Back
Paschim Bardhaman713302blurImage

মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় আসানসোল জেলা হাসপাতালে বিক্ষোভ

Basudeb Chatterjee
Aug 11, 2024 01:33:30
Asansol, West Bengal

আরজি কর হাসপাতালের এক মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় আসানসোল জেলা হাসপাতালে নীরব প্রতিবাদ করেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। কালো ব্যান্ড পরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নীরব প্রতিবাদে যোগ দেন। আসানসোল জেলা হাসপাতালের সামনে মেডিকেল অফিসার সঞ্জিত চট্টোপাধ্যায় বলেছেন, "এই ঘটনায় আমরা হতবাক হয়েছি ওই মহিলা ডাক্তারের সাথে যা ঘটেছে তার বিচার চাই।" এ ছাড়া প্রতিটি সরকারি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি তুলেছি।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com