Back
Sagar Mahanta
Dakshin Dinajpur733101blurImage

পূজাতে বালুরঘাট শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে তৎপর দক্ষিন দিনাজপুর জেলা পুলিশ

Sagar MahantaSagar MahantaSep 19, 2024 10:36:23
Balurghat, West Bengal:

বালুরঘাট শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে তৎপর দক্ষিন দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। শহরের দূর্গা পূজা মন্ডপ গুলি পরিদর্শনে দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পূজোর আনন্দ উপভোগ করতে পারেন, যানজট মুক্ত ভাবে মণ্ডপে মন্ডপে প্রতিমা দর্শন করতে পারে, তা নিশ্চিত করতেই এদিন বালুঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় সরোজমিনে খতিয়ে দেখে পুলিশ। এদিন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রমপ্রসাদ, ডিএসপি ট্রাফিক বিল্ব মঙ্গল সাহা, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা পথে নামেন। 

0
Report
Dakshin Dinajpur733101blurImage

আদি মহিনী মোহন কাঞ্জিলাল শোরুমের শুভ উদ্বোধন বালুরঘাটে

Sagar MahantaSagar MahantaSep 06, 2024 10:32:49
Balurghat, West Bengal:

বালুরঘাটে আদি মহিনী মোহন কাঞ্জিলাল তাদের এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করলেন। শুক্রবার দুপুরে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শোরুমের শুভ উদ্বোধন করেন সংস্থার কর্ণধার স্বর্ণালী কাঞ্জিলাল ও আশিস কাঞ্জিলাল। এছাড়াও উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট আদি মোহিনী মোহন কাঞ্জিলাল শোরুমের পার্টনার সার্বিক চক্রবর্তী ও সুপ্রিয় বোস। প্রত্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে এই প্রথম আদি মোহিনী মোহন কাঞ্জিলাল তারা তাদের শোরুমের শুভ উদ্বোধন করলেন। 

0
Report
Dakshin Dinajpur733101blurImage

শিশুকে ধর্ষণের মামলায় অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিলো আদালত

Sagar MahantaSagar MahantaSep 06, 2024 10:11:17
Balurghat, West Bengal:

বালুরঘাট জেলা আদালত তিন বছরের শিশুকে ধর্ষণের মামলায় অভিযুক্ত যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা দিয়েছেন। ২০২০ সালের জানুয়ারির ঘটনায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে গত বুধবার সাজা ঘোষণা করেন বিশেষ পকসো কোর্টের বিচারক শরন্যা সেন প্রসাদ। আজ শুক্রবার, সাজা ঘোষণা করে বিচারক জানান যে, জরিমানা পরিশোধে ব্যর্থ হলে অভিযুক্তকে অতিরিক্ত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

0
Report
Dakshin Dinajpur733101blurImage

হাতে মোমবাতি জ্বালিয়ে বিচারের দাবি বালুরঘাটে

Sagar MahantaSagar MahantaSep 04, 2024 17:13:39
Balurghat, West Bengal:
আর্জিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বাড়ি বাড়ি ও বালুরঘাট শহরের বিভিন্ন এলাকায় মোমবাতি জ্বালিয়ে বিচারের দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ। এদিন বালুরঘাট শহরের সাহেবকাচারী মোড় এলাকায় একাধিক মহিলা মোমবাতি জ্বালিয়ে বিচারের দাবি জানান তারা ।
0
Report
Dakshin Dinajpur733101blurImage

বালুরঘাট বিডিও অফিসে ধর্ণা বিজেপির

Sagar MahantaSagar MahantaSep 04, 2024 16:18:44
Balurghat, West Bengal:

বংশীহারিতে আদিবাসী কিশোরীকে ধর্ষণ করে খুন করা চেষ্টার অভিযুক্তর ফাঁসির দাবি ও আরজিকরের দোষীদের গ্রেফতারের দাবিতে বিজেপির বালুরঘাট বিডিও অফিসে ধর্ণা কর্মসূচি পালন করলো বিজেপি। এদিন গোটা শহর মিছিল করে বালুরঘাট বিডিও অফিসের সামনে ধর্নায় বসে বিজেপি কর্মীরা। শুধু বালুরঘাটে নই দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি ব্লকের বিডিও অফিসে ধর্ণা কর্মসূচি পালন করছে বিজেপি। ধর্ষণ কান্ডর অভিযুক্তদের ফাঁসির দাবিতে এই ধর্ণা কর্মসূচি বলে জানান বিজেপি নেতৃত্বরা।

0
Report
Dakshin Dinajpur733101blurImage

বালুরঘাটে ভবঘুরেদের শেল্টার নিয়ে বিতর্ক

Sagar MahantaSagar MahantaSep 04, 2024 16:11:29
Balurghat, West Bengal:

বালুরঘাটের সাহেব কাছারি এলাকায় খোলা হচ্ছে 'শেল্টার ফর শেল্টারলেস' হোম। বাসিন্দাদের অভিযোগ, ওই হোমে ভবঘুরে ও মানসিক রোগীদের এনে রাখা হবে। এতে ঘন জনবসতিপূর্ণ এলাকার পরিবেশ নষ্ট হবে। তাই তাঁদের দাবি, শহর থেকে দূরে ফাঁকা জায়গায় এই শেল্টার করা হোক। এনিয়ে তাঁরা পুরসভাকে লিখিতভাবে জানিয়েছেন। যদিও পুরসভার দাবি, আশ্রয়হীনদের সাময়িকভাবে ওই জায়গায় রাখা হবে। ১৭ নম্বর ওয়ার্ডের সাহেব কাছারি হাটখোলার ওই জায়গায় অফিস ক্যাম্পাস করা হবে। ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীনদের রাখা হবে না।

0
Report
Dakshin Dinajpur733101blurImage

জেলাশাসক ভবন ঘেরাও নিয়ে ধুন্ধুমার বালুরঘাটে, ভাঙ্গা হলো পুলিশের ব্যারিকেড

Sagar MahantaSagar MahantaSep 03, 2024 11:13:54
Balurghat, West Bengal:

বংশীহারিতে আদিবাসী কিশোরীকে ধর্ষণ করে খুন করা চেষ্টার অভিযুক্তর ফাঁসির দাবি ও আরজিকরের দোষীদের গ্রেফতারের দাবিতে বিজেপির প্রশাসনিক ভবন ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার বালুরঘাটে। পুলিশের ব্যারিকেট ভেঙে জেলা প্রশাসন ভবনের প্রবেশের চেষ্টা বিক্ষোভকারীদের। পুলিশ বাঁধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়। বিজেপি সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে আজ বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনে বিক্ষোভ কর্মসূচি। মিছিল করে সুকান্ত মজুমদার সহ কর্মীরা মিছিল করে এগোলে পুলিশ ব্যারিকেড করে তাঁদের বাঁধা দেয়

0
Report
Dakshin Dinajpur733101blurImage

বিজেপির জেলাশাসক ভবন ঘেরাও কর্মসূচির আগে বাঁশ দিয়ে ঘেরাও হচ্ছে ভবন চত্বর

Sagar MahantaSagar MahantaSep 03, 2024 05:47:28
Balurghat, West Bengal:
আগামী কাল বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদারের নেতৃত্বে দক্ষিণ দিনাজপুর জেলা শাসক ভবন ঘেরাও কর্মসূচি রয়েছে। তার আগে জেলা শাসক ভবনের সামনে বাঁশ দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে ভবন চত্বর এলাকা। চলছে জোরকদমে কাজ।
0
Report
Dakshin Dinajpur733124blurImage

খিচুড়িতে মিলল টিকটিকি, চাঞ্চল্য বৈদ্যনাথপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

Sagar MahantaSagar MahantaSep 03, 2024 05:01:48
Gangarampur, West Bengal:
অঙ্গনওয়াড়ির খিচুড়িতে মিলল টিকটিকি। সোমবার বিষয়টি নজরে আসতেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখাল শিশুদের অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের বৈদ্যনাথপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এদিকে বিষয়টি জানতে পেরেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা সকলের বাড়ি বাড়ি গিয়ে খিচুড়ি ফেলে দিতে বলেন। এবং যারা খিচুড়ি খেয়েছে তাদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় অঙ্গনওয়াড়ি কর্তৃপক্ষ। পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস ব্লক প্রশাসনের।
0
Report
Dakshin Dinajpur733124blurImage

নির্যাতিতার কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করতে যান সুকান্ত মজুমদার

Sagar MahantaSagar MahantaSep 03, 2024 04:47:02
Gangarampur, West Bengal:

দক্ষিণ দিনাজপুরের বংশীহারীতে তেরো বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠে তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। প্রমাণ লোপাটের জন্য ওই নাবালিকাকে খুন করার চেষ্টাও করেছিলও ওই অভিযুক্ত । বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ওই গ্রামে যান নির্যাতিতা পরিবারের সাথে কথা বলতে।কিন্তু দেখা হয়নি নির্যাতিতার মায়ের সাথে। গ্রামবাসীরা সুকান্তবাবুর কাছে অভিযুক্তর ফাঁসির দাবি জানান। ওই গ্রাম থেকে বেরিয়ে গঙ্গারামপুর হাসপাতালে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান সুকান্ত মজুমদার।

0
Report
Dakshin Dinajpur733103blurImage

পুজোর আগে বেহাল অবস্থা ১৭ নাম্বার ওয়ার্ডের রাস্তা, সমস্যা পথযাত্রীদের

Sagar MahantaSagar MahantaSep 02, 2024 05:32:13
Balurghat, West Bengal:
দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরে রয়েছে বালুরঘাট পুরসভার ১৭ নাম্বার ওয়ার্ডের খিদিরপুর যাবার রাস্তা। যার ফলে সমস্যায় পড়ছে নিত্য যাত্রীরা। পুজোর আগে রাস্তা সংস্কারের দাবি নিত্য যাত্রীদের। রাস্তা বেহাল হওয়ায় প্রায় ঘটে দুর্ঘটনা। রাস্তা তৈরী হয়েছে বিশাল আকারের গর্ত। রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীদের।
0
Report
Dakshin Dinajpur733103blurImage

বালুরঘাটে অনুষ্ঠিত ফ্যাশন শোতে সেরা তিলোত্তমা প্রদর্শন৷

Sagar MahantaSagar MahantaSep 02, 2024 05:24:04
Balurghat, West Bengal:

চলতি মাসেই বালুরঘাটে অনুষ্ঠিত হবে ফ্যাশন শো। এনিয়ে রবিবার দুপুরে বালুরঘাট শহরের সংকেত ক্লাবে অনুষ্ঠিত হলো এক সাংবাদিক বৈঠক৷ এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের অন্যতম কর্ণধার অনুস্মিতা সরকার সহ অন্যান্যরা। দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় ১২০ -১৩০ জন প্রতিযোগী দক্ষিণ দিনাজপুর সেরা তিলোত্তমা ফ্যাশন শোতে অংশগ্রহণ করছে। ফ্যাশন শো এবং মডেলিংয়ের মধ্য দিয়েও নিজের ক্যারিয়ার তৈরি করা যায়। জেলার সংস্কৃতির শহর বালুরঘাট সহ জেলার বিভিন্ন প্রান্তে বহু এমন ট্যালেন্টেড ছেলেমেয়ে রয়েছে।

0
Report
Dakshin Dinajpur733101blurImage

বালুরঘাটে পালিত হলো পুলিশ দিবস

Sagar MahantaSagar MahantaSep 01, 2024 15:10:53
Balurghat, West Bengal:
সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর সাড়ম্বরের সাথে পালিত হলো পুলিশ দিবস। রবিবার বালুরঘাট শহরের পাবলিক বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা মূলক বার্তা দেওয়া হয়। পাশাপাশি নতুন ন্যায় সংহিতায় আইন গুলি সম্পর্কেও ধ্যান-ধারণা দেওয়া হয়। এরপর বালুরঘাট শহর জুড়ে একটি চেতনতামূলক র‍্যালি করা হয়। এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক বিল্লমঙ্গল সাহা,বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
0
Report
Dakshin Dinajpur733101blurImage

আরজি ট্যাক্স মামলার বিষয়ে, মহিলা তৃণমূল ধর্ষণের জন্য মৃত্যুদণ্ডের বিলের দাবিতে বিক্ষোভ করেছে

Sagar MahantaSagar MahantaSep 01, 2024 09:32:06
Balurghat, West Bengal:

আরজি কর মামলায় রাম বম ষড়যন্ত্র করছে আরজি কর মামলার আসামিদের ফাঁসি চাই। ধর্ষণের বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক রবিবার বিকেলে বালুরঘাটে জেলা জাদুঘর সংলগ্ন সড়কে বিক্ষোভ করে মহিলা তৃণমূল কংগ্রেস। বালুরঘাট শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গীতা দেব এবং অন্যরা আজকের বিক্ষোভে যোগ দিয়েছিলেন এবং আরজি ট্যাক্স মামলার সাথে ধর্ষণের জন্য মৃত্যুদণ্ডের জন্য একটি বিলের দাবি জানিয়েছেন। বিকেলে শুরু হওয়া এই বিক্ষোভ সন্ধ্যা পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।

0
Report
Dakshin Dinajpur733103blurImage

গ্রন্থগার দিবস পালন করা হলো বালুরঘাটে

Sagar MahantaSagar MahantaSep 01, 2024 05:20:37
Balurghat, West Bengal:

দক্ষিণ দিনাজপুর জেলা সদর বালুরঘাটে জেলা শাসকের দপ্তর প্রাঙ্গণে বালুছায়া সভা ঘরে সাধারণ গ্রন্থাগার দিবস পালন করা হল। সাধারণ গ্রন্থাগার দিবসকে সামনে রেখে একটি আলোচনা চক্রেরও আয়োজন করা হয়। এদিনের গ্রন্থাগার দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাঁসদা, জেলা স্কুল পরিদর্শক প্রাথমিক সানি মিশ্র, জেলা গ্রন্থাগারিক তনুময় সরকার, জেলা লাইব্রেরিয়ান অনুপ মন্ডল সহ অন্যান্য বিশিষ্টজন।

0
Report
Dakshin Dinajpur733103blurImage

বেহাল অঙ্গনওয়াড়ি কেন্দ্র,বেহাল দশা স্বীকার করেছেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান

Sagar MahantaSagar MahantaAug 31, 2024 18:28:28
Balurghat, West Bengal:

বালুরঘাটের চকভৃগু গ্রামের বেলাইন এলাকায় এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। কেন্দ্রটির দরজা ভেঙে উন্মুক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। পড়ুয়াদের কিছুটা দূরে অবস্থিত শিশুশিক্ষা কেন্দ্রে পাঠানো হলেও, মূল কেন্দ্রটির মেরামতির কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান বেহাল দশা স্বীকার করেছেন, তবে সংস্কার কাজ শুরু হয়নি। ২০১০ সালে শিশুদের পঠন-পাঠনের জন্য প্রতিষ্ঠিত এই কেন্দ্রটির অবস্থা দ্রুত ঠিক করার দাবি উঠেছে।

0
Report
Dakshin Dinajpur733101blurImage

বালুরঘাট কলেজে আর্জি কর কাণ্ডে বিচারের দাবিতে ধর্নায় বসলো ছাত্র পরিষদ

Sagar MahantaSagar MahantaAug 31, 2024 06:32:39
Balurghat, West Bengal:

আর্জি কর কাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বালুরঘাট কলেজের সামনে ধর্নায় বসলো বালুরঘাট শহর তৃণমূল ছাত্র পরিষদ। শুক্রবার দুপুরে ধর্নায় বসে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। ধর্নাতে বসে বিচারের দাবিতে বিক্ষোভ দেখায় তারা। এদিনের বিক্ষোভে হাজির ছিলেন বালুরঘাট তৃণমূল শহর ছাত্র পরিষদের জয়েন্ট কনভেনর সুরোজ সাহা ও সৌরভ সরকার।

0
Report
Dakshin Dinajpur733103blurImage

ব্রিজ আছে নেই সংযোগকারী রাস্তা,রাস্তার দাবি গ্রামবাসীদের

Sagar MahantaSagar MahantaAug 31, 2024 05:54:04
Balurghat, West Bengal:

বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের অধীন পশ্চিম গঙ্গাসাগর এবং রাধানগর গ্রামে কাশিয়া খাঁড়ির উপর একটি কংক্রিটের ব্রিজ নির্মিত হয় প্রায় চার বছর আগে। কিন্তু এখনো ব্রিজের সাথে সংযুক্ত রাস্তা তৈরি হয়নি, যার কারণে গ্রামবাসীরা ব্রিজের উপর দিয়ে চলাচল করতে পারছেন না। বর্ষাকালে কাশিয়া খাঁড়িতে প্রচুর জল থাকে, ফলে গ্রামবাসীরা ব্রিজের পরিবর্তে খাঁড়ির কোমর জল ভেঙে চলাচল করছেন। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে ব্রিজ সংযোগকারী রাস্তার দাবি জানিয়েছেন।

0
Report
Dakshin Dinajpur733101blurImage

বৃহত্তম দূর্গার গহনা বানিয়ে তাক লাগলো বালুরঘাটের দেবজ্যোতি মোহড়া

Sagar MahantaSagar MahantaAug 31, 2024 05:17:41
Balurghat, West Bengal:

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের গহনা শিল্পী দেবজ্যোতি মহরা আবারও অসাধারণ একটি কাজ করেছেন। তিনি জেলার বৃহত্তম দুর্গা প্রতিমার গহনা তৈরি করেছেন। এই গহনাগুলির মধ্যে মুকুটের মাপ সাড়ে ছয় ফিট, মালা ছয় ফিট, এবং আঁচল আট ফিট। গহনাগুলি সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি হচ্ছে। আগের বছরও তাঁর তৈরি গহনা বিদেশে প্রশংসিত হয়েছিল।

0
Report