাতে তৈরিযা দেখছি সকাল থেকে রাত্রি পর্যন্ত ফির করেছে সকলেই থেকে আসি সকলকেই মন্ডপে দেখা যাচ্ছে।
0
Share
Report
Malda, West Bengal:
মালদা শহর থেকে পুজো দেখে বাড়ি ফেরার পথে সোনার চেন ও নগদ টাকা ছিনতাই এর অভিযোগ ইংরেজবাজার থানায়। জানা যায় মঙ্গলবার রাত্রি দশটা নাগাদ মালদা শহরে ঠাকুর দেখতে আসেন বাগবাড়ী এলাকার বাসিন্দা তপন মন্ডল। প্রায় রাত্রি সাড়ে দশটা নাগাদ বাড়ি ফেরার পথে বাগবাড়ির কালীমন্দির এলাকায় তাকে এক যুবক রাস্তা আটকে ধরে তার কাছ থেকে গলার চেন ও নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন আসতেই দুষ্কৃতী পালিয়ে যায়। জানা যায় ছিনতাই কারী দুষ্কৃতির নাম সুশান্ত সরকার ওই এলাকাতেই তার বাড়ি।
0
Share
Report
Kumarganj, West Bengal:
অগ্নিকান্ডের মত ঘটনা রুখতে এবার দ:দিনাজপুরের পতিরামে একটি অস্থায়ী দমকল কেন্দ্র খোলার উদ্যোগ নিল জেলা প্রশাসন।পতিরাম তো বটেই,কুমারগঞ্জ এবং তার আশপাশের বিস্তীর্ণ এলাকার আপদকালীন প্রয়োজনে এই উদ্যোগ l বালুরঘাট,গঙ্গারামপুর এবং বংশীহারী ব্লকের বুনিয়াদপুরে রয়েছে মোট ৩টি দমকল কেন্দ্র।বালুরঘাটে ৮টি,গঙ্গারামপুরে ৪টি এবং বুনিয়াদপুরের ৩টি গাড়ির সাহায্যে চলে অগ্নিনির্বাপণ।পতিরামে জাতীয় সড়কের পাশে একটি ভবন অস্থায়ী দমকল কেন্দ্রর জন্য চিহ্নিত করা হয়েছে।২টি গাড়ি স্ট্যান্ডবাই এবং ৮জন কর্মী রাখা হবে।
0
Share
Report
Kumarganj, West Bengal:
এবারের দুর্গাপুজোর সময়সূচীর জেরে চিন্তার মুখে পুরোহিত সমাজ ,কি করে হবে এবারের পূজো?শুধু পুরোহিত সমাজই নয়,পাশাপাশি যারা এবছর অঞ্জলি দেবেন তাদেরও মনে প্রশ্ন উঠছে যে কিভাবে এ বছর তারা মায়ের কাছে অঞ্জলি দেবেন।পুরোহিতদের মতে, এবার সত্যিই চিন্তিত রয়েছেন পুরোহিত সমাজ, একদম সময় মতো করতে হবে এবারের দুর্গাপুজো, অঞ্জলিও সময় মত সারতে হবে। বেশ একটা চ্যালেঞ্জিং ব্যাপার রয়েছে এবারের দুর্গাপুজোয়।কলকাতার শোভাবাজারে হয়েছে পুরোহিতদের ট্রেনিং , ঠিক একই রকমের ট্রেনিং চাইলেন বালুরঘাটের পুরোহিত সমাজ।
0
Share
Report
Kumarganj, West Bengal:
সাম্প্রতিক জুনিয়ার ডাক্তারদের আন্দোলন নিয়ে কুনাল ঘোষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলেন , কুনাল ঘোষকে কেও সিরিয়াসলি নেয় না l তৃণমূল একজন জেল খাটা আসামিকে স্পোকসপার্সন বানিয়ে রেখেছে l বাংলার ডাক্তার বাবুরা কুনাল ঘোষের কথাকে খুব একটা গুরুত্ব দেয়না l ডাক্তারদের দাবিদাওয়ার প্রতি বিজেপির সহানুভূতি আছে l তারা কিভাবে আন্দোলন করবে ,কিভাবে তাদের প্রতিবাদ জানাবে তা তাদের একান্ত নিজস্ব ব্যাপার l
0
Share
Report
Kumarganj, West Bengal:
দ:দিনাজপুরের হিলি ব্লকের ত্রিমোহিনী এলাকায় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে।বালুরঘাট থেকে হিলিগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।স্থানীয় সূত্রে খবর,এক বৃদ্ধকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার ধারে পাল্টি খায়।ঘটনায় প্রায় ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে পাঠান। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হিলি থানার পুলিশ।
0
Share
Report
Durgapur, West Bengal:
দূর্গা ঠাকুর দেখতে বাড়িতে তালা ঝুলিয়ে চলে যাওয়ায় বিপত্তি। ফাঁকা ঘরে চোরের দল ঢুকে সর্বস্ব নিয়ে চম্পট দেয়। বাড়িতে ফিরে এসে দেখেন বাড়ির মালিক আলমারিতে রাখা টাকা গহনা সবনিয়ে গেছে চোরের দল। মঙ্গলবার রাতে দুর্গাপুরের সগড় ভাঙ্গার জে ব্লকের ঘটনা।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
0
Share
Report
Durgapur, West Bengal:
পূজোয় মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট মহিলা পুলিশ সাইকেল বাহিনী গঠন করলো।৬০জন মহিলা পুলিশকে সাইকেল বাহিনীতে মোতায়েন করা হয়েছে।এইমহিলা পুলিশ বাহিনী রাস্তায় রাস্তায় ঘুরে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করবে এবার থেকে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় ৬০ জনকে এই বাহিনীতে প্রাথমিক ভাবে মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী ৮ ই অক্টোবর দুর্গাপুরের পুলিশ লাইনে দূর্গা পূজোর উদ্ধোধন করে একথা জানান।
0
Share
Report