Back
Purba Bardhaman713103blurImage

পূর্ব বর্ধমানে দুটি টোটোর সংঘর্ষে আহত ৬

Partha Chowdhury
Aug 08, 2024 09:50:50
Bardhaman, West Bengal

পূর্ব বর্ধমানের জামালপুর বাসস্ট্যান্ড বাইপাস সংলগ্ন এলাকায় দুটি টোটোর সংঘর্ষে ২ স্কুলছাত্রী ও ১ স্কুলছাত্র সহ ৬ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে ঘটে এই ঘটনা। স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান এবং জামালপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। একটি টোটোতে চারজন স্কুলছাত্রী ও এক স্কুলছাত্র পরীক্ষা দিতে আসছিলেন, অন্য টোটোতে দুইজন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় টোটো উল্টে গেলে একজন যুবকও আহত হন। আহতদের জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসা করানো হচ্ছে।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com