বুধবার সিটি সেন্টারের বেসরকারী শপিং মলের সামনে ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তার নেতৃত্বে মহিলা পুলিশ বাহিনী পথচলতি মহিলাদের সাথে কথা বলেন। তারা মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন এবং আত্মবিশ্বাস বাড়ানোর জন্য পদক্ষেপের অংশ হিসেবে এটি করা হচ্ছে। ডিসিপি অভিষেক গুপ্তা জানান, দুর্গাপুর পুলিশ মহিলাদের নিরাপত্তার প্রতি সতর্ক থাকে এবং এই সচেতনতা প্রচার নিয়মিতভাবে চলে। বিশেষ করে রাতে মহিলাদের সমস্যার দিকে নজর রাখা হয় এবং সিসি ক্যামেরা ও পুলিশকর্মীরা বাড়তি নজরদারি চালায়। কন্ট্রোল রুমের নম্বর ১০০।
মহিলা পুলিশ বাহিনীর সাথে কথা বললেন ডিসিপি অভিষেক গুপ্তা
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণের কারণে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি, ফলে ফুলে ফেঁপে ওঠে নদীর জল। গতকাল থেকে আবহাওয়ার উন্নতি হলেও আজ নতুন করে ডিভিসি জল ছাড়ায় আতঙ্ক সৃষ্টি হয়েছে নদী তীরবর্তী গ্রামের মানুষের মধ্যে। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ডুলুং নদীর তীরে কুবদা, নেগড়িয়া, বনপুরা এলাকায় বিঘের পর বিঘে চাষের ফসল জলের তলায় ডুবে গেছে। নেগুড়িয়ায় এখনও রাস্তার উপর দিয়ে জল বইছে, যা চাষিদের জন্য বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
কাঁথিতে বুধবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা এলাকায় চাঞ্চল সৃষ্টি করে। কাঁথির সৌলা রাস্তার কাছে জগন্নাথপুরে একটি বাড়ি ও চারটি লরিতে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, এবং স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে হাত লাগান। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। জানা গেছে, প্রতিমা বিসর্জনের সময় পটকার আগুন ছিটকে এসে এই ঘটনা ঘটেছে। লরিগুলিতে ফলের প্লাস্টিকের বাক্স থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি, এবং কাঁথি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
নিম্নচাপজনিত প্রবল বৃষ্টির কারণে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট,পাঁশকুড়া,পটাশপুর,ভগবানপুর,শহীদ মাতঙ্গিনী সহ জেলার এক বিরাট এলাকা জলমগ্ন হয়েছে। এর উপর কংসাবতী ব্যারেজ থেকে অত্যধিক পরিমাণে জল ছাড়ার ফলে কংসাবতী নদীবাঁধ ভেঙে পাঁশকুড়া পৌরসভা সহ ব্লকের বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি তৈরি করেছে। এই বন্যার জল তমলুক,শহীদ মাতঙ্গিনী,কোলাঘাট ব্লকের বিভিন্ন এলাকাকেও প্লাবিত করবে।
কংসাবতী নদীর জলে প্লাবিত মেদিনীপুর পৌরসভার ১৭ ও ১৮নং ওয়ার্ডের নদী তীরবর্তী এলাকাগুলি। বানভাসি হয়েছে প্রায় ১০০টি পরিবার। বুধবার দুপুরে প্লাবিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন মেদিনীপুর সদরের মহকুমাশাসক মধুমিতা মুখোপাধ্যায়। মঙ্গলবার থেকেই অসহায় এই পরিবারগুলির কাছে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হচ্ছে মেদিনীপুর পৌরসভার তরফে। মঙ্গলবার বিকেলেও এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মহকুমাশাসক।
টানা কয়েক মাস ধরে জলমগ্ন মালদা শহরের নেতাজি কলোনি। প্রবল সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক বছর ধরে বর্ষার শুরুতেই এলাকা জলমগ্ন হয়ে পড়ে। দুর্গন্ধ নোংরা জমা জলের মধ্যে দিয়েই জীবনযাপন করতে হয় ওই এলাকার বাসিন্দাদের। বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলরকে একাধিকবার জানানো হয়েছে। রাস্তা উঁচুড় জন্য মাপজোকো করে গিয়েছে কাউন্সিলর কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। জল পচে গিয়ে স্থানীয় বাসিন্দাদের চর্মরোগ দেখা দিচ্ছে।
সুবর্নরেখা এবং ডুলুং নদীর জলে সাঁকরাইলে একাধিক জায়গা জলমগ্ন হয়ে গেছে যার ফলে ভেঙ্গেছে কাঁচা বাড়ি। ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়ে পাশে থাকার আশ্বাস দেন বিড়ায়ক। তিনি একটি ফোন নম্বরও দেন, প্রয়োজনে যোগাযোগ করার জন্য। নদীর জল ঢুকেছে এমন এলাকাগুলো পরিদর্শন করে প্রশাসনের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এলাকার মানুষ অভিযোগ করছেন, সরকার ও বিধায়কের সহায়তা থাকলেও কেন্দ্র সরকার আবাস যোজনার সুবিধা বন্ধ করে দিয়েছে ফলে মাথার উপর ছাদ নেই এমন প্রশ্ন তুলছেন তারা।
হাসখালি তৃণমূল নেতা খুনের ঘটনায় পাঁচজন অভিযুক্তদের মধ্যে বিজেপি নেতা মুকুল রায়, জগন্নাথ সরকার সহ তিনজনকে বেকসুর খালাস করল বিধাননগর MP, MLA আদালত। এদিন জগন্নাথ সরকার সহ চারজন অভিযুক্ত আদালতে উপস্থিত থাকলেও মুকুল রায় শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি। ২০১৯ সালের সরস্বতী পুজোর অনুষ্ঠানে ঢুকে গুলি করে খুন করা হয়েছিল তৃণমূল বিধায়ককে। আদালত সুজিত মন্ডল ও অভিজিৎ পুন্ডারীকে দোষী সাব্যস্ত করেছে এবং আগামীকাল তাদের সাজা ঘোষণা হবে।
বি আর সিং হাসপাতাল থেকে ডাক্তারদের একটি তিনজনের টিম সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছালো। তারা সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলের মেডিকেল চেকআপ করবেন।