Back
নাবালিকাকে এসিড হামলার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত
Nadiyara, West Bengal
পুরুলিয়া: নাবালিকাকে এসিড হামলার অভিযোগ । ঘটনা পুরুলিয়ার টামনা থানা এলাকার দুলমি মোড়ের। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । জানা যায়, এদিন নিজের বাড়ির ব্যালকনিতে দাড়িয়ে ছিলেন ওই নাবালিকা । হঠাৎ এক যুবক এসে বাল্বে করে এসিড ছুড়ে মারে নাবালিকাকে বলে অভিযোগ । এরপরই নাবালিকা চিৎকার করলে তাঁর মা ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশকে । নাবালিকাকে ভর্তি করা হয় পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে। নাবালিকাকে দেখতে হাসপাতালে পৌঁছান জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জী।
1
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com