Back
Birbhum731101blurImage

শহরের পর গ্রামও আরজিকর কান্ডে প্রতিবাদ সিউড়ির নগরীতে

Monotosh Chowdhury
Aug 18, 2024 15:32:31
Suri, West Bengal
মহানগর, মফস্বল এর পর এবার গ্রামাঞ্চলেও আরজি করের ঘটনার প্রতিবাদের ছোঁয়া । বিচার চেয়ে রাস্তায় নেমে মিছিল করলেন গ্রামের ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ। রবিবার বিকেলে সিউড়ি ১ ব্লকের নগরী গ্রামে মিছিল করেন নগরী ও আশেপাশের গ্রামের মানুষজন।এদিন নগরী চৌরাস্তা মোড় থেকে মিছিল শুরু হয়। যা পুরো গ্রাম পরিক্রমা করে পুনরায় চৌরাস্তা মোড়ের কাছে আসে। ওই কর্মসূচিতে অংশগ্রহণ করেন গ্রামের ছাত্রছাত্রী থেকে শুরু করে গৃহবধুরা । এদিন মিছিল শেষে সেখানে বক্তব্য রাখেন বিক্ষোভকারী গ্রামবাসীরা।
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com