
সুকান্তর উদ্যোগে শুরু বালুরঘাট-হিলি রেল লাইন সম্প্রসারণের কাজ
১২ বছর আগে বালুরঘাট -হিলি রেল প্রকল্পের জন্য নির্মিত হয়েছিল রেলের পিলার। সেই পিলারের কাজে এবার হাত লাগাচ্ছে রেল। তার অধিকৃত জমি খালি করা হচ্ছে। বালুরঘাটের খিদিরপুর এলাকায় রেলওয়ে ব্রিজের আগেই জমি খালি করা হচ্ছে। জেসিপি নামিয়ে ব্রিজের ১০০ মিটারের মধ্যে জায়গা খালি করা হচ্ছে। বেশকিছু বাড়ি ঘরও ভেঙে ফেলা হচ্ছে। এদিকে রেল সূত্রে খবর, ১২ বছর আগে ওই এলাকায় ব্রিজের কাজ শুরু হয়েছিল।
বিজেপি আদিবাসী মোর্চার প্রতিবাদ: দখলদারি পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ!
দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার আদিবাসী নাবালিকা ধর্ষণ ও আরজিকরের ঘটনার প্রতিবাদে বিজেপি আদিবাসী মোর্চা জেলা পুলিশ সুপার অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বালুরঘাটের মঙ্গলপুর মোড় থেকে মিছিল করে তাঁরা জেলা পুলিশ সুপার অফিসে পৌঁছান। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে বিজেপি আদিবাসী মোর্চার পক্ষ থেকে জেলা পুলিশ সুপারকে ডেপুটেশন প্রদান করা হয়। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি জুয়েল মুর্মু ও তপনের বিধায়ক বুধরাই টুডু, সহ অন্যান্য জেলা নেতারা।
দূর্গা পূজার পাঁচদিন মনসা পূজায় মেতে ওঠেন বালুরঘাটের ফুলঘড়া গ্রামের বাসিন্দারা
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতে যখন গোটা জেলা মেতে ওঠে, তখন অন্য চিত্র দেখা যায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোয়ালদাড় গ্রাম পঞ্চায়েতের ফুলঘরা গ্রামে। কারণ এই গ্রামের মানুষরা দুর্গাপুজোর সময় মনসা পুজোয় মেতে ওঠেন। এই গ্রামের মানুষরা দেবী দুর্গার আসনে মা মনসাকেই বসিয়ে দীর্ঘদিন পুজো করে আসছেন। দুর্গাপুজোর নিয়ম মেনেই এখানে মা মনসা পূজিতা হন। মূলত এখানে মনসা রূপেই দেবী দুর্গার আরাধনা করা হয়। পুজোর কয়েকটা দিন গ্রামে সকলে মিলে আনন্দ উল্লাসে মেতে ওঠেন।
হাসপাতালের নিরাপত্তা বাড়াতে হাসপাতাল কর্তৃপক্ষ এর সঙ্গে বৈঠক করল পুলিশ
হাসপাতালের নিরাপত্তা বাড়াতে বৃহস্পতিবার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে হাসপাতাল কর্তৃপক্ষ এর সঙ্গে বৈঠক করল পুলিশ। বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসপি হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা, হাসপাতালের ডেপুটি সুপার অরিন্দম রায়, বালুরঘাট নার্সিং ট্রেনিং স্কুলের প্রিন্সিপাল অনিন্দিতা দাস সহ অন্যান্যরা। মূলত হাসপাতালের নিরাপত্তার বিষয় গুলি নিয়ে বৈঠক হয়। হাসপাতালে সিসিটিভি বাড়ানো সহ একাধিক বিষয় বৈঠকে উঠে আসে।
পূজাতে বালুরঘাট শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে তৎপর দক্ষিন দিনাজপুর জেলা পুলিশ
বালুরঘাট শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে তৎপর দক্ষিন দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। শহরের দূর্গা পূজা মন্ডপ গুলি পরিদর্শনে দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পূজোর আনন্দ উপভোগ করতে পারেন, যানজট মুক্ত ভাবে মণ্ডপে মন্ডপে প্রতিমা দর্শন করতে পারে, তা নিশ্চিত করতেই এদিন বালুঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় সরোজমিনে খতিয়ে দেখে পুলিশ। এদিন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রমপ্রসাদ, ডিএসপি ট্রাফিক বিল্ব মঙ্গল সাহা, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা পথে নামেন।