স্বাড়ম্বরে পালিত হলো শিক্ষক দিবস
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
নন্দকুমার: পুষ্পা সিনেমার মতোই বাস্তবে ঘটল একটি চমকপ্রদ ঘটনা। রাষ্ট্রায়ত্ত কোম্পানি আইওসি-এর লোগো লাগানো তেলের ট্যাঙ্কারে পাচার হচ্ছিল গরু। নন্দকুমার থানার পুলিশ অভিযান চালিয়ে ট্যাঙ্কার থেকে ২৫টি গরু উদ্ধার করে। নন্দকুমার চৌমড়ের কাছে পুলিশের নাকা চেকিং চলছিল। নরঘাটের দিক থেকে একটি ট্যাঙ্কার দ্রুত গতিতে বেরিয়ে যাওয়ায় সন্দেহ হয় পুলিশকে। ট্যাঙ্কারটি থামানো হলে চালক ও খালাসি পালিয়ে যায়। পুলিশের পরীক্ষা করে জানা যায়, ট্যাঙ্কারের পেছনের অংশ অন্যান্য ট্যাঙ্কারের থেকে আলাদা ছিল।
কালিয়াগঞ্জ কলেজে অস্থায়ী কর্মী পদের নিয়োগ বাতিলের দাবিতে বুধবার কালিয়াগঞ্জ কলেজে প্রতিনিধি মূলক ডেপুটেশন দিলো বিজেপির শহর মন্ডল কমেটি।বুধবার বিজেপির শহর মণ্ডল সভাপতি তথা বিজেপি কাউন্সিলার গৌরাঙ্গ দাসের নেতৃত্বে প্রতিনিধি দল কলেজে গেলে কলেজের গেটে বাধার মূখে পড়ে কিছু পড়ুদের কাছে কলেজে বহিরাগতদের প্রবেশ বন্ধের দাবিতে পড়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড: বিপুল দাসকে ডেপুটেশন তুলে দেয় তারা।গৌরাঙ্গ দাস অভিযোগ করে বলেন কলেজে বেশকিছু অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে অবৈধ ভাবে।
রামনগর: করোনার কারণে কাজ হারানো উত্তম মাইতি, যিনি হাবড়ার বাসিন্দা, এখন আর্থিক সংকটে রয়েছেন। সংসার চালানোর জন্য তিনি ঋণ পেতে ব্যর্থ হয়েছেন এবং তাঁর উচ্চশিক্ষার স্বপ্নও আটকে গেছে। অর্থের অভাবে তিনি এটিএম লুটের পরিকল্পনা করেন। একটি গ্যাসের দোকান থেকে গ্যাস সিলিন্ডার ও কাটার বার্ণার সংগ্রহ করে, ৩৫ বছর বয়সী এই ইঞ্জিনিয়ার দীঘার কাছে রামনগর বাসস্ট্যান্ডে আসে। রাত নটার দিকে পৌঁছে, একটি গুমটির আড়ালে লুকিয়ে রাতভর অপেক্ষা করে।
তমলুক: পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের বড় সফলতা। পুজোর আগে হারানো বা চুরি হওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে। বুধবার তমলুকের নিমতৌড়িতে পুলিশের এক অনুষ্ঠানে জানানো হয়, গত এক মাসে মোবাইল মিসিংয়ের অভিযোগে ক্রাইম ব্রাঞ্চ ও জেলা পুলিশ যৌথভাবে দুই শতাধিক মোবাইল উদ্ধার করেছে। মালিকদের সঠিক নথিপত্র দেখে মোবাইল ফেরত দেওয়া হয়। তমলুক থানা এলাকার কলেজ পড়ুয়া আলেমারা খাতুন জানান, চুরি যাওয়া মোবাইল পুনরুদ্ধার হয়েছে, যা তার পড়াশোনার জন্য অত্যন্ত জরুরি ছিল।
আজ, বুধবার রাধা অষ্টমী উপলক্ষে কীর্ণাহার চণ্ডীদাস পাট বাড়িতে বৈষ্ণণব মতে বিশেষ পুজোর আয়োজন করা হয়। ভক্তদের সমাগম ছিল ব্যাপক। দুপুরে রাধা-কৃষ্ণের মূর্তির সামনে বিশেষ অন্ন ভোগ নিবেদন করা হয়, যার মধ্যে ছিল পোলাও, পাঁচ রকম ভাজা, তালের বড়া, লুচি, সবজি, পায়েস এবং মিষ্টি। পুজো শেষে আরতির মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয় এবং ভক্তদের জন্য অন্ন ভোগের ব্যবস্থা করা হয়।
বাঁকুড়ায় বড়জোড়ার মানাচরের উদ্বাস্তু কলোনীর বাসিন্দাদের জমির দলিল, পানীয় জল, ও পৃথক গ্রাম পঞ্চায়েত গঠন সহ নানা দাবিতে ইউ.সি.আর.সি. আন্দোলনে নামল। বুধবার সিপিআইএম বাঁকুড়া জেলা দপ্তর থেকে মিছিল করে জেলা ভূমি সংস্কার দপ্তরের কার্যালয়ে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। সেখানে দাঁড়িয়ে স্লোগান দেন আন্দোলনকারীরা। সিপিআইএম বড়জোড়া এরিয়া কমিটির সম্পাদক সুজয় চৌধুরী জানান, মানাচরের বাসিন্দারা দীর্ঘদিন ধরে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
বীরভূমের কীর্নাহার থেকে দেওঘর যাওয়ার পথে ঝাড়খণ্ডের মেসেঞ্জার জলাধারে পথ দুর্ঘটনায় দুজন পূর্ণার্থীর মৃত্যু হয়েছে। বুধবার ঘটনার সময়, পূর্ণার্থীরা জলাধার দেখতে নেমেছিলেন। এক্ষেত্রে একটি ভুট্টা বোঝাই গাড়ি পালটি মেরে ফুটপাতে হাঁটতে থাকা পূর্ণার্থীদের ওপর চাপা দেয়, ফলে একজনের মৃত্যু ঘটনাস্থলেই হয় এবং পরে আরো একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন, যাদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুটি কনটেইনার থেকে ৫১টি মোষ উদ্ধার করেছে। মোষ পাচারের অভিযোগে ৮ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে এবং দুটি কনটেইনার বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার ডালখোলার দিক থেকে শিলিগুড়ির দিকে আসছিল কনটেইনার দুটি। কানকি ৩১ নম্বর জাতীয় সড়কে তল্লাশি চালিয়ে মোষগুলো উদ্ধার করা হয়। বুধবার অভিযুক্তদের ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে চারজনকে ৫ দিনের পুলিশি হেফাজত এবং বাকি চারজনকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
বড়জোড়া থানা পুলিশ বুধবার নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার করেছে দুর্গাপুর 1 রায়ডাঙ্গা হো চি মিন পল্লী পূর্বে একটি কুকুরের খাল থেকে। গত মঙ্গলবার তিনি দুর্গাপুর ব্যারেজে ঝাঁপ দেওয়ার পর থেকে যুবকের খোঁজে ব্যস্ত ছিল পুলিশ। যেখানে প্রায় 24 ঘন্টা পর বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীদের সহায়তায় মৃতদেহটি উদ্ধার করে কোকোভেন থানায় হস্তান্তর করা হয়।
হাতে প্লাকার্ড নিয়ে মুখে প্রতিবাদী গান গেয়ে আরজি করের ঘটনার বিচার চেয়ে একা একা দুর্গাপুরের রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানালো।এই দৃশ্য দেখে রাস্তায় পথচলতি মানুষ দাঁড়িয়ে পড়ে যুবকের এই প্রতিবাদে সামিল হলো। কেন এইভাবে রাস্তায় একা একা প্রতিবাদ করছেন।সৌমিক জানান কলকাতায় তীব্র প্রতিবাদ চলছে।জেলায় সেই প্রতিবাদের আঁচ ছড়িয়ে দিতেই আমি পথে নেমেছি।সৌমিক জানান রানীগঞ্জে প্রতিবাদ করেছি এরপর দুর্গাপুরে প্রতিবাদ করলাম। এইভাবে প্রতিবাদের আগুন ছড়িয়ে দিতে চাই আমি।