Back
Bankura722101blurImage

ওন্দায় ডাইরিয়ার প্রকোপ হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা

Mritunjoy Das
Aug 08, 2024 04:30:30
Bankura, West Bengal

বাঁকুড়ার ওন্দা ব্লকের লোদনা গ্রাম পঞ্চায়েতের রাজারপুকুর বাউরীপাড়ায় ডাইরিয়ার প্রকোপ বেড়ে গেছে। বমি ও পায়খানার উপসর্গ নিয়ে প্রায় ৫০ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণ জল থেকেই হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত ও স্বাস্থ্য দফতর বাড়ি বাড়ি ঔষধ সরবরাহ করছে এবং জল নমুনা সংগ্রহ করছে। আক্রান্তদের অনেককে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতাল এবং বাঁকুড়া মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com