Back
Bankura722151blurImage

সিমলাপালে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব, অঞ্চল কার্যালয়ে চাবি

Subhrachal Chowdhury
Aug 23, 2024 16:36:05
Simlapal, West Bengal

তালডাংরা বিধানসভা উপনির্বাচন ও বাঁকুড়ার সাংগঠনিক পদে রদবদলের সম্ভাবনার প্রেক্ষাপটে সিমলাপালে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। ব্লক সভাপতি ফাল্গুনী সিংহবাবু ও সহ-সভাপতি কল্যান করের মধ্যে দ্বন্দ্ব চরমে উঠেছে। এর জেরে দলীয় কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি এতটাই জটিল হয়েছে যে সহ-সভাপতির বিরুদ্ধে অঞ্চল কার্যালয়ে চাবি লাগিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। দলীয় কর্মীদের মধ্যে বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com