Back
Dakshin Dinajpur733101blurImage

দক্ষিণ দিনাজপুরে ভেক্টর বন ডিজিজ এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের ডেপুটেশন

Anup Biswas
Sept 21, 2024 10:53:29
Gobindpur, West Bengal
শুক্রবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিল দক্ষিণ দিনাজপুরের ভেক্টর বন ডিজিজ এমপ্লয়ি অ্যাসোসিয়েশন। তারা অভিযোগ করেন যে ভি আর পি ও ভিসিটি কর্মীদের মধ্যে বেতন বৈষম্য বিদ্যমান। বৈষম্য দূর করার দাবিতে এই ডেপুটেশন অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যরা জানিয়েছেন, দাবি মেনে না নিলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com