Bardhaman - দীর্ঘ প্রায় পাঁচ বছর বন্ধ থাকার পর ফের কাটোয়া রেল হাসপাতালে টিকাকরণ কর্মসূচি শুরু হল
দীর্ঘ প্রায় পাঁচ বছর বন্ধ থাকার পর ফের কাটোয়া রেল হাসপাতালে টিকাকরণ কর্মসূচি শুরু হল।কাটোয়া পুরসভার স্বাস্থ্যকর্মীরা প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার রেল হাসপাতালে বিশেষ শিবির করে এই টিকাদান করবে। কাটোয়া পুরসভার স্বাস্থ্যদপ্তরের উদ্যোগে রেলের হাসপাতালে এবার থেকে নিয়মিত টিকাকরণ কর্মসূচি চলবে বলে কাটোয়ার পুরপ্রধান সমীর কুমার সাহা জানান।রেলকলোনি সহ কাটোয়া পুরশহরের ১৩,১৪, ১৯ নম্বর ওয়ার্ডের শিশু এবং মায়েদের সুবিধা হবে।উপস্থিত ছিলেন কাটোয়া পুরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা, কাটোয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রা রায়, DPHNO করবী দাস, কাটোয়া রেল হাসপাতালের কর্মরত চিকিৎসক।
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com