Back
Purba Bardhaman713103blurImage

বিশিষ্ট সঙ্গীত গবেষক মানস বসু প্রয়াত

Partha Chowdhury
Aug 08, 2024 09:27:35
Bardhaman, West Bengal

বিশিষ্ট সঙ্গীত গবেষক মানস বসু প্রয়াত। তিনি অকৃতদার ছিলেন ও বর্ধমান শহরের নীলপুরের একটি আবাসনে একা থাকতেন। ঠাকুরবাড়ির সঙ্গীতচর্চা সহ বিভিন্ন বিষয়ে তার মৌলিক গবেষণা ছিল। মঙ্গলবার রাতে আবাসিকরা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। অনুমান করা হচ্ছে, দু-তিনদিন আগেই তার মৃত্যু হয়েছে। শেষবার শুক্রবার বাইরে দেখা গেছে এবং শনিবার দুজনের সঙ্গে ফোনে চ্যাট করেছেন। মৃত্যুর খবর পেয়ে বর্ধমানের শিল্পী ও সাহিত্যপ্রেমীরা আবাসনে ছুটে আসেন। পুলিশ দরজা ভেঙে তার দেহ উদ্ধার করে।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com