Back
Paschim Bardhaman713385blurImage

পুলিশ দিবস উপলক্ষে মহিলা একদিনের মহিলা ফুটবল প্রতিযোগিতা

Somnath Mukherjee
Sept 07, 2024 06:16:52
Nakrakonda, West Bengal

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ১৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ঝাঁজরা ক্ষুদিরাম বসু ক্রীড়াঙ্গনে একদিনের মহিলা ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়। লাউ দোহার ফরিদপুর থানা ও পাণ্ডবেশ্বর থানার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই খেলায় মোট চারটি দল অংশগ্রহণ করে। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জি ও সমিতির সভাপতি কল্যাণ সৌ মণ্ডল উপস্থিত ছিলেন। চূড়ান্ত খেলায় দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাব ও গৌরবাজার মহিলা ফুটবল দল মুখোমুখি হবে।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com