Back
Birbhum731224blurImage

রামপুরহাটে আরজিকর কান্ডে তৃণমূলের ধর্না বিক্ষোভ

Monotosh Chowdhury
Aug 18, 2024 15:29:40
Rampurhat, West Bengal
কোলকাতার আরজিকর কান্ডে দোষীদের শাস্তির দাবিতে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ ও ধরণা । বীরভূমের রামপুরহাট শহরের প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড়ে এসডিও অফিসের সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ধরণামঞ্চ তৈরি করা হয়। তাদের দাবি অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে । তৃণমূলের কর্মসূচি শুরু হয় সকাল দশটার সময়। উপস্থিত ছিলেন রাজ্য সরকারের ডেপুটি স্পিকার ডাক্তার আশিস ব্যানার্জি, রামপুরহাট ১ নম্বর ব্লক সভাপতি ও আরো অন্যান্য তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতা নেতৃত্বরা।
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com