Back
Paschim Bardhaman713302blurImage

আসানসোলে অনুষ্ঠিত ইউনিভার্সাল যোগা স্পোর্টস লীগ

Basudeb Chatterjee
Aug 18, 2024 10:15:17
Asansol, West Bengal

ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের বর্ধমান ডিভিশন যোগা স্পোর্টস লীগ আসানসোলের বার্নপুর ভারতী ভবনে অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, ও বীরভূম জেলার প্রায় ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। চ্যাম্পিয়ন হওয়া প্রতিযোগীরা আগামী রাজ্য স্তরের প্রতিযোগিতায় দীঘার মন্দারমনি তে অংশ নিতে পারবেন এবং আন্তর্জাতিক খেলায়ও সুযোগ পাবেন।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com