Back
Paschim Bardhaman713302blurImage

আসানসোল সদরের ৭ টি বিডিও অফিসে ধরনা অবস্থানে বিজেপি

Basudeb Chatterjee
Sep 04, 2024 16:20:52
Asansol, West Bengal
আর জি করের ঘটনাকে সামনে রেখে আসানসোল সদরের ৭ টি বিডিও অফিসে ধরনা অবস্থানে বিজেপি কর্মীরা। বিজেপি জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় স্থানীয় বারাবনি বিডিও অফিসের গেট বন্ধ করে ধরনায় বসে আছে তাদের কর্মী ও সমর্থকদের নিয়ে।। বাপ্পা চট্টোপাধ্যায় বলে আর জি করের ঘটনাকে কেন্দ্র করে তারা আন্দোলনকে আরও বৃহত্তর করবে।। তারা চায় কোলকাতার পুলিশ কমিশনারকে পদত্যাগ করুক। স্বাস্থ্য মন্ত্রীরও পদত্যাগ করুক।
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com