Back
Paschim Bardhaman713205blurImage

আর জি কর ঘটনার প্রতিবাদে দুর্গাপুরে ক্রীড়াবিদদের মিছিল

MONAJ KUMAR SINGHA
Aug 24, 2024 14:10:54
Durgapur, West Bengal

আর জি কর ঘটনার প্রতিবাদে দুর্গাপুরের বর্তমান ও প্রাক্তন ক্রীড়াবিদরা আজ পথে নামলেন। মহিলাদের উপর ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে সোচ্চার হয়ে দোষীদের দ্রুত শাস্তির দাবি জানালেন তাঁরা। সিটি সেন্টারের জংশন মল থেকে শুরু হয়ে চতুরঙ্গ ময়দানে শেষ হওয়া এই মিছিলে প্রায় শতাধিক নারী-পুরুষ ও ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। প্রতিবাদকারীরা অবিলম্বে সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান। মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটছে বলে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com