Back
Dakshin Dinajpur733101blurImage

আদি মহিনী মোহন কাঞ্জিলাল শোরুমের শুভ উদ্বোধন বালুরঘাটে

Sagar Mahanta
Sept 06, 2024 10:32:49
Balurghat, West Bengal

বালুরঘাটে আদি মহিনী মোহন কাঞ্জিলাল তাদের এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করলেন। শুক্রবার দুপুরে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শোরুমের শুভ উদ্বোধন করেন সংস্থার কর্ণধার স্বর্ণালী কাঞ্জিলাল ও আশিস কাঞ্জিলাল। এছাড়াও উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট আদি মোহিনী মোহন কাঞ্জিলাল শোরুমের পার্টনার সার্বিক চক্রবর্তী ও সুপ্রিয় বোস। প্রত্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে এই প্রথম আদি মোহিনী মোহন কাঞ্জিলাল তারা তাদের শোরুমের শুভ উদ্বোধন করলেন। 

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com