তিলোত্তমার ন্যায় বিচার চেয়ে নবান্ন অভিযান করল ছাত্র যুব সমাজ
আজ নতুন প্রচারণার কথা বলা হয়েছে। আমরা ন্যায়বিচার চাই সেই কথায় তিলোত্তমার কাছে বিচারের দাবিতে নবান্নের রাস্তায় পৌঁছায় একদল মানুষ।
গতকাল নবান্ন অভিযান করতে গিয়েছিল ছাত্র যুবসমাজ
বহরমপুরের গ্রহরাজ মন্দিরে জন্মাষ্টমী উদযাপন
আজ জন্মাষ্টমী উপলক্ষে বহরমপুরের গোরাবাজারের গ্রহরাজ মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। বৃষ্টির প্রতিকূলতা সত্ত্বেও ভক্তরা উৎসাহের সাথে মন্দিরে এসেছেন। সকলে মিলে শ্রীকৃষ্ণের জন্মোৎসব পালন করছেন। মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতিতে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
জন্মাষ্টমীতে বহরমপুরে দৃশ্য: ক্ষুধার্ত গরু ডাস্টবিন থেকে তাল খাচ্ছে
জন্মাষ্টমীর দিনে বহরমপুরের গোরাবাজারের গঙ্গার ঘাটে এক অভাবনীয় দৃশ্য দেখা গেল। ক্ষুধার্ত একটি গরু ডাস্টবিন থেকে তাল কুড়িয়ে খাচ্ছিল। এই দৃশ্য স্থানীয় বাসিন্দাদের মধ্যে বেদনা ও সমবেদনার সৃষ্টি করেছে।
তারকেশ্বরে তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমে রাখির উৎসব
তারকেশ্বরের তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমের কাশিকানন্দ মহারাজ আশ্রমে আগত যাত্রীদের উদ্দেশে রাখি বেঁধে রাখি বন্ধন উৎসব পালন করেছেন।
চুঁচুড়াতে পালন হলো রাখি বন্ধন উৎসব
বাঁশবেড়িয়া প্রেরণা অধ্যয়ন কেন্দ্রের শিশু, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে চুঁচুড়া সহযাত্রী আজ পালিত হল রাখী বন্ধন উৎসব।
স্বাধীনতা দিবসে উমরপুরে শহীদ স্মরণে ৭৮টি গাছের চারা রোপণ
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে উমরপুর জাতীয় সড়কের দুপাশে শহীদ স্মরণে ৭৮টি দেশীয় গাছের চারা রোপণ করা হয়। সৃষ্টি মুর্শিদাবাদ জেলা জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি, গাইডেন্স ইকো ক্লাব ও মিশন গ্রিন ইউনিভার্স ফাউন্ডেশন যৌথভাবে এই কর্মসূচি পালন করে। বিবেক বৃক্ষ এনজিওর প্রধান কর্মকর্তা অর্ধেন্দু বিশ্বাস জানান, ২০১৮ সাল থেকে শহীদ স্মরণে বৃক্ষরোপণ শুরু হয়েছে এবং এই ধারাকে অব্যাহত রেখেই আজকের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
হুগলির একটি প্রাইমারী স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন খুদের গান নাচের মধ্যে দিয়ে
১৫ ই আগস্ট উপলক্ষে চুঁচুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচী
যাদবপুরে রাতে প্রতিবাদ মিছিলে ছোট্ট মেয়ের অংশগ্রহণ
যাদবপুরে আরজিকর হাসপাতালের ঘটনায় প্রতিবাদ জানাতে ১৪ আগস্ট রাতে জমায়েত হয়। মেয়েরা ন্যায়ের দাবি নিয়ে রাস্তায় নামলেও চমক সৃষ্টি করে একটি ছোট্ট মেয়ে। আন্দোলনে পা মেলান পুরুষও।
আরজিকর কাণ্ডে মেয়েদের জমায়েতে মোমবাতি হাতে প্রতিবাদ
১৪ই আগস্ট কোলকাতা থেকে বহরমপুর, কান্দি থেকে কামারপুকুর পর্যন্ত মেয়েরা মোমবাতি হাতে একত্রিত হয়ে আরজিকর কাণ্ডের বিচার ও মেয়েদের নিরাপত্তার দাবি জানান। এই জমায়েতে পুরুষরাও অংশগ্রহণ করেন, "আমরা ন্যায় চাই" স্লোগান তুলে।
তারকেশ্বর তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমে ৭৮তম স্বাধীনতা দিবস পালন হলো জনসাধারণকে চকলেট
কামারপুকুরের স্কুলে স্বাধীনতা দিবস পালন
কামারপুকুরের শ্রীপুর বিরল স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে ৭৮তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। ছোট ছোট ছেলে মেয়েরা এসেছে এই স্বাধীনতা দিবস উদযাপনে। স্বাধীনতা দিবস উদযাপন দেশাত্মবোধক গান এবং প্রোগ্রামে পরিপূর্ণ।
আর জি কর কান্ডে কামারপুকুরে মেয়েদের জমায়েত ১৪ ই আগস্ট মধ্য রাতে
আরজি কর মামলায় তরুণ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় রাজ্যের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। ঘটনার সুষ্ঠু সমাধান ও তদন্তের দাবিতে ১৪ আগস্ট মধ্যরাতে মেয়েরা কামারপুকুরে জড়ো হয় তাদের নিরাপত্তা নিশ্চিত করতে। হাতে মোমবাতি ধরে বিচার দাবি করেন তারা।
জমির ক্ষেতে সাপের শঙ্খ লাগার অদ্ভুত দৃশ্য
জমির ক্ষেতে সাপের শঙ্খ লাগার দৃশ্য দেখা গেছে। এমন অদ্ভুত দৃশ্য আগে কখনো দেখা হয়নি। দেখুন, কীভাবে সাপের শঙ্খ লাগছে।
শ্রাবণের শেষ রবিবার তারকেশ্বরে জলযাত্রীদের ভিড়
তারকেশ্বরে শ্রাবণ মাসে ভিড় হয় চোখে পড়ার মতো। কাল সোমবার শ্রাবণ মাসে রীতিমতো ভিড় হবে এ কথা বলাই বাহুল্য। তার আগে শ্রাবণ মাসের রবিবার জল যাত্রীদের ভিড় দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এইরকম একটি ভিডিও দেখা গেল।
ভক্তির শক্তিতে বিশ্বাস রেখেই এক পায়ে তারকেশ্বরে পৌঁছে গেলেন সৌমিক গোলদার
গোবরডাঙ্গার 22 বছর বয়সী যুবক সৌমিক গোলদার আমাদের সনাতন ধর্ম 'ভক্তি হা শক্তি হা'তে বিশ্বাসী। তাই তিনি এক পায়ে 31 লিটার জল নিয়ে 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন এবং তারকেশ্বর হয়ে এগিয়ে যান। গোবরডাঙ্গার বাবুপাড়ার বাসিন্দা সৌমিক গোলদারকে তার তিন বন্ধু সাহায্য করেছিল, কিন্তু তারকেশ্বরের বাসিন্দারা তার মনের শক্তি দেখে অবাক হয়েছিল। অনেকে বলেছেন সুস্থ সবল মানুষের এত সাহস হয় না।
কেশবচকে সকালের বৃষ্টিতেই জলমগ্ন, চলাচলে সমস্যা
তারকেশ্বরের কেশবচক গ্রাম পঞ্চায়েতে সকালের বৃষ্টিতে জলমগ্ন অবস্থা। পুকুরের জল উপচে পড়ায় রাস্তাঘাটে চলাচল কঠিন হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
তারকেশ্বরের পথে জলযাত্রীর নৃত্য, ছড়ালো আনন্দের ছোঁয়া
শ্রাবণ মাসে তারকেশ্বরের পথে জলযাত্রীদের ভিড় লক্ষণীয়। বাবার মন্দিরে জল ঢালার উদ্দেশ্যে অসংখ্য তীর্থযাত্রী এই সময় পদযাত্রা করেন। এবার এক অভিনব দৃশ্য দেখা গেল যখন একজন যাত্রী কাঁধে বাঁক নিয়ে পথ চলার সময় হঠাৎ নৃত্য শুরু করে দিলেন। তাঁর এই আনন্দোচ্ছ্বাস অন্য যাত্রীদের মধ্যেও উৎসাহ ছড়িয়ে দিয়েছে। শ্রাবণের এই জলযাত্রা যে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, একটি আনন্দময় অভিজ্ঞতাও, তা এই ঘটনায় প্রমাণিত হলো।
বৃষ্টিতে চুঁচুড়া স্টেশনের কাছে যেন বন্যা হয়ে গেছে
বয়স একটা সংখ্যামাত্র! শ্রাবণ মাসে তারকেশ্বরের পথে বৃষ্টির মধ্যেও হেঁটে চলেছেন বৃদ্ধ দর্শনার্থী!
হুগলির জনাই সংকল্পে পশুদের জন্য অকাতরে সেবা করছেন পল্লবী
আদিবাসী স্কুলের বাচ্চাদের স্কুল ব্যাগ ও খাদ্য দ্রব্য বিতরণ চেরিশ ওয়ালফেয়ার এনজিওর
মুর্শিদাবাদের জীবন্তি ব্লক আর মহালন্দী পঞ্চায়েতের বেলতলা ডাঙ্গা গ্রামে চেরিশ ওয়ালফেয়ার এনজিও পরিচালিত একটি আদিবাসী স্কুলে বাচ্চাদের নতুন ব্যাগ ও খাবার দেওয়া হলো চেরিশ ওয়ালফেয়ার এনজিওর তরফ থেকে। প্রসঙ্গত উল্লেখ্য ওই স্কুলটি বিগত চার বছর ধরে চেরিশ ওয়ালফেয়ার এনজিও সংস্থাই চালিয়ে আসছে। এই সংস্থার কর্ণধার সোমানি সেন এই প্রসঙ্গে বলেন যে,“আসলে এই গ্রামে ১০০ শতাংশ সাঁওতালদের বাস।আমাদের এনজিও চেরিশ ওয়েলফেয়ার সোসাইটি দ্বারা পরিচালিত এই স্কুলটি ৪ বছর ধরে চলছে।
তারকেশ্বরের কুলতেঘরীতে বন্যা জনজীবন বিপর্যস্ত
হুগলির তারকেশ্বরের কুলতেঘরী গ্রামে গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। কৃষিজমি থেকে শুরু করে রাস্তাঘাট সবই জলমগ্ন হয়ে পড়েছে। গ্রামের প্রতিটি অংশ ক্ষুদ্র পুকুরের আকার ধারণ করেছে। ফলে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং চলাফেরা কঠিন হয়ে পড়েছে।
দামোদরের বন্যায় ডুবে গেছে হুগলির একটি স্কুল
কামারপুকুরে বৃষ্টি উপেক্ষা করে রেলপথের দাবিতে মিছিল
গত ৪ আগস্ট, বৃষ্টির মধ্যেও কামারপুকুরে তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্প দ্রুত সম্পন্ন করার দাবিতে জনসাধারণের মিছিল হয়। প্রায় ২০০ জন অংশগ্রহণকারী লাহা বাজার থেকে কামারপুকুর চটি পর্যন্ত হাঁটেন। রাকেশ মালিক জানান, তাঁদের একমাত্র দাবি শান্তিপূর্ণভাবে রেলপথ চালু করা।