Back
Birbhum731123blurImage

আর জি কর কাণ্ড নিয়ে নৃত্যশিল্পীদের বক্তব্য

Madhab Das
Aug 25, 2024 02:45:03
Dubrajpur, West Bengal
জাস্টিস ফর আরজি কর দুবরাজপুরের সুরেশ নৃত্য একাডেমির পক্ষ থেকে দুবরাজপুরের সারদা ময়দান থেকে শুরু করে দুবরাজপুর শহর পরিক্রমা করে থানা মোড় পর্যন্ত একটি মিছিল করে। ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ মিছিল করে নৃত্যশিল্পীরা। এই মিছিলে সমস্ত নৃত্য শিল্পীরা এবং তাঁদের অভিভাবক ও অভিভাবিকারা হাজির ছিলেন। উল্লেখ্য, শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নৃত্য শিল্পীরা নৃত্যের মাধ্যমে আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানান বলে জানান সুরেশ নৃত্য একাডেমির সভাপতি রিপা রায়চৌধুরী।
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com