জনবহুল এলাকায় রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের পরিষেবা গুলি গানের মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ। জেলায় বন্যা পরিস্থিতিতে জনজীবন স্বাভাবিক করে তোলার যুদ্ধ যেমন প্রশাসনের পক্ষ থেকে চলছে তেমনি সাধারন মানুষ সরকারি সাহায্য গুলি কিভাবে পাবে তা লোকশিল্পীদের গানের মাধ্যমে তুলে ধরতেই এই ধরনের কর্মশালার আয়োজন। জেলার লোকশিল্পীদের নিয়ে তিনদিনের বিশেষ কর্মশালার শুভ সূচনা হলো মঙ্গলবার। তিনদিনব্যাপী এই কর্মশালার মূল উদ্দেশ্য হল লোকশিল্পীদের প্রসার৷
রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্পের গান: সাধারণ মানুষের জন্য বিশেষ উদ্যোগ
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
ইংলিশ বাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মহিলা পরিচালিত দুর্গাপূজা মন্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো । উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। মা দুর্গা থাকছি সাবেকিয়ানা। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন,রাজ্য সভার সাংসদ মৌসম বেনজির নূর,ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছবি দাস, এই ক্লাবের অন্যতম উদ্যোক্তা প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা।
মালদহের মানিকচকের নারায়ণপুর চর এলাকায় বিষধর সাপের কামড়ে প্রাণ হারিয়েছে এক নাবালিকা। ৯ বছর বয়সী নিহত মেয়েটি নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। শনিবার সকালে বাড়ির কাছে খেলার সময় তিনি একটি গর্তে পড়ে যান, যেখানে তাকে একটি সাপে কামড় দেয়। বাড়ি ফিরে পা জ্বালা করার কথা মাকে জানালে পরিস্থিতির অবনতি ঘটে। পরবর্তীতে তার বাবা গর্তে বিষধর সাপ দেখে বিষয়টি নিশ্চিত হন। মেয়েটির মৃত্যুর ঘটনায় পরিবার শোকে ভেঙে পড়েছে।
পাণ্ডবেশ্বরের ওসিপি কলোনির ছট পূজা কমিটির অভিযোগ, ইসিএল পরিত্যক্ত মাটি ফেলে রাখার কারণে পুকুরটির ঘাট ধ্বংস হচ্ছে এবং পুকুরটি ভগ্নদশায় পরিণত হয়েছে। পূজা কমিটির সদস্য অশোক চ্যাটার্জী জানান, পুকুরে মাছ ছেড়ে বিক্রি করে ছট পূজার খরচ চালানো হয়, কিন্তু মাটির চাপে পুকুরের ঘাট ভেঙে পড়ছে এবং মাছও নষ্ট হচ্ছে। গত বছর পূজা কমিটিকে বড় ক্ষতির মুখে পড়তে হয়েছে। তারা দাবি করেছে, ইসিএল অবিলম্বে পুকুরটি সংস্কার করে ঘাট নির্মাণের ব্যবস্থা করুক।
গাজোল ব্লক প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের উদ্যোগে এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় গাজোল ব্লক চত্বরে একটি শূকর ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচিতে অনুপ্রাণিত হয়েছেন। উপস্থিত ছিলেন গাজোল বিডিও সুদীপ্ত বিশ্বাস, গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন এবং প্রাণিসম্পদ বিভাগের অন্যান্য আধিকারিকরা। গাজোল ব্লকের ১৫ জন উপকারভোগীর মধ্যে এই শুকরের বাচ্চা বিতরণ করা হয়, যার মাধ্যমে তারা আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার সুযোগ পাবেন।