বুধবার বিকেল থেকে রাতভর টানা বৃষ্টিতে দুর্গাপুরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে, বিশেষ করে নিচু এলাকাগুলি। তামলা, বিদ্যাসাগর পল্লী এবং ৫৪ ফুট এলাকায় জলের প্রবাহে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় বৃহস্পতিবার সকাল থেকে। প্লাবিত এলাকার বাসিন্দারা ডিএমসির নিকাশি ব্যবস্থার উদাসীনতাকে দায়ী করে চরম দুর্ভোগে পড়েছেন।
একরাতের টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের বিভিন্ন এলাকা
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
ছুটির পরে স্কুল খুলতেই স্কুলের প্রতিটি শিশুর হাতে পৌঁছে গেলো নারিকেলের নাড়ু,তিলের নাড়ু এবং মুড়ির মোয়া।আগের মতো এবছরেও দ:দিনাজপুরের কুশমণ্ডি পূ:চক্রের বেড়ল প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মধ্যে এইরকম মজার প্রাপ্তিযোগে ভীষণ খুশি শিশুরা।জানা গেছে ওই বিদ্যালয়ের প্রধানশিক্ষক বিভাষ দাস বিগত বেশ কয়েক বছর ধরেই পুজোর ছুটির পরে স্কুল খুললেই ব্যাগ বোঝাই নাড়ু-মোয়া ইত্যাদি নিয়ে এসে শিক্ষার্থীদের মধ্যে বিলি করেন।
খনি অঞ্চলে বিশেষ করে অ বাঙ্গালীদের বাস। পাতায় খনি অঞ্চলের ছট পূজার ধুমধাম রয়েছে। শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা পাণ্ডবেশ্বর এর বিভিন্ন এলাকার ছট ঘাট ইতিমধ্যেই পরিদর্শন করেছেন। সব ব্রতীদের কোনোরকম সমস্যা যাতে না হয় সেদিকে তীক্ষ্ণ নজর রয়েছে তাদের এমনটাই তৃণমূলের তরফে জানানো হয়েছে। শাসক দলের পাশাপাশি পাণ্ডবেশ্বর এর বিভিন্ন ছট ঘাটের নিরাপত্তা খতিয়ে দেখতে বুধবার পাণ্ডবেশ্বর থানার ইন্সপেক্টর রাহুল দেব মন্ডল সশরীরে বিভিন্ন ছটঘাট পরিদর্শন করলেন। খতিয়ে দেখলেন ঘাট গুলির নিরাপত্তা।
কয়েক দফা দাবিকে সামনে রেখে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দপ্তরের সামনে বিক্ষোভ দীশম আদিবাসী গাঁওতা সংগঠনের। বুধবার পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দপ্তরের সামনে ব্লকের শতাধিক আদিবাসী সমাজের লোকেরা কয়েক দফা দাবিকে সামনে রেখে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিলেন। দীশম আদিবাসী গাঁওতার রাজ্য সম্পাদক বুবুন মান্ডি জানান, "ব্লকের ভূমি রাজস্ব অফিসের দপ্তরে হয়েছে ঘুঘুর বাসা।
দক্ষিণ দিনাজপুরের তপন বিধানসভার অন্তর্গত পতিরাম বাজারে আয়োজিত হলো দিব্যাঙ্গ সহায়তা শিবির l স্থানীয় তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু, বালুরঘাট লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপির সভাপতির উদ্যোগে অনুষ্ঠিত হয় এই সহায়তা শিবির l হাজার খানেক বিশেষভাবে সক্ষম মানুষজন এই শিবিরে এসে নানা ধরণের সহায়তা পান l দিব্যাঙ্গ ব্যক্তিদের ক্ষেত্রে রাজ্যসরকার উদাসীন বলে অভিযোগ করেন তপনের বিধায়ক বুধরাই টুডু ও বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী।
দঃদিনাজপুরের কুশমন্ডির দেউল পঞ্চায়েতের ইসনাইলে গভীর রাতে ট্রাক্টরে আগুন দিয়ে পুড়িয়ে দিল দুষ্কৃতিরাlঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য।কুশমন্ডি থানায় লিখিত অভিযোগ করেছেন মোজাম্মেল হোসেনlতিনি জানান গভীর রাতে তার ট্রাক্টরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরাlগ্ৰামবাসীর সহযোগিতা আগুন নিয়ন্ত্রণে আনা হয়।দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।দঃদিনাজপুরের সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার বলেন, তৃণমূল কর্মীর ট্রাক্টর পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা।থানায় অভিযোগ হয়েছে,পুলিশ তদন্ত শুরু করেছে।
মালদা তথা বাংলার রূপকার প্রয়াত এ.বি.এ গনি খান চৌধুরীর ৯৮ তম জন্মদিন উপলক্ষে মালদায় এসে মঙ্গলবার সকাল ন'টায় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি শ্রী শুভঙ্কর সরকার মহাশয় কোতুয়ালি ভবনের পাশে এ.বি.গনি খান চৌধুরী সাহেবের মাজারে পুষ্পার্ঘ্য প্রদান করেন। শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পর কোতুয়ালী ভবনে একটি সাংবাদিক সম্মেলন করেন। উক্ত সাংবাদিক সম্মেলনে তিনি ছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার সাংসদ ইশা খান চৌধুরী, প্রাক্তন সাংসদ আবু হাশেম খান চৌধুরী সহ কংগ্রেস নেতৃত্ববৃন্দ।