Back
721401
দামোদরের বন্যায় ডুবে গেছে হুগলির একটি স্কুল
Hugli, West Bengal
হুগলির তারকেশ্বরের কেশবচক গ্রাম পঞ্চায়েতের একটি স্কুল চত্বর দামোদরের বন্যায় ডুবে গেছে। স্কুলটির নাম হলো উমাশশী কেশবচক প্রাথমিক বিদ্যালয়।
0
Share
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
:
ত্রিমোহিনীর দাপট কালী মন্দির প্রাঙ্গণে জনসাধারণের জন্য শৌচালয় নির্মাণ কাজের শিলান্যাস করলেন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ী।মন্দিরের গর্ভগৃহে পুজো দিয়ে শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত হন তিনি।মন্দির কর্তৃপক্ষ তাকে অভ্যর্থনা দেন।তারপরে প্রকল্পের শিলান্যাস করেন l বাৎসরিক পুজো ও মেলায় মানুষজনকে শৌচালয়ের সমস্যায় পড়তে হয়৷সেজন্য শৌচালয় নির্মাণের জন্য উদ্যোগী হয় বালুরঘাটের বিধায়ক।প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে বিধায়ক তহবিল থেকে সাড়ে পাচ লক্ষ টাকা ব্যয়ে শৌচালয় নির্মাণ প্রকল্প চূড়ান্ত হয়৷
0
Share
Report
:
আর.জি.করের অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনা তিন মাস পার। বিচারের দাবিতে আজ ফের পথে জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের সমর্থনে এদিন বালুরঘাটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো নাগরিক সমাজের উদ্যোগে।
আরজিকরের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার ৯০ দিন পূর্ণ হলো। দোষীদের শাস্তি দাবিতে রাজ্যজুড়েই চলছে প্রতিবাদ, চাইছে বিচার। সেই প্রতিবাদ জানাতেই এদিন বিকেলে বালুরঘাটে মিছিল করে এসে বালুরঘাটের থানা মোড়ে জুনিয়র ডাক্তার ফোরামের সমর্থনে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে পথে নামেন বালুঘাটবাসী।
0
Share
Report
:
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভার চিঙ্গিসপুর অঞ্চলে বিজেপির পক্ষ থেকে " সদস্যতা অভিযান ২০২৪" - কে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে সদস্যতা অভিযান ক্যাম্প অনুষ্ঠিত হলো । এই অভিযানকে সাফল্যমন্ডিত করতে আজ বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভার সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন l
0
Share
Report
:
লাউদোহা:বৃহস্পতিবার রাতে চুরির ঘটনার খবর সামনে আসে শুক্রবার সকালে,দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজার ও গোগলা এলাকায় বেশ কয়েকটি ট্রাক্টর, একটি জেসিবি ও শুক্রবার রাতেও একটি টোটোর ব্যাটারি চুরি হয়। ঠিক এই ভাবেই গোগুলা এলাকা থেকে ২০১৮ সালের ২৫শে জুলাই বাড়ির দরজার সামনে থেকে একটি বোলেরো গাড়ি চুরির ঘটনা ঘটে, যার কোন কিনারা আজও হয়নি বলে জানান গাড়ির মালিক বিশ্বজিৎ সরকার। তিনি বলেন গতকাল তিনি তার গাড়ির স্টাফ এর থেকে খবর পান তার যে ট্রাক্টর টি রয়েছে তার ব্যাটারি চুরি হয়েছে রাত্রিবেলা।
0
Share
Report
:
সম্পতির বিবাদে মাথা ফাটলো মহিলার।ঘটনাটি ঘটেছে দ:দিনাজপুরের হিলি বিনসিরার জগদীশপুর গ্রামে।এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে হিলি থানায়।সুমতি বিশ্ব কর্মকার বলেন তার শরীক জোর করে তার জমি দখল করতে আসে।তিনি প্রতিবাদ করতে গেলে তাকে এলোপাথাড়ি ভাবে মারতে থাকে বিবাদীরা।তাদের মারের আঘাতে মাথা ফেটে রক্ত ঝরতে থাকেlহিলি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করান।তার মাথায় আঘাত গুরুতর হওয়ায় ডাক্তার সিটি স্ক্যান করার পরামর্শ দিয়েছেন।যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্তরা।
0
Share
Report
:
আজ দক্ষিণ দিনাজপুর জেলার তপন হিন্দু মিলন মন্দিরে বালুরঘাট লোকসভার লোকপ্রিয় সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড: সুকান্ত মজুমদার মজুমদার ও তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডর উদ্যোগে দিব্যাঙ্গর সহায়তা ক্যাম্প অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী ।
0
Share
Report
:
মহাসমারোহে পালিত হলো ছট পুজো। দুর্গাপুরের বিভিন্ন জলাশয়ে ছট পুজো অনুষ্ঠিত হয়। দুর্গাপুরের কুমার মঙ্গলম পার্ক, সুভাষ পল্লীর নীল পুকুর,এজোন,বিজোন,সিটি সেন্টারের বিভিন্ন জলাশয় ধর্মপ্রান হিন্দী ভাষী মানুষ ছট পুজো করেন। দুর্গাপুর নগর নিগম, পুলিশ প্রশাসন সব রকম সহযোগিতা করে ছট পুজো কমিটি গুলিকে। মন্ত্রী প্রদীপ মজুমদার, মহকুমা শাসক ডাঃ সৌরভ চট্টোপাধ্যায়,ডিএমসির মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি উপস্থিত থাকেন বিভিন্ন ছট পুজোয়।
0
Share
Report
:
দুর্গাপুরের এক বেসরকারি কারখানা থেকে মাল বোঝাই লরি উড়িষ্যা যাবার পথে চুরি হয়ে যায়।১৪ ই অক্টোবর কোক ওভেন থানায় একটি অভিযোগ দায়ের হয়।পুলিশ তদন্ত শুরু করে।৭ই নভেম্বর দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তা সাংবাদিক সম্মেলন করে মাল বোঝাই লরিটি উদ্ধার করার কথা জানান।এই ঘটনায় লরির চালক সহ মাল ক্রেতা সহ মোট তিনজনকে গ্রেপ্তারের কথাও জানান।আনুমানিক বেসরকারি কারখানার ৫৪ লাখ টাকার মাল ছিল বলে দাবি।কোক ওভেন থানার বড়সড় সাফল্য ৫৪ লাখ টাকার মাল বোঝাই চুরি যাওয়া লরিটি উদ্ধার সেইসঙ্গে দুষ্কৃতিদের গ্রেপ্তার।
0
Share
Report
Bardhaman, West Bengal:
যুবরাজের জন্মদিনে মাতলো জঙ্গল মহল।রীতিমত ঢাকঢোল বাজিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হল পূর্ব বর্ধমানের আউশগ্রামে।
বৃহস্পতিবার সন্ধ্যায় আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ আব্দুল লালনের আয়োজনে দলীয় কার্যালয়ে ৩৭ তম জন্মদিন পালন করা হয়। জঙ্গলের মধ্যে গেঁড়াই গ্রামে ধামসা মাদলের তালে তালে আদিবাসী নৃত্যের মধ্যে জন্মদিন পালন করা হয় আড়ম্বরে।
রঙিন আলোয় সাজানো হয় দলীয় কার্যালয়। কর্মী সমর্থকদের জন্য ছিল অভিষেকের মুখোশ।
0
Share
Report
Kumarganj, West Bengal:
আজ সিপিআই(এম)-এর কুমারগঞ্জ এরিয়া কমিটি ও বিভিন্ন শাখা সংঘটনের উদ্যোগে মহান নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষে পতাকা উত্তোলন ও শহীদদের স্মৃতিতে পুষ্প স্তবক প্রদান করা হয়। গোপালগঞ্জের এরিয়া দপ্তরে পতাকা উত্তোলন করেন এরিয়া সম্পাদক কমরেড রণজিৎ তালুকদার । উপস্থিত ছিলেন এরিয়া নেতৃত্ব কমরেড অজিত সূত্রধর, কৃষক সভার নেতৃত্ব কমরেড কান্তি ভূষণ সরকার ও প্রাথমিক শিক্ষক আন্দোলনের নেতৃত্ব অমৃত মন্ডল এবং অন্যান্য কমরেডগণ।
0
Share
Report